ইউজার লগইন

ঘোর

স্পর্শঘোর...

তোমাকে কখনো শাড়িতে দেখিনি আমি, শুধু ছবি ছাড়া। কতোবার ভেবেছি বলব একদিন শাড়ি পরতে, বুকের দুরুদুরু ছন্দ ছাপিয়ে ঠোঁট পর্যন্ত পৌঁছুতে পারেনি শব্দ গুলো। একদিন আসইনা ... পেয়াজখসী আঁচল জড়ানো তোমাকে দেখি প্রাণ ভরে। হয়তো সেদিন ভুলকরে ছুঁয়ে দেবো তোমার হাত কিংবা শাড়ির আঁচল। স্পর্শঘোর জমা হবে স্মৃতির একান্ত সিন্দুকে...

শব্দঘোর...

তোমার আঁচলে আঁকা স্পর্শঘোর ছবি হয়ে গেলে, বসে থাকি নীরবে। ছবিটায় শব্দ ছোঁয়ালেই হয়ে উঠবে কবিতা, আর তুমি কবিতাটা একবার পড়লেই হয়ে যাবে গান। কিছু কিছু গান, কেন জানি বসে যায় বুকের ভেতর। রোদ গলে পড়া দুপুরে সেই গান শুনলেই বৃষ্টি নামে মনের নিকোনো উঠোনে। ঝিলিমিলি সেই উঠোনে তোমার উচ্চারিত শব্দগুলো বৃষ্টি হয়ে ঝরে। শব্দঘোরে ডুবে যায় চরাচর...

সময়ঘোর...

শব্দ ঘোরের বৃষ্টি সময়ের দেয়ালে আঁকিবুঁকি কাটে। উচ্ছল হয়ে রঙধনুর পিচকারী নিয়ে আকাশে উড়ে বেড়ায় রঙীন পাখির ঝাঁক। কিচিরমিচির গানগুলো একে একে রিকশার টুনটুন ঘন্টায় নেচে নেচে বেড়ায়। তোমার চোখে ছায়া পড়ে, তোমার চোখে আলো জ্বলে, তোমার নাকফুলে ঠিকরে যায় ঘন্টা মিনিট সেকেন্ড। আমি সেইসব আলোছায়া সময়ঘোর নিয়ে হেটে যাই মজে ওঠা সরকারি খালের কিনার ধরে, নির্বিকার...

ভ্রান্তিঘোর...

সময়ঘোরের পথ বেয়ে সকাল আড়মোড়া ভাঙে। দেয়ালে লেগে থাকা সাময়িক শ্যাওলার খবর জানা হয় তোমার, জানা হয় আমারও। দুএক টুকরো ভ্রান্তিধুসর মেঘ জড়ো হয় সীমাহারা আকাশের আনাচে কানাচে। রঙধনু রঙ চাপা পড়তে থাকে ভ্রান্তিঘোরের বিকেলে...

প্রতীক্ষা ঘোর...

নগরের ভ্রান্তিঘোর ভরা সন্ধ্যাগুলো ফ্লাইওভার থেকে ফেরার পথে গাঢ় হয়ে উঠতে থাকে। বুকের ভেতরের দগদগে ক্ষত ঢাকতেই ঘুরে ফিরি বিবিধ শুড়িখানায়। নিজেকে লুকিয়ে ফেলতে চাই অন্য ধরনের ঘোরের ভিতরে। গ্লাসের পর গ্লাস নি:শেষ করি। কোনো নিদান পাই না। সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত ভোর... সারাসময় জুড়েই ডুবে থাকি তোমায় ভেবে... স্পর্শঘোরে... শব্দঘোরে... সময়ঘোরে... ভ্রান্তিঘোরে এবং সর্বোপরি প্রতীক্ষাঘোরে...


__________________________________________

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


ফার্স্ট কমেন্ট Smile

যথারীতি রায়েহাতীয়!

অতিমাত্রায় দূর্দান্ত!!

রায়েহাত শুভ's picture


হেই ম্যান... কেমন আছেন? আচ্ছা, আমরা ঠিক কি করলে আপনি আবার লিখবেন বলেনতো?

আরাফাত শান্ত's picture


আহা বেশ বেশ বেশ!

রায়েহাত শুভ's picture


ধইন্যাপত্র ধইন্যাপত্র...

এ টি এম কাদের's picture


আর একটা প্যারা যোগ করা যেতো "স্বপ্ন ঘোর" নাামে । ভাল হয়েছে খুব । ধন্যবাদ !

রায়েহাত শুভ's picture


আমার তো স্বপ্নঘোর হয়না ভাই Sad কেমনে যোগ করবো?

জ্যোতি's picture


রুমান্টিক Smile

রায়েহাত শুভ's picture


হা হা হা Laughing out loud আমি আর রুমান্টিক...

শওকত মাসুম's picture


তুমি তো জানো না কিছু – না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;
যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে -
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের ‘পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার
ক্ষয়ে যাবে সেদিন সকল?
আমার বুকের ‘পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে?
আমি ঝরে যাবো – তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধরে সেদিন পৃথিবীর ‘পরে,
- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।

– জীবনানন্দ দাশ
(ধুসর পাণ্ডুলিপি, ১৯৩৬)

১০

রায়েহাত শুভ's picture


আহা জী দাশ বাবু...

১১

টোকাই's picture


পড়তে পড়তে নিজেই ঘোরের ভিতর চলে গেসি। খুব সুন্দর

১২

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ...

১৩

নীড় সন্ধানী's picture


অসাধারণ!!
প্রতিটা বাক্য মরমে মরমে উপভোগ করলাম এবং ঘোরের স্মৃতিতে ভারাক্রান্ত হলাম। Smile

১৪

রায়েহাত শুভ's picture


আহা ঘোর... আহা...

ধন্যবাদ নীড়দা...

১৫

টুটুল's picture


ডাইনে ঘোর...
বামে ঘোর...

পাইলাম্না Wink

১৬

রায়েহাত শুভ's picture


আমি ডাইন বামে ঘুরতে কইনাইতো Sad

১৭

নিভৃত স্বপ্নচারী's picture


চমৎকার কিছু কথামালা!
দারুণ লাগলো Smile

১৮

রায়েহাত শুভ's picture


ধইন্যা Smile

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমৎকার চমৎকার চমৎকার!

২০

রায়েহাত শুভ's picture


Smile

২১

প্রজ্ঞা মৌসুমী's picture


ঘোর নিয়ে একদিন একজনকে বলেছিলাম 'আপনি নিজেই এক তীব্র ঘোর।'

"শব্দঘোরে ডুবে যায় চরাচর" শুরুতে এই কথায় এসে হোঁচট খেলাম। মাঝে মাঝে ভাবনায় পাগলামী চাপে 'শব্দ' নামক শব্দটা আমি ছাড়া কাউকে ইউজ করতে দেবো না লেখায়। অথচ বারবারই মুগ্ধ হই আপনাদের শব্দ নামক শব্দটার চমতকার ব্যবহার দেখে।

একেবারে শেষ কথাটা ছিল মারদাঙ্গা। নিকানো/ নিদানে শব্দ দুটো অনেকদিন পর চোখে পড়লো। নিদানে শব্দের মানে মনে করতে পারছি না। সব মিলিয়ে ঘোর নিয়ে একটা চমৎকার আবহ তৈরি করেছেন। ভালো লেগেছে।

২২

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ ...

আর নিদানে শব্দটা আসলে নিদান হবে। ভুল করে এ কার পড়ে গেছে ...
আমার জানামতে নিদান অর্থ সমাধান বা উপায় খুঁজে পাওয়া ...

২৩

তানবীরা's picture


লাইক লাইক লাইক

ঘোরেই থাকো, ঘোর যেন না কাটে Big smile

২৪

রায়েহাত শুভ's picture


এরকম ঘোরগ্রস্ত হয়ে থাকতে বললেন সারাজীবন? এরকম বদ্দুয়া করতে পারলেন???

২৫

দূরতম গর্জন's picture


ঘোরের পন্ঞ্চরূপ

২৬

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ...

২৭

ইতর কবি's picture


কবি ধন্যবাদ
ঘোর অনুমতি চেয়ে আসেনা
তাই আপনার লেখা পড়ার আবেশটুকু উপছে পড়লো
ঔদ্ধত্য ক্ষমা চায়
ইতর কবি
ৃৃৃৃৃৃ=============================
"ঘোরের আমি ঘোরের তুমি -ঘোর দিয়ে যায় চেনা"
ঘোরের মর্ম সে জন বোঝে যে জন আছে ঘোরে
সহস্রকোটি টাকা দিয়েও ঘোর যায়না কেনা
প্রেমমন ঘোরের বাসা
প্রেমই বোঝে ঘোরের ভাষা
প্রেমিমন সদা থাকে ব্যতিব্যস্ত ত্রস্ত
প্রেমাকাশে যায়না যেন ঘোর কোনোদিন না অস্ত
==================================

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...