মাইনষের সাথে কথাবার্তা - ৩
২০০৮ এর কোনো একটা সকাল..বাসা থেইকা বাইর হইছি, অফিস যাব। উত্তরা থেইকা গুলশান যাওয়াটা একটা হ্যাপা..প্রথমে রিক্সা নাও, সেইটা দিয়া যাইতে যাইতে সিএনজির খোঁজ, যদি দয়া কইরা কেউ রাজি হয় গুলশান যাইতে তাইলে একঘন্টা সিএনজিতে বৈসা থাকো। জ্যাম যদি ভালমত জাঁইকা বসে তাইলে দেড় ঘন্টাও লাগতে পারে। যাই হোক, হাটতে হাটতে একটা বুড়া রিক্সাওয়ালা পাইলাম..
আমি: যাবেন?
রিক্সাওয়ালা: কই যাবেন?
আমি: এই সামনে, সিএনজি খুঁজবো..
রিক্সাওয়ালা: উঠেন।
কিছুক্ষণ পর -
রিক্সাওয়ালা: আপার চুল তো সব সাদা হইয়া গেছে দেখি।
আমি: জ্বী।
রিক্সাওয়ালা: আহারে!
আমি চুপ।
রিক্সাওয়ালা: এত অল্প বয়সে চুল পাইকা গ্যালো সব..
আমি: এত অল্প-ও না বয়স।
রিক্সাওয়ালা: কত আর হইব? ১৫/১৬?
আমি: (হাইসা ফেইলা) নাহ, বয়স ভালই হইছে।
রিক্সাওয়ালা: কত আর বেশি, ২০? ২০ বছইরা মাইয়ার চুল সাদা হইয়া গেছে..আহারে..
আমি চুপ।
রিক্সাওয়ালা: বাচ্চা একটা মাইয়া, আহারে..
আমি: (আর থাকতে না পাইরা) আমার বয়স ২৭।
রিক্সাওয়ালা মাথা ঘুরাইয়া চোখ বড় বড় কইরা আমারে আর আমার হতভাগা সাদা চুলগুলারে দেখতে লাগলো।
আমি: ভাই সামনের দিকে দেখেন, গাড়ি আসতেছে।
রিক্সাওয়ালা: (সামনের দিকে ফিরা বিড়বিড় কইরা অভিমান মাখা সুরে) পোলাপাইন! বয়স বাড়াইয়া কয়, যেন আমরা কিছু বুঝিনা...
আমি:
..................
চুল কাটতে গেছি পার্লারে। এক মহিলা আসলো কাটতে..
মহিলা: কতটুক কাটব চুল?
আমি: ছোট করে ফেলেন।
মহিলা: আপনার চুল তো ছোটই..
আমি: জ্বী, আরো ছোট করেন, মুখের উপর চুল আসলে বিরক্ত লাগে।
মহিলা: একটা কাজ করি, পিছে ছোট কইরা দেই..সামনের দুইপাশে লম্বা রাইখা দেই..সুন্দর লাগবে দেখতে..
আমি: না, ঐগুলা মুখের উপর আসবে, ঐগুলাও ছাইটা ফেলেন।
মহিলা: কেন, ঐগুলা কানের পিছে গুইজা রাখবেন।
আমি: ছাইটা ফেলেন, কানের পিছে গোজাটাও একটা যন্ত্রণা।
মহিলা: (চরম আশাহত) আচ্ছা!
একটু পর..
মহিলা: আপনি চুল ডাই করে ফেলেন..এত সাদা চুল!
আমি: আমার এইটাই ভালো লাগে।
মহিলা: (দাত বাইর করা হাসি দিয়া) কি বলেন এইটা!
আমি: জ্বী...ভালো লাগতেছেনা দেখতে?
মহিলা: (অতি কষ্টে) জ্বী ভালই। তবে ডাই করলে সুন্দর লাগত আরো...পুরাটা করার তো দরকার নাই..এই যে এই দুইটা গোছা করলেই হবে..
আমি: তারপর? তিন কালারের চুল নিয়া ঘুইরা বেড়াব?
মহিলা: না না, দুইটা তিনটা স্ট্রিক কালার করলে দেখবেন সাদাটা আর বুঝা যাইতেছেনা।
আমি: আমি তো চাই সাদাটা বুঝা যাক..আমার তো ভালো লাগে সাদা..
মহিলা: সাদা চুল কি ভালো বলেন?
আমি: কেউ তো খারাপ বলল না এখন পর্যন্ত।
মহিলা থামল। একটু পর একজন আইসা তার চুল কাটা দেখতে থাকলো।
মহিলা: এই দেখ, আপারে বলতেছি চুল কালার করতে, আপা বলে সাদা চুল-ই নাকি ভালো লাগে!
দেখতে আসা মহিলা: কি কন আপা, এই বয়সে চুল সাদা হইয়া গেছে, কালার কইরা ফেলেন, দেখেন কত মেয়ে করে..
আমি: (মহিলাগুলারে গুতাবার অদম্য ইচ্ছায়) আপনাদের কি নীল কালার আছে? ভাবতেছি কালার করলে নীল সবুজ করব।
মহিলা: (আমতা আমতা কইরা) না, নীল সবুজ করলে ভালো লাগবেনা তো..
আমি: আছে আপনাদের কাছে?
দেখতে আসা মহিলা: না আপা, এইগুলা তো কেউ করেনা, তাই নাই।
আমি: কি বলেন কেউ করেনা..আমি তো টিভিতে দেখি অনেকের মাথায় লাল নীল সবুজ রঙের চুল!
মহিলা: মানে এইখানে কেউ করেনা আপা এইগুলা..ঐগুলা তো বিদেশে গুন্ডারা করে..
আমি: (গলায় একমণ দুঃখ ঢাইলা) আমার অনেক শখ ছিল চুল বেগুনি কইরা ফেলবো..
মহিলা: (আতকাইয়া উইঠা) না আপা, আপনার চুল অনেক সুন্দর, বেগুনি করার দরকার নাই..একদম ভালো লাগবেনা..আপনে 'মেহগিনি' করেন..ঐটা সবাই করে, ভালো লাগবে আপনেরে..
আমি: নাহ থাক, আমার সাদা চুল-ই ভালো।
মহিলা: জ্বী আপনারে সাদা চুলে খারাপ লাগেনা।
দেখতে আসা মহিলা: হ, আপার সাদা চুল-ই পছন্দ..কালারের দরকার নাই..
আমি:
.............
গুলশান ধৈরা হাইটা যাইতেছি। চরম ব্যস্ত রাস্তা, মানুষজন এরে ওরে ঠেইলা দৌড়াইতেছে, বাস ট্রেইন লন্চ সব বোধহয় ছাইড়া যাইতেছে...একটা পাঁচিলের পাশ দিয়া হাটতেছিলাম, পাঁচিলের উপর কয়েকটা লোক বসা ছিল..যাইতে যাইতে শুনলাম আমারে দেইখা গান ধরছে 'চুল পাকিলে লোকে হয়না বুড়া'...মনটাই ভালো হইয়া গেল। জগতসংসার আমার পাকা চুল বিষয়ক চিন্তায় চিন্তিত ভাবনাটা খারাপ না।
এটা চুল ছাঁটাতে গাইছে, লম্বা থাকলে গাইতো "খাইরুনলো তোর লম্বা মাথার কেশ" ............
আপনার জায়গায় পার্লারে আমার মা থাকলে, যতো রঙের ডাই আছে, পার্লারের মহিলারা সব করাতে পারতো, কাসাম সে
পার্লারের সব কালার-ই দেখলাম সেইফ, ডার্ক ডার্ক সব রং। আপনার মা গেলে ঐ মহিলাগুলা দারুন খুশি হইতো তাইলে!
হয় না আবার। ফেসিয়াল করতে গেলে সাথে ফেয়ার পলিশ করে আসে, পার্লারের মহিলারা যদি বলে আন্টি সুন্দর লাগবে আর কথা নেই
পরার যোগ্য না এমন কাপড়ও দোকানীরা গছিয়ে দেয়, আপনারে খুব সুন্দর লাগবে বলে, বয়স হচ্ছেতো আমার মায়ের
হাহাহা, এই ফেয়ার পলিশ জিনিষটা কি? খুবি পপুলার জিনিষ মনে হয়, চুল কাটাইতে গিয়া দেখি আমি একলাই হেয়ারকাট, বাকি চারজন ছিল, তাদের অন্যান্য জিনিষের সাথে ফেয়ার পলিশের অর্ডার! শুনলেই আমার জুতা পলিশের কথা মনে আসে
ফর্সা করে
কি পলিশ কইরা ফর্সা বানায়
২৭ বছরের মাইয়ারে মাইনষে ১৫/১৬ দাবি করতে চায় ক্যন?
শুনছিলাম অল্পবয়সীদের মধ্যে সাদা চুলের এখন নাকি ব্যপক ক্রেজ।
বাইট্টা বইলা। আর কোন কারন খুঁইজা পাইনা আমি।
মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে লম্বা হৈতেই থাকে? জানতাম্না।
না, কিন্তু লম্বা হইলে ১৫/১৬ বছরের মেয়েরেও ২৭ ভাবা যাইতে পারে।
এইরকম যে হয়, তাও জানতাম্না।
ইগনোরেন্স ইয ব্লিস। যত কম জানবেন, তত শান্তিতে থাকবেন
কেজানি কইছিল একদম বাচ্চা মেয়ে। আমি কই, হ চুল পাইকা গেছে তুমি বাচ্চা কও!
হাহাহা, ঝাড়ি দিয়া দিলেন!
হাহাহা
চুল পাকিলে লোকে হয়না বুড়ি
'চুল পাকিলে লোকে হয়না বুড়ো

আসল প্রেমের বয়স এইতো শুরু"
যার মনে যা, সে ভাবে তা।
হা হা হা হা
দারুন! ভারি সুন্দর করে বলতে পারেন আপনি । হাহাপগে । আরো ছাড়ুন - যাতে প্রাণ খুলে আরও হাসতে পারি ।
হা হা হা।মজা পাইলাম ব্যাপক।
ভালু হইছে। মজাক পাইলাম।।
মাইনষের সাথে আপ্নার কথা বার্তাগুলা মজাদার !!

আমার একটা অভিজ্ঞতা
-আপু আসেন আসেন ইন্ডিয়ান থ্রীপিচ , বুটিক , লেস সব আছে আসেন আপু আসেন ।
-না একটু ঘুরে দেখে নিই আগে ।
-আচ্ছা আন্টি আবার আইসেন ।
-
হাহাহাহা, জটিল!
হে হে, পুরাই আজাইরা
চন্দ্রা, 'আমরা বন্ধু'তে স্বাগতম, সুস্বাগতম । "পুরাই আজাইরা" মন্তব্য দিয়ে আপনার যাত্রা শুরু । আশা করি এমন সব 'পুরাই আজাইরা' পোস্ট উপহার দেবেন এবং ব্লগকে মাতিয়ে তুলতে বিরাট অবদান রাখবেন ।
ম্যান, আপ্নে আমার কালার ধৈরা টান্দিছেন। আমার বড় শখ যে যদি কুনুদিন চুলে কালারিং করি তৈলে বেগুনী নৈলে নীল নৈলে সবুজ কালারিং দিমু...

আমারো তাই ইচ্ছা, ক্যাটক্যাটা লাল, ক্যাটক্যাটা নীল, ক্যাটক্যাটা সবুজ আর ক্যাটক্যাটা বেগুনী...চাইরটা স্ট্রিক করুম ভাবছি।
সেদিন আপনার ছবি দেখে বয়স অল্পই মনে করেছিলাম।এখন দেখি আপনের ম্যালা বয়স।আসলেই চুলতো আর এম্নিতেই পাকে নাই??
লেখা জটিল হয়ছে।চালিয়ে যান আপা।আছি আপনার সাথে।

আমার চুল বেলেক এন্ড হোয়াইট...
রিকসা ওয়ালা'র reaction বেশি মজা লাগছে
জটিলস।
মজাক!!
এইটাও জটিল।
চান্স পাইলেই সব সবুজ কালার দিমু।

চরররম।প্রিয়তে নিলাম।মন খারাপ থাকলে পড়ুম আর হাসুম!
মাইনষের মন যে এতো সহানুভূতিশীল সেটা পড়ে আরাম পেলাম।
মন্তব্য করুন