ইউজার লগইন

একটা গফ বনাম সত্য ঘটনা

আমেরিকানদের টাকায় অনেক রকম প্রজেক্ট হয় আমাদের দেশে। ফুল গাছ লাগানো, সবজি চাষ করা, মাছ চাষ করা, সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াশুনা করানো, স্কুলে যেতে উৎসাহ দেয়া, হাত ধোঁয়া শিখানো, বিভিন্ন বিষয়ে সচেতন করা ইত্যাদি।

প্রজেক্টের কাজ কেমন হচ্ছে দেখার জন্য প্রজেক্ট ডিরেক্টররা ফিল্ড ভিজিটেও যান। এরকমই একটা প্রজেক্ট ‘বাচ্চাদের স্কুলে’। প্রজেক্টের ডিরেক্টর একজন আফ্রিকান আমেরিকান ভদ্রমহিলা। তার সহকারী একজন বাংলাদেশী বাঙ্গালী তরুণ।

তারা গেলেন ফিল্ড ভিজিটে। আমাদের দেশের মানুষ বিদেশী বলতে সাধারণত ফর্সা, সুন্দর মুখ দেখতে অভ্যস্ত। সেই আফ্রিকান ভদ্রমহিলা যখন স্কুল ভিজিটে গেলেন, একে তো মফস্বলের স্কুল তার উপর বাচ্চা, ওরা সেই আফ্রিকান মহিলাকে দেখে খুবই ভয় পেল। বাচ্চাদের ভয় কমানোর জন্য ডিরেক্টর ভদ্রমহিলার সহকারী বাচ্চাদের মাঝে অনেক চকলেট, বিস্কুট বিতরণ করলেন আর বাচ্চাদের খুব বোঝালেন যে উনি তোমাদের অনেক আদর করবেন, তোমরা ভয় পেওনা। উনি তোমাদের অনেক চকলেট দিবেন ইত্যাদি। কিন্তু খুব একটা কাজে দিলো না।

অবশেষে আফ্রিকান আমেরিকান ভদ্রমহিলা তার বিশাল দেহ, কালো চেহারা, ধবধবে সাদা দাঁত বের করে, প্রশস্ত হাসি হেসে বাচ্চাদের দিকে এদিয়ে গেলে বাচ্চারা ভয়ে চিৎকার করে কেঁদে উঠলো। সহকারী তরুণ বাচ্চাদের বোঝাচ্ছে ‘ভয় পেও না, উনি তোমাদের অনেক আদর করবেন......

এক বাচ্চা আরও জোরে চিৎকার করে সহকারী তরুণকে উদ্দেশ্য করে বলল ---
‘তুই চুপ কর, তুই মিছা কথা কস’!!!
গফ শেষ।

মোরাল অফ দ্যা স্টোরি -----
প্রতিদিন অনেক মানুষ দেখি। মুখোশ পরা, মুখোশ ছাড়া, নব্য মুখোশ খোলা। তারা যখন বলে --- আমিও যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু ---

তখন সেই বাচ্চাটার মত চিৎকার করে বলি ------- ‘তুই চুপ কর, তুই মিছা কথা কস’!!!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


গফ ভালা হইছে
আমি অনেক মিছা কথা কই Shock

জ্যোতি's picture


মারহাবা! জট্টিল গফ!!

তানবীরা's picture


মায়াবতীর মতোই সোজা সরল গল্প। কিন্তু লেখার অপটুতার কারণে হাস্যরসটা অন্যরা সেভাবে উপভোগ করতে পারবেন না Puzzled

একজন মায়াবতী's picture


হুম। আমারো তাই মনে হইসে Puzzled

এ টি এম কাদের's picture


এটাতো চাট্গাইয়া গফ ! পেলেন কই ? আন্নে কি ....... ?

একজন মায়াবতী's picture


চাটঁগা এই গফ আছে কি না তা তো জানি না ভাই। গফটাই সত্য ঘটনা Smile

নিভৃত স্বপ্নচারী's picture


গফ ভাল হৈছে। Big smile

একজন মায়াবতী's picture


শান্ত, জ্যোতি আপু, স্বপ্নচারী সবাইকে ধন্যবাদ Smile

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


তুই চুপ কর, তুই মিছা কথা কস

ডায়ালগটা মজা লাগছে Big smile

১০

জেবীন's picture


‘তুই চুপ কর, তুই মিছা কথা কস’!!!
আম্মা'রে গল্পটা শুনাইলাম, হাসতে হাসতে শেষ

১১

শওকত মাসুম's picture


গফ ভালো হইছে আফা

১২

আনোয়ার সাদী's picture


‘তুই চুপ কর, তুই মিছা কথা কস’!!!

গফ ভালো লাগলো.।

১৩

একজন মায়াবতী's picture


ধন্যবাদ সবাইকে Smile

১৪

সুমি হোসেন's picture


"তখন সেই বাচ্চাটার মত চিৎকার করে বলি ------- ‘তুই চুপ কর, তুই মিছা কথা কস’!!!"

সহমত মায়াবতী।

১৫

লীনা দিলরুবা's picture


গফ ভালো লাগছে।

১৬

একজন মায়াবতী's picture


ধন্যবাদ লীনা আপু, সুমি আপু Smile

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile

গফ ভালু পাই। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একজন মায়াবতী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।