ইউজার লগইন

আমার যাদুমনি (১০)

1_4.jpg
এই বাবা, খবরদার! আমার ছবি তুলবা না Tongue

2_3.jpg
এই বয়সেই শুরু। একেই বলে বাপ-কা বেটা Crazy

3_4.jpg
মা এগুলি কি পঁচা কথা বলে, আমি কিন্তু এখনি কান্না কলে দিবো Tongue

4_5.jpg
নিশি-নবনী-ঋহান (ঋহানের ফুপুতো বোনরা)

5_6.jpg
আনন্দ বাতাসে উড়ে বেরায়, বাবা-ছেলে সেটা ধরতে চায় Smile

6_3.jpg
হতবাক! Shock

7_4.jpg
ঋহানের উকিঝুকি Big smile

8_3.jpg
নোরা-ঋহান এর হামাগুড়ি

9_2.jpg
মারামারি না আদর? কে জানে!

10_3.jpg
এতদিন এই চেয়ারে বসতে পারলে ঋহানের বাপ মহা খুশি হতো, আর এখন এই চেয়ারে বসতে পেরলে ঋহান মহা খুশি হয় Smile

11_1.jpg
এই যে, খুশির নমুনা। মাশাল্লাহ!

12_1.jpg
ঋহান এখন কারো সাহায্য ছাড়াই বসতে পারে।

(ছবি গুলো সব পহেলা বৈশাখের। সময় করে দিতে দেরী হয়ে গেলো।)

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


লক্ষী সোনামনিটাকে আমার কয়েক কোটি আদর।

নাজ's picture


হুমম Smile

জ্যোতি's picture


কাল ভিডিওতে ঋহানের যে এক্সপ্রেশন দেখলাম!!!!! পোলায় বাপরেও হার মানাইবো মাশাল্লাহ। চুম্মা ময়নাপাখিটার জন্য।
নোরা ও অনেককক সুইট। হাসিটা মাশাল্লাহ মন জুড়ানো। সোনামনিরা এমন হাসিখুশী বেঁচে থাকুক হাজার বছর।

নাজ's picture


আমিন!

শওকত মাসুম's picture


মাশআল্লাহ

নাজ's picture


মাশআল্লাহ

লিজা's picture


আমার জান্টুশটা!! কিন্তু ঋহানের এই খালামনিটা এতো পঁচা যে, ওকে দেখতেও যায় না । বাবুটার ছবি দেখে আর হা হুতাশ করে একটু কোলে নেয়ার জন্য Sad
ঋহান আর নোরাকে অনেক আদর

নাজ's picture


দেখবি, দেখবি। হা হুতাশ করিস না, দোয়া করিস Smile

রায়েহাত শুভ's picture


পয়লা বৈশাখে ঋহানের দুইটা ছবি আমার কাছে আছে, এখানেই দিয়ে দিলাম

IMG_5058.JPG

IMG_5059.JPG

১০

নাজ's picture


থ্যাঙ্কু, থ্যাঙ্কু ভাইয়া Big smile
ছবি দুইটা অনেক সুইট হইছে, মাশাল্লাহ!

১১

উলটচন্ডাল's picture


কুস্তিতে ঋহানের এই হার মেনে নেওয়া যায় না। গাড়ি ভাংচুর করা হউক।

১২

নাজ's picture


ভালো বলছেন Rolling On The Floor

১৩

একজন মায়াবতী's picture


মাশাল্লাহ Smile

১৪

নাজ's picture


Smile

১৫

নাহীদ Hossain's picture


সবই ঠিক আছে কিন্তু ২নং ছবিটার ক্যাপশনে খটকা লাগলো ... আমাদের টুটুল ভাইও কি এইভাবে কাউরে পটাইছিল নাকি Tongue outSmile

১৬

নাজ's picture


কতজনারে পটাইছিল আল্লাহপাক জানে! Sad

১৭

তানবীরা's picture


অবসর সময়ের বেশিটা খেয়ে নেয় এই নেট। Sad

ঋহানতো মডেল হয়ে উঠছে, মাশাল্লাহ

১৮

নাজ's picture


মাশাল্লাহ Smile

আর হ্যাঁ, এই নেট-ই সব খাইলো Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.