আর্জেন্টিনা না ব্রাজিল?
কদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। সারাবিশ্বে বিশ্বকাপ ফুটবলের মতো জনপ্রিয় ইভেন্ট আর একটাও নাই। এমনকি অলিম্পিকও না।
ইতিমধ্যেই বিশ্বকাপ ভাইরাস হানা দিয়েছে মানুষের মনে মনে। পত্রিকার খেলার পাতাগুলো এখন বিশ্বকাপময়। দর্জির সেলাই করছে নানান দেশের পতাকা। আড্ডাগুলো এখন বিতর্ক হয়ে গেছে।
ব্রাজিল না আর্জেন্টিনা? মেসি না রোনালদো? এই নিয়ে তর্ক চলছেই।
আমরাই বা পিছিয়ে থাকবো কেন? চলেন আমরা একটা লিস্টি করি, কে ব্রাজিলের সাপোর্টার আর কে আর্জেন্টিনার? ইতালি? ফ্রান্স?
এবার কাপ জিতবে কোন দেশ?
ব্রাজিল এখনো ফুটবল খেলে নাকি? ওরা এবারও আছে বিষ্বকাপে? খোঁজ-দি সার্চ করি আগে।
মাসুম ভাই, চিন্তা কইরেন না, ব্রাজিলই এবার চ্যাম্পিয়ন হবে।
আপনার জন্য টিস্যু পেপার কিনে রাখছি আমি। গিফঠ
আপনি কোন দলের সাপোর্টার?
আর্জেন্টিনা এখনো ফুটবল খেলে নাকি? ওরাতো হ্যান্ডবলটাই ভালো খেলতো !!! কান্নাকাটিও ভালো করতো অবশ্য
~
==))
বিশ্বকাপের সেরা কোনো দল আছে?
আছে...
ঐ কোন সে দল?
ব্রাজিল
জিতবো কারা?
ব্রাজিল
সেরা কারা?
ব্রাজিল
চ্যাম্পিয়ন কারা?
ব্রাজিল
জোরসে বলো
ব্রাজিল
আরো জোরে
ব্রাজিল
তালে তালে
ব্রাজিল
তাল মিলায়ে
ব্রাজিল....
হা হা হা হা
বুঝলাম আপনি ব্রাজিলের সাপোর্টার
ho )
~
ভাই, আমার বাংলা ফন্টে জানি কি হৈছে, ব্রা'র জায়গায় ফা দেখা যায়....
আহারে, এখনই উল্টাপাল্টা দেখা শুরু করছে, কয়দিন পরে যে কী হইবো!
ব্রাজিল ছাড়া আর কোন দল আছে নাকি ???
অবশ্যই নাই...
জোরসে বলো ব্রাজিল
নাইতো, হের লিগাই দুষ্টু লোকে বলে, যেহেতু আর কুনু দল নাই, তাই ব্রা-যিলের উচিৎ, নিজের বাড়ির উঠানে এলকা এলকাই খেলুক....আমি অবশ্য এই মতবাদের তীব্র বিরোধী..কেনো উঠানে খেলবে?
ব্রাজিলের উপ্রে কথা নাই
হ...
এহহেরে... মাসুম ভাই দেখি গণহারা হারতেছে
ভাবছিলাম টিসুডা কয়দিন পরে দিমু, এখনই দিতে হইবো মনে হইতেছে
মাসুম ভাই, টিসু কোন কোম্পানির দিমু
টিসু আপনার জন্য রাইখা দেন। আর টুটুলসহ আর যারা যারা ব্রা ব্রা করতাছে তাগো দিয়েন।
থুক্কু, ব্রাজিল ব্রাজিল হবে।
আরে নাহ্, আমরা সবাই মিলে চান্দা তুলে আপনাকে অনেকগুলা টিসু উপহার দিবো। টেনসন কইরেন না। আর্জেন্টিনার দুঃখে আপনি নিশ্চিন্ত মনে কানতে পারেন।
ব্রাজিল ছাড়া আর কে আছে
কেউ নাই
ব্রা - জিল ???
মনে হচ্ছে ব্রাজিলের এগারজনের বিপক্ষে আর্জেন্টিনার একজনকেই খেলতে হচ্ছে
আর্জেন্টিনার সাপোর্টাররা হুদাই চিল্লায়না
আর্জেন্টিনা মাঠেই দেখাইবো
হ... কীভাবে হারতে হয় এইটা আর্জেন্টিনা ভালো দেখাইতে পারে
কি কন ? এই ঘটনা আইজকাইল ঘটে নাকি ?
মোঘল আমলের কথা অবশ্য আমি কইতে পারিনা
ঘটবো আর কিছু দিন অপেক্ষা করেন।তখন সব দেখবেন।।একবারে পুরা ঝকঝকা আন্ধার খুইজায় পাবেন না।
এইবার তো আর্জেন্টিনা চান্সই পাইতো না। বাছাই পর্বেই বাতিল হয়ে গেছিলো প্রায়। কোনোরকমে মান ইজ্জত বাঁচছে। আবার আইছে চ্যাম্পিয়ন হইতে... হেহ...
ও, আর জিন্ডিনাও এইবার মুল পর্বে খেলবে? আহারে বেচারাদের বিপরীতে যেনো মিয়ানমারের খেলা পরে, তাইলে তারা একটা ম্যাচ জিৎবে.....
আর্জ আর্জ
আহারে...
আর্জেন্টিনার সমর্থকরা, প্রথম রাউন্ডে নাহয় আর্জি আর্জি করলেন, কিন্তু ২য় রাউন্ডে কারে সমর্থন করবেন?? ২য় রাউন্ডে তো ওরা যাবেনা, তাই বলছিলাম আর কি!
নারু এভাবে বলতে হয় না।
হা হা হা হা
গড়াগড়ি হাসির ইমু হবে
হাইসেন না তো নজরুল ভাই। আমি কি কইছি যে আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কইলাম না নিরপেক্ষ।এফবিতে কথা দিছি তাই কিছু কইতাছি না।
১১ জুলাই ম্যাচ দেখনের জন্য আর্জেন্টিনার সমর্থকরা প্রস্তুতি লইতাছে
এহেনে লাফঝাপ করনের সময় কই .....?
ব্রাজিলের খেলার দিন গ্যালারি দেখা ছাড়া আর কি দেখার থাকে?
বিশ্বের সবচেয়ে শৈল্পিক ফুটবল খেলা
জি জি, বিশ্বের সবচাইতে সল্পবসনা গ্যালারী.....
আমি ব্রাজিলের ব্রা-এ ভক্ত খালি।
এইখানে তো কথা বলতে সাহস পাচ্ছি না।যদিও ফেসবুকে কথা দিছিলাম গ্রুপে থাকব কিন্তু সুবিধার তো লাগছে না।
কোন পক্ষের হইয়া কইতে চান ? কয়া ফেলান
আমি নিরপেক্ষ।কেয়ারটেকার গভমেন্ট।
হাহাহহাহা.......এটাই ভাল! কেয়ারটেকার গভঃ এর ও দরকার আছে!
গা বাচাইলেন ?
শুনতেছি এখন নাকি আর হাতে গোল দিয়ে ঈশ্বরের নামে চালিয়ে দেওয়া চলপেনা!! তাহলে আর্জেন্টিনার কি হপে ??
কি আর হবে।১ম রাউণ্ড থেকে বিদায় নিবো।
'তওবা কইরা বল কেলাডা ছাড়' গানটা খুঁজলাম ইউটিউবে, পাইলাম না। আমার হার্ডডিস্কে ছিলো, সেটাও পাইলাম না। নাইলে আর্জেন্টিনার সাপোর্টারগো লাইগা দিতাম
তাড়াতাড়ি খুইজা দেন হেগও দিল ঠান্ডা হোক।।
হাহাহহা, গানটা এইবার তাদের জন্য খুবই প্রাসংগিক হবে......খুঁইজা দেখেন নজরুলভাই!
হি হি, ব্রা জিলের সমর্থকের হার্ড ডিস্কে ছিলো এই গান, না? ভালোই------সবই বুঝা যায়..
পোলাপানে যখন কান্নাকাটি করে, তাগো থামানোর জন্য কিছু চকলেট লেবেঞ্চুস তো স্টকে রাখতেই হয় তাই না
আমি চানখারপুল স্পোটিং ক্লাবের সাপোর্টার
ফুটাবল খেলা ভাল্লাগেনা, তয় ব্রা-যিলের খেলা দেখতে ভাল্লাগে, গ্যালারী----:)
ঐ বিশ্বে কোন দল আছেরে?
আছে..।
কোন সে দল?
ব্রাজিল.।
আরো জোরে
ব্রাজিল
কারা হাত দিয়া ফুটবল খেলেরে
আর্জেন্টিনা
হারু পাট্টি...
আর্জেন্টিনা
হেরুইনচি....
আর্জেন্টিনা
কোকেনিচ্চি.....
আর্জেন্টিনা
ব্রা সিলের সাপোর্ট দিতে এত কিছু খাওয়া লাগে? ওরে বাবা, সে বড় কঠি সাপোর্ট-----
থাক রাফি, এভাবে বলে না। আর্জেন্টিনাদেরকে এভাবে সত্য কথা বলতে নাই, তারা কান্দে :পি
আমি আফ্রিকার সাপোর্টার। আফ্রিকার যে কোনো দল যতদূর যাইবে সাপোর্ট দিয়া যামু।
ব্রাজিল যতদিন বিশ্বকাপ ততদিন! ব্রাজিল আউট তো বিশ্বকাপে লোড শেডিং।
গ্যালারির টিকেট ষ্টকলট! এক বল নিয়া খামাকা ২২ জনের লাইত্থালাইত্থি দেখার কুনো মানে নাই!
বাহ!! সুন্দর তো
আহা!!
এই ছবিটারে এবি'র ব্যানারে দেওয়ার দাবি জানাইলাম।
এখন পর্যন্ত যা দেখা গেলো.-
ব্রাজিল
নজরুল ইসলাম
স্বপ্নের ফেরিওয়ালা
সাঈদ
টুটুল
মানুষ
নরাধম
রাসেল আশরাফ
রাফি
নীড় সন্ধানীঁ
{৯ জন}
আর্জেন্টিনা
মাসুম
শাওন৩৫০৪
আপন আধার
ভাঙ্গা পেন্সিল
{৪ জন}
আফ্রিকা
হাসান রায়হান
{১ জন}
চানখারপুল
বিষাক্ত মানব
{হা হা হা}
নিরপেক্ষ
জয়িতা
মাহবুব সুমন??
নাজ??
আজীবন আমার জামাই'র লগে লগে থাকতে চাই।
ব্রাজিল
আমি তো নিরপেক্ষ। দলাদলি ভালু না।
আমি আর জেন্ডিনা দলে কেডা কৈলো?
????? তাইলে ?????
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী বিপুল ভোটে এগিয়ে
এইটা মাসুম ভাইয়ের জন্য
মাসুম ভাইয়েরটা বেশি ভালো।
চাইলে আরও ভাল আরও গাত্তা দেওয়া যায়। তয় মডুর ভয়ে হাত পা...............
আমিও একটা দিতে চাইছিলাম... কিন্তু ফ্যাসিবাদী মডুর ডরে আমার হাত পা........
আমি আর্জেন্টিনার সাপোর্টার। মজার একটা ঘটণা ঘটেছে আমার ড্রাইভার ব্রাজিলের ফ্যান, সে গাড়িতে একটা ব্রাজিলের পতাকা ঝুলিয়ে দিয়েছে, আমি ওকে এইটা নামাতে বলিনাই। ওর পছন্দকে আমি সম্মান করলাম
জন্ম থেকে জ্বলছি মাগো ... থুক্কু, মানে জন্ম থিকাই ব্রাজিল ... এখনও ছাড়তে পারিনা ... তবে এবারের বাছাই পর্বে ব্রাজিলের খেলা দেইখা মজা পাইনাই ... এবার মনে মনে একটু স্পেনরেও সাপোর্ট করমু মনে হয় ...
ছবি কথা কয়
ফুটবল কি? ব্রাজিল আর আর্জেন্টিনাই কোন চীজের নাম? এগুলা খায় না মাথায় লাগায়?
১৯৮৬র পর আর্জেন্টিনা আর চিটিংবাজি (হাত দিয়ে গোল) করতে পারে নাই তাই তারা আর বিশ্বকাপ জয় করতেও পারে নাই ।
কিন্তু ব্রাজিল চিটিংবাজি না কইরা খেলার মতোন করে খেলে পেলে'র সময় শেষেও আরো ২ বার বিশ্বকাপ জয় করেছে।
পেলের মতো সর্বকালের সেরা খেলোয়ার যার ১২৬৫ গোল আছে ও ৩বার এনেছে বিশ্বকাপ শিরোপা এবং তার পরে রোমারিওর মতন আরেক স্ট্রাইকার যার ১০০০ হাজার গোল আছে, ও রোনালদো যার গোল বিশ্বকাপে সবচে' বেশি। এইসব ভালো ভালো খেলোয়ার তো ব্রাজিল ছাড়া আর কোথাও নাই, আর ভালো খেলোয়ার যার দলে তারাই তো ভালো খেলা দেখাবে।
জয়তু কাকা-রবিনহু/ ফ্যাবিয়ানো
জয় হোক ব্রাজিল।
আর্জেন্টিনা,আবার কি!
মন্তব্য করুন