ব্যাক্তিগত ব্লগে আমরা বন্ধুর ব্লগার RSS Feed যোগ করার টিউটোরিয়াল
আমরা বন্ধু ডট কম সাইটে দুই ধরনের RSS Feed এর ব্যাবস্থা রাখা হয়েছে।
সাইট ফিড ও ইউজার ফিড। ইউজার ফিড সুবিধাটি সম্প্রতি যোগ করা হয়েছে, যার দ্বারা আপনি ইচ্ছে করলে নিজের ও পছন্দের ব্লগারদের আপডেট পেতে পারেন।
যারা ব্লগস্পটে ও ওয়ার্ড প্রেসে ব্লগিং করেন তারা সরাসরি তাদের ব্যাক্তিগত ব্লগিং সাইট থেকে আমরা বন্ধু সাইটের বা তাদের পছন্দের ব্লগারদের সাম্প্রতিক পোষ্টের ফিড পেতে পারেন। ফিড এড্রেস যথাক্রমেঃ
১) আমরা বন্ধু ডট কমের ফিড এড্রেস হলো http://www.amrabondhu.com/blog/feed
২) ইউজারদের ফিড হচ্ছে হলো http://amrabondhu.com/feeds/user-name/rss.xml (এখানে user-name এর স্থলে ব্লগারের লগিন নাম বসাতে হবে)
যেমনঃ মাসুম ভাইয়ের ফিড এড্রেসটি হচ্ছেঃ http://amrabondhu.com/feeds/masum/rss.xml
চলুন দেখি blogger.com এ কিভাবে ইউজার ফিড যোগ করা যায়। আজ মাসুম ভাই আমাদের মডেল, আমরা ব্লগস্পটে মাসুম ভাইয়ের ব্লগ ফিড যোগ করা শিখব।
blogger.com এ লগিন করার পর Layout বোতাম চাপুন, (বা যেকোন পোষ্ট থেকে পেজের একদম উপরের Customize বোতাম চাপুন)
নিন্মরুপ ভিউ দেখাবেঃ
এবার Add a Gadget এ ক্লিক করুন নতুন একটি সিলেক্সন পেজ ওপেন হবে সেখান থেকে Feed এর ঘরে ক্লিক করুন
এখন আগের উইন্ডো বন্ধ হয়ে ফিড উইন্ডো খুলবেঃ
এখানে Feed URL এর ঘরে মাসুম ভাইয়ের ফিড এড্রেসটি প্রবেশ করিয়ে কন্টিনিউ বোতাম চাপতে হবে। (এড্রেসটি হচ্ছে http://amrabondhu.com/feeds/masum/rss.xml )
ফিড উইন্ডোটি এখন নিন্মরূপ দেখাবে।
এবার সবগুলো অপশন ওকে করে টাইটেল বক্সে আপনার পছন্দ মত যেকোন কিছু লিখে সেভ বোতামে চাপুন। ব্যাস আপনার কাংখিত ব্লগারের ফিডটি আপনার ব্যাক্তিগত ব্লগ সাইটে যোগ হয়ে গেলো। এখন থেকে উক্ত ব্লগারের সমস্ত নতুন পোষ্টের দিন তারিখ ক্ষণ সহ আপনি আপডেট পেতে থাকবেন। এভাবে আপনি নিজের অথবা পছন্দের ব্লগারদের ফিড নিজ সাইটে যোগ করতে পারেন।
আসুন দেখি কেমন দেখাচ্ছে ফিডটি
হেপ্পি ব্লগিং :D
পূর্ববর্তী টিউটোরিয়াল সমুহঃ
ফটোব্লগ টিউটোরিয়াল
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ৪ -
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ৩ -
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ২ -
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল- পর্ব ১ -