স্বপ্ন (১)
গত পরশু রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, সেখানে প্রফেসর তাঁর ক্লাসের ছাত্র-ছাত্রীদের ক্লাসিকাল ফিজিক্স পরীক্ষা নিচ্ছে। সব পরীক্ষার্থী ভৌতিক পোশাক পরে পরীক্ষা দিতে এসেছে। কিন্তু প্রফেসর তাদের প্রতি বেশ অসন্তুষ্ট এই কারনে- তাদের পোশাক যথেষ্ট ভৌতিক নয়, এবং তাই সে পরীক্ষার্থীদের কম নাম্বার দিতে চায়। আমি তাঁর কথা শুনে তাঁকে বারবার বুঝাতে লাগলাম যে, শুধুমাত্র পোশাকের কারনে তাদের নাম্বার কাঁটা বেশ খারাপ একটা ব্যাপার হবে। কিন্তু কোনভাবেই আমি তাঁকে বুঝাতে পারছিনা। প্রফেসর বেজায় খ্যাপা।
১৮.১০.২০১৪।
এতো দেখি সিনামেটিক স্বপ্ন
পরীক্ষার আগে লোকে এমন অনেক হাবিজাবি স্বপ্ন দেখে
হাঃ হাঃ
নাম খুঁজে খুঁজে কিছুই পাচ্ছিনা
এত্ত ছোট স্বপ্ন!
এত্ত ছোট পোস্ট!!
এইটাই কী পুরো স্বপ্ন ? নাকি এর সারর্মম?
মন্তব্য করুন