ইউজার লগইন

ধরা খাওয়ার ছড়া

ক্লাসের পড়া অনেক হবে স্কুল পালাই আজকে তবে
খেলাধুলায় না দিলে মন শরীর কি আর সুস্থ রবে
কিন্তু যেদিন মাঠের কাছে
ঘুরেই দেখেন হেডস্যার পিছে ;
মাখিয়ে বেতে আসল ঘৃত
করতে আপনার শেষকৃত্য
পড়ল পিঠে মুড়ির মত মুসলধারে ঝরা .....
হিসেব করে লিখে রাখেন আবার খেলেন ধরা।

শিক্ষা বোধহয় অনেক হলো এস এস সি পাশ কম কি বলো
ফুর্তি করেই লাইফ কাটাবেন কার কি তাতে এসে গেল
হাল ফ্যাশনের পাখা মেলে
ঘুরে বেড়ান কলেজ ফেলে ;
কিন্তু যেদিন গলির মোড়ে
বাপজান আপনার আসলো তেড়ে
ধোলাই হলেন ইচ্ছা মত সাবান পানি ছাড়া ....
হিসেব করে লিখে রাখেন আবার খেলেন ধরা।

ভাবছেন বয়স অনেক হলো বুদ্ধি বলে দৃষ্টি খোল
প্রেম না করলে মান থাকে না যৌবনে যে পড়ল ধুলো
পাড়াতো মেয়ে অনেক আছে
সাহস নিয়ে গেলেন কাছে ;
কিন্তু যেদিন পাড়াতো ভাই
ধরল কলার রক্ষা যে নাই
লাত্থি-গুতা বোনাস পেলেন ভেঙ্গেই দিল দারা ...
হিসেব করে লিখে রাখেন আবার খেলেন ধরা।

গৃহবর পদটি দেখে করলেন বিয়ে খুসবু মেখে
হাত খরচা নো-প্রব্লেম ভাই শশুর মসাই হিসেব রাখে
কিন্তু যেদিন তজবী হাতে
শশুর মসাই এলেন প্রাতে ;
জিজ্ঞাসিলো কি হাল বাবা
এভাবে আর ক'দিন খাবা
কামাই করে খরচা কর নির্দেশ আমার কড়া ...
হিসেব করে লিখে রাখেন আবার খেলেন ধরা।

কর্ম করেন খরচা করেন নেইকো বলার কেউ
বিপদ আপনার ভাগ্যে লেখা বউয়ের ঠোটে ঢেউ
"সত্য বল এই বছরের বোনাস কবে পাবা
তোমার শালা বিদেশ যাবে টাকা কত দিবা" ;
হড়কে গিয়ে মধ্যরাতে
উঠল প্রেসার দশ ডিগ্রীতে
ডাক্তার বদ্যি সবই এলো পকেট কিন্তু ক্ষরা ...
হিসেব করে লিখে রাখেন আবার খেলেন ধরা।

সংসার ধর্মে গেলেন টিকে যদিও জীবন ফিকে ফিকে
উঁকি মারে মাথার নকশা কোমর গেছে বেঁকে
ছেলেমেয়েদের পয়শার জোরে
ঘোরেন দামী গাড়ি চড়ে ;
কিন্তু যেদিন হার্ট এটাকে
দম ছাড়লো শরীরটাকে
নিজের ভরসা নিজেই এখন জীবন কর্ম সাড়া ...
হিসেব আর করবেন কোথায় গেলেন যদি মারা।

(উপরে বর্নিত সমুদয় ঘটনাই কাল্পনিক। তবে কেহ জীবিত বা মৃত কোন ব্যক্তি বা ঘটনার সহিত ইহার কোনরুপ সাদৃশ্য খুঁজিয়া পাইলে তাহা একান্তই তাহার নিজস্ব বিবেচনা বলিয়া গন্য হইবে।)

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

অরিত্র's picture


চমৎকার লাগল নাহীদ
নিয়মিত ব্লগে আসেন না কেন?

নাহীদ Hossain's picture


ধন্যবাদ আপনাকে ..... Laughing out loud
নিয়মিত আসা হয় না সেইটা সত্য ... On The Phone

ভাঙ্গা পেন্সিল's picture


Big smile বিশাল ধরাখাওয়া কবিতা দেখা যায়!

নাহীদ Hossain's picture


আমি কিন্তু ধরা খাই নাই Cool

তানবীরা's picture


নিদারুন সত্যি কথা নাহীদ। বানানভুল গুলো চোখে লাগে এমন মুচমুচে ছড়ায়।

শ্বশুর মশাই
খেলাধূলা
মুষলধারে
ধূলো
ঠোঁট
পয়সা

আমার প্রচুর বানান ভুল হয়। বাকিরা আরো ভালো সাহায্য করতে পারবে হয়তো

নাহীদ Hossain's picture


ওহ ... কারেন্ট যাবে বলে এত তাড়াতাড়ি লিখছি যে বানানের দিকে খেয়াল করতে পারি নাই। ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য .... Hypnotized

ফিরোজ কবীর's picture


আসলেই ধরা খাওয়া ছড়া Big smile

নাহীদ Hossain's picture


এই ধরনের ধরা খুবই কমন Tongue

নীড় _হারা_পাখি's picture


হুম...কঠিন ধরা খাওয়া কবিতা। প্রিয় তে নিলাম , লাইক ও মারলাম। বলা তো যায় না কখন কোথায় এমন ভাবে ধরা খাই।

১০

নাহীদ Hossain's picture


ঠিকই বলছেন .. পদে পদে খালি শিখতেই আছি Wink
ধন্যবাদ লাইক মারবার জন্য।

১১

বাতিঘর's picture


অতি চমৎকার হইছে! আপনি এতো অনিয়মিত লেখেন কেনু কেনু কেনু Crazy নিয়মিত লেখুন ভাইটি/বইনটি Smile ভালো থাকবেন।

১২

নাহীদ Hossain's picture


অতি চমৎকারভাবে ছড়াটিকে অতি চমৎকার বলায় আমিও অতি চমৎকৃত হইয়াছি :\
অসংখ্য ধন্যবাদ।

বিঃদ্রঃ ভাইটি হইবে। Wink

১৩

সাঈদ's picture


জীবনে শুধু খেয়ে গেলি ধরা
ধরা খেয়ে লিখলি ধরা খাওয়া ছড়া ।

১৪

নাহীদ Hossain's picture


হে হে হে .. কিঞ্চিৎ নিস্ফল চেষ্টা করা Silly

১৫

জেবীন's picture


গৃহবর হবার আগ পর্যন্ত বুঝা যায় ব্যাপক অভিজ্ঞতার ঝুলি ঝাড়াঝাড়ি করছেন...  আর বাকিটুকু অদূরদর্শীতার পরিচয় দিয়া আগেই কল্পনা করে নিছেন...  ;) ... :D

ধরা খাওয়া হইছে ভালোই... 

১৬

নাহীদ Hossain's picture


লালন বলেছেন ......
কি করিতে কি করিলাম
দুগ্ধেতে মিসালাম চোনা।
দেখে শুনে জ্ঞান হলো না
দেখে শুনে জ্ঞান হলো না।।

আমি শুধুমাত্র দেখা ও শুনা জ্ঞান গুলোকে কবিতায় আনার চেষ্টা করেছি মাত্র। (কোলন পিঃ)
অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। Smile

১৭

মীর's picture


এটা আগে দেখি নাই কেন? দারুণ লাগলো। নাহীদ ভাইয়ের ওপর ভক্তি-শ্রদ্ধা কখনোই কম ছিলো না। সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

১৮

নাহীদ Hossain's picture


এখন যে দেখলেন সেটা কি আমার জন্য কম !!
অনেক ধন্যবাদ মীর ভাই Smile

১৯

আনন্দবাবু's picture


একটানে প্রিয় তে নিলাম।

২০

নাহীদ Hossain's picture


বেশি টানাটানি ভালু না Wink Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নাহীদ Hossain's picture

নিজের সম্পর্কে

এখনো তৈরী করতে পারি নাই।