ব্ল্যাক আউট কর্মসূচী প্রত্যাহার
সিদ্ধান্ত মোতাবেক, ব্লগ ব্ল্যাক আউটের কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়েছে আজ ৮ এপ্রিল সকাল ৮টা থেকে।
আমরা বেশ কয়েকটি ব্লগ এক হয়ে ব্লগ ও ব্লগারদের কন্ঠরোধ ও ব্লগার গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছি! এইরকম ঐক্য ব্লগ বা ব্লগার গুলোর মধ্যে এর আগে দেখা যায়নি! আমরা বন্ধু ব্লগ আশা করে ব্লগ ও ব্লগারদের এমন ঐক্য আমরা ধরে রাখবো এবং সামনের সময় গুলোতে প্রয়োজনে কাজে লাগাতে পারবো, রুখে দাঁড়াবো প্রয়োজনে!
আমাদের প্রতিবাদের কথা গুলো ছড়িয়ে গেছে অনেক দূর! ছড়িয়ে দেবার জন্য সকলকে ধন্যবাদ জানায় আমরা বন্ধু ব্লগ! আমরা আমাদের ব্লগারদের কাছ থেকেও পেয়েছি অভূতপূর্ব সহযোগীতা যা আমাদের সাহসী করেছে ব্ল্যাক আউট ধরনের কর্মসূচী পালন করতে! ব্লগ গুলোর প্রতি ব্লগারদের এমন আস্থা ভবিষ্যতে আরোও বেশি সচেতন ভাবে পরিচালিত করতে শক্তি যোগাবে!
ব্ল্যাক আউট কর্মসূচী নিয়ে বিস্তারিত তথ্য ব্লগ মডারেটর জানিয়ে দিবেন কিছু সময় পরেই!
লিখুন, লিখতে থাকুন!
হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই!
কি যেন ছিলো না জীবনে...আহা...
~
ফিরে পাওয়া পুরানো ফ্রেন্ডকে!
ফিরে পেলাম প্রিয় ব্লগ ।
ব্লগ ভালু না
ইয়েয়েয়েয়েয়েয়ে...
ব্যাক টু লাভ ইউ এগেইন.. <3
ব্লগটাকে ফের অনলাইনে দেখে সুখের চেয়ে স্বঃস্তি বেশী বোধ করছি। মতপ্রকাশের প্ল্যাটফর্ম খুব জরুরী এখন। এই সময়ে। ধন্যবাদ মডারেটর আর সবাইকে।
প্রস্তুত হোন.।.।.।
বৈশাখ আসছে.।.।.।.।.।
আসছে বকবকানি.।.।.।.। এগুলা ইসলাম বিরোধী.।.। হিন্দুয়ানী কালচার.।.।.।.।
প্যাক.।প্যাক .।প্যাক.। কেরিকেচার.।।।
হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই!
মন্তব্য করুন