মৌনতার কাছাকাছি
বেশী কথা কইবার ক্রান্তিকাল বিদায় হয়েছে নিঃশ্বব্দে এখন
মৌনতার কাছ থেকে চেয়ে নেবার আছে যা কিছু পাওয়া হয় নাই
পাওয়া যায় নাই বেশী বেশী কথা কয়ে এ আমলের দিনমজুর আমি
তাই আর অযথা কথার জালে জড়াতে চাই না কোথাও বরং
চুপচাপ হেটে পথ পেরিয়ে বিছানার কাছে চলে আসা প্রয়োজন দিনটা শেষ করে
ক্লান্তিহীন কথা বলার দিন এভাবেই ফুরিয়ে গেছে কোনো এক পড়ন্ত সূর্জের আলোয়
অনেকদিন পর এলেন। আপনার গদ্য পড়তে ভালো লাগে, তবে কবিতা বুঝি না বলেই মন্তব্য দিচ্ছি না। "নিঃশ্বব্দে" আর "সূর্জের" এই দুইটা বানান দেখে মজা পেলাম। ফন্টের কারণে নানা বানান নানাভাবে হয়ে যায় জানি, কিছু কিছু বানান দেখলে খিক করে হেসে ফেলতেও হয়, যার ফিলিংস "বিমলানন্দ"। ধন্যবাদ সনৎ।
মন্তব্য করুন