ইউজার লগইন

আমার প্রিয় গান ২ - ইংলিশ গান

 

স্কুল বা কলেজ পড়ার সময় কোন একদিন ক্লান্ত হয়ে কলোনীর বাসায় ফিরছি। বাসার কাছে এসে বুঝলাম আমাদের বাসা থেকে একটা গানের সুর ভেসে আসছে। সামান্য সময়ের জন্য হলেও আমার মন থেকে শরীর থেকে যেন সব ক্লানতি চলে গেলো। আমি ইংলিশ গান তখন বেশী শুনিনি। বাসায় এসে বড় বোনের কাছ থেকে শুনলাম কারপেনটার্স হলো এ গানের শিল্পী। জানলাম গানটা হলো জামবালায়া।

http://www.youtube.com/watch?v=-4o86juvMEE&feature=related

কারেন নামের এক মহিলা আর তার ভাই রিচার্ড এর এই ব্যান্ড আমার মাথা খারাপ করে দিলো। কি মায়াবী কনঠ এ মহিলার। কি দারুণ পরিমিতিবোধ রিচার্ড নামের সুরকার/সংগীত পরিচালকের। তারপর মুগধ হয়ে শুনলাম টপ অফ দ্য ওয়ার্ল্ড (http://www.youtube.com/watch?v=mq5pLi0huhw&feature=related ), প্লিজ মিসটার পোসটম্যান, সিং, সুইট সুইট স্মাইল, দেয়ারস এ কাইন্ড অফ হাশ, বিচউড ৪৫৭৮৯, রিজন টু বিলিভ  কত নাম বলবো। শুধু শুনলাম বলা ঠিক না । এখনো শুনি। টপ অফ দ্য ওয়ারল্ড তো পোস্ট লিখতে লিখতেই শুনলাম। একসময় শুনলাম ১৯৮৩ সালে মারা গেছেন কারেন কারপেন্টার। তবে কারপেনটার্স এর যে গানটা বোধ হয় সব মানুষ জানে সেটা হোল ইয়েসটারডে ওয়ান্স মোর। ( http://www.youtube.com/watch?v=qEOGjJe5OLg&feature=related ) মনে পড়ে জীবন বীমার এ্্যাড?- বুড়োবুড়ি হেঁটে যায়। ব্যাকগ্রাউন্ডে বাজে গানটা। এ মহিলার আ্য়ু কেন মাত্র ৩৩ বছর হলো-উপরওয়ালার এ বড় অবিচার।

আমি আরেক ভক্ত হলাম জন ডেনভারের। ঠিক টিপিকাল কান্ট্রি /ফোক বলা যায় না। পশচিমা জগতের লোক হয়েও আমরা ৩য় বিশ্বে বড় হওয়া মানুষগুলোর বিফ-বেদনার প্রকাশে চলে এসেছেন কতবার। শুধু তার গান শুনেই কলপনা করেছি আমেরকার প্রক্ৃতির। মনটানার বিশাল আকাশ, কলোরাডোর রুক্্ষ পাহাড়, শেনানডোয়া নদী। মানবতার ডাকে বারবার সাড়া দেয়া এই লোক ১৯৯৭ সালে এক প্লেন দূরঘটনায় মারা যান। বয়স বোধ হয় তখন ৫০ তার। তাঁর মারা যাবার খবর শুনে খুব কাছের মানুষ হারানোর ব্যথা পেয়েছিলাম। এ্যানিস সং, কানট্রি রোড টেক মি হোম, থ্যাংক গড আয়ম আ কান্ট্রি বয় ( http://www.youtube.com/watch?v=kzldLJcorbo ), রকি মাউনটেইন হাই ( http://www.youtube.com/watch?v=OwARpaKHx_w&feature=related ) , ওয়াইল্ড মনটানা স্কাইস (  http://www.youtube.com/watch?v=fqeDLFYzN2Y ) , ক্যালিসপসো, ড্রিমল্যান্ড এক্সপ্রেস- সবগুলোই এখনো মন টানে।

আরেক ভাল লাগা ব্যন্ড বিটলস। ইয়েসটারডে, লেট ইট িট বি, হেই জুড, ওব্ লাডি ওব লাডা, হেয়ার কামস দ্য সান, হোয়েন আয়ম সিক্সট্ি ফোর - কত অসংখ্য গান যে তাদের ভালো লাগে। লেনন-হ্যারিসনের মত ২ জন কালজয়ী শিল্পী যে ব্যানডে আছে তাঁদের ভালো না লেগে  উপায় কি বলুন?

বাংলাদেশে খুন জনপ্রিয় না হলেও আমার খব পছনদের শিলপী ডন ম্যাকিলন। ভিনসেন্ট (  http://www.youtube.com/watch?v=dipFMJckZOM )এ্যামেরিকান পাই, ক্যাসলস ইন দি এয়ার, লাভ ইন মাই হার্ট- সবগুলৈ কথা-সুর-গায়কীতে দুরদানত।

ভালো লাগে ক্যাট স্টিভেনস। ভীষণ। ফারস্ট কাট ইজ দ্য ডিপেস্ট - কি যে ভালো লাগা েকটা গান। যখন মেইনে থাকতাম লং ড্রাইভে ক্যাসেটে ক্যাটস্ স্টিভেন্স ছাড়া কেমন অপু্র্ণ লাগতো। (ডিসক্লেইমার: তার ধর্ম বদলের সাথে তার গান ভালো লাগার কোন সমপরক নাই)

শুধূ ে পাচজনের কথা বলেকি শেষ করা যাবে? জ্্্্্যামাইকা ফেয়ারওয়েল ( http://www.youtube.com/watch?v=o4r5C6MUqO4 ) মেলাদিন আমার জাতীয় সংগীত ছিলো। সাইমন-গারফানকেল, পিটার-পল-মেরী, এ্্যার সাপলাই, রড স্টুয়ার্ট, বনিএম, এ্যাবা, ক্লিফ রিচার্ড, ডন উিলিয়ামস, - কতজনের কথা বলবো। এমনিতে বেশী ভালো না লাগলেও এরিক ক্ল্যাপটনের টিয়ারস ইন হেভেন গানটা বুঝলাম নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বনধু যখন ঘাতকের গুলিতে হারিয়ে গেলো ।

ইংলিশ গান আমার জীবনে খুব বড় একটা অংশ জুড়ে ছিলো। হ্যত প্রবাস জীবনে কম শুনি ইংলিশ গান, তবু আমার ইমোশনের-এক্সপ্রেশনের একটা বড় অংশ গড়ে তুলেছে এইসব গায়ক-গায়িকারা। সুরকার-গীতিকাররা। শিলপ যখন সত্্যই আমাদের আশা-আনন্দ- দুঃখ-বেদনার কথা বলে তখন ভিন্ন ভাষা হলেও নিজের কথা বলেই মনে হয়, হয় না?

পোস্টটি ২০ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


শিলপ যখন সত্্যই আমাদের আশা-আননদ- দুঃখ-বেদনার কথা বলে তখন ভিন্ন ভাষা হলেও নিজের কথা বলেই মনে হয়, হয় না?



==================================

নিজের পছন্দ পরে শেয়ার করবো। আপাততঃ বিশাল একটা ধন্যবাদ নিন, নতুন পোস্টের জন্য। প্রিয়তে।

রোবোট's picture


না পইড়া (এবং না শুইনা ডেফিনিটলি) কমেনটাইলেননাকি পানডানটি?

যা হোক হৈলদা বাটনে টিপি দিসনে শুইনা বিনয়ে লজঝিত (পড়েন  খুুশী) হৈলাম।

নুশেরা's picture


এই কর্ম করি না...
যা দিলেন একটা বাদে সবই শোনা বইলা মালুম হয়

নরাধম's picture


 

 

 

রোবোট  ভ্রাত, দুটা প্রসংগ:

 

১।  আংরেজী হান বুঝিনা, কখনও টানেনি আমাকে। আংরেজী গানের সুর মায়াবী বা শুনার মত মনে হয়না। অবশ্য বাংলা গানও আমি খুব কমই শুনেছি কিছু নির্বাচিত রবীন্দ্র সংগীত, দেশাত্ববোধক আর পুরনো দিনের গান ছাড়া।

 

২। তোমার নিক রোবট, কিন্তু এড্রেস বারে "রোবটরোবট" কেন? সামুতেও দেখি একই অপস্থা।

 

৩। একটা ফাও প্রসংগ। নুশেরাপুর  নাম পান্ডান্টি হইল কেন? 

 

প্রসংগের  ইতি। Smile

রোবোট's picture


১। মনে হয় গানই কম শোনো, নাকি?

২। সামুরটা কেন এরকম মনে নাই

৩। এবিরটা সামুর সাথে মিলায়

নরাধম's picture


 

প্রসংগের শুরু:

১।  হ, গান কম শুনি, আমি মুভিখোর। মুভিই দেখি সময় পাইলে। Smile তবে এটা ঠিক যে যারা গান গায় বা গান শুনে তারাও মানুষ। Smile

 

২।  নুশেরাপুর নাম প্রসংগ এড়িয়ে গেছেন।

 

৩।  সামুর সাথে এবি'র মিল রাখতে হপে এরকম কেউ দিব্যি দিছিল নাকি?

 ইতি!

রোবোট's picture


২। মাসুম ভাইকে কে যেন নুশেরার প্রসংগে বলেছিল ব্লগ জগতের পান্ডা। সেই থেকে অলপবয়সীরা ওনাকে পানডাপা আর আমার মত বুড়ারা (আপাতত অবশ্য আমি একাই) পানডানটি ডাকে।

৩। নাহ, মাথার দিব্যি দেয় নাই। এমনি দিলাম। চোথাবাজি। বুয়েটের অভ্যাস।

মুক্ত বয়ান's picture


যা হোক হৈলদা বাটনে টিপি দিসনে
হলুদ বাটন কই পাইলেন?? আমি তো খুঁইজা পাইলাম না!!

রোবোট's picture


প্রিয় পোস্টের কোডনেম- হইলদা বাটন Smile

১০

সাঁঝবাতির রুপকথা's picture


আমার প্রথম শোনা ইংলিশ গান এইস অফ বেস...
অল দ্যাট শি ওয়ান্টস ...এখনও শুনলে ছোটবেলার কথা মনে পড়ে ...

আরেকজন ছিল, সামান্থা ফক্স ...ক্যাসেটের কভারে ওই মাইয়ার ছবি দেইখা কত কি যে করসি ...Wink

১১

রোবোট's picture


এইস অফ বেস আর সামানথা ফক্স শুনলে আর ইভা রহমান, মিলাদের কি দোষ। একই পদেঐ গান গায়।

১২

নড়বড়ে's picture


কত কথা মনে করায় দিলেন! প্রায় সবই শোনা। জ্যামাইকা ফেয়ারওয়েলের একটা ভার্সন আছে ডন উইলিয়ামস এর গাওয়া, ওইটা আমার বেশি দারুণ লাগে (ইস্নিপ্সের ওই ফোল্ডারটা ডিসাবল করা, নাইলে লিংক দিতাম)।

কিন্তু তাড়াহুড়ায় লিখে শেষ করলেন মনে হল।

১৩

রোবোট's picture


ডন উইলিয়ামসেরটাও শুনেছি। ২টা ২ রকম।

লেখা তাড়াতাড়ি শেষ করেছি। তাও দেড় ঘন্টা লাগলো। ব্রেড, স্টিং, ব্রায়ান এ্যাডামস, ইগলস, ফ্রেডি আগুইলার, সব বাদ পড়লো।

 

১৪

রোবোট's picture


ডায়ার স্ট্রেইট, উইলি নেলসন, বব মারলি বাদ পড়লো কেমনে

১৫

বোহেমিয়ান's picture


স্পিড নাই, বেশির ভাগ ই শুনি নাই!!!
(খালি স্পিড! নেট ই থাহে না!! At Wits End )

আমি কি কি শুনি :
Uncle bob -> Put a record on
MLTR -> take me to ur heart ..
You say it best when u say nothing at all...

হায় হায়!! আর তো মনে পড়তেছে না!!!

আমি বাংলাই বেশি শুনি, আর শুনি কিছু হিন্দি ।
একটা গানেই দেখা যায় দুই তিন পার!!

১৬

রোবোট's picture


গজল ছাড়া হিনদি শোনা হয় না। আমি হিনদীর ব্যাপারে একটু সাম্প্রদা্যিক।

১৭

অপরিচিত_আবির's picture


জন ডেনভার, জন লেনন, এরিক ক্ল্যাপটন, কার্পেন্টারস, ঈগলস, পিংক ফ্লয়েড এর গান নির্জনে বসে শুনতে দারুণ লাগে। ক্যাট স্টিভেনস এর মুনশ্যাডো খুব প্রিয় একটা গান আমার।

যতদূর মুনে পড়ে প্রথম ইংরেজি গান শুনেছিলাম মেটালিকার আনফরগিভেন অথবা স্করপিওনের উইন্ডস অফ চেইঞ্জ। মেটাল ভক্ত শুরু থেকেই। এরপর মেটালে মেইডেন জুডাস প্রিস্ট, মেগাডেথ, ভ্যান হেলেন, র‌্যামস্টাইনের পাঠ চুকিয়ে হালের অ্যাগোনিস্ট, ভেডার, সনিক সিন্ডিকেট, নর্দার পর্যন্ত মেটালের সব জানরাই চলে। রুমে সারাক্ষণই গান বাজনা চলছে। মেটাল চলে হেডফোনে আর সজোরে বাজে রবিবুড়োর গান আর সতীনাথ, মান্নাদে, হেমন্ত, সন্ধ্যা মুখার্জীরা। আমার এক রুমমেট আবার দেশাত্মবোধক আর পল্লীগানের বেজায় ভক্ত কাজেই সব ধরনের গানের জ্ঞানই হয়ে যাচ্ছে রয়েসয়ে। তবে নতুন বাংলা গানে তেমন শোনা হয় না এবং হিন্দী একেবারেই নট অ্যালাউড। ইংরেজি গান তো নিয়ম করে ডাউনলোড করি আর রুটিন করে শুনি। দিনে পড়ার সময় পাঙ্ক রক, রাতে পড়ার সময় মেটাল, আর ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখবার জন্য ভালো রোমান্টিক গানের কালেকশন থেকে বেছে বেছে হাফ ডজন!

১৮

রোবোট's picture


মুনশ্যাডো কঠিন একখান গান।

১৯

আহমেদ রাকিব's picture


ইংরেজী গান খুব কম শোনা হয় ইদানিং। আগেও যে খুব বেশি শুনছি তাও না। শুধু ডেনভারই কমন পড়ল। একটা বিশাল সময় কাটছে ইংরেজীতে ডেনভার আর বাংলার অঞ্জন শুইনা। এনিস সং শুইনাতো এখনো প্রায়ই উদাস হইয়া যায়। সুন্দরবন গেলাম যেইবার, ঠিক সন্ধ্যার পর লঞ্ছের ছাদে একা একা দাড়াইয়া শান্ত পরিবেশে হিম হিম ঠান্ডা বাতাসে এনিস সং। আহ, এই অনুভূতির কোনো তুলনা নাই। সান শাইন গানটাও আমার অনেক ভালো লাগে। একসময় MLTR, Bonjovi, Brayan Adams, Eagles এসব অনেক শুনছি। আর চরম ভালো লাগতো মাইকেল জ্যাকসন। আপনার দেয়া গান গুলা সব শুনে ফেলব অফিসে গিয়া। Tongue নেটের স্পিড খুব খারাপ।

পোষ্ট ভালো লাগছে। গানের লিঙ্কের সাথে বর্ণনাটা অনেক ভালো লাগছে। Smile

২০

রোবোট's picture


গান শোনা হলো কি?

২১

ভাঙ্গা পেন্সিল's picture


আমি ততোটা গানপাগলা না। নতুন নতুন ভাল লাগে, তারপরে আর শুনি না। ইদানিং শুনতাছি লোবোর গান Laughing out loud

২২

রোবোট's picture


লোবো খারাপ না।

২৩

টুটুল's picture


ডেনভার আংকলের সেইরম ভক্ত ছিলাম/আছি Smile

প্রিয়তে নিলাম Smile

২৪

রোবোট's picture


ধন্যবাদ

২৫

হাসান মাহবুব's picture


Smile

২৬

রোবোট's picture


হামার ব্লগ চলে রিমঝিম

আমার ব্লগ জ্লে টিমটিম

 

২৭

মুক্ত বয়ান's picture


ইংরেজি গান তেমন একটা শুনা হয়না।
আমার এক বন্ধু আছে ব্যান্ড করে। ও আমারে গান সিলেক্ট কইরা দেয়, সেইগুলা শুনি। Smile
বাংলার ভক্ত। Smile

২৮

রোবোট's picture


আমিও বাংলার (গান অর্থে) ভক্ত

২৯

কাঁকন's picture


ইংরেজি গান খুবি কম শোনা হইছে দেশে থাকতে তবে ইদানিং গাই সোবাস্টেইন আর জেসিকা ম্যালবো রে ভালো লাগে

৩০

নুশেরা's picture


আমার বিয়ন্সের হেলোও দারুণ লাগে Smile

লেডি গাগা? Wink

৩১

রোবোট's picture


বিয়ন্সের হেলো মানে কি লায়নলে রিচির হেলো?

৩২

নুশেরা's picture


নানাজি কি ইচ্ছা কইরা বুকা সাজেন? Sad

লায়নেল রিচির হেলো তিনযুগ আগের। সেই গানের কথা-সুর এমনকি এই ভিডিওটা- সবই বুকে চাক্কু মারা।
http://www.youtube.com/watch?v=PDZcqBgCS74&feature=related

বিয়ন্সের হেলো গত বছরের। অর্কেস্ট্রেশন দুর্দান্ত, বিশেষ করে ভায়োলিনের অংশগুলা। বিয়ন্সে দেখতেও দারুণ Smile
http://www.youtube.com/watch?v=gcMmRL6_r24&feature=related

৩৩

রোবোট's picture


নারে ভাই, এমনিই বুকা- নির্ভেজাল। Smile

ক্লোজ টু ইউ  নামে পুরা ২রকম ২টা গান শুনসি। সুতরাং টাইটেল এক হৈলেও গান আলাদা হৈতে পারে।

বিয়নস যে হেলো রিমেক করসে জানতাম না। সাধারণত রিমেকের গান ভালো পাইনা। ব্যতিক্রম- শেরিল ক্রোর ফার্স্ট কাট ইজ দি ডিপেস্ট, কার্পেনটার্সের প্লিজ মিস্টার পোস্টম্যান এরকম কয়েকটা। (টেকনিক্যালি কার্পেনটার্সের টপ অফ দি ওয়ার্ল্ডও রিমেক)

আমি গান শুনি, গায়িকা দেখিনা। আফসুস Smile

৩৪

নুশেরা's picture


এই মুহূর্তে মনে পড়ছে:

সামহোয়্যার ওভার দ্য রেইনবো- Israel Kamakawiwo'Ole
অসাধারণ অসাধারণ অসাধারণ
http://www.youtube.com/watch?v=0ltAGuuru7Q
এই গানটা সম্ভবতঃ ফিফটি ফার্স্ট ডেইট মুভিতে ব্যবহৃত হয়েছিলো। পরে অনেকেই গেয়েছেন, মেয়েদের মধ্যে নোরা জোন্সের গাওয়াটা ভালো লেগেছিলো।

জর্জ মাইকেলের ডিফারেন্ট কর্নারটা দারুণ লাগে। একটা কনসার্টে কোরাসে হামিংসহ আছে, অসাধারণ বললে কম হয়। http://www.youtube.com/watch?v=_RV7eq52dOc&feature=related

৩৫

কাঁকন's picture


আপুর ফিফটি ফার্স্ট ডেইট এর কথায় ইংলিশ মুভির দুইটা গান মনে পরলো, নটিং হিল এর "ইউ সেইড বেস্ট হোয়েন ইউ সেইড নাথিং এট অল " আর "ইউ নো সান শাইন.."

৩৬

নুশেরা's picture


ইউ সে ইট বেস্ট আমার রোনান কিটিংয়ের চেয়ে অ্যালিসন ক্রাউসেরটা বেশী ভালো লাগছিলো (একটা পোস্ট দিছিলাম)। মুভিতে থাকা গানের মধ্যে রজেটের গাওয়া ইট মাস্ট হ্যাভ বিন লাভ (প্রিটি ওমেন সিনেমার শেষে ছিলো) দারুণ লাগছিলো।

৩৭

আশরাফ মাহমুদ's picture


এইরকম লেখা একটা দিয়ে বসে থাকলে চলে না, আরো কয়েকটা ছাড়ুন- হে কিপ্টা নানা। Smile

৩৮

রোবোট's picture


নাতি টাইম নাই

৩৯

ভেবে ভেবে বলি's picture


কিছু কমন পড়লো, কিছু কমন পড়লো না...

কয়েকটা গানের শিরোনাম বলে দেন আঙ্কেল। ডাইরেক্ট অডিও ডাউনলোড দিমু। ইউটিউব বাফার হইতে বড়ই টাইম লয়।

৪০

রোবোট's picture


আনটি গানের টাইটেল তো দিয়া দিলাম। অনেকগুলাই। পরে আরো দেবো পারল, ইংরেজীতে।

৪১

তানবীরা's picture


শিলপ যখন সত্্যই আমাদের আশা-আনন্দ- দুঃখ-বেদনার কথা বলে তখন ভিন্ন ভাষা
হলেও নিজের কথা বলেই মনে হয়, হয় না?

এক এক রকমের দুঃখের সময় এক এক ভাষা আর গানকে নিজের লাগে ঃ(

৪২

রোবোট's picture


সেটাই

৪৩

নুশেরা's picture


Nana ki amar ai post-er sobgula gaan shunsilen?
http://www.amrabondhu.com/nushera/248

==================================

arekta ganer kotha mone aslo. singer Tommy Page; handsome guy Wink
http://www.mediafire.com/?y5i5jzi1am3
onek bochor aage short-wave radio gutanor ovvas silo, kono gaan beshi posondo hoile radio theke record kore feltam (twin-one er joog silo). apnar dosto Bhaskor vaiar-o airokom collection silo. seirokom somoyer gaan aita.

৪৪

রোবোট's picture


কিছু শুনসিলাম। ওয়ারলড মিউযিকের কথা মনে পড়ে?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রোবোট's picture

নিজের সম্পর্কে

Self moderated blog - moderated under personal rules and preferences.

Thanks for coming to this page.