বুলেট ফর মাই ভ্যালেন্টাইন
Over the top, over the top! Right now, it's killing time!
Over the top, over the top! The only way out is to die!
God has spoken through his conscience!
As I scream, aim and fire! The death toll grows higher!
(Bullet For My Valentine- Scream Aim Fire)
ভ্যালেন্টাইন। বুলেট ফর মাই ভ্যালেন্টাইন। লাল গোলাপ অথবা সাদা।উহু,ভুলেগেছি সেই কবেই।আমার এই বৃদ্ধ আর ছোট মস্তিষ্ক এত কিছু মনে রাখতে পারে না।তবে সেটা লাল গোলাপই ছিল মনে পরে আবছা আবছা।
শুরুটা সেই ক্লাস ওয়ান থেকে।টিফিনে ডালপুরি থেকে শুরু।প্রতিদিন টিফিনে ডালপুরি খাওয়ানোটা তোর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল।কতদিন ক্লাসের খাতা করে দিয়েছিস হিসেব করলে দু চারটা মহাভারত লিখে ফেলা যেত।স্কুল শেষে হাতে হাত রেখে বাড়ি ফেরা।পিচ্চি কালটা কতই না ভাল ছিল!
সরে এলাম তোমায় ছেড়ে অনেক আগেই।যখন বুঝতে পেরেছিলাম এই জগৎ সংসার, এই প্রেম ভালবাসা আমার জন্য নয়।বিধাতা তৈরি করেছেন এমন এক ধাতু দিয়ে যেখানে কোন আবেগ অনুভূতি নেই।অনেকটা হিমুর মত।আস্তে আস্তে নিজেকে গড়ে তুলেছি।হয়ত মহাপুরুষ হতে পারি নি,তবে এই সংসারের মায়া ত্যাগ করতে পেরেছি অনেক আগেই।ক্ষমা করে দিও।রুপার মত অপেক্ষায় থেকো না। ছেড়া টি-শার্ট,ছেড়া জুতো,নিজের থেকে ৫ সাইজ বড় টি-শার্ট পরতেও এখন দ্বিধা করি না।
ভালোবাসা রইল ফুটপাতে থাকা ছিন্নমূল শিশু দের প্রতি,
ভালোবাসা রইল বৃদ্ধাশ্রমের অসহায় পিতার জন্য,
ভালোবাসা রইল হাসপাতালে কাটানো অসুস্থ
রোগী দের জন্য,
ভালোবাসা রইল পতিতা পল্লীর সেই পতিতার জন্য
যে ধর্ষণের শিকার হয়ে এ পথ বেছে নিয়েছে।
ভালোবাসা রইল..............
বড় হলেই কি তুই তুমি হয়ে যায়?
হা।যখন দুইটা মানুষের দুইটা ভিন্ন ভিন্ন জগৎ হয়ে,
গন্তব্য আলাদা হয়ে যায় তখন ভেতরে না চাইলেও
তুমি করেই বলতে।আলোর গন্তব্যে ছুটে চলা একজন
মানুষকে অন্ধকার থেকে তুই করে বললে কিছুটা মন
খারাপ করবেই,মুখে না বললেও
অন্তরে ব্যাথা পাবে।
ভালো বলছেন।
এটা সবার জন্যই সত্য! আপনার এমন কেউ থাকলে তার জন্যও!
হা।যখন দুইটা মানুষের দুইটা ভিন্ন ভিন্ন জগৎ হয়ে, গন্তব্য আলাদা হয়ে যায় তখন ভেতরে না চাইলেও তুমি করেই বলতে।আলোর গন্তব্যে ছুটে চলা একজন মানুষকে অন্ধকার থেকে তুই করে বললে কিছুটা মন খারাপ করবেই,মুখে না বললেও অন্তরে ব্যাথা পাবে।
ভালো লাগলো ।
ধন্যবাদ
এক সময় এদের গান প্রচুর শোনা হত। পুরান দিনের কথা মনে করিয়ে দিলেন
মন্তব্য করুন