ইউজার লগইন

আর বইমেলা

সেদিন বই মেলায় গেলাম বড় সাধ নিয়ে, আড্ডাবো। সবাই প্রতিদিন কত কত আড্ডায়!!! আর আমি আড্ডাবো তো দূরে থাক ব্লগ বা খোমাখাতায় সে সব আড্ডা নিয়মিত দেখতেও পাই না। কারণ বাসার নেট কানেকশন কাট করা হইসে। আপুর বাসায় আসলে বা ক্যাম্পাসে ল্যাব থেকে একটু আধটু দেখি, বইমেলা কড়চা পড়ি, আফসোস করি।

যাই হোক মেলার কথা বলছিলাম।। আড্ডানির আশা নিয়া আমি আর সুমি আপু গেলাম মেলায়। নিজেরা প্রথমে একটু ঘুরাঘুরি আর কয়েকটা বই কিনে গেলাম লিটলম্যাগ চত্বরে। কিন্তু হায় কারো দেখা নাই। আমাকে কেউ না চিনলেও আমি তো মোটামুটি সবাইকে চিনি। চারদিকে খোঁজ দ্যা সার্চ দিয়ে দেখলাম, কেউ নাই। এরপর একদফা মোবাইলেও খোঁজ দ্যা সার্চ দিয়ে বুঝলাম কারো নম্বরও আমার কাছে নাই। এমনকি ম্যুরালও খুঁজে পেলাম না। তারপর আর কি, সুমি আপু একটু ঝাড়ি দিল কারণ তারও-
অনেক সাধ ছিল মনে,
আড্ডাবে সবার সনে।

পরে অবশ্য মৌসুম আপুর নম্বর পেলাম। কিন্তু তখন কেন জানি পাই নাই।। ঘুরে চলেই আসছিলাম হঠাৎ ফোন আসলো, নজরুল ভাই। ফোন ধরতেই বললেন, দুই বোন সামনে দিয়া চইলা যাইতেছেন তা তো হইতে পারে না। এবার দেখলাম নজরুল ভাইকে। তারপর কথাবার্তা বলতে বলতে জানলাম অদিতি আপুর অনুবাদের বইটা আসছে ঐদিনই। আর অদিতি আপুও আসবে একটু পরেই। তাই আমরা বই হাতে নিয়ে লেখকের অপেক্ষা করলাম অটোগ্রাফের জন্য। অদিতি আপু আসলেন, একটু গাঁই গুঁই করে অটোগ্রাফ দিলেন। আমার খুবই মজা লাগতিসিলো এইটা ভেবে যে এমন গরম গরম বই জীবনে কিনি নাই। লেখকের প্রথম বইয়ের, প্রথম কপি, প্রথম অটোগ্রাফ!!!

যাই হোক। সেইখানে আড্ডানি শেষ করে আবার দেখলাম কাউকে দেখা যায় কিনা। এবং আজব ব্যাপার সেদিন সন্ধ্যা হলো প্রায় কিন্তু কারোই দেখা নাই। এবার অবশ্য ম্যুরাল’কে পেলাম। কিন্তু কিনলাম না। কারণ মেসবাহ ভাইয়ের অটোগ্রাফ লাগবে বই এ। তাই আগে মেসবাহ ভাইয়ের খোঁজ করলাম। স্টলের লোকটাকে জিজ্ঞাসা করলাম এই বইয়ের মানুষজন কই? বলল আসে নাই এখনো, একটু পর হয়তো আসবে। কারো ফোন নম্বর আছে কিনা জানতে চাইলে মেসবাহ ভাইয়ের নম্বর দিল। ফোন করলাম। ভাই ফোন ধরলেন না। আমরা ধারণা করলাম মেসবাহ ভাই হয়তো ওনার উড়ালপংখীতে সওয়ার। বের হয়ে, খাই-দাই করে যখন ফিরছিলাম অর্ধেক রাস্তা আসার পর মেসবাহ ভাই ফোন ব্যাক করলেন। কথা হলো। মেসবাহ ভাই বললেন মেলায় আসবেন আরোও পরে। কি আর করা, পরে আবার কথা হবে বলে ফোনে কথা শেষ হলো। আর আড্ডাবাজদের কারো সাথে দেখা না হয়েই আমাদের মেলা ঘুরা শেষ হলো।

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


ধুরো, ভুইলাই গেছিলাম ঐদিন আপনারা যাইবেন Sad নাইলে আরো আগে মেলায় যাইতাম Sad

একজন মায়াবতী's picture


আর একদিন হয়তো যাওয়া হবে। সেইদিন আগে আইসেন Smile

মেসবাহ য়াযাদ's picture


আমিতো প্রতিদিনই যাই... কেউ না থাকলে একা একা ঘুরি... স্যরি, পরে কোনোদিন নিশ্চয়ই দেখা হবে... বাই দ্য ওয়ে, আমি যে আপনেরে একটা কড়চার প্রথমাংশ উৎসর্গ করছিলাম, সেইটা কি আপনে দেখছেন ... Sad

একজন মায়াবতী's picture


না তো Shock দেখি নাই। Sad আগে দেখে আসি পরে কমেন্টের রিপ্লাই দিবো

একজন মায়াবতী's picture


আপনার অটোগ্রাফ ছাড়া ম্যুরাল কিনতে পারতিসিনা মেসবাহ ভাই। আপনিই বলেন কবে কিনবো ??

মেসবাহ য়াযাদ's picture


কাল বাদে যে কোনো দিন। সন্ধ্যার পরে। কাল অনেক ভীড় হবে। কাল না যাওয়াই ভাল...

মীর's picture


আপনার কড়চাও ভালো হইসে।

তানবীরা's picture


সুমি আপাকে রেখে গেলে হয়তো কাজ হতে পারে Wink Tongue

জেবীন's picture


্কইন্যা তুমি কই গেলা! নাই লেখা নাই কোন দেখা! Stare

১০

একজন মায়াবতী's picture


কইন্যার ঘরে নেট নাই, মনে কোনো কথা নাই, তাই লেখাও নাই

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ও আপা, আপ্নে গেলেন কই?! Sad

১২

রিফাত's picture


ওই আমিও না ছিলাম..

১৩

একজন মায়াবতী's picture


তুই পরের দিন ছিলি Smile

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কই..? Sad

১৫

একজন মায়াবতী's picture


মরি নাই Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একজন মায়াবতী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।