ইউজার লগইন

ফেসবুক বন্ধ করার উপকার সমূহ।

সরকারী সিদ্ধান্তে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করা হয়েছে (যদিও লোকজন বাইপাস দিয়া ফেসবুকে যাইতেছে , যা রাস্ট্রদ্রোহিতার শামিল) । এই ফেসবুক ব্যবহার বন্ধের অনেকগুলা সুফল আছে। দেশের জন্য বিশাল অবদান রাখছে এই ফেসবুকের ব্লক করা।

আসুন সুবিধাগুলো আজ আলোচনা করা যাক -

১. ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবাই অযথা পিসি অন করে রাখে, এতে দেশের মুল্যবান বিদ্যুৎ খরচ হয় , ফেসবুকের ব্যবহার বন্ধ করাতে দেশের বিদ্যুত সাশ্রয় হয়।

২. যেসব কবি ফেসবুকে স্ট্যাটাসে কবিতা লিখে মেয়েদের কে পটায় , ফেসবুক বন্ধ করাতে সেসব মেয়েরা বেঁচে যাবে এইসব কবিদের কাছ থেকে।

৩. ফেসবুক ব্যবহার করতে করতে অনেকের পিঠে ব্যথা হয়ে যায়, বন্ধ করাতে তাদের পিঠে ব্যথা হবে না , শরীর ভালো থাকবে।

৪. ফেসবুকের ব্যবহার বেশী হবার কারনে সবাই অসামাজিক হয়ে যাইতেছে , আত্মীয় স্বজনের সাথে দেখা না কইরা ফেসবুকে সময় দিত, বন্ধ হওয়াতে ভার্চুয়াল আড্ডা ছেড়ে সামাজিক আড্ডায় সময় দিতে পারবে।

৫. পাকিস্তানে ফেসবুকে বিকল্প ইসলামিক ফেসবুক বানানো হয়েছে , আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশেও সেটা ব্যবহার শুরু হয়ে যাবে , মেয়েরা বোরখা পড়ে সেখানে ছবি আপলোড করবে, সারাক্ষন জিকির আজগার হবে - দেশে ইসলামের সুবাতাস বয়ে যাবে।

৬. ফেসবুক ব্যবহার বন্ধ হওয়াতে দেশীয় ফেসবুক তৈরী হবে , এতে দেশীয় পণ্য কিনে হও ধন্য - এই শ্লোগান টা যথার্থতা প্রমানিত হবে।

৭. যারা টয়লেটে গেলেও ফেসবুকে স্ট্যাটাস আপডেট করে যায়, তাদের সেই অমূল্য সময় বাঁচবে , স্ট্যাটাস দেয়া লাগবে না, দেশ এগিয়ে যাবে।

৮. ফেসবুকে আর কষ্ট করে নেতা নেত্রী দের নিয়ে কার্টূন আঁকতে হবে না , অন্য কোন সাইটে দিয়ে দিতে পারবে।

৯. যারা ফার্ম্ভিলে খেলে খেলে তাদের পিসি ও সময়ের বারোটা বাজাচ্ছিল , তাদের সময় বাঁচবে, পরিবার কে আরো সময় দিতে পারবে, পিসিও ভালো থাকবে।

১০. ফেসবুকে কে কোন জায়গায় কবে কখন নবী কে নিয়ে কি আঁকছে বলে ধর্ম গেল গেল রব তুলে, তাদের ধর্ম পাকাপোক্ত হবে, অন্য কোথাও নবী কে নিয়ে কিছু বললে তাদের গায়ে আর ফোসকা পড়বে না।

আসুন ফেসবুক ব্যবহার বন্ধ করি , দেশ ও দশের উন্নতি করি। ফেসবুক বাদ দিয়ে দেশের ডাল চালের মুল্যবৃদ্ধি নিয়ে চিন্তা করি, ৮ লাখ মানুষের কথা বাদ দিয়ে ১৪ কোটি মানুষের কথা চিন্তা করি।

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

মানুষ's picture


আমিন!

সাঈদ's picture


সুম্মা আমিন । Glasses

জ্যোতি's picture


আপনার অনেক উপকার হইলো যদিও আইজ আপনি চোরাই পথে এফ বি তে ঢুকছেন।
তাও বলি আমিন। আপনার এমন আরো চিন্তার উন্নতি ঘটুক দিন দিন। ইন্টারনেট বন্ধের উপকারিতা নিয়াও লেখেন।
আর যদি দেখছি আপনারে এফ বি তে! খপর আছে।

তানবীরা's picture


জয়িতা, তুমি ক্যামনে জানলা যে সাঈদ ভাই আজ এফ।বিতে ঢুকেছিলো? তোমার কমেন্ট পড়ে হাসতে হাসতে নাকে চোখে পানি।

তবে আমিও জয়িতার মতো আশায় রইলাম নাফরমান ইন্টারনেট বন্ধের উপকারিতা নিয়া নিশ্চয়ই আমাদের সাঈদ ভাই অচিরেই তার তাফসীর বয়ান করিবেন, ছুম্মা আমিন Tongue

জ্যোতি's picture


তাতাপু, বিশ্বস্ত সূত্রে খবর পাইছিলাম বিকালে।
আর সাঈদ ভাই দিন রাত ২৪ ঘন্টাই এফ বি তে থাকে। যখন এফ বি তে যাই, দেখি সাঈদ ভাই আছে। এফ বি তে লগ ইন করার সাথে সাথে আইসা কয়, 'আপনি আবার আসছেন, কোন কাজ নাই?কাজ করেন, ঘুমাইতে যান।' নিজে যে সারা দিন রাইত খাইয়া না খাইয়া পইরা থাকে সেইটা কিছু না।

সাঈদ's picture


ভানু জোকস টা শুনছেন - আপনারাই বা চাইয়া থাকেন ক্যান !!! সেই অবস্থা আর কি । যখনই এফবি তে ঢুকে দেখি আম্রার জয়ি বইয়া আছে এফবিতে, উলটা আমার লগে ফাপড় লয়।

ইনশাল্লাহ , সামনে ইন্টারনেট বন্ধের উপকারিতে নিয়ে লিখবো আশা করি।

রাসেল আশরাফ's picture


ঘাড়ের ফেরেশতাও মনে হয় ঘুমায় কিন্তু সাইদ ভাই আর জয়ি ফুপি সবসময় ফেসবুকে পইড়া থাকে এটা আমিও দেখছি.।.।.।। Love Big smile Steve Laughing out loud

সাঈদ's picture


আপনি ক্যাম্নে দেখলেন , আপনি না পইড়া থাকলে ? Angry

রাসেল আশরাফ's picture


আমি তো এই তিনমাস ফেসবুকের উপরই গবেষনা করেছি আর এখন পুরষ্কার হিসাবে সুপারম্যানের ডলা খাচ্ছি।কিছুদিন ধরে নিজেই এর থেকে বের হইয়ে যেতে চায়ছিলাম কিন্তু পারছিলাম না।আহারে আমার বুবু!!!!!!!!আমার প্রতি তার দরদ দেখে আমার দুই চোক্ষে পানি চলে আসছে.।.।

১০

জ্যোতি's picture


আইছে ভাতিজায়। আপনে আমারে একদিন দেখছেন এফ বি তে । আপনার তখন রাত শেস সময়। তার মানে সারা রাইত পইরা থাকেন।আর আমরা এফ বি তে না থাকলে এফ বি চলপে?
আর সাঈদ ভাই তো লগ আউট হয় না এফ বি থেকে। আমি যখনই যাই দেখি আছে। মিয়া আপনি তো আমারে দেখলেই জিগান কি করতে আইলাম। নিজে তো খাইয়া না খাইয়া, না ঘুমাইয়া পইরা থাকেন।

১১

রাসেল আশরাফ's picture


বুজলাম। সারাদিন পড়ে থাকেন না ফেসবুকে। তাইলে কোথাকার কোন ফেসবুক বন্ধ করছে এর জন্য এত চিল্লাচিল্লি করতেছেন কেন।।আরো অনেক সাইট আছে সেখানে যান।

১২

সাঈদ's picture


তার মানে আপনি ২৪ ঘন্টায় প্রতি মিনিটে একবার করে ঢুকেন এফবিতে , নাইলে জানলেন ক্যাম্নে ????

আপনাদের জন্যই দেশ ঝাতির এই দশা ।

১৩

জ্যোতি's picture


কথা কম কন। দুইদিন ধইরা এফ বি তে ঢুকি না। মন কান্দে।

১৪

রাসেল আশরাফ's picture


Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad( Sad(

১৫

জ্যোতি's picture


বিটলামি করেন?যামুগা। খুদাপেজ কমু কইলাম। কইতাম?পরে যামু কই? এফ বি ও নাই। আহারে গরীপের দুঃখু।

১৬

রাসেল আশরাফ's picture


খুদাপেজের ডর দেখাইয়েন না.।মায় ছুডুবেলায় সবগুলো টীকা ঠিকমতো দিছে.।তয় একখান কথা কই আমার এখানে যদিও ফেসবুক ব্লক না তবুও ২ দিন ধরে শান্তি পাচ্ছি না।আগের মিস করার সাথে এখন আরেকটা যোগ হয়ছে.।.।।। Sad Sad Sad Sad

১৭

জ্যোতি's picture


খাইছে। আপনের বিরহ চলতাছে? মানুর মতো কারে রিকুস্ট পাঠাইছিলেন আর বুবু টের পাইয়া বন কইরা দিলো!

ক-ত-দি-ন ফেসবুক দেখি না ভোলা কইরা!দীর্ঘশ্বাসের ইমো কেনু নাই?

১৮

রাসেল আশরাফ's picture


হ ফুপি....

দীর্ঘশ্বাসের ইমো কেনু নাই?????ওটা আমারও লাগবে.

১৯

সাঈদ's picture


faceboi নামে কি একটা খুলছে , ঐটাতে যান Tongue

২০

আতিয়া বিলকিস মিতু's picture


ফেসবুকে এ ঢোকার চোরাই পথটা কি?
কাল রাতে ২ টায় মোবাইল এ নরমালি ই ত ফেস বুক- এ ঢোকা গেল!
আমি আবার স্ট্যাটাস ও দিলাম "ওয়েল্লচকাম এগেইন"।
ভাবলাম ফেসবুক খুলে দিছে!
ঘটনা টা কি !
কেও কি বলবা ?

২১

সাঈদ's picture


http://www.facebookunblockbd.co.cc/browse.php?u=Oi8vd3d3LmZhY2Vib29rLmNvbS8%3D&b=5 - এইখানে যান ভাবি , ফেচবুকে ঢুকতে পারবেন।

২২

টুটুল's picture


খালার প্রতি সাঈদের দায়িত্বশীলতায় আমরা মুগ্ধ Smile

২৩

সাঈদ's picture


আমি বরাবরই দায়িত্বশীল Stare

২৪

শাওন৩৫০৪'s picture


চালনী দেখি শুইরে গাইলাইতাছে-----কি জমানা আসলো!!!!

২৫

সাঈদ's picture


Angry Angry Angry Angry Angry

২৬

টুটুল's picture


এইটাইতো বইয়ে পড়ছিলাম Wink

২৭

ভাঙ্গা পেন্সিল's picture


ফেসবুকে বিরক্ত হইয়া কয়েকদিন আগে বন্ধ করছিলাম। কাজ-কাম সব আটকায় থাকে এইটার তালে। আবার একটিভেট করার দুইদিনের মাথায় সরকার বন্ধ কইরা দিল। ভাল্লাগতাছে Love

২৮

সাঈদ's picture


আসেন ভাই আমরা ফেসবুকে একটা গ্রুপ খুলি - দেশে দেশে ফেসবুকের ব্যান চাই। Wink

২৯

একলব্যের পুনর্জন্ম's picture


ব্লগটাও বন্ধ করলে ভালো হয় দেশ ও জাতির Smile

৩০

সাঈদ's picture


আমাদের উচিত এইটা নিয়াও সরকারের কাছে আবেদন করা - ব্লগ গুলা তথা ইন্টারনেট যেন অচিরেই বন্ধ করে দেয়া হয় ।

৩১

মামুন হক's picture


প্রতিটা পয়েন্ট একেবারে খাপে খাপ!

৩২

সাঈদ's picture


এক্কারে কোপা সামছুর বাপ।

৩৩

হাসান রায়হান's picture


মেয়েরা বোরখা পড়ে সেখানে ছবি আপলোড করবে, সারাক্ষন জিকির আজগার হবে - দেশে ইসলামের সুবাতাস বয়ে যাবে।

এইটা পইড়া সব থিকা ভালো লাগছে। হক মাওলা।

৩৪

নুরুজ্জামান মানিক's picture


হ ।

৩৫

সাঈদ's picture


হক মওলা

৩৬

হান্নান খাদেম's picture


মাশাআল্লাহ। ফেসবকু বন্ধ হওয়ার আপনার নতুন কিছু আইডিয়া জানলাম। আচ্ছা ৮ লাখ ইউজার একদিন পল্টনে সমাবেশ করলে কেমন হয়। অব্শ্য সেখানে আবার ১৪৪ ধারা জারি হবে কিনা কে জানে।

৩৭

সাঈদ's picture


ভাই দেশ ও জাতির চিন্তা করেন । দেশের স্বার্থে আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সকলকে এগিয়ে আসতে হবে । দেশের উন্নয়নের বাধা , বিরোধী দের ষড়যন্ত্রের ফসল এই ফেচবুক - বন্ধে সবরকম ব্যবস্থা নেয়া উচিত আমাদের।

৩৮

টুটুল's picture


ফার্মভিল খেলতে পারতেছি না Sad
আমার এত্ত বড় খামার Sad ... কত কিছু চাষাবাদ করছি Sad
আমাদের মত প্রান্তিক চাষিরাই কিন্তু প্রতিটা দেশের স্ট্রেংথ... সেই আমাদের প্রতি সরকারের এরম বৈরী আচরণ দেশের খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে। সরকার মুখে বলবে কৃষক বান্ধব সরকার আর কাজে তার উল্টা Sad ...
আমি নিরবিচ্ছিন্ন ভাবে ক্ষেত খামার করতে চাই ...

৩৯

শাতিল's picture


Stare

৪০

সাঈদ's picture


আপনার জন্য অচিরেই বাস্তব ক্ষেত খামারের ব্যবস্থা করতে সরকারে নিকট দাবী জানাচ্ছি , যেখানে কোন পিসি , ইন্টারনেট থাকপে না , আপনি ফার্মভিলের অভিজ্ঞতা কাজে লাগায়ে সেখানে সারাদিন ক্ষেত খামারি করতে পারবেন।

৪১

শাওন৩৫০৪'s picture


আহারে ফার্মভিল, ৫ মাস আগে খেলা ছাড়ছি-----এখন আর লোড হয়না, এই নেট স্পীডে এত্ত বড় খামার চাষ দিতে পারিনা----

৪২

সাঈদ's picture


আফসুস Sad

৪৩

শাওন৩৫০৪'s picture


মানুষের টেকি গিয়ান বাড়তাছে, চুরাই পথে ফেবুতে ঢুইকা---

৪৪

সাঈদ's picture


সুন্দর আরেকটা পয়েন্ট যোগ করাতে বিলায়ের নিকট জাতি কৃতজ্ঞ।

৪৫

শাওন৩৫০৪'s picture


চুরাই রাস্তা শিখানের জন্য বিলাই নিজেই তো জাতির কাছে কৃতজ্ঞ...আপনারা জানেন, বিলাই চুরাই রাস্তাই লাইকায়--

৪৬

সাঈদ's picture


হ ।

৪৭

জ্যোতি's picture


চুরাই পথটা আমি ভালু বুছতাছি না।একটা স্ট্যাটাস দিলাম....চইলা আসলাম বিলাইরে দেইখা।

৪৮

রাসেল আশরাফ's picture


জাতি ডিজিটাল বিষয়ে কতটুকু জ্ঞান আহরোন করছে সেটা সরকার পরীক্ষা করছে.।.।।

৪৯

সাঈদ's picture


এইটাও সরকারের মোটিভ হতে পারে, আমাদের টাল জ্ঞান বাড়ানো।

৫০

সাহাদাত উদরাজী's picture


কারো বুঝ, কারো তরমুজ!
(আছা সাঈদ ভাই, আমি আর একটা কবিতা লিখছি। প্রকাশ করতে সাহস পাচ্ছি না। তরমুজ শব্দ টি ব্যবহার হয়েছে। টুটুল ভাইদের মত রা কি মানবে!!)
ফেইসবুক বন্ধ হওয়াতে আমি ও আপনার মত খুশি - বাকি জীবন টা যদি জিকির করে কাটানো যায়! আবার মাঝে মাঝে কস্ট পাছি! কেন, কমু না!

৫১

সাঈদ's picture


ভাই , এখনও পাঙ্গাসের পেটি হজম হয়নাই, নতুন কোন কিছু আইনেন না।

আসেন ভাই জিকির করি, নিজের সব দুঃখ - কষ্ট ভুলি।

৫২

জ্যোতি's picture


তরমুজ বিষয়ক কবিতা কি সাঈদ ভাইরে উৎসর্গ করে লেখে নাকি?সাঈদ ভাই এর কথার সুর টা কিমুন কিমুন লাগতাছে।

৫৩

মেসবাহ য়াযাদ's picture


ঠান্ডা তরমুজ খাইতে মঞ্চায়... ভাইরে তরমুজের কবিতা ছাড়েন

৫৪

হাসান রায়হান's picture


পাঙাস, লাউ, তরমুজ ! গুরুর কবিতার সাবজেক্টগুলি সেইরাম ! Cool

৫৫

সাঈদ's picture


ঠিক।

৫৬

সাহাদাত উদরাজী's picture


হাসান ভাই, আপনি আর কি কি খেতে ভালবাসেন? ভয় পাবেন না!

৫৭

জেবীন's picture


আইটি জ্ঞান বাড়ানোর সাথে সাথে আমাদের টিম-স্পিরিটও বেড়েছে, সহযোগীতার মনোভাবও, কারন সবাই যে যেভাবে পারছে চোরাই থুক্কু নতুন নতুন আবিষ্কৃত পথ দেখাতে বন্ধুদের সাহায্য করে চলছেন অকাতরে... এটা একটা পজেটিভ দিক...  Smile

৫৮

সাঈদ's picture


এইটাও একটা উপকারি দিক বটে। ধন্যবাদ নতুন নতুন দিক ঝাতির সামনে উন্মোচন করার জন্য।

আর দেখেন, ফেচবুক নাই বলে সবাই আড্ডাইতে ব্লগে জড়ো হইছে , এইটাও একটা ভালু দিক।

৫৯

রাফি's picture


হে হে। সরকার আসলে ভালো কাজটাই করছে। মর্দে মুজাহিদ জোশেও যে ডিজিট্যালী দেশরে আগায়া নেয়া যায় সেইটা দেখায়া দিতেছে।

৬০

সাঈদ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor মর্দে মুজাহিদ , নামটা দারুন লাগলো ।

৬১

মেসবাহ য়াযাদ's picture


সাঈদ, আপনের দেয়া ঠিকানায় ফেসবুকে ঢুকে একটা স্ট্যাটাস দিয়া আসলাম। মাগার কোনো কমেন্টস করতে পারতেছিনা... আমগো অফিসে এফবি বন্ধ ৪/৫ মাস... এখন দেশেও বন্ধ... সারাবিশ্বে এফবি বন্ধ কৈরা দেয়া হোক... সকল বাংলা ব্লগও বন্ধ করা হোক... যত্তোসব !!! আকাইম্যা এন্ড বাদাইম্মার দল... আই ডোন্ট লাইক এফবি এন্ড ব্লগ... আই অনলি লাইক ক্যাপ্টেন ববি...

৬২

জ্যোতি's picture


যত্তোসব !!! আকাইম্যা এন্ড বাদাইম্মার দল..

৬৩

সাঈদ's picture


ঠিক , সব আকাইম্মার দল। ইন্টারনেট টাই বন্দ করে দেওন দরকার।

৬৪

নীড় সন্ধানী's picture


ফেসবুকের সাথে ব্লগগুলিও মাসখানেকের জন্য সাময়িক বন্ধ থাকতো, বইমেলায় কেনা বইগুলা পড়ে শেষ করতে পারতাম। খালি ফেসবুক বন্ধ করছে, ব্লগ চোখে দেখে না কানা সরকার? ব্লগে কার্টুন কুর্টুন নাই? Crazy Crazy Crazy Crazy Crazy

৬৫

সাঈদ's picture


ভাইয়া, ইন্টারনেট টাই বন্ধ করে দেয়া উচিত । নাফারমান জিনিস।

৬৬

শওকত মাসুম's picture


খবর খুবই খারাপ। পাকিস্তানের আদালত বলছে ফেসবুকের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে। তাহলে এখন বাংলাদেশ নিশ্চই আরো একবার পাকিস্তানকে ফলো করবে।

খবরটা এখানে

৬৭

সাঈদ's picture


ফেসবুকের উপর নিষেধাজ্ঞা বহাল থাকুক, দেশ ও দশের উপকারে আসবে।

৬৮

শাওন৩৫০৪'s picture


কথা হৈলো, এমনিতেও যদি খুইলা দেয়, তাইলে ক্যাম্নে বুঝুম, এম্নেই দিছে, নাকি পাকি দেইখা দিছে?

৬৯

বোহেমিয়ান's picture


১৪ কোটি মানুষ্রে নিয়ে চিন্তার টাইম আগে আছিলো না, এখন হইছে!! Cool

৭০

সাঈদ's picture


এটাই চাই যুব সমাজের কাছে, ফেচবুকে না বসে থেকে জনগণের চিন্তা করবা । Steve

৭১

মুক্ত বয়ান's picture


গবেষণাকর্ম দেইখা আপনেরে পি.এইচ.ডি ডিগ্রী দিতে মঞ্চায়!!!! Tongue Tongue

৭২

সাঈদ's picture


পি এইচ ডি কোন ডিগ্রী হইলো ? ফু Devil

৭৩

মুক্ত বয়ান's picture


ওক্কি... তালি পরে LSD দিমু নে.. Wink Wink

৭৪

নজরুল ইসলাম's picture


ফেইসবুক ভালু না

৭৫

সাঈদ's picture


ঠিক, আমি তো তাই ফাইসবুকে যাইইই না -..........

৭৬

নাহীদ Hossain's picture


একটা ইসলামিক স্ট্যাটাস লিখনের কোর্স বাজারে ছাড়লে কেমন হয় ? Wink Big smile Tongue

৭৭

সাঈদ's picture


মারহাবা । মাশাল্লাহ । আলহামদুলিল্লাহ। এনশাল্লাহ শুরু কর।

৭৮

অতিথি's picture


সটারজলসা ব্যবহার করতে গিয়ে সবাই অযথা টিভি অন করে রাখে, এতে দেশের মুল্যবান বিদ্যুৎ খরচ হয় , সটারজলসা ব্যবহার বন্ধ করলে দেশের বিদ্যুত সাশ্রয় হয়।
সেটা কেনো হয়না,

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।