আমরা বন্ধু ইফতার অনুষ্ঠান ২০১২
প্রিয় ব্লগার বন্ধুরা,
ইফতার অনুষ্ঠানের গরম-গরম ঘোষনা দিতে চলে আসলাম আমি! ব্লগে এতো মহান মহান ব্যক্তি থাকা সত্ত্বেও এই গুরু দায়িত্বটা আয়োজক কমিটির পক্ষ হতে আমার ওপরই দেয়া হয়েছে যাই হউক, গতকালই ঘোষনাটা দেয়ার কথা ছিল তবে আমার ইন্টারনেট বিভ্রাটের কারনে ঘোষনা টা দিতে একটু দেরী করে ফেললাম(এই জন্য আমাকে জিয়াউর রহমান থেকে কম কিছু ভাববেন না দয়া করে )
ঘোষনাঃ
আমি আশরাফুল ইনসান রনি, ইফতার আয়োজক কমিটির পক্ষ হতে ঘোষনা করছি যে, আগামী ১২ তারিখ, রবিবার ২০১২ইং আমরা বন্ধু ব্লগের জন্য ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে! অনুষ্ঠানটি চাঁদার বিনিময়ে ইফতার কর্মসূচী ভিত্তিতে আয়োজন করা হয়েছে! অনুষ্ঠানে এবি ব্লগের স্বনামধন্য ব্লগাররা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে!
এক নজরে ইফতার অনুষ্ঠানঃ
ইফতার অনুষ্ঠান স্থলঃ ক্যাপ্টেনস ওয়ার্ল্ড (মহাখালী)
তারিখঃ ১২।০৮।১২ - রবিবার
সময়ঃ শুরু বিকেল ৫টা
চাঁদাঃ জন প্রতি ২৫০টাকা
সকল এবি ব্লগার/বন্ধুদের কে এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহন করার অন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে! যারা যারা অংশগ্রহন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ব্লগে কমেন্ট করে আপনার উপস্থিতি কনফার্ম করবেন। অথবা নিচের ফোন নম্বর গুলোতে যোগাযোগ করেও আপনার উপস্থিতি কনফার্ম করতে পারবেনঃ
টুটুল ভাইঃ ০১৭১৩০৪৫৪৯১
মেসবাহ ভাইঃ ০১৭১৩০৯১৯৭১
রনি ভাইঃ ০১৯১৩৩৭৭৪১৭
এছাড়াও zogazogএটamrabondhu.com-এ ইমেইল করতে পারেন।
ঘোষনা দেয়া শেষ, এইবার আমি যাই দেখা হবে ইনশাল্লাহ ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এ!
চলেছো ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এর পথে
ফিরে এসো আললাহর রহমতে
আপু, আপনার চাঁদা টা কিভাবে পাবো আমি?
ইভেন্ট এর টাইম ৫ টায় করেন। পরে যদি জায়গা না পান ।
আগে থেকেই রিজার্ভ করা থাকবে যায়গা আমাদের জন্য! তারপরও আমি টাইমটা পরিবর্তন করে ৫টা করে দিলাম। বাইদাওয়ে, নাহীদ ভাই কই? আসবে তো?
জিগায়া দেখুমনে ।
জিগানের কিছু নাই! ধইরা নিয়া আসবেন
ধন্যবাদ উদ্যোগটা নেয়ার জন্য। ১২ তারিখ আর একটা ইফতার পার্টির দাওয়াত আছে, তারপরও চেষ্টা করব হাজির থাকতে।
ব্লগ খুশি হবে আপনার উপস্থিতি দেখে
রনিকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যাগ নেওয়ার জন্য। আসলেই আপনি সেই এক ঐতিহাসিক ঘোষকের চেয়ে একবিন্দুও কম না।
হাহা! তা আর বলতে! এইবার আমাকে আবার ব্রাশ ফায়ার করা হবে নাতো?
জোশ....
ইয়াহ!
ওই রনি...
ইফতার পার্টিতে তুমি আর মেসবাহ ভাই'ই তো সব... হুদাই আমার নাম দিছো ক্যান?
হাহ! আমিই তো সব, আপ্নেরা তো দুধ-ভাত!
টাকা পয়সার ব্যাপারটাই ভাবনার!
ভাবা-ভাবি পরে, চলে আসেন আগামীকাল
চাঁবিইক সুপারহিট হইবো, আমি আগে থিকা কইয়া রাখলাম
আপ্নে আইবেন না?
হুম...
ঠিকমতো জ্যামটা লাগতো সেদিন
এইবার কেউ আটকাইতে পারবেনা
আমি কি আইতাম?
অবশ্যই অনিমেষ ভাই! চলে আসেন, অপেক্ষায় থাকলাম
কিছু কাজ আছে কাল। দুপুরের মাঝে ফ্রি হয়ে গেলে, এসে পড়ব। ইন শা আল্লাহ।
অবশ্য,
না আস্লেই বা কি?!
আমারে তো কেও চিনবই না!
আমি পিচ্চি পোলা, কথা কমু কার সাথে?! ঃ(
আররে আমরা পিচ্চি-পাচ্চি অনেক আছি ব্রো নির্দ্বিধায় চইলা আসেন!
কেন ঋহান নিধি আছে? ওদের সাথে খেলাধুলা আর ইফতারী করবেন
ফেইসবুকে একটা ইভেন্ট তৈরি করা হয়েছে, আপনাদের উপস্থিতি কনফার্ম করুনঃ
https://www.facebook.com/events/352749518135959/
কাল তো যামুই। যাওনের আগে গতবছরের ইফতারে কি কি আইটেম ছিলো তার ২/১ টা ফটুক দিয়ে যাই।
আনিকার বানানো বেহেসতি কাস্টার্ড
রনিরে তীব্র ধৈন্যা...
মন্তব্য করুন