এক টিকিটে দুই ছবি
(প্রথম ছবি : একটি নামহীন কবিতা)
আমার যখন কলম খোলে না
বুকের ভেতর ঝিকিরমিকির নদীর রেখায়
বেলীফুলের বাতাস লাগেনা,
রাত তলানো কান্না জোটে না
টান হারিয়ে ঢিলে তালের একতারা এই
দেহের তারে ছন্দ মেলে না ।
নিকোটিনের আঁধার গুড়িয়ে
কাজল রেখায় অবহেলার সুরমা মেখে
নামতামুখর নূপুর বাজিয়ে
আসতে সাধি প্রসাদ সাজিয়ে
হয়তো তবে ভেতর থেকে ডুকরে ওঠা
পঙক্তি দেবে ঊষর ভিজিয়ে।
(২য় ছবি : একটি আবেদন)
অধম আশরাফুল আলম খুলনা থেকে স্বপ্নতরী নামের একটি ক্ষুদ্র মাসিক শিশুতোষ পত্রিকা সম্পাদনা করে ।
আগামী পাঁচ তারিখের ভেতর আপনাদের কাছ থেকে যে কোন ধরনের শিশুসাহিত্য কামনা করছি ।
লেখা মেইল করার ঠিকানা : shapnotori@gmail.com
কবিতা মাথার উপ্রে দিয়া গেছে
আবেদনটা ভালো লেগেছে
ধন্যবাদ
ওই বাতাস আগে থেকেই বুকড্। আপনের না লাগারই কথা।
কান্নাকাটি কৈরা লাভ নাই। বেলী আপারে গিয়া রিকুশ কৈরে দেখতে পারেন।
বেলি আপারে চিনলাম না তো । ভদ্রমহিলা কে ?
কবিতা মাথার উপ্রে দিয়া গেছে
কিন্তু পড়তে ভালো লেগেছে, ছন্দ ছিল কিছু একটা
ধন্যবাদ
শিরোনাম দেখে পয়লা মনে করছিলাম সিনেমা দেখার গল্প কইবেন পরে দেখি কবিতা। কবিতা যথারীতি মাথার উপর দিয়ে গেছে। তয় পড়তে ভালো লাগছে।
২য় সিনেমার ক্ষেত্রে কই এবির নীতিমালা অনুযায়ী ব্যাপারটা ঠিক না।
আমাদের মডু মামা কিন্তু এই বিষয়ে বিরাট সতর্ক।কিছু হইলেই পোস্ট সরায় দিবো আর জোনাকির পোস্ট উৎসর্গের পর সে বোধহয় আরো সিরিয়াস। পরে কিছু হইলে আরেকটা পোস্ট মডু মামারে উৎসর্গ কইরা দিয়েন।
হা হা হা... হাসতে হাসতে গাল ব্যাথা হয়ে গেলো।

মডু আমার ব্যপারে বারাবরই সিরিয়াস । পাকা ধানে মই দিছিলাম নাকি কেডাই জানে !
সরি ব্রো
আমার যখন কলম খোলে না
এমন একটা শক্তিশালী লাইন জীবনেও লিখতে পারবো না।

আপারে এই ভাবে লজ্জা দিলেন ?
এতো লজ্জা রাখুম কই ?
মন্তব্য করুন