ছোট্ট সানিমের চিকিতসার জন্য সাহায্যের আবেদনঃ আসুন দুঃখ বদলে দেই সুখের গল্পে।
ছোট্ট সানিম। কতই বা বয়স, এই মাত্র চার। চার বছরের একটা ছেলে কি রকম দুরন্ত হয় আমরা জানি। সারাদিন মান দৌড়াদৌড়ি, ছটফট করা, ঘরের ভেতর সব উলট-পালট করে বাবা-মা'র নাভিশ্বাস তোলার বয়স এটা। অথচ সানিম অত দৌড়াদৌড়ি-ছটফট করার সুযোগটাই পাচ্ছে না। সানিমের বাবা-মা'র তবুও নাভিশ্বাস উঠছে, তবে অন্য কারনে।
জন্মথেকেই সানিম হাসান একটি জটিল হৃদরোগে আক্রান্ত। রোগটির নাম পালমনারি এট্রেসিয়া (Pulmonary Atresia)।
Pubmed Health এর বয়ানে রোগটার সম্বন্ধে কিছু এখানে তুলে ধরছি।
Pulmonary atresia is a form of heart disease that occurs from birth (congenital heart disease), in which the pulmonary valve does not form properly. The pulmonary valve is an opening on the right side of the heart that regulates blood flow from the right ventricle (right side pumping chamber) to the lungs.
In pulmonary atresia, a solid sheet of tissue forms where the valve opening should be, and the valve stays closed. Because of this defect, blood from the right side of the heart cannot go to the lungs to pick up oxygen.
(source: http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0002082)
একেবারে ছোট বেলাতেই এই রোগটার চিকিৎসা হলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে, তবে সানিমের এই হার্ট ডিফেক্টটা মাত্র কিছু আগে ডায়াগনোজ হয়েছে। এখন চিকিৎসা না করালে এটা হয়ে উঠবে জীবন সংহারী। এদেশে রোগটির কোন চিকিৎসা নেই। তুলনামূলক কম খরচে ভারতের বেঙ্গলরে চিকিৎসা সম্ভব। এরজন্য তিনবার হার্টের জটিল অপারেশন করতে হবে। ব্যয় হবে ২৫ লক্ষাধিক টাকা।
সানিমের বাবা মোঃ হাসানুজ্জামান ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (BINA)- এ কর্মরত একজন কৃষি বিজ্ঞানী (সায়েন্টিফিক অফিসার)। শুনতে গাল ভরা লাগলেও এই কৃষি বিজ্ঞানীরা যে বেতন পান তাতে ২৫ লক্ষ টাকা যোগাড় করা হাসানের জন্য অসম্ভব।
আমাদের দেশে সরকার সাধারন মানুষের হেল্থ ইন্সুরেন্স দিতে অপারগ, আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সে চিন্তাও সুদূর পরাহত। এখন ভরসা মানুষের ভালোবাসা। আগেও সাধারন মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এমন অনেক মানবিক উদ্যোগে সাড়া দিতে, অনেক মানুষকে তাদের প্রিয়জনদের কাছে দিতে, ভরসা সেটাই।
হাসান আমার ভার্সিটি লাইফের বন্ধু। ব্যক্তিগতভাবে এই অমায়িক চুপচাপ মানুষটা বন্ধুমহলে অনেক প্রিয়। সেই হাসানের এই দুঃসময়ে আমরা চেষ্টা করছি কিছু করার। এখন আপনাদের কাছে আহবান জানাচ্ছি। আপনার একটু সহানুভুতি ও সাহায্য এই কষ্টের গল্পে এনে দিতে পারে এই সুখময় সমাপ্তি। তাই আমরা আপনার সাহায্যের অপেক্ষায়।
সানিমের জন্য অর্থ সাহায্য পাঠানোর ঠিকানাঃ
Account Name- Md. Hasanuzzaman
Saving Account No.- 156.101.119461
Dutch bangle Bank Limited
Mymensingh.
যোগাযোগঃ
Md. Hasanuzzaman
Scientific Officer
Bangladesh Institute of Nuclear Agriculture(BINA)
Mymensingh.
Mobile: 01712242797
E-mail: hasanbina@gmail.com
**** ১৭/০৩/২০১৩, ৮:৫৬ - উপরোক্ত মোবাইল নম্বর বিকাশ করা হয়েছে।
(এই পোষ্টটা অন্য আরেকটা ব্লগেও প্রকাশিত হয়েছে। এবি'র নীতিমালার ব্যতয় ঘটালেও মানবিক কারনে পোষ্টটাকে প্রথম পাতায় রাখার অনুরোধ জানাই।)
ছোট্ট সানিমের জন্য শুভকামনা। আশাকরি সবার সহৃদয় সহযোগিতায় সানিম সুস্থ্ হয়ে উঠবে। নিজে অবশ্যই কিছু একটা করবো।
থ্যানকু লিনাপা।
আছি
থ্যানকস মাসুম ভাই।
নিরাশ করছি না ... তবে এত টাকা জোগার অনেক কঠিন
চিন্তাইয়েন্না.... আল্লাহ ভরষা
আল্লাহ ভরসা।
দেখি আমাদের এইখানে কিছু করতে পারি কিনা!! আপনার পরিচিত কেও থাকলে একটু বলে দেন রাফি ভাই।
For South Korea
Nazmul Hussain
Account no.: 508-10-826366-1 (Daegu Bank)
এই একাউন্টে টাকা জমা করা হচ্ছে। নাজমুল আমাদেরই কলিগ। আর কনফার্ম হবার জন্য বাবুল আক্তার রিপন (সিউল দেহাক্কিও) এর সাথেও কথা বলতে পারো।
হুম। আমাদের এখানেও টাকা তোলা হচ্ছে। পরে খোঁজ নিয়ে জেনেছি।
১০০০ টাকা দেয়ার মতো সামর্থ যদি ১০ জনের থাকে, তবে দশ হাজার। যদি ১০ জনে ১০জনের কাছ থেকে ১০০০ টাকা করে যোগাড় করতে পারে, তবে ১ লাখ। অসম্ভব কিছু নয়। ব্যাংক একাউন্ট নোট করে নিলাম। দেখি কতটা যোগান দিতে পারি।
নীড়দা। সাহস পাচ্ছি। অনেক থ্যানকস।
ভারতের বেঙ্গলরে যোগাযোগ কি করেছেন? ওনাদের অনেক চ্যারিটি ফানড থাকে। অনেক কম খরচে কিংবা বিনা খরচেও চিকিতসা দেয়
ছোট্ট সানিমের জন্য শুভকামনা। আশাকরি সবার সহৃদয় সহযোগিতায় সানিম সুস্থ্ হয়ে উঠবে।
ইনফরমেশনের জন্য ধন্যবাদ। আমি হাসানকে জানাবো।
ছোট্ট সানিমের জন্য শুভকামনা আর দোয়া । আশা করি সানিমের জন্য সবার ভালোবাসার হাত প্রসারিত হবে ।
অনেক ধন্যবাদ।
আমরা সবাই যার যার অবস্থান থেকে যতটা সম্ভব করবো...
থ্যানকস শুভ ভাই।
আজকের আপডেট (২৩/০৩/২০১৩)
বিকাশ ও ব্যাংকে: ১২৫৩৮/=
বিদেশ ও দেশের বিভিন্ন স্থানে: ৬৩৪০০/=
আশা করছি খুব শীঘ্রই বড় অংকের কিছু প্রাতিষ্ঠানিক ডোনেশান পাওয়া যাবে।
আপনাদের সহযোগীতা অব্যহত রাখুন।
আরও রেসপন্সের অপেক্ষায়।
সবাইকে আবারও ধন্যবাদ।
১১ এপ্রিল ২০১৩ পর্যন্ত হাতে এসেছে = ১৩,৩৯,২১০.০০ টাকা
আরও ২ লাখের মত যোগ হবে শীঘ্রই।
সবাই দোয়া করবেন, ২০ তারিখের আগে ভিসা পাবে না, তাই ভারত যাওয়া পিছিয়েছে। তবে এ মাসের মধ্যেই যেতে পারবে ইনশাল্লাহ।
https://www.facebook.com/groups/142911015878856/doc/144040695765888
এখানে আপডেট পাবেন।
১৬ এপ্রিল ২০১৩ পর্যন্ত প্রাপ্ত সাহায্য =২০,০১,১১৬.০০ টাকা ।
সবাইকে অনেক ধন্যবাদ।
খবরটা শুনে ভালো লাগলো। দোয়া করি সানিম সুস্থ্য হয়ে উঠুক।
অনেক খারাপ সংবাদের মাঝেও কিছু কিছু ভালো সংবাদ আমাদের প্রেরণা যোগায় এগিয়ে যাওয়ার।
ধন্যবাদ ভাইডি...
সানিমের চিকিৎসার জন্য ফান্ড কালেকশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ফান্ড কালেক্ট হয়েছে ২১,৪৫,৪৯৬.০০ টাকা।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন যেন সানিম সুস্থ্য হয়ে ফিরে আসে। আমি সময় করে আপডেট দেবো।
মন্তব্য করুন