এ কোন বিপাকঃ
খুব বেশি দিন আগের কথা নয়। আমার ভাইয়ের ছেলের (৩ বছর) সহিত শুরু হইতেই আমার সম্পর্ক ও ভালবাসা বেশ প্রবল। আমাকে দেখিলেই কোলে উঠিয়া প্রথম যে প্রশ্নটি করিবে তাহা হইতেছে, আমার জন্য কি আনিয়াছো? সেই দিন কাজে বাহির হইবো বলিয়া রেডি হইয়া যেই না দরজা পর্যন্ত গিয়াছি, অকস্যাৎ সে সামনে পড়িল এবং যথারীতি তাহার ঐ প্রশ্ন। কি করি? পরিবারের আবাল ব্দ্ধ বনিতা এবং আমি সহ সকলে মিলিয়া তাহাকে বুঝাইলাম যে যেহেতু আমি বাহিরে যাইতেছি কাজেই ফিরিবার সময় তাহার জন্য মজা লইয়া আসিব। কোন মতে বাহির হইলাম এবং ফিরিবার পথে তাহার জন্য কিছু চকলেট ও জুস লইয়া আসিলাম। ঐগুলা তাহার হাতে দিতেই সে রাগান্বিত ইমো র মত কিছুক্ষন চাহিয়া রহিল এবং নির্লিপ্ত ভঙ্গিতে প্রতিবাদ করিয়া বলিলো, এই গুলা তো চকলেট আর জুস, এই গুলা তো মজা না, আমার মজা কই? এ কোন বিপাক। হা হইয়া গিয়া এর ওর মুখে চাওয়া-চায়ই করিলাম। সকলে তাহাকে বুঝাইতে চেষ্টা করিতেই সে কান্না শুরু করিয়া দিল এবং শেষমেষ আমিই তাহাকে বুঝাইতে যাওয়ার গুস্তাকি করিতেই শুরু হইয়া গেল তাহার গগন বিদারি চিৎকার আর তাহাতে আমার ধারনা যে, সপ্ত আসমানের যত গুলি প্রকারভেদ রহিয়াছে তাহার সমুদয় কাপিয়া ওঠে। শিরদ্বারা সোজা হইয়া যায় এবং দেহের যত গুলি লোম রহিয়াছে খাড়া হইয়া এমনই শক্ত হয় যে মনে হয় উহাতে সুই সুতা লাগাইয়া দিলে নির্বিগ্নে কাঁথা সেলাই করা যাইবে। অগত্যা তাহাকে পুনরায় দোকানে লইয়া গিয়া তাহার পছন্দের বিভিন্ন জিনিষ দেখাইলেও কোনটাই তাহার নিকট মজা বলিয়া পছন্দ হইলো না। দোকানি আমার নাস্তানাবুদ অবস্থা দেখিয়া নিজেই উদ্যোগী তাহার হাতে একটা লিচু জেলী ধরাইয়া দিয়া বলিলো, ইহাই মজা। ঐ জিনিষ সে আগে দেখে নাই কাজেই তাহার চেহারা দেখিয়া মনে হইলো পছন্দ হইয়াছে যদিও তা যথেষ্ঠ সন্দেহাতিত ভাবে। চিন্তা করিয়া...... থাক্...চিন্তা না করিয়াই দেখেন কি মহা বিপাক। যাই হোক সে যাত্রা এভাবেই আমার শিরদ্বারা এবং প্রতিশ্রুতি রক্ষা হইলো।
নাহীদ বিচ্ছুর হাত হইতে রক্ষা পাইয়াছেন জানিয়া যারপর নাই আনন্দিত বোধ করিতেছি
ঃ)
আমি মহা আনন্দিত হইলেও এখনও সংকায় আছি......
বিপাকের পাকপ্রণালী বড়ই সুস্বাদু হইয়াছে
চাখিয়া দেখিবার জন্য ধন্যবাদ
আম্মো মজা ছাই।
বড়দের মজার যোগার আপাতত নাই
আমিও ইহাই ভাবিতেছিলাম,....তাহার অতি অচেনা চটকদার কোনো জিনিষ ধরাইয়া শিশুকে বুঝ দেয়া যাইতো যে, উহাই মজা....দোকানদার লোক বুদ্ধি ধরেন বটে....
দোকানদারিই শুরু করিয়া দিব নাকি ভায়া...
অল্পতেই বাচলেন দেখি
ভাতিজাও খুশ, আমিও খুশ......
হ পোলাপানের সাথে হিসাব কইরা কথা কওয়া উচিৎ,একটা জিনিষ / মজা এইসব নিয়া আসবে না বইলা বলা উচিৎ চকলেট/বিস্কুট নিয়া আসবো
ফ্যারে পড়লেই তো জ্ঞান বাড়ে...
ওর আর কি দোষ , যখন আমার পিচ্চি ভাই (যার বয়স সতের+ ) দরজা খুলে প্রথম প্রশ্ন করবে "কি আনসো? ...... কিছু না আনলে ঢুকতে দিবোনা !"
আর কি ......
"মজা" এর গল্প শুনে মজাই পেলাম!
এখন তো ঘরে ঢুকলে "কি আনছো" না জিগাইলে ভালই লাগে না । থ্যাঙ্কু ...
মন্তব্য করুন