ইউজার লগইন

আমরা বন্ধু ইফতার অনুষ্ঠান ২০১২

প্রিয় ব্লগার বন্ধুরা,

ইফতার অনুষ্ঠানের গরম-গরম ঘোষনা দিতে চলে আসলাম আমি! ব্লগে এতো মহান মহান ব্যক্তি থাকা সত্ত্বেও এই গুরু দায়িত্বটা আয়োজক কমিটির পক্ষ হতে আমার ওপরই দেয়া হয়েছে Shock যাই হউক, গতকালই ঘোষনাটা দেয়ার কথা ছিল তবে আমার ইন্টারনেট বিভ্রাটের কারনে ঘোষনা টা দিতে একটু দেরী করে ফেললাম(এই জন্য আমাকে জিয়াউর রহমান থেকে কম কিছু ভাববেন না দয়া করে Crazy )

ঘোষনাঃ
আমি আশরাফুল ইনসান রনি, ইফতার আয়োজক কমিটির পক্ষ হতে ঘোষনা করছি যে, আগামী ১২ তারিখ, রবিবার ২০১২ইং আমরা বন্ধু ব্লগের জন্য ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে! অনুষ্ঠানটি চাঁদার বিনিময়ে ইফতার কর্মসূচী ভিত্তিতে আয়োজন করা হয়েছে! অনুষ্ঠানে এবি ব্লগের স্বনামধন্য ব্লগাররা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে!

এক নজরে ইফতার অনুষ্ঠানঃ
ইফতার অনুষ্ঠান স্থলঃ ক্যাপ্টেনস ওয়ার্ল্ড (মহাখালী)
তারিখঃ ১২।০৮।১২ - রবিবার
সময়ঃ শুরু বিকেল ৫টা
চাঁদাঃ জন প্রতি ২৫০টাকা

সকল এবি ব্লগার/বন্ধুদের কে এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহন করার অন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে! যারা যারা অংশগ্রহন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ব্লগে কমেন্ট করে আপনার উপস্থিতি কনফার্ম করবেন। অথবা নিচের ফোন নম্বর গুলোতে যোগাযোগ করেও আপনার উপস্থিতি কনফার্ম করতে পারবেনঃ

টুটুল ভাইঃ ০১৭১৩০৪৫৪৯১
মেসবাহ ভাইঃ ০১৭১৩০৯১৯৭১
রনি ভাইঃ ০১৯১৩৩৭৭৪১৭

এছাড়াও zogazogএটamrabondhu.com-এ ইমেইল করতে পারেন।

ঘোষনা দেয়া শেষ, এইবার আমি যাই Party দেখা হবে ইনশাল্লাহ ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এ!

পোস্টটি ২৫ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


চলেছো ক্যাপ্টেনস ওয়ার্ল্ড-এর পথে
ফিরে এসো আললাহর রহমতে Big smile

রন's picture


আপু, আপনার চাঁদা টা কিভাবে পাবো আমি? Cool

সাঈদ's picture


ইভেন্ট এর টাইম ৫ টায় করেন। পরে যদি জায়গা না পান ।

রন's picture


আগে থেকেই রিজার্ভ করা থাকবে যায়গা আমাদের জন্য! তারপরও আমি টাইমটা পরিবর্তন করে ৫টা করে দিলাম। বাইদাওয়ে, নাহীদ ভাই কই? আসবে তো?

সাঈদ's picture


জিগায়া দেখুমনে ।

রন's picture


জিগানের কিছু নাই! ধইরা নিয়া আসবেন Big smile

নিভৃত স্বপ্নচারী's picture


ধন্যবাদ উদ্যোগটা নেয়ার জন্য। ১২ তারিখ আর একটা ইফতার পার্টির দাওয়াত আছে, তারপরও চেষ্টা করব হাজির থাকতে।

রন's picture


ব্লগ খুশি হবে আপনার উপস্থিতি দেখে Smile

জ্যোতি's picture


রনিকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যাগ নেওয়ার জন্য। আসলেই আপনি সেই এক ঐতিহাসিক ঘোষকের চেয়ে একবিন্দুও কম না।

১০

রন's picture


হাহা! তা আর বলতে! এইবার আমাকে আবার ব্রাশ ফায়ার করা হবে নাতো?

১১

টুটুল's picture


জোশ.... Smile

১২

রন's picture


ইয়াহ!

১৩

টুটুল's picture


ওই রনি...
ইফতার পার্টিতে তুমি আর মেসবাহ ভাই'ই তো সব... হুদাই আমার নাম দিছো ক্যান?

১৪

রন's picture


হাহ! আমিই তো সব, আপ্নেরা তো দুধ-ভাত! Crazy

১৫

আরাফাত শান্ত's picture


টাকা পয়সার ব্যাপারটাই ভাবনার!

১৬

রন's picture


ভাবা-ভাবি পরে, চলে আসেন আগামীকাল Party

১৭

মীর's picture


চাঁবিইক সুপারহিট হইবো, আমি আগে থিকা কইয়া রাখলাম Party Party

১৮

রন's picture


আপ্নে আইবেন না? Puzzled

১৯

মেসবাহ য়াযাদ's picture


হুম...

২০

রন's picture


Tongue

২১

রাসেল আশরাফ's picture


ঠিকমতো জ্যামটা লাগতো সেদিন Crazy Crazy

২২

রন's picture


এইবার কেউ আটকাইতে পারবেনা Party

২৩

অনিমেষ রহমান's picture


আমি কি আইতাম?
Smile Smile

২৪

রন's picture


অবশ্যই অনিমেষ ভাই! চলে আসেন, অপেক্ষায় থাকলাম Laughing out loud

২৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কিছু কাজ আছে কাল। দুপুরের মাঝে ফ্রি হয়ে গেলে, এসে পড়ব। ইন শা আল্লাহ।

অবশ্য,
না আস্লেই বা কি?!
আমারে তো কেও চিনবই না!

আমি পিচ্চি পোলা, কথা কমু কার সাথে?! ঃ(

২৬

রন's picture


আররে আমরা পিচ্চি-পাচ্চি অনেক আছি ব্রো Big smile নির্দ্বিধায় চইলা আসেন!

২৭

রাসেল আশরাফ's picture


কেন ঋহান নিধি আছে? ওদের সাথে খেলাধুলা আর ইফতারী করবেন Tongue

২৮

রন's picture


ফেইসবুকে একটা ইভেন্ট তৈরি করা হয়েছে, আপনাদের উপস্থিতি কনফার্ম করুনঃ
https://www.facebook.com/events/352749518135959/

২৯

একজন মায়াবতী's picture


Puzzled

৩০

জ্যোতি's picture


কাল তো যামুই। যাওনের আগে গতবছরের ইফতারে কি কি আইটেম ছিলো তার ২/১ টা ফটুক দিয়ে যাই।
22082011062.jpg
22082011063.jpg
22082011069.jpg
আনিকার বানানো বেহেসতি কাস্টার্ড

৩১

রায়েহাত শুভ's picture


রনিরে তীব্র ধৈন্যা...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রন's picture

নিজের সম্পর্কে

কি কমু?