আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল
আমরা বন্ধুতে কিভাবে লগইন করবেন?
আপনার ওয়েব ব্রাউজার টি চালু করুন। ইউ.আর.এল বক্সে আমরা বন্ধুর ঠিকানা (http://www.amrabondhu.com) লিখে এন্টার চাপুন। এখন অপেক্ষা করুন আপনার কাঙ্খিত পেজটি আসার জন্য। পেজ লোড হয়ে গেলে আপনি আমরা বন্ধুর নীড় পাতা দেখতে পাবেন।
আমরা বন্ধুতে কিভাবে লগইন করবেন?
যদি সদস্য পদের জন্য আপনার আবেদনটি এ্যাডভাইজরী কমিটি কর্তৃক গৃহীত হয়ে থাকে তাহলে আপনি আপনার লগইন আই.ডি ও পাসওয়ার্ড সম্বলিত একটি ইমেইল পাবেন। আমরাবন্ধু ব্লগটি আপনার ব্রাউজারে খুলুন। এবার উপরের দিকে ডান কোণায় দেখুন "ইউজার লগইন" নামের একটি প্যানেল আছে। সেখানে দেখতে পাবেন যথাক্রমে ব্যবহারকারী ও পাসওয়ার্ড নামের দুইটি আলাদা ইনপুট বক্স দেওয়া আছে এবং এর নীচেই আছে লগ-ইন বোতাম। এখন আপনাকে সরবরাহ করা আই.ডি টি ব্যবহারকারী অংশে আর পাসওয়ার্ডটি পাসওয়ার্ড বক্সে সঠিকভাবে বসান, এরপর লগ-ইন বোতাম টি চাপুন। আপনার আই.ডি টি সার্ভারে যাচাই করা হয়ে গেলে সয়ংক্রিয়ভাবে নিজেকে আমরাবন্ধু ব্লগের নীড় পাতায় দেখতে পাবেন। লগডইন অবস্থায় আপনি নতুন পোস্ট দিতে পারবেন, আপনার পুরানো পোস্ট সম্পাদনা করতে পারবেন, নিজের ও অন্যদের পোস্টে মন্ত্যব্য করতে পারবেন। তবে হ্যাঁ অবশ্যই প্রথমবার লগইন করার পর আপনার পাসওয়ার্ডটি বদলে নেবেন।
অন্যান্য পর্বের লিংক সমূহঃ
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ২
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ৩
আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ৪
এডাতো আমরা পারি!! তাইলে????
আমি তো ভাব্লাম নতুন কিছু
এত পার এই পোস্ট টা লিখা দেখাইতা
এইটাতো ছোটদের জন্য নয়
এতো কিছু পারো আর আমাদেরকে কিছুই শিখাওনা... হিংসা...
ঠিক না ঠিক না
কামের জিনিস
শিক্ষামূলক পোস্ট; ইস্টিকি করা হোক; ফ্লেভিকন দিয়া লাগানো হোক
এতো খাটো পোস্ট দেওয়ায় শাতিলকে পাতিল বলিয়া ঘোষণা দেওয়া হইলো। লগে মাইনাস ফ্রি।
পরের পর্ব খুব দ্রুত আসুক। পরপর একাধিক পোস্টও আসতে পারে। প্রয়োজনীয়তা বিচারে দরকার হইলে ফ্ল্যাডিং হোক।
আর মডু আর ডেভুরে আবারো মাইনাস। প্রিয় পোস্টে যোগ করার যন্ত্র নাই ক্যান?
কমেন্ট কেমনে করে সেই টিউটও দেয়া হোক। কারও নাম লগইন লিস্টে দুইবার দেখায়। সেইটা কেমনে করে? নিজের পোস্ট নিজে স্টিকি করার উপায়ও জানতে চাই
এইটাও দেওয়া হইছে আপু। অন্য লিংক গুলা দেখেন। লগইন লিস্টে নাম ২ বার আসা ডেভুর দোষ আর নিজের পোস্টের জন্য মডু হওয়ার আবেদন করেন
আচ্ছা, তাহলে পোস্ট প্রিয়তে নেয়ার একটা টিউট হয়ে যাক
পোস্ট ফেভারিট করার মডিউল নিয়ে ডেভু এখনও বিজি আপু। খুব দ্রুত ব্যবহার করতে পারবেন আশাকরি। আর রিলিজ হলে টিউট অবশ্যই আসবে
ইনারা কুকি নিয়া গিয়ানজাম করছে কুনো, যে কারণে লগড ইন অবস্থায় আমারে কয়েকবার বাইর কইরা দিছে। আমি আবার লগিন করাতে দুইবার করে দেখায় :-s
সীতা কার বাপ ?????
আপু সীতারে এইখানে আসার দাওয়াত দেন
ইউ.আর.এল বক্সে আমরা বন্ধুর ঠিকানা (http://www.amrabondhu.com) লিখে এন্টার চাপুন।
শাতিলরে ভালা পাই
কয়বার লাইক করলাম।হারায়া যায়।
ইন্সট্রাকশন ম্যানুয়ালে এত কম ইনফরমেশন???????
মন্তব্য করুন