ইউজার লগইন

বন্ধু হয়ে ওঠার গল্প ১

ভোরের কাগজ ভেঙ্গে যখন প্রথম আলো হয় হয় করছে, সেই ৯৮'র দিকে নওরোজের মুখে খুব শুনতাম ইন্টারনেটের কথা। সে দিনরাত তখন মজে থাকতো কম্পিউটারাইজড কোনো এক জালে। সেখানকার অনেক গল্প শোনাতো, কিন্তু বিষয়টা কীভাবে কী হয় তার সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিলো না।
ইন্টারনেটের উপকারীতা বিষয়ে নওরোজের অনেক অনেক জ্ঞানগর্ভ বক্তৃতার পরে আমি আর মুনীর রানা ভাই তখন এই সিদ্ধান্তেই আসতে পারছিলাম যে এইটা সময়ের বেহুদা অপচয় ছাড়া আর কিছু না।

অবশ্য তার কিছুদিন পরে আমিও ইয়াহুতে একটা একাউন্ট খুললাম। কিন্তু আমারে ইমেইল করার তো কেউ নাই। অনেকদিন পর পর একবার করে চেক করি, দেখি ঢিলি ময়দান খালি :(

এভাবেই কেটে যাচ্ছিলো জীবনটা বেশ। এর মধ্যে রাইসু কবি শুরু করলো কবিসভা নামক কী যেন একটা। কেবল এদিক থেকে সেদিক থেকে শুনি। আদিত্য কবীর প্রতিদিন গল্প শোনান সেখানে এবাদুর রহমানের সঙ্গে মারামারি কাটাকাটি কেমন চলতেছে সেই বিষয়ে। শুনে আগ্রহ হয়। তারপর একদিন রাইসুদা ঢুকায়ে দিলেন কবিসভায়।

সেই থেকে আমার ইন্টারনেট জীবন প্রাত্যহিক হইলো। আমার মেইলব্ক্স আর গরীব নাই, এখানে এখন অনেক মেইল আসে, সেই খুশিতে আমি বাগুমবাগ। আর কবিসভার তর্কগুলা চরম উপভোগ করতে লাগলাম। নিজেও একটা দুইটা তর্কে গলা খাটাইলাম।

তখনো বুঝি নাই আমার জীবনে সর্বনাষটা যে ঘাড়ের উপরে চইলা আসছে।

এরপর একদিন হঠাত্ দেখি একটা মেইল। 'স্টুপিড রন' নামের একজন 'আমরা বন্ধু' নামে কোনো একটা গ্রুপের আমন্ত্রণ জানাইছে। কোনো ছেলে নিজেরে নিজে স্টুপিড বলে পরিচয় দিতেছে, আর সেই নামে অজানা অচেনা আমারে মেইল করছে, ভাবতেই টাশকী খাইলাম আমি। আর এইজন্যই আগ্রহটা হইলো।

আমি ধরে নিলাম এইটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুয়া ডিজ্যুস পোলাপানের গ্রুপ (যদিও তখন ডিজ্যুস ব্র্যান্ড বাজারে আসে নাই)। আমার আগ্রহ হইলো। কারণ এই জেনারেশনটারে যদি কাছ থেকে দেখতে পারি, খারাপ তো হয় না। এমনিতে আমার মতো আনস্মার্ট লোকজনরে তো এরা বন্ধু বানাইবো না। ইন্টারনেটের মারফতই যদি কিছু জানতে পারি।

কিবোর্ডে একটা টিবি দিয়া ঢুকে গেলাম সর্বনাষের গহ্বরে...

[চলবে]

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

লোকেন বোস's picture


সর্বনাষ! তারপর?

নজরুল ইসলাম's picture


ধৈর্য্য ধরেন, আসিতেছে

সোহেল কাজী's picture


এবিতে আম্মো ঢুকছিলাম মাগার তখন বাংলায় লিখতে পারিনা
"রন" পুলাটার জনপ্রিয়তা দেখে হিংসা হৈতো। (পরথমে হেরে কম্পু মনে করছিলাম, সিডিসি টাইপ, পরে বুঝতে পারলাম হেতেই রঞ্জু) একবার দেখি কি জানি একটা হাবিজাবি লিখছে আর পাব্লিক ব্যাপক প্রশংসা করতাছে। মিজাজ চ্রম বিলা হৈছিলো। হেরপর কুন্সময় যে জীবনের স্রোতে ভাইস্যা গেলাম টেরপাইনাই। জিমেইল আসার পর ইয়াহুরে ছ্যাকা দিলাম। একদিন কি জানি একটা নুটিশ আইলো কিন্তু এবিতে আর ঢুক্তারিনাই। কয় নয়া কইরা রেজিষ্ট্রি করতে।

চলুক্কক্কক্ক 

নজরুল ইসলাম's picture


আপনে ছিলেন এবিতে!

সোহেল কাজী's picture


হুম ছিলাম ;)

রন's picture


আমি আপনাকে চিনতে পারসি আগেই

সোহেল কাজী's picture


আর খাউরে চিনাইয়েন্না ফিলিজ

হাসান রায়হান's picture


চুলকাটার পর আনস্মার্ট হইছেন। আগে দারুন স্মার্ট ছিলেন। বড় চুলে কিন্তু হেভি লাগত আপানারে।

নজরুল ইসলাম's picture


ভবিষ্যতে যাতে মাথায় কিছু অন্তত চুল অবশিষ্ট থাকে, সেজন্য বর্তমান কালের দীঘল চুল বিসর্জন দিতে হইলো। :(

১০

রন's picture


লেখার মাঝখানে বিরতি ভাল্লাগেনা,
বাকিটুক জলদি লিখেন নাজু ভাই

১১

নজরুল ইসলাম's picture


রইন্যারে, জানস তো না, বাকীটুকু পুরাটাই তোরে পঁচানো হবে রে... খাল কেটে কুমীর কেন ডেকে আনতেছিস রে বুকা ছেলে?

১২

রন's picture


কি দরকার বলেন লেখালেখি করার, বাদ দেন!

১৩

নজরুল ইসলাম's picture


রনি বধ পর্বটা লেখার পরেই অবসরে যামু ভাবতেছি

১৪

শওকত মাসুম's picture


এতো ছোট পর্ব কেন? বড় বড় পর্ব হোক।

১৫

নজরুল ইসলাম's picture


আসিতেছে, পরের পর্বগুলো সচিত্র হবে... রঙে ঝলমলে

১৬

অতিথি পাখি's picture


তারাতারি জানান দেন পরের পর্ব !!

১৭

নজরুল ইসলাম's picture


আগামী কালকেই পাবেন...

১৮

আপন_আধার's picture


আপ্নের আগামী কাইল, গত কাইল্কা গেছেগা। আপ্নে কই গেলেন?

১৯

নীড় সন্ধানী's picture


এত তাড়াতাড়ি চায়ের তেষ্টা পেয়ে গেল কেন?

আমার ইন্টারনেট ভ্রমন শুরু ৯৬ সাল থেকে, তখনো উইন্ডোজের যুগ আসেনি সেরকম। অফলাইনে মেইল করা। আর ডস দিয়ে ইন্টারনেটে ঘোরা যে কি কঠিন ব্যাপার ছিল........বাপরে মনে করতেই শিউরে উঠি এখন। সাদা কালো ইন্টারনেট। তারপর যুগ পাল্টালো উইন্ডোজ ৯৫ নতুন বিপ্লব ঘটালো ইন্টারনেটে। হটমেইল ইয়াহুতে নাম লেখালাম। তবে কিছুদিন পর ফ্রী একাউন্টে মন ভরছিল না দেখে নিজের নামে একটা পপ একাউন্ট আইডির স্বপ্ন দেখতে লাগলাম। ৯৮ তে এসে চার হাজার টাকা দামের একটা পপ একাউন্ট যখন মাগনা পেয়ে গেলাম খাতিরের আইএসপি থেকে, তখন যেন ঈদের খুশী আমার। [ঈদের খুশীর ইমো হবে : ) ]

২০

নজরুল ইসলাম's picture


আমি সারাজীবনই ফ্রিখোর

২১

নুশেরা's picture


এতো ছোট পর্ব কেন? বড় বড় পর্ব হোক।

২২

নজরুল ইসলাম's picture


ছোট মানুষ তো, তাই ছোট ছোট পর্ব। বড় হয়ে বড় পর্ব দিবো... ;)

আসিতেছে আগামীকালকেই...

২৩

আত্তদ্বিপ's picture


ভাল লাগছে চলুক

২৪

নজরুল ইসলাম's picture


চলবে, ধন্যবাদ

২৫

জ্যোতি's picture


তারপর?তারপর কি হলো?তাড়াতাড়ি লিখেন!!!!!!!!!

২৬

নজরুল ইসলাম's picture


এই সব সার্ভারের সমস্যার কারণেই তো বিজ্ঞাপন বিরতী দীর্ঘ হয়ে গেলো। আসিতেছে আগামীকাল

২৭

মলিকিউল's picture


এইটুকু পইড়াই মজা পাইছি.........।

তাত্তাড়ি দেন পরের ট।............।।

২৮

নজরুল ইসলাম's picture


ভাবছিলাম আজকে দিবো। কিন্তু সার্ভার জটিলতায় দেওয়া গেলো না। আগামীকাল অবশ্যই।

২৯

শাতিল's picture


নাজু ভাইয়ের কিপ্টামি আর গেলো না। পর্ব বড় করেন ফিলিজজজজজ
না হইলে আপনেরে পরের পোষ্টে নুরুমানিকের্বামহাত দেখানি হইবেক

৩০

নজরুল ইসলাম's picture


সব জায়গায় বাম হাত ঢুকানো অভ্যাস হয়ে গেছে তাই না? নিজে তো একটা পোস্ট দেন না...

৩১

টুটুল's picture


ভাইসব হাত পকেটে রাখেন ... শীতে হাত বাইরে রাখা ঠিক্না

৩২

নজরুল ইসলাম's picture


হ, হাত আর বাইর করুম না। লেখালেখি বন্ধ...

৩৩

টুটুল's picture


হাত খুইলা লেইখা যান

৩৪

আপন_আধার's picture


ভালো এক্টা লেখা পাইতাছি, মনে হয়। বিজ্ঞাপন বিরতী কম দিয়েন।

৩৫

নজরুল ইসলাম's picture


ভালো লেখা পড়তে আসছেন যে, টিকিট কাটছেন?

৩৬

আপন_আধার's picture


কপ্পে...!!!!!

৩৭

ভাঙ্গা পেন্সিল's picture


আমারবন্ধু এখানে আইসাই চিনলাম। আগে দেখি নাইক্কা

৩৮

নজরুল ইসলাম's picture


এখানেই রচিত হবে এবির ইতিহাস

৩৯

তানবীরা's picture


পরের পর্বের জন্য আমিও বসলাম সীটে পা তুলে

৪০

নজরুল ইসলাম's picture


বসে থাকেন, আসিতেছে

৪১

জেবীন's picture


আমারবন্ধু তে জয়েনের জন্য ডাকছিলো টুটুলভাই... কেন জানি করা হয় নাই... মিস করছি...

নজরুলভাই... দারুন জায়গায় বিরতি দিছেন..ভালো লাগছে..  কিন্তু বেশি বিরতি ভালো না..।

৪২

নজরুল ইসলাম's picture


গেলে মজা পাইতেন। আমরা দারুণ মজা করতাম। তবে আবার জমবে মেলা

৪৩

সাঈদ's picture


পরের পর্ব দেন জলদি।

আমু তে চ্যাট প্যাচালী নামে একটা সিরিজ লিখছিলাম।

আন্তর্জাল, চ্যাটিং, ব্লগ - আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

চলুক।

৪৪

হাসান রায়হান's picture


পরের পর্ব ছাড়েন না কেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.