না
১.
মানুষগুলো খুব সীমাবদ্ধ তাই তারা কিছু করতে পারে না।
মানুষগুলো খুব ভঙ্গুর তাই তারা দৃঢ় পায়ে দাঁড়াতে পারে না।
মানুষগুলো খুব লন্ডভন্ড তাই তারা গোছাতে পারে না।
মানুষগুলো বাঙালী তাই তারা নিজের দোষ খুঁজে পায় না।
২.
আমি পছন্দের দল পাই না, তাই সক্রিয় রাজনীতি করি না।
আমি হরতালে পায়ে হেঁটে কাজে যাই, তাই তোমার আন্দোলন সমর্থন করি না।
আমি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধায় নত, তবু সব মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি না।
আমি রাজাকারদের প্রতি ঘৃনায় উদ্ধত, তবু রাস্তাঘাটে তাদের পদাঘাত করতে পারি না।
আমি গনতন্ত্রে বিশ্বাসী, তবু নির্বাচনে ভোট দিতে পারি না।
আমি আইনের শাসনে বিশ্বাসী, তবু পুলিশ দেখে ভরসা পাই না।
আমি সুশীল মানুষের পুস্তক পাঠ করি, তবু তাদের কথায় আস্থা রাখতে পারি না।
আমি বিশ্ববিদ্যালয় পার করেছি দেড়যুগ আগে, তবু দুঃসহ সেশন জট এখনো ভুলতে পারি না।
আমি রাষ্ট্র থেকে অনেক নিয়েছি, তবু দেশকে কিছু দিতে পারি না।
আমি জন্মেমাত্র স্বাধীন দেশ পেয়েছি, তাই তার রক্তে ধোয়া ইতিহাস পাঠ করি না।
৩.
আমার সাদা টাকা আছে, তাই কালো টাকার স্বাদ নিতে পারি না।
তোমার কালো টাকা আছে,তাই তুমি সাদা টাকার পেছনে রক্তের দাগ দেখতে পাও না।
৪.
তুমি বহুবার আমার স্বপ্নে হানা দিয়েছো, তবু আমি তোমার ঠিকানা খুঁজে পাই না।
তোমাকে চিঠি লিখে কতো কাগজ কালি নষ্ট করেছি, তুমি কখনো জানবে না।
৫.
আমি নষ্ট গদ্যে হতাশার কথা লিখে যাই, এটাকে কেউ কবিতা বলে ভুল বুঝবেন না।
আমারও ছিলো মনে, কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে....
একদম মনের কথা বলেছেন, বদ্দা ।
(আপনার নতুন সেল নম্বরটা দিবেন ? m_aajad@yahoo.com)
এসেমেস করছি আপনার ১৯৭১ নাম্বারে। চেক করেন প্লীজ!
আমি তো ভুলই বুঝলাম। এটাকে কবিতা না বললে কোনটাকে কবিতা বলবো?
" আমি রাষ্ট্র থেকে অনেক নিয়েছি, তবু দেশকে কিছু দিতে পারি না।
আমি জন্মেমাত্র স্বাধীন দেশ পেয়েছি, তাই তার রক্তে ধোয়া ইতিহাস পাঠ করি না"।
@ মীর,
'৭১ এর পর প্রজন্মের পর প্রজন্ম কি এভাবেই মানুষ হচ্ছে ? হায় আল্লাহ ! আমরাতো এমনটি কখনো চাইনি ! শিকড়ের পরোয়া যদি এরা না করে তাহলে পুচকে ঝড়েও এরা উপড়ে যাবে ।
আপনার এই লেখা যদি কবিতা নাহয়, তাহলে কবিতার সংজ্ঞা আপনাকেই দিতে হবে ।
অশেষ অশেষ শুভেচ্ছা কবিতার জন্য ।
ভাই নীড় সন্ধানী,
ভুল করে আপনার নামের বদলে মীর ভাইয়ের নাম লিখে দিয়েছি । আশা করি অনিচ্ছাকৃ্ত ভুল ক্ষমা করে দেবেন ।
১, ৪ চরম সত্য। সবগুলাই সত্য তবে দেশ জাতি নিয়া ভেবে আর কি করব!কবিতা ব্যাপক।
আবৃত্তি-উপযোগী কবিতা।
হ, একমত
মন্তব্য করুন