আর বইমেলা
সেদিন বই মেলায় গেলাম বড় সাধ নিয়ে, আড্ডাবো। সবাই প্রতিদিন কত কত আড্ডায়!!! আর আমি আড্ডাবো তো দূরে থাক ব্লগ বা খোমাখাতায় সে সব আড্ডা নিয়মিত দেখতেও পাই না। কারণ বাসার নেট কানেকশন কাট করা হইসে। আপুর বাসায় আসলে বা ক্যাম্পাসে ল্যাব থেকে একটু আধটু দেখি, বইমেলা কড়চা পড়ি, আফসোস করি।
যাই হোক মেলার কথা বলছিলাম।। আড্ডানির আশা নিয়া আমি আর সুমি আপু গেলাম মেলায়। নিজেরা প্রথমে একটু ঘুরাঘুরি আর কয়েকটা বই কিনে গেলাম লিটলম্যাগ চত্বরে। কিন্তু হায় কারো দেখা নাই। আমাকে কেউ না চিনলেও আমি তো মোটামুটি সবাইকে চিনি। চারদিকে খোঁজ দ্যা সার্চ দিয়ে দেখলাম, কেউ নাই। এরপর একদফা মোবাইলেও খোঁজ দ্যা সার্চ দিয়ে বুঝলাম কারো নম্বরও আমার কাছে নাই। এমনকি ম্যুরালও খুঁজে পেলাম না। তারপর আর কি, সুমি আপু একটু ঝাড়ি দিল কারণ তারও-
অনেক সাধ ছিল মনে,
আড্ডাবে সবার সনে।
পরে অবশ্য মৌসুম আপুর নম্বর পেলাম। কিন্তু তখন কেন জানি পাই নাই।। ঘুরে চলেই আসছিলাম হঠাৎ ফোন আসলো, নজরুল ভাই। ফোন ধরতেই বললেন, দুই বোন সামনে দিয়া চইলা যাইতেছেন তা তো হইতে পারে না। এবার দেখলাম নজরুল ভাইকে। তারপর কথাবার্তা বলতে বলতে জানলাম অদিতি আপুর অনুবাদের বইটা আসছে ঐদিনই। আর অদিতি আপুও আসবে একটু পরেই। তাই আমরা বই হাতে নিয়ে লেখকের অপেক্ষা করলাম অটোগ্রাফের জন্য। অদিতি আপু আসলেন, একটু গাঁই গুঁই করে অটোগ্রাফ দিলেন। আমার খুবই মজা লাগতিসিলো এইটা ভেবে যে এমন গরম গরম বই জীবনে কিনি নাই। লেখকের প্রথম বইয়ের, প্রথম কপি, প্রথম অটোগ্রাফ!!!
যাই হোক। সেইখানে আড্ডানি শেষ করে আবার দেখলাম কাউকে দেখা যায় কিনা। এবং আজব ব্যাপার সেদিন সন্ধ্যা হলো প্রায় কিন্তু কারোই দেখা নাই। এবার অবশ্য ম্যুরাল’কে পেলাম। কিন্তু কিনলাম না। কারণ মেসবাহ ভাইয়ের অটোগ্রাফ লাগবে বই এ। তাই আগে মেসবাহ ভাইয়ের খোঁজ করলাম। স্টলের লোকটাকে জিজ্ঞাসা করলাম এই বইয়ের মানুষজন কই? বলল আসে নাই এখনো, একটু পর হয়তো আসবে। কারো ফোন নম্বর আছে কিনা জানতে চাইলে মেসবাহ ভাইয়ের নম্বর দিল। ফোন করলাম। ভাই ফোন ধরলেন না। আমরা ধারণা করলাম মেসবাহ ভাই হয়তো ওনার উড়ালপংখীতে সওয়ার। বের হয়ে, খাই-দাই করে যখন ফিরছিলাম অর্ধেক রাস্তা আসার পর মেসবাহ ভাই ফোন ব্যাক করলেন। কথা হলো। মেসবাহ ভাই বললেন মেলায় আসবেন আরোও পরে। কি আর করা, পরে আবার কথা হবে বলে ফোনে কথা শেষ হলো। আর আড্ডাবাজদের কারো সাথে দেখা না হয়েই আমাদের মেলা ঘুরা শেষ হলো।
ধুরো, ভুইলাই গেছিলাম ঐদিন আপনারা যাইবেন নাইলে আরো আগে মেলায় যাইতাম
আর একদিন হয়তো যাওয়া হবে। সেইদিন আগে আইসেন
আমিতো প্রতিদিনই যাই... কেউ না থাকলে একা একা ঘুরি... স্যরি, পরে কোনোদিন নিশ্চয়ই দেখা হবে... বাই দ্য ওয়ে, আমি যে আপনেরে একটা কড়চার প্রথমাংশ উৎসর্গ করছিলাম, সেইটা কি আপনে দেখছেন ...
না তো দেখি নাই। আগে দেখে আসি পরে কমেন্টের রিপ্লাই দিবো
আপনার অটোগ্রাফ ছাড়া ম্যুরাল কিনতে পারতিসিনা মেসবাহ ভাই। আপনিই বলেন কবে কিনবো ??
কাল বাদে যে কোনো দিন। সন্ধ্যার পরে। কাল অনেক ভীড় হবে। কাল না যাওয়াই ভাল...
আপনার কড়চাও ভালো হইসে।
সুমি আপাকে রেখে গেলে হয়তো কাজ হতে পারে
্কইন্যা তুমি কই গেলা! নাই লেখা নাই কোন দেখা!
কইন্যার ঘরে নেট নাই, মনে কোনো কথা নাই, তাই লেখাও নাই
ও আপা, আপ্নে গেলেন কই?!
ওই আমিও না ছিলাম..
তুই পরের দিন ছিলি
কই..?
মরি নাই
মন্তব্য করুন