ঘোষনা >> ঈদের ইপুস্তক :: ঈদানন্দ - লিখুন, লিখতে বলুন
ঈদে চাই নতুন জামা জুতো, অপার্থিব আনন্দ। আর এই আনন্দের মধ্যেই ভিন্নমাত্রা যোগ করে "ঈদসংখ্যা"। দেশের সবগুলো পত্রিকাই ঈদসংখ্যা বাজারে ছাড়ে। সারাবছরের অন্যতম প্রেস্টিজ ইস্যু এই ঈদ সংখ্যা। পত্রিকাগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় ভালো একটি ঈদসংখ্যা উপহার দেওয়ার জন্য। ভালো ভালো লেখকের সেরা লেখাগুলো নিয়ে এমন একটি পত্রিকা বের করার চেষ্টা, যা পাঠক সংগ্রহ করে রাখবেন অনেক বছর। এ কখনো পুরনো হবে না।
ব্লগ কেন পিছিয়ে থাকবে? আমরাও তাই ঈদ উপলক্ষ্যে প্রকাশ করতে চাই একটি ঈদসংখ্যা ইপুস্তক- ঈদানন্দ।
আমরা বন্ধু থেকে প্রকাশিত হলেও এটা সব ব্লগারের জন্যই উন্মুক্ত। অন্য ব্লগ সাইট, এমনকী ব্যক্তিগত ব্লগ স্পটের বন্ধুরাও এখানে অংশ নিতে পারবেন। আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চলুন অন্তত এই দিনে ব্লগের বিভেদ ভুলে সবাই মিলে আনন্দে যোগ দেই।
অন্য সব ঈদসংখ্যা ক্রয় করতে টাকা লাগে, কিন্তু এই ঈদসংখ্যা সকলের জন্য ফ্রি।
অতএব চলুন সবাই মিলে এখনই ঝাঁপিয়ে পড়ি নিজের সেরা লেখাটা তুলে দিতে বাংলা ভাষার প্রথম ঈদসংখ্যা ইপুস্তকে।
লেখা জমা দেওয়া বিষয়ক তথ্য:
১) লেখাটি হতে হবে একেবারে নতুন। অন্য কোথাও আগে প্রকাশিত লেখা জমা না দেওয়ার অনুরোধ রইলো।
২) লেখা জমা দেওয়ার জন্য আমরা বন্ধুর রেজিস্টার্ড ব্লগার হবার প্রয়োজন নেই। অন্য যে কোনো ব্লগ সাইট, ব্যক্তিগত ব্লগস্পট বা অনলাইন লেখক ফোরামের লেখকরাও বিনা দ্বিধায় অংশ নিতে পারবেন। এই ঈদসংখ্যা সকলের জন্য উন্মুক্ত। সবাইকে আবারো সাদর আমন্ত্রণ।
৩) উপন্যাস, গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, বিশেষ প্রতিবেদন, রম্যরচনা, আত্মজীবনীমূলক লেখা এখানে জমা দিতে পারেন। জমা দিতে পারেন নিজের তোলা ফটো ফিচার। কোনো নির্দিষ্ট বিষয় উপলক্ষ্যে ছবি প্রদর্শনী হতে পারে। জমা দিতে পারেন নিজের আঁকা ছবি। ইচ্ছে করলে কেউ জমা দিতে পারেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তবে তা নিজের বানানো হতে হবে। দিতে পারেন গান, নিজের গাওয়া।
পত্রিকাগুলো থেকে আমরা এখানেই এগিয়ে, আমাদের ঈদসংখ্যা শুধু টেক্সট নির্ভর হবে না। এটা হবে অডিওভিজুয়্যাল।
৪) লেখার বিষয় উন্মুক্ত। শব্দ সংখ্যাও।
৫) ৫ সদস্যের একটি সম্পাদনা পর্ষদ থাকবেন লেখাগুলো বাছাইয়ের কাজে। এই পর্ষদ বিনা জবাবদিহিতায় যে কোনো লেখা ইপুস্তকের অনুপোযুক্ত মনে করতে পারবেন।
৬) লেখা হতে হবে ইউনিকোডে, সোলাইমানলিপি ফন্টে। মূল টেক্সট-এর ফন্ট সাইজ ১২।
৭) লেখার সঙ্গে অবশ্যই লেখার শিরোনাম, লেখকের নাম [আসল/নিক], ব্লগার প্রোফাইলের লিঙ্ক উল্লেখ করতে হবে।
৮) আমরা আশা করবো সম্পাদনা পর্ষদ পর্যন্ত আসার আগে লেখক নিজেই মনোযোগ দিয়ে লেখাটি একবার পড়ে দেখবেন। প্রয়োজনীয় ত্রুটি সারবেন। বানান সংশোধন করবেন। অতিরিক্ত বানানদোষী লেখা উপযুক্ততা হারাতে পারে।
৯) এই ইপুস্তক বিণামূল্যে বিতরণ করা হবে। এর পেছনে যারা শ্রম দেবেন, তারাও বিনা পারিশ্রমিকেই। লেখকদের জন্যও তাই কোনো সম্মানীর ব্যবস্থা থাকছে না।
১০) লেখা পাঠাতে হবে ২০ আগস্ট ২০১০ তারিখ বাংলাদেশ সময় রাত ১২টার মধ্যে। pustokএ্যাটamrabondhuডটকম এই ঠিকানায়।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
একটা কিছু লিখতেই হবে এবার
ধন্যবাদ এই সাহসী উদ্যোগের জন্য
ভালু কাজ!

এবি আমার কাছে লেখা চাইছে ভাবতেই তো ভালু লাগতাছে
চমৎকার উদ্যোগ, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। লিখবো আশা করছি।
নন-আফসুসিত সুন্দর কাজ । কর্তৃপক্ষকে বন্যবাদ
নজরুল ভাই টেনশন নিয়েন না.।আমি আছি না। মনে করাই দেয়ার জন্য। যদি আমি আপনারে ফেস বুকে পাই .। তাইলে মনে করাই দিমুনে। আপনার তো আবার ভুলে যাওয়ার অভ্যাস আছে। আশা রইলো কিছু একটা লিখব।ধন্যবাদ আর শুভকামনা রইলো।
কেমনে কি??

এই বিষয়ে ভাঙ্গা পেন্সিল আর বহেমিয়ানের হেল্প চাওয়া হপে
কি ভাবে একটা ইপুস্তকে গান যোগ করা যায়... সামুতে ফিরে দেখা একাত্তরের প্রথম পাতায় ভিডিও এমবেড করেছিল লোকালটক... এই তরিকা বের করার জন্য টেকি হেল্প লাকপে
এ ছাড়াও ভাঙ্গা পেন্সিল এবং রুবেল শাহকে অলংকরনের দায়িত্ব দেয়া যায়
চ্রম একটা ব্যাপার হইবেক।

আগাম হাততালি।
ইয়ে, বলছিলাম কী... এবিতে প্রকাশিত কোনো লেখা দেয়া ডাবে কি ?
যদিও শর্ত নং ১ দেইখা ডরাইছি...
হাতে তো সময় আছে... একটা চমৎকার লেখা পয়দা কইরা ফেলেন বস...
ডাবে= যাবে
লেখালেখি মানুষে কেমনে করে? দেখতে কি সুন্দর লাগেগো, পড়তেও ভালো লাগে।
আগাম শুভকামনা
মন্তব্য করুন