ইউজার লগইন

আর্জেন্টিনা না ব্রাজিল?

কদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। সারাবিশ্বে বিশ্বকাপ ফুটবলের মতো জনপ্রিয় ইভেন্ট আর একটাও নাই। এমনকি অলিম্পিকও না।
ইতিমধ্যেই বিশ্বকাপ ভাইরাস হানা দিয়েছে মানুষের মনে মনে। পত্রিকার খেলার পাতাগুলো এখন বিশ্বকাপময়। দর্জির সেলাই করছে নানান দেশের পতাকা। আড্ডাগুলো এখন বিতর্ক হয়ে গেছে।

ব্রাজিল না আর্জেন্টিনা? মেসি না রোনালদো? এই নিয়ে তর্ক চলছেই।

আমরাই বা পিছিয়ে থাকবো কেন? চলেন আমরা একটা লিস্টি করি, কে ব্রাজিলের সাপোর্টার আর কে আর্জেন্টিনার? ইতালি? ফ্রান্স?

এবার কাপ জিতবে কোন দেশ?

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


ব্রাজিল এখনো ফুটবল খেলে নাকি? ওরা এবারও আছে বিষ্বকাপে? খোঁজ-দি সার্চ করি আগে।

নজরুল ইসলাম's picture


মাসুম ভাই, চিন্তা কইরেন না, ব্রাজিলই এবার চ্যাম্পিয়ন হবে।
আপনার জন্য টিস্যু পেপার কিনে রাখছি আমি। গিফঠ

রুমন's picture


আপনি কোন দলের সাপোর্টার?

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আর্জেন্টিনা এখনো ফুটবল খেলে নাকি? ওরাতো হ্যান্ডবলটাই ভালো খেলতো !!! কান্নাকাটিও ভালো করতো অবশ্য Laughing out loud

~

নজরুল ইসলাম's picture


==))

নজরুল ইসলাম's picture


বিশ্বকাপের সেরা কোনো দল আছে?
আছে...
ঐ কোন সে দল?
ব্রাজিল
জিতবো কারা?
ব্রাজিল
সেরা কারা?
ব্রাজিল
চ্যাম্পিয়ন কারা?
ব্রাজিল
জোরসে বলো
ব্রাজিল
আরো জোরে
ব্রাজিল
তালে তালে
ব্রাজিল
তাল মিলায়ে
ব্রাজিল....

রুমন's picture


হা হা হা হা
বুঝলাম আপনি ব্রাজিলের সাপোর্টার

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ho Smile)

~

শাওন৩৫০৪'s picture


ভাই, আমার বাংলা ফন্টে জানি কি হৈছে, ব্রা'র জায়গায় ফা দেখা যায়....

১০

নজরুল ইসলাম's picture


আহারে, এখনই উল্টাপাল্টা দেখা শুরু করছে, কয়দিন পরে যে কী হইবো!

১১

সাঈদ's picture


ব্রাজিল ছাড়া আর কোন দল আছে নাকি ???

১২

নজরুল ইসলাম's picture


অবশ্যই নাই...
জোরসে বলো ব্রাজিল

১৩

শাওন৩৫০৪'s picture


নাইতো, হের লিগাই দুষ্টু লোকে বলে, যেহেতু আর কুনু দল নাই, তাই ব্রা-যিলের উচিৎ, নিজের বাড়ির উঠানে এলকা এলকাই খেলুক....আমি অবশ্য এই মতবাদের তীব্র বিরোধী..কেনো উঠানে খেলবে?

১৪

টুটুল's picture


ব্রাজিলের উপ্রে কথা নাই Smile

১৫

নজরুল ইসলাম's picture


হ...

১৬

নজরুল ইসলাম's picture


এহহেরে... মাসুম ভাই দেখি গণহারা হারতেছে
ভাবছিলাম টিসুডা কয়দিন পরে দিমু, এখনই দিতে হইবো মনে হইতেছে
মাসুম ভাই, টিসু কোন কোম্পানির দিমু Wink

১৭

শওকত মাসুম's picture


টিসু আপনার জন্য রাইখা দেন। আর টুটুলসহ আর যারা যারা ব্রা ব্রা করতাছে তাগো দিয়েন।

১৮

শওকত মাসুম's picture


থুক্কু, ব্রাজিল ব্রাজিল হবে। Tongue out

১৯

নজরুল ইসলাম's picture


আরে নাহ্, আমরা সবাই মিলে চান্দা তুলে আপনাকে অনেকগুলা টিসু উপহার দিবো। টেনসন কইরেন না। আর্জেন্টিনার দুঃখে আপনি নিশ্চিন্ত মনে কানতে পারেন।

২০

মানুষ's picture


ব্রাজিল ছাড়া আর কে আছে Smile

২১

নজরুল ইসলাম's picture


কেউ নাই

২২

মাহবুব সুমন's picture


ব্রা - জিল ???

২৩

রুমন's picture


মনে হচ্ছে ব্রাজিলের এগারজনের বিপক্ষে আর্জেন্টিনার একজনকেই খেলতে হচ্ছে

২৪

আপন_আধার's picture


আর্জেন্টিনার সাপোর্টাররা হুদাই চিল্লায়না Laughing out loud
আর্জেন্টিনা মাঠেই দেখাইবো

২৫

নজরুল ইসলাম's picture


হ... কীভাবে হারতে হয় এইটা আর্জেন্টিনা ভালো দেখাইতে পারে

২৬

আপন_আধার's picture


কি কন ? এই ঘটনা আইজকাইল ঘটে নাকি ?
মোঘল আমলের কথা অবশ্য আমি কইতে পারিনা

২৭

রাসেল আশরাফ's picture


ঘটবো আর কিছু দিন অপেক্ষা করেন।তখন সব দেখবেন।।একবারে পুরা ঝকঝকা আন্ধার খুইজায় পাবেন না।

২৮

নজরুল ইসলাম's picture


এইবার তো আর্জেন্টিনা চান্সই পাইতো না। বাছাই পর্বেই বাতিল হয়ে গেছিলো প্রায়। কোনোরকমে মান ইজ্জত বাঁচছে। আবার আইছে চ্যাম্পিয়ন হইতে... হেহ...

২৯

শাওন৩৫০৪'s picture


ও, আর জিন্ডিনাও এইবার মুল পর্বে খেলবে? আহারে বেচারাদের বিপরীতে যেনো মিয়ানমারের খেলা পরে, তাইলে তারা একটা ম্যাচ জিৎবে.....

৩০

ভাঙ্গা পেন্সিল's picture


আর্জ আর্জ Cool

৩১

নজরুল ইসলাম's picture


আহারে...

৩২

নরাধম's picture


আর্জেন্টিনার সমর্থকরা, প্রথম রাউন্ডে নাহয় আর্জি আর্জি করলেন, কিন্তু ২য় রাউন্ডে কারে সমর্থন করবেন?? ২য় রাউন্ডে তো ওরা যাবেনা, তাই বলছিলাম আর কি!

৩৩

জ্যোতি's picture


নারু এভাবে বলতে হয় না।

৩৪

নজরুল ইসলাম's picture


হা হা হা হা
গড়াগড়ি হাসির ইমু হবে

৩৫

জ্যোতি's picture


হাইসেন না তো নজরুল ভাই। আমি কি কইছি যে আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কইলাম না নিরপেক্ষ।এফবিতে কথা দিছি তাই কিছু কইতাছি না।

৩৬

আপন_আধার's picture


১১ জুলাই ম্যাচ দেখনের জন্য আর্জেন্টিনার সমর্থকরা প্রস্তুতি লইতাছে
এহেনে লাফঝাপ করনের সময় কই .....?

৩৭

শওকত মাসুম's picture


ব্রাজিলের খেলার দিন গ্যালারি দেখা ছাড়া আর কি দেখার থাকে?

৩৮

নজরুল ইসলাম's picture


বিশ্বের সবচেয়ে শৈল্পিক ফুটবল খেলা

৩৯

শাওন৩৫০৪'s picture


জি জি, বিশ্বের সবচাইতে সল্পবসনা গ্যালারী.....Tongue

৪০

শওকত মাসুম's picture


আমি ব্রাজিলের ব্রা-এ ভক্ত খালি।

৪১

জ্যোতি's picture


এইখানে তো কথা বলতে সাহস পাচ্ছি না।যদিও ফেসবুকে কথা দিছিলাম গ্রুপে থাকব কিন্তু সুবিধার তো লাগছে না।

৪২

আপন_আধার's picture


কোন পক্ষের হইয়া কইতে চান ? কয়া ফেলান

৪৩

জ্যোতি's picture


আমি নিরপেক্ষ।কেয়ারটেকার গভমেন্ট।

৪৪

নরাধম's picture


হাহাহহাহা.......এটাই ভাল! কেয়ারটেকার গভঃ এর ও দরকার আছে!

৪৫

আপন_আধার's picture


গা বাচাইলেন ?

৪৬

নরাধম's picture


শুনতেছি এখন নাকি আর হাতে গোল দিয়ে ঈশ্বরের নামে চালিয়ে দেওয়া চলপেনা!! তাহলে আর্জেন্টিনার কি হপে ??

৪৭

রাসেল আশরাফ's picture


কি আর হবে।১ম রাউণ্ড থেকে বিদায় নিবো।

৪৮

নজরুল ইসলাম's picture


'তওবা কইরা বল কেলাডা ছাড়' গানটা খুঁজলাম ইউটিউবে, পাইলাম না। আমার হার্ডডিস্কে ছিলো, সেটাও পাইলাম না। নাইলে আর্জেন্টিনার সাপোর্টারগো লাইগা দিতাম

৪৯

রাসেল আশরাফ's picture


তাড়াতাড়ি খুইজা দেন হেগও দিল ঠান্ডা হোক।।

৫০

নরাধম's picture


হাহাহহা, গানটা এইবার তাদের জন্য খুবই প্রাসংগিক হবে......খুঁইজা দেখেন নজরুলভাই!

৫১

শাওন৩৫০৪'s picture


হি হি, ব্রা জিলের সমর্থকের হার্ড ডিস্কে ছিলো এই গান, না? ভালোই------সবই বুঝা যায়..Wink

৫২

নজরুল ইসলাম's picture


পোলাপানে যখন কান্নাকাটি করে, তাগো থামানোর জন্য কিছু চকলেট লেবেঞ্চুস তো স্টকে রাখতেই হয় তাই না Wink

৫৩

বিষাক্ত মানুষ's picture


আমি চানখারপুল স্পোটিং ক্লাবের সাপোর্টার

৫৪

শাওন৩৫০৪'s picture


ফুটাবল খেলা ভাল্লাগেনা, তয় ব্রা-যিলের খেলা দেখতে ভাল্লাগে, গ্যালারী----:)

৫৫

রাফি's picture


ঐ বিশ্বে কোন দল আছেরে?
আছে..।
কোন সে দল?
ব্রাজিল.।
আরো জোরে
ব্রাজিল

কারা হাত দিয়া ফুটবল খেলেরে
আর্জেন্টিনা
হারু পাট্টি...
আর্জেন্টিনা
হেরুইনচি....
আর্জেন্টিনা
কোকেনিচ্চি.....
আর্জেন্টিনা

৫৬

শাওন৩৫০৪'s picture


ব্রা সিলের সাপোর্ট দিতে এত কিছু খাওয়া লাগে? ওরে বাবা, সে বড় কঠি সাপোর্ট-----

৫৭

নজরুল ইসলাম's picture


থাক রাফি, এভাবে বলে না। আর্জেন্টিনাদেরকে এভাবে সত্য কথা বলতে নাই, তারা কান্দে :পি

৫৮

হাসান রায়হান's picture


আমি আফ্রিকার সাপোর্টার। আফ্রিকার যে কোনো দল যতদূর যাইবে সাপোর্ট দিয়া যামু।

৫৯

নীড় সন্ধানী's picture


ব্রাজিল যতদিন বিশ্বকাপ ততদিন! ব্রাজিল আউট তো বিশ্বকাপে লোড শেডিং।
গ্যালারির টিকেট ষ্টকলট! এক বল নিয়া খামাকা ২২ জনের লাইত্থালাইত্থি দেখার কুনো মানে নাই!

৬০

টুটুল's picture


30817_390541363730_578308730_4127767_3260391_n.jpg

৬১

শওকত মাসুম's picture


brazilian-soccer-fan.jpg

৬২

নাজ's picture


বাহ!! সুন্দর তো

৬৩

শাওন৩৫০৪'s picture


আহা!!

৬৪

হাসান রায়হান's picture


এই ছবিটারে এবি'র ব্যানারে দেওয়ার দাবি জানাইলাম।

৬৫

রুমন's picture


এখন পর্যন্ত যা দেখা গেলো.-

ব্রাজিল
নজরুল ইসলাম
স্বপ্নের ফেরিওয়ালা
সাঈদ
টুটুল
মানুষ
নরাধম
রাসেল আশরাফ
রাফি
নীড় সন্ধানীঁ
{৯ জন}

আর্জেন্টিনা
মাসুম
শাওন৩৫০৪
আপন আধার
ভাঙ্গা পেন্সিল
{৪ জন}

আফ্রিকা
হাসান রায়হান
{১ জন}

চানখারপুল
বিষাক্ত মানব
{হা হা হা}

নিরপেক্ষ
জয়িতা

মাহবুব সুমন??
নাজ??

৬৬

নাজ's picture


আজীবন আমার জামাই'র লগে লগে থাকতে চাই। Money mouth

ব্রাজিল

৬৭

জ্যোতি's picture


আমি তো নিরপেক্ষ। দলাদলি ভালু না।

৬৮

শাওন৩৫০৪'s picture


আমি আর জেন্ডিনা দলে কেডা কৈলো? Tongue

শাওন৩৫০৪ | মে ২৩, ২০১০ - ১:১২ অপরাহ্ন

ও, আর জিন্ডিনাও এইবার মুল পর্বে খেলবে? আহারে বেচারাদের বিপরীতে যেনো মিয়ানমারের খেলা পরে, তাইলে তারা একটা ম্যাচ জিৎবে.....

* জবাব

????? তাইলে ?????

৬৯

রুমন's picture


সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী বিপুল ভোটে এগিয়ে

৭০

টুটুল's picture


ব্রাজিল

ব্রাজিল

ব্রাজিল

ব্রাজিল

এইটা মাসুম ভাইয়ের জন্য
ব্রাজিল

৭১

হাসান রায়হান's picture


মাসুম ভাইয়েরটা বেশি ভালো।

৭২

শওকত মাসুম's picture


চাইলে আরও ভাল আরও গাত্তা দেওয়া যায়। তয় মডুর ভয়ে হাত পা...............

৭৩

নজরুল ইসলাম's picture


আমিও একটা দিতে চাইছিলাম... কিন্তু ফ্যাসিবাদী মডুর ডরে আমার হাত পা........

৭৪

লীনা দিলরুবা's picture


আমি আর্জেন্টিনার সাপোর্টার। মজার একটা ঘটণা ঘটেছে আমার ড্রাইভার ব্রাজিলের ফ্যান, সে গাড়িতে একটা ব্রাজিলের পতাকা ঝুলিয়ে দিয়েছে, আমি ওকে এইটা নামাতে বলিনাই। ওর পছন্দকে আমি সম্মান করলাম Smile

৭৫

জ্বিনের বাদশা's picture


জন্ম থেকে জ্বলছি মাগো ... থুক্কু, মানে জন্ম থিকাই ব্রাজিল ... এখনও ছাড়তে পারিনা ... তবে এবারের বাছাই পর্বে ব্রাজিলের খেলা দেইখা মজা পাইনাই ... এবার মনে মনে একটু স্পেনরেও সাপোর্ট করমু মনে হয় ...

৭৬

মিশু's picture


Brazil

ছবি কথা কয়

৭৭

মাথামোটা's picture


ke eita

৭৮

মাথামোটা's picture


cup

৭৯

তানবীরা's picture


ফুটবল কি? ব্রাজিল আর আর্জেন্টিনাই কোন চীজের নাম? এগুলা খায় না মাথায় লাগায়?

৮০

অপূর্ব সোহাগ's picture


১৯৮৬র পর আর্জেন্টিনা আর চিটিংবাজি (হাত দিয়ে গোল) করতে পারে নাই তাই তারা আর বিশ্বকাপ জয় করতেও পারে নাই Sad
কিন্তু ব্রাজিল চিটিংবাজি না কইরা খেলার মতোন করে খেলে পেলে'র সময় শেষেও আরো ২ বার বিশ্বকাপ জয় করেছে।
পেলের মতো সর্বকালের সেরা খেলোয়ার যার ১২৬৫ গোল আছে ও ৩বার এনেছে বিশ্বকাপ শিরোপা এবং তার পরে রোমারিওর মতন আরেক স্ট্রাইকার যার ১০০০ হাজার গোল আছে, ও রোনালদো যার গোল বিশ্বকাপে সবচে' বেশি। এইসব ভালো ভালো খেলোয়ার তো ব্রাজিল ছাড়া আর কোথাও নাই, আর ভালো খেলোয়ার যার দলে তারাই তো ভালো খেলা দেখাবে।

জয়তু কাকা-রবিনহু/ ফ্যাবিয়ানো
জয় হোক ব্রাজিল।

৮১

অদিতি's picture


আর্জেন্টিনা,আবার কি!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.