২৮শে ফেব্রুয়ারী ২০১৩
সকাল থেকে বসে ছিলাম দুরুদুরু বুকে। ৫ই ফেব্রুয়ারী কি আবার ফিরে আসছে আমাদের বাংলায়? আবার কি ফুঁসে উঠবে সবাই? নাকি হতাশা নিয়ে ফিরে যাবো ঘরে, পরাজিত কুকুরের মত মাথা নীচু করে...
সময় কাটে, বুকের ধুক ধুক শব্দ বাড়তেই থাকে। এমন অপেক্ষা করি নি কখনো। যদিও সকল লজিকাল পথ গিয়ে একটা পথেই মিলছিলো, তবুও চিরদিনের পেসিমিস্ট মন মাথা চাড়া দেয়। যদি কোনো কম্প্রোমাইজ করা হয়, যদি আমাদের আবেগ নিয়ে আবার খেলা হয়...
বাসায় টিকতে না পেরে ছুটে যাই অফিসে, একটা দু'টো ছোট কাজ সেরে নিষ্পলক তাকিয়ে থাকি ফেসবুকে। একটু পরে পরেই রিফ্রেশ দেই পেজ, অপেক্ষার প্রহর দীর্ঘতর হ'তে থাকে। অস্থিরতা বেড়েই চলে...
অফিসও অসহ্য লাগতে থাকে। শাহবাগ হাতছানি দিয়ে ডাকতে থাকে। অফিস থেকে শাহবাগে চলে যাই। শাহবাগ যেতে যেত মনে পড়ে ৫ তারিখের কথা। সে সময়ের হতাশা, তার পরে সেই হতাশা থেকে আশার সঞ্চার। তবুও মনের আশঙ্কা কমে না। যদি কোন খেলা চলে...
শাহবাগে গিয়ে একে একে দেখা হয় অনেকের সাথেই। সবাই শংকিত, সবার মনেই কি হয় কি হয় ভাব...
এর ভেতরেই একেক জনের কাছ থেকে জানতে পাই ফেসবুক বন্ধের কথা, মুঠোফোনে হঠাত হঠাত ফেসবুকে ঢুকতে পারি। একেক জনের স্ট্যাটাস দেখি, আবার দেখি বন্ধ। হাসি, কথা বলি, চা খাই, আশংকা কমেনা...
হঠাৎ মুঠোফোনে একটা টেক্সট আসে "ফাঁসি"...
বসন্তের বাতাসটা ফুরফুরে হয়ে ওঠে... বুকের উপর থেকে বিশাল একটা ভার নেমে যায়... পাখির কিচিরমিচির গুলো অনেক সুমধুর হয়ে ওঠে... খটখটে রোদটাও যেন কোমল হয়ে যায় হঠাৎ করেই... মনেহয় এতদিন ধরে যেই অপমানের ভার বয়ে বেড়াচ্ছি সেই অপমান হাল্কা হয়ে গেছে অনেকটাই... ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিগুলোও তুচ্ছ হয়ে যায়... চিৎকার করে উঠি জয় বাংলা...
বুক ভরে শ্বাস নেই। একটা শব্দের ভেতর যে এত আনন্দ লুকিয়ে থাকে আগে কখনো বুঝিনাই...
...জয় বাংলা...
আসলেই । জীবনে এত আনন্দ কোনদিন পাইনি । চোখে পানি চলে আসছে ।

জয় বাংলা
জয় বাংলা
জঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅয় বাংলা..
রাজাকার আলবদর কিছুই রবেনা রে উপরে দালাল ভিতরে চোর কিছুই রবেনা রে... সব দালাল রা ভাইস্যা যাবে বঙ্গপোসাগরে........................ জয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় বাংলা
জয় বাংলা!

আজকে মোদের বড়ই সুখের দিন!
এই মাত্র ফেইসবুকে ঢুকলাম।
ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী হয়ে রইলাম। এ বড়ো আনন্দের দিন।
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা ...জয় বাংলা
মনে হইতেসে বিশাল কিছু একটা পেয়ে গেসি!
জয় বাংলা!
বুক ভরে শ্বাস নেই। একটা শব্দের ভেতর যে এত আনন্দ লুকিয়ে থাকে আগে কখনো বুঝিনাই...
...জয় বাংলা.
ক্যান, আগের দিন রাতে ইমনের দোকানে চা খেতে খেতে তোকে বলেছিলাম না... জয় বাংলা !!!
মন্তব্য করুন