ফেরাল টক: শুন্য
বিশ্বে যা কিছু আছে সবি ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে যায়। এর মধ্যে দিয়ে যা কিছু পরিবর্তন আসে তা কিছু হয় গ্রহনীয়, কিছু বর্জনীয়। পরিবর্তনগুলো যে সব সময় উন্নততর অবস্থানের দিকে নেয় তা নয়, অবনমনও ঘটায়....।
কোথাও পড়েছিলাম এমন কিছু, দুর্বল অনুবাদ করে তুলে দিলাম। আর এই বক্তব্যের সাথে একমত হবেন না এমন লোক মনে হয় পাওয়া যাবে না, কারন কথা গুলো খুব সাদামাটা-চিরন্তন সত্যটাইপ। কিন্তু সামাজিক বা পারিবারিক বা ব্যক্তিগত জীবনে এই অবশ্যম্ভাবী পরিবর্তনটা কি সবসময় আমরা হতে দেই?
ভয়ের কিছু নাই। ভারী কোন আতেলালাপে যাবো না, ঐটা আমি পারিও কম।
যে কারনে এত কথার অবতারনা।
মন্তব্য করুন