জামাত-শিবিরের হরতাল প্রতিরোধে আমার কর্মসূচী
এইটা বলিনা যে আমি এর আগে হরতালের বিপক্ষে ছিলাম বা সমর্থন করসি! পূর্বের হরতালে আমার অবস্থান নিরপেক্ষ ছিলো! তবে আগামী কালের হরতাল আমি মানছিনা এবং আমি স্পষ্ট ভাবেই এর বিপক্ষে, রুখে দেবার জন্য যা করার তাই করবো আমার অবস্থান থেকে!
যা করমু ভাবতেসিঃ
# বাসায় বাজার নাই, আম্মু কইলো বাজারে যাইতে...পরিস্কার জানায় দিসি, কালকেই যাবো! আজকে না খাওয়ায়ে রাখো ব্যাপার না! কালকেই বাজার কৈরা আমি হরতাল প্রতিরোধ করমু!
# বাসায় ইলেক্ট্রিশিয়ান দিয়ে কিছু কাজ করানো দরকার! এত্তদিন ধরে বাসা থেকে বলা হইতেসে করাইতে, আমার টাইম হয়না ওই কাজ গুলো করানোর! ঠিক করসি কালকেই করুম! কালকে করায়ে আমি হরতাল প্রতিরোধ করুম!
# ক্লায়েন্ট বলসে গিয়ে পেইমেন্ট নিয়ে আসতে! কইলাম ব্যাংকে জমা দিতে , আইতে পারুম না! তোহ আজকে ফোন দিয়ে বললাম, ব্যাংকে দিতে হবেনা, আমি কালকে আস্তেসি স-শরীরে, পেইমেন্ট নিতে! কালকে গিয়ে পেইমেন্ট কালেক্ট কৈরা আমি হরতাল প্রতিরোধ করুম!
আমার অবস্থান থেকে আপাতত হরতাল প্রতিরোধের এই কর্মসূচী আমি ঘোষনা করলাম! আমি করবো হরতাল প্রতিরোধ শাহবাগের ডাকে! খুব ছোট কর্মসূচী লাগে? ভাই এতটুকুই আমি করবো, আপনিও আপনার অবস্থান থেকে যতটুকু করা করুন হরতাল প্রতিরোধ করার জন্য!
জয় বাংলা!
সাবাশ!
জয় বাংলা!
হরতালের গোস্ঠীর পিন্ডি।
শালা রাজাকারের বাচ্চাদের হরতাল...
প্রস্তুত, আমি- আমরা সবাই
জামাত শিবির রাজাকার!
এই মুহূর্তে আমার দেশ ছাড়!
হরতাল মানুম না
মানি না, মানবো না!
গ্রেট। গত হরতালে তো শাহবাগ গিয়েছি রিক্সায় করে। কাল অনেক কাজ। সেগুলো করব ইনশাল্লাহ্।
কণা আপা তার প্রাইভেট কার নিয়েই অফিসে আইসে! এই হরতাল প্রতিরোধে সবার অবস্থান দেখেন!
আমিও বের হবো। কাজ না থাকলে এমনেই রাস্তায় হাটবো।
হাহা! জাগরন মঞ্চের স্লোগান গুলো মুখস্থ কৈরা যান! হাটবেন আর স্লোগান দিবেন!
জামাতি হরতালের আর ভাত নাই। জয় বাংলা।
মানি না, মানবো না!
মন্তব্য করুন