আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ২
আপনার একাউন্টের বিবরণ এডিট (সম্পাদনা) করবেন কিভাবে?
এই কাজটি ইচ্ছে করলে আপনি আপনার ব্লগে প্রথম লগইনের সময় বা পরে অন্য যেকোন সময় করতে পারেন। তবে ব্লগ লেখার শুরুতেই কাজটি করে নেওয়া উচিত।
ব্লগের এই অংশে ব্লগারের ব্যক্তিগত সবরকমের তথ্য সংরক্ষন করা হয়ে থাকে। এই তথ্যের সাহায্যেই ব্লগারগণ অন্য ব্লগারদের সাথে পরিচিত হন। আপনার ব্যক্তিগত তথ্য এডিটের জন্য আপনার ব্লগের কন্ট্রোল প্যানেলের দিকে খেয়াল করুন। সেখানে "আপনার পাতা" নামে একটি মেনু দেখতে পাবেন। এতে ক্লিক করুন, আপনাকে আপনার ব্যক্তিগত তথ্যাবলী পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেইজে আপনি "ভিউ / এডিট / ফলো" এই তিনটি অপশন দেখতে পাবেন।
এডিট করার জন্য এডিট লিংকে ক্লিক করুন। আপনার প্রায় সকল তথ্যাবলী আপনার সামনে দৃশ্যমান হবে। এখানে ইমেইল সেকশনে চাইলে আপনার ইমেইল এড্রেস বদলাতে পারবেন। বদলাতে চাইলে নতুন ইমেইল এড্রেস টি ইমেইল বক্সে লিখে প্রকাশ করুন বাটন চাপুন। পাসওয়ার্ড বদলাতে চাইলে পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটি দিন এরপর কনফার্ম বক্সে নতুন পাসওয়ার্ডটি আবার দিন, এরপর প্রকাশ করুন বাটনে ক্লক করে সেভ করুন।
ছবি বদলাতে চাইলে ছবি সেকশনে ব্রাউজে ক্লিক করে নতুন ছবি আপলোড করে দিন, এরপর প্রকাশ করুন বাটনে ক্লিক করে সেভ করুন। বর্তমান ছবিটি মুছতে হলে "ছবিটা মুছে ফেলুন" বক্সটি চেক করে দিয়ে সেভ করুন, ছবি মুছে যাবে।
ব্লগের ভাষা বদলাতে চাইলে পছন্দসই ভাষার রেডিও বাটন টি চেক করে সেভ করুন।
আপনার স্থানীয় সময় পরিবর্তন করতে চাইলে "আপনার স্থানীয় সময় পছন্দ করুন" ট্যাব থেকে সময় সিলেক্ট করে সেভ করুন।
এই পেইজে আপনি “Personal information” নামের আরও একটি অপশন দেখতে পাবেন। এতে ক্লিক করলে আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি আপনার নাম বাংলায় কিভাবে দেখতে চান তা লিখতে পারবেন। এই নামটি ব্লগের সবাই দেখতেপাবে এবং এই নামেই আপনার পোস্ট গুলো প্রকাশিত হবে। বাংলায় আপনার নাম লেখার জন্য "বাংলায় নাম" বক্সে নাম লিখুন। লিখা শেষে প্রকাশ করুন বাটনে ক্লিক করে সেভ করুন।
এখ দিনে এত কিছু শিখাইলে বদ হজম হবে আর মডুরাম/সীতা/রাবন/বিভীষন রাও বিপাকে পরবে কোন্টা রাইখা কোন্টা স্টিকি করা হবে সেইটা নিয়া
এডা ডিটেইলস হৈছে.....
পরের পর্ব কই?
পরের পর্ব তারাতারি দেন য়্যাদ ভাইর পোস্টে আনকমন ইমো কেমতে দিলেন সেডি কইয়া
আপা ঐগুলা আমার সেভ করা ইমো।
ইমো দিলে টেক্সট ভেঙে যাওয়া রোধকরনের কোন মেডিসিন বা প্রতিকার আছে?
মন্তব্য করুন