২০১৩: বইমেলা!!! বইমেলা!!! বইমেলা!!!!
বাঙালির প্রাণের মাস ফেব্রুয়ারি... ভাষার মাস ফেব্রুয়ারী... সেই ভাষাকে সম্মানিত করতে এই মাসে গোড়াপত্তন ঘটে বই মেলার... কালের বিবর্তনে এই বইমেলা ঢাকাবাসীকে ছাড়িয়ে সারা বিশ্বের বাঙালির প্রাণে দোলা দেয়ার একটি জায়গা তৈরি করে নিয়েছে। প্রতি বছর এই বই মেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি করে আমাদের মনে। ছাপার অক্ষরে প্রকাশ পায় হয় হাজার হাজার বই এবং ব্লগারদের বই্ও। শুধু মাত্র এই এক মাসে যে পরিমাণ বই ছাপা হয় তার অর্ধেক বইও বাকি ১১ মাসে ছাপা হয় না।
যাক সেসব কথা। বই মেলাকে ঘিরে আমাদের ব্লগারদের কি কি বই প্রকাশ হয়েছে তার একটি ছোট্ট তালিকা তৈরি করতে চাই যাতে আমাদের ক্রয় তালিকায় থাকা প্রিয় মানুষদের বইয়ের কথা যেন ভুলে না যাই। সকল ব্লগারদেরও অনুরোধ জানাই যেন মন্তব্যের ঘরে প্রিয় ব্লগারদের বইয়ের বিস্তারিত জানিয়ে যান। সকল ব্লগারদের প্রকাশিত বইয়ের তালিকা আপনার হাতের মুঠোয় থাক।
যারা নিয়মিত বইমেলায় অংশগ্রহণ করতে পারছেন না অথবা দেশের বাইরে অবস্থান করছেন... তারা এক নজরে নিচের পোস্টগুলোতে চোখ বুলালে লেখক/ব্লগারদের চোখে বইমেলাকে দেখতে পারবেন বলে আশা রাখি। একটি কথা না বললেই নয়... ব্লগার রাসেল এবং গৌতম দুটো ভিন্ন অবস্থান থেকে ধারাবাহিক ভাবে একই বিষয়ে লিখছেন। লেখায় স্বাদের ভিন্নতাতো থাকছেই সাথে ভাবনার ভিন্নতাও ভিন্ন আঙ্গীকে আপনার ভাবনার খোরাক যোগাবে।
বইমেলার ঘটনাপঞ্জী:
১। বইমেলা সরগরম - ০১ | লিখেছেন: রাসেল | জানুয়ারী ৩১, ২০১৩
২। শোনা কথায় বইমেলা : ফেব্রুয়ারি ১ | লিখেছেন: গৌতম | ফেব্রুয়ারী ১, ২০১৩।
৩। বইমেলা সরগরম - ০২ | লিখেছেন: রাসেল | ফেব্রুয়ারী ২, ২০১৩।
৪। শোনা কথায় বইমেলা: ফেব্রুয়ারি ২ | লিখেছেন: গৌতম | ফেব্রুয়ারী ২, ২০১৩।
৫। ঘুরে এলুম বইমেলা ২০১৩ | লিখেছেন: রায়েহাত শুভ | ফেব্রুয়ারী ২, ২০১৩।
৬। বইমেলা সরগরম - ০৩ | লিখেছেন: রাসেল | ফেব্রুয়ারী ৪, ২০১৩।
৭। শোনা কথায় বইমেলা: ফেব্রুয়ারি ৩ | লিখেছেন: গৌতম | ফেব্রুয়ারী ৪, ২০১৩।
৮। বইমেলা সরগরম - ০৪ | লিখেছেন: রাসেল | ফেব্রুয়ারী ৫, ২০১৩
৯। শোনা কথায় বইমেলা: ফেব্রুয়ারি ৪ | লিখেছেন: গৌতম | ফেব্রুয়ারী ৫, ২০১৩।
বই এবং বইমেলার স্মৃতীচারণ:
১। বই পুস্তকের মেলা খেলায়! | লিখেছেন: আরাফাত শান্ত | জানুয়ারী ৩১, ২০১৩।
এবার বই মেলায় শওকত হোসেন মাসুম ভাইয়ের একটা বই প্রকাশিত হয়েছে
বইয়ের নাম: কেলেঙ্কারির অর্থনীতি
লেখকের নাম: শওকত হোসেন মাসুম
প্রকাশক : শুদ্ধস্বর
প্রছদ : তৌহিন হাসান
মূল্য : ২৭০ টাকা
ভাল উদ্যোগ। তবে রিভিউ চাচ্ছি আমার বইয়ের। সবার কাছে। তাহলে ভিন্নমাত্রা যোগ হবে, লেখক হিসাবে আমিও উপকৃত হবো।
বই মেলায় তানবীরা তালুকদার এর একটা বই প্রকাশিত হয়েছে
বইয়ের নাম: পাহাড় আর নদীর গল্প
লেখকের নাম: তানবীরা তালুকদার
প্রকাশক : জাগৃতি
প্রছদ : তৌহিন হাসান
মূল্য : মূল্য ২৭৫ টাকা।
আমাদের ব্লগার তানবীরা ?
জাগৃতিতে আজ বইটি খোঁজ করেছিলাম, পেলাম না।
আট তারিখ থেকে জাগৃতির স্টলে বইটা পাওয়া যাচ্ছে
বেশ ভালো উদ্যোগ।
সবার মনোযোগ পড়ুক।
বন্ধুদের-পরিচিতদের বই-এর প্রচ্ছদই শুধু নয়, রিভিউও আসুক। একটি খোলামেলা আলোচনা এ-ধরনের উদ্যোগকে গতানুগতিকতার বাইরে নিয়ে গিয়ে রাখতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা।
আপনাদের সকলের অংশগ্রহন খুবই প্রয়োজন। ব্লগ কখনোই একা চলতে পারে না। সবাই যদি যার যার অবস্থান থেকে হাতটা বাড়িয়ে দেন তাহলেই শুধু সম্ভব ব্লগের বেঁচে থাকা, এগিয়ে যাওয়া।
ধন্যবাদ
খুবই ভালো উদ্যোগ।
ভালো উদ্যোগ...
পোস্টটা স্টিকি করা হোক। যাতে সারামাস জুড়ে সবাই এটাকে দেখতে পান...
খুব ভালো উদ্যোগ।
এবার বই মেলায় নুরুজ্জামান মানিক এর একটা বই প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষনায়রত মানিক ভাইয়ের এই বইটা একটা দূর্লভ দলিল।
বইয়ের নাম: মুক্তিযুদ্ধের অপর নায়েকেরা
লেখকের নাম: নুরুজ্জামান মানিক
প্রকাশক : শুদ্ধশ্বর
প্রছদ : মুস্তাফিজ কারিগর
বইয়ের দাম ১৮০টাকা
খুবই হেলাফেলা পুষট
(
বইমেলাতে এবার
শাশ্বত স্বপন
অপূর্ব সোহাগ
Ahmad mostofa kamal
Mrinmoy Mizan
ওনাদেরও বই আছে
ভাষন না দিয়া কাজ করেন...
ওইগুলো আপনারা দেন...
কাজ কইরা দিলাম না!!!!
আমার বই দুটি নিয়ে কিছ কথাঃ
১, ভাদ্য ভাসান
স্বপ্নের হাত ধরে কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে অনন্তের পথে ছুটে চলা স্মৃতিগুলো প্রত্যেক মানুষের জীবনে জোনাকীর মত জ্বলে আর নিভে। ‘আলোকিত অন্ধকারের জনপথ’--গল্পে একজন চিকিৎসকের মহানুভবতা, দায়িত্ব ও কর্তব্য প্রকাশ পেয়েছে--যা বাস্তবে বিরল। বাহিরে আলোকিত অথচ ভিতরে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো কত নির্দয়! আবার নানা ছলে, বিশেষ করে ধর্মীয় ছলে বুঝাতে পারলে এই নির্দয় মানুষগুলোকেও আলোকিত না হোক, মানবিক স্রোতে আনা যায়। ‘বেদনাময় সময়ের ভীড়ে’--নায়কের মুক্তিযুদ্ধ পরবর্তী বিধ্বস্ত জীবনের গল্পঃ যুদ্ধ পরবর্তী রাষ্ট্রীয় ঘূর্ণিঝড়ে ছিন্ন পাতার মত হারিয়ে যাওয়া জীবনে হঠাৎ ক্ষণিকের জন্য ট্রেন নামক সময়ের ভেলায় তার হারিয়ে যাওয়া ভালোবাসার আল্পণার সাথে দেখা। ‘না বলা কথা’--না বলার আলো আঁধারীর মাঝেই হারিয়ে যায়। ‘সময়ের লাশ’--গল্পে বৃদ্ধ বয়সে উত্তম পুরুষের বাচন শৈলীতে নায়িকা নায়কের সাথে তার প্রেমের কাহিনী এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভুমির কিয়দংশ বর্ণনা করেছেন। এখানে নায়ক ’৫২ সালের সময়ের ধারক, নায়িকা মাতৃভূমির ধারক অর্থাৎ গল্পটি যেন, ’৫২ এর সময়ের সাথে লাজুক মাতৃভূমির ভালোবাসা-লুকোচুরি-মিছিল-আন্দোলন-যুদ্ধ-মৃত্যুর খেলা।
‘স্বপ্নের আঙ্গিনা’--গল্পে ছেলে সন্তানের জন্য পুরুষের তথা সমাজের যে আকাঙ্খা--তা বাস্তবায়নের জন্য হাজার বছর ধরে কত নারী যে দুঃসহ জ্বালা-যন্ত্রণা নিয়ে জীবন-যাপন করেছে; কিংবা গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেছে; আজও করছে--তার হিসাব মিলানো সম্ভব নয়। ‘ঝরা পাতার গান’--গল্পে নায়ক এমনি প্রকৃতি প্রেমিক যে, স্ত্রীর গর্ভকালীন সময়ের দায়িত্বের কথা ভুলে প্রকৃতিতে হারিয়ে যান, ফিরে এসে দেখেন, সন্তান রেখে স্ত্রী না ফেরার দেশে চলে গেছেন। সন্তানের মুখও নায়ককে প্রকৃতি থেকে ফেরাতে পারেনি। এ গল্পে নায়কের দৃষ্টিতে এবং তার আত্নোপলব্ধির কিয়দংশে বাংলার শীতকালীন প্রকৃতির রূপ ফুটে উঠেছে। ‘সিঁদুর রাঙা স্মৃতি’--গল্পে দেশে দেশে যুগে যুগে সংখ্যালঘুরা বিশেষ করে, ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবে পূর্ব পুরুষের ভিটা-মাটি, প্রেম-ভালোবাসা তথা হাজার স্মৃতি পেছনে ফেলে দেশ ত্যাগ করে--এ বিষয়টি গল্পে প্রকাশ পেয়েছে।
‘অনামিকা’ গল্পে কুড়িয়ে পাওয়া অনামিকা নামক এক নারী শিশুকে নিয়ে চিরকুমার পিতার হৃদয় বিদারক কাহিনীঃ অজানা এক রোগে অনামিকার মৃত্যু এবং জনস্বার্থে হাসপাতালে মৃত কন্যা দান--চিরকুমার পিতাসহ আরো অনেককে চোখের জলে ভাসিয়ে যায়। ‘সমর্পণ’--গল্পে পূজারিণী জাত-পাত, বর্ণ বিভেদ না বুঝেই নিজের অজান্তে স্বহৃদয় পূজার অর্ঘ হিসাবে পূজারীকে দান করে; ধ্যান করতে থাকে ব্রাক্ষণ বর পাবার আশায়। ‘শরতের সরোদ’ গল্পে নায়ক কবি মন নিয়ে ভরা যৌবনের জলতরঙ্গে শরতের কোন এক পড়ন্ত ভাদ্র বেলায় ভালোবাসার প্রবাসী সঙ্গীকে নিয়ে গ্রাম বাংলার রূপের সাগরে হারিয়ে যায়। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রেম-ভালোবাসার বন্ধনে বাস্তবতার সূর্য জ্বলে উঠে; প্রবাসী সঙ্গী আবার চলে যায়। ‘শ্যাওলা-কাঁটা-বেড়া’--গল্পে সমাজের মানুষ সৃষ্ট বিধি-নিষেধ তোয়াক্কা না করে, আবেগ দিয়ে সময়ের উল্টোস্রোতে শত বাঁধা পেরিয়ে, নিজেদের স্বপ্ন পূরণের অভিলাশ নিয়ে, দুটি নিষ্পাপ জীবনের ভালোবাসা গন্তব্যহীন পথে অনন্ত যাত্রায় ছুটে চলেছে।
বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা সাহিত্যের শিকড় সন্ধানী মৌলিক গবেষক, সৃজনশীল সাহিত্যিক, নন্দিত সন্মোহক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে
ভাদ্র ভাসান এর গল্প সংখ্যা ১১টি, বইটির পৃস্ঠা ৮০, জিনিয়াস পাবলিকেশন্স থেকে প্রকাশিত (বই মেলায় স্টল নং ৩৬০-৬১), প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়,
২.হৃদয়ের এপিঠ-ওপিঠ
উত্তম পুরুষের বাচন শৈলীতে রচিত ‘হৃদয়ের এপিঠ-ওপিঠ’ উপন্যাসটি ব্যক্তিগত জীবনের পাওয়া না পাওয়ার এই লেখার নায়ক শোভন--যাকে চারপাশের সহস্র জ্বালা-যন্ত্রণা জমাট পাথরের মত আঁকড়ে ধরেছে। মা-বাবা হারিয়ে আত্মীয়-স্বজনহীন এই নিষ্ঠুর পৃথিবীতে সে এক টুকরো লাল ফিতের মত আহত ভালোবাসা নিয়ে তুষের আগুনে জ্বলে-পুড়ে বিরহের বিষাক্ত স্রোতে ভেসে যাচ্ছে লক্ষ্যহীন পথে। সময় আর ধর্মের শক্ত শিকলে বাঁধা বিধর্মী এক কিশোরীকে ভালবাসার অপরাধ সন্ত্রাসে রুপ নিলে, তাকে জেল খাটতে হয়। রক্ত সম্পর্কহীন এক চাচার বাসায় আশ্রিত থাকাকালীন সে জানতে পারে--চাচা পিতা হত্যাকারীদের একজন। রাগে, ক্ষোভে এক ফোঁটা ভালবাসা, এক টুকরো শান্তির জন্য আপন বিবেককে বিসর্জন দিয়ে গন্তব্যহীন শ্যাঁওলা পথে পা বাড়ায়। বিখ্যাত ধনীর একমাত্র মানসিক বিকারগ্রস্ত কন্যাকে নিয়ে আগুন খেলায় সে মেতে উঠে। বিধর্মী মেয়েকে ভালবাসা অসম্পূর্ণ রেখে ব্রেইন ক্যান্সারে মারা যায় তার একমাত্র ছোট ভাই। কেউ কথা রাখেনি তার জীবনে। তার জন্য নিষিদ্ধ, অশান্তির এই বিষাক্ত পৃথিবীতে আহত হৃদয়ে এতিম এই পরাজিত সৈনিক ক্রমাগত দুঃখ-জ্বালা, স্মৃতিগত যন্ত্রণায় জ্বলতে জ্বলতে নিষিদ্ধ বৃত্তের সীমান্তে পৌঁছে যায়, হয়ে উঠে জীবন্ত লাশ। চুক্তি অনুযায়ী হারাতে হয় মানসিক রোগ হতে সুস্থ, সুন্দরী যুবতীকে। কিন্তু ভালবাসা কি চুক্তি মানে? ভালবাসা যা দেয়--তার চেয়ে অনেক বেশী কেড়ে নেয়। তবুও মানুষ ভালবাসার জন্য সহস্র শিকলের ত্রিভূজ ভেঙ্গে বাইরে বেড়িয়ে আসতে চায়। আর তাইতো ভালবাসার নীল দংশনে বিষাক্ত হয়ে উঠে হৃদয়ের এপিঠ-ওপিঠ।
উপন্যাসটি লেখা হয়েছিল ১৯৯২ সালে এবং প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৯৪ সালের বই মেলায়। এ বছর রোদেলা প্রকাশনী থেকে সময়ের প্রয়োজনে এবং পাঠকদের অনুরোধে পূনরায় প্রকাশ করা হল। বইটির প্রচ্ছদ এঁকেছেন মৃণাল নন্দী। আশি পৃষ্ঠার এই উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের বেকার যুবকদের--যারা ভুল করে, ভুল করে এবং সারাজীবন সে ভুলের যন্ত্রণা বয়ে বেড়ায়।
১২০ টাকা লিখা থাকলেও প্রতিটি বই ৮০ টাকায় বিক্রি হবে।
মডু ভা্ই, ভাদ্য ভাসান নয়, ভাদ্র ভাসান হবে। ওখানে ঠিক করতে পারলাম না।
তানবীরা, অসংখ্য ধন্যবাদ
ব্লগার ভাই/বোনেরা

ঝরা পাতার শুভেচ্ছা। এ বছর বইমেলায় আমার দুইটি বই--একটি গল্পগুচ্ছ, ভাদ্র ভাসান (১ম মুদ্রণ, জিনিয়াস পাবলিকেসন্স); একটি উপন্যাস, হৃদয়ের এপিঠ-ওপিঠ ( ২য় সংস্করণ, ১ম রোদেলা প্রকাশ) বের হয়েছে। আপনাদের আশীর্বাদ কামনা করছি। সেই সাথে বই মেলার জিনিয়াস পাবলিকেশন্স স্টল নং ৩৬০-৬১, রোদেলা প্রকাশনী স্টল নং ২০১-২ এ আমন্ত্রণ জানাচ্ছি।
--শাশ্বত স্বপন
ধন্যবাদ 'বই মেলার জিনিয়াস পাবলিকেশন্স স্টল নং ৩৬০-৬১, রোদেলা প্রকাশনী স্টল নং ২০১-২ এ আমন্ত্রণ' জানানোর জন্য। নিশ্চয়ই আসবো। আপনার বইও কিনবো।
ধন্যবাদ
আমার কোনো বই বেরুচ্ছে না!
আরাফাত ভাই, মনে করেন, আমার বই আপনার বই। বই মেলায় আইসেন।শুক্রবার থেকে নিয়মিত থাকব।
চমত্কার উদ্যোগ।
খুব ভালো উদ্যেগ।
মামুন ম. আজিজের চতুর্থ গল্পগ্রন্থ
'প্রান্তিক বাঁকে বিম্বিত দৃশ্যাবলী'
প্রকাশকঃ লোকালপ্রেস
বইমেলায় প্রাপ্তিস্থানঃ ক্রিটিক, লিটলম্যাগ চত্বর (উন্মুক্ত ষ্টল)
প্রচ্ছদঃ আদিশ্য শাহীন।
নাম: ১০০ তম গল্প ও অদৃশ্য মানব
লেখক: স্বদেশ হাসনাইন
প্রকাশক: শ্রাবণ প্রকাশনী
প্রচ্ছদ: শারমীন হক সঙ্গীতা
গল্প সংখ্যা: ১৭
পৃষ্ঠা: ১০৪
বাঁধাই: ফোল্ডেড পেপারব্যাক।
মূল্য: ১৫০ টাকা মাত্র
ইয়ে মানে...

বইটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী, স্টল নং ৩১২-৩১৪
মূল্য: ১২৫ টাকা
বইমেলায় আমার বই!
বইমেলায় আমার ২টি বই। ১টি প্রকাশিত হয়েছে। রম্যগল্প। নাম : সবার উপরে ছাগল সত্য। প্রকাশক : কবি ও কবিতা। বইটির ফ্ল্যাপ লিখেছেন আহসান হাবীব, প্রচ্ছদ এঁকেছে আরিফুর রহমান। বইমেলায় পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন চত্বরে, কবি ও কবিতা স্টলে।
(কভারটা আপলোড করতে পারছি না)!
এটি আমার তৃতীয় বই। প্রকাশ করেছে শ্রাবণ। স্টল বাংলা একাডেমী ক্যান্টিনের সামনে। প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল।গল্প। বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
যাক ছবিটা দিতে পারলাম।তবে কষ্ট হলো অনেক।
মন্তব্য করুন