আমার যাদুমনি (১০)
এই বাবা, খবরদার! আমার ছবি তুলবা না
এই বয়সেই শুরু। একেই বলে বাপ-কা বেটা
মা এগুলি কি পঁচা কথা বলে, আমি কিন্তু এখনি কান্না কলে দিবো
নিশি-নবনী-ঋহান (ঋহানের ফুপুতো বোনরা)
আনন্দ বাতাসে উড়ে বেরায়, বাবা-ছেলে সেটা ধরতে চায়
হতবাক!
ঋহানের উকিঝুকি
নোরা-ঋহান এর হামাগুড়ি
মারামারি না আদর? কে জানে!
এতদিন এই চেয়ারে বসতে পারলে ঋহানের বাপ মহা খুশি হতো, আর এখন এই চেয়ারে বসতে পেরলে ঋহান মহা খুশি হয়
এই যে, খুশির নমুনা। মাশাল্লাহ!
ঋহান এখন কারো সাহায্য ছাড়াই বসতে পারে।
(ছবি গুলো সব পহেলা বৈশাখের। সময় করে দিতে দেরী হয়ে গেলো।)
লক্ষী সোনামনিটাকে আমার কয়েক কোটি আদর।
হুমম
কাল ভিডিওতে ঋহানের যে এক্সপ্রেশন দেখলাম!!!!! পোলায় বাপরেও হার মানাইবো মাশাল্লাহ। চুম্মা ময়নাপাখিটার জন্য।
নোরা ও অনেককক সুইট। হাসিটা মাশাল্লাহ মন জুড়ানো। সোনামনিরা এমন হাসিখুশী বেঁচে থাকুক হাজার বছর।
আমিন!
মাশআল্লাহ
মাশআল্লাহ
আমার জান্টুশটা!! কিন্তু ঋহানের এই খালামনিটা এতো পঁচা যে, ওকে দেখতেও যায় না । বাবুটার ছবি দেখে আর হা হুতাশ করে একটু কোলে নেয়ার জন্য
ঋহান আর নোরাকে অনেক আদর
দেখবি, দেখবি। হা হুতাশ করিস না, দোয়া করিস
পয়লা বৈশাখে ঋহানের দুইটা ছবি আমার কাছে আছে, এখানেই দিয়ে দিলাম
থ্যাঙ্কু, থ্যাঙ্কু ভাইয়া
ছবি দুইটা অনেক সুইট হইছে, মাশাল্লাহ!
কুস্তিতে ঋহানের এই হার মেনে নেওয়া যায় না। গাড়ি ভাংচুর করা হউক।
ভালো বলছেন
মাশাল্লাহ
সবই ঠিক আছে কিন্তু ২নং ছবিটার ক্যাপশনে খটকা লাগলো ... আমাদের টুটুল ভাইও কি এইভাবে কাউরে পটাইছিল নাকি
কতজনারে পটাইছিল আল্লাহপাক জানে!
অবসর সময়ের বেশিটা খেয়ে নেয় এই নেট।
ঋহানতো মডেল হয়ে উঠছে, মাশাল্লাহ
মাশাল্লাহ
আর হ্যাঁ, এই নেট-ই সব খাইলো
মন্তব্য করুন