আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ৩
নতুন পোস্ট কিভাবে লিখবেন?
ধরে নেওয়া হচ্ছে আপনি লগইন করে আছেন। যদি না করে থাকেন তাহলে লগইন করুন। লগইন করার পর দেখবেন লগইন প্যানেলটি বদলে গিয়ে আপনার ব্লগের কন্ট্রোল প্যানেলে পরিণত হয়েছে। সেখানে খেয়াল করুন "নতুন ব্লগ লিখুন" নামের একটি মেনু দেখতে পাবেন। "নতুন ব্লগ লিখুন" - এ ক্লিক করুন। আপনাকে রাইটিং প্যানেল যুক্ত একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি পোস্ট লেখার জন্য দরকারী সবকিছু এখানে পাবেন। রাইটিং প্যানেলের দিকে তাকালে আপনি দেখতে পাবেন সবার উপরে রয়েছে পোস্টের শিরোনাম দেওয়ার জন্য একটি বক্স। এখানে আপনি পোস্টের শিরোনাম লিখবেন। এর নীচে আছে পোস্টের ক্যাটেগরী বা শ্রেণী বিভাগ। এখান থেকে পোস্টের ক্যাটেগরী চিহ্নিত করে ডিতে পারেন (বিটা ভার্শনে এই অপশন টি আপাতত বন্ধ আছে)। এর নীচে বিষয়বস্তু বা মূল পোস্ট বক্স দেখতে পাবেন। এখানে লেখার সুবিধার জন্য আপনাকে কিছু রাইরিং টুল দেওয়া হয়েছে, যেমন ( লেখা বোল্ড / ইটালিক / আন্ডারলাইন কারা টুল, লিংক সংস্থাপন টুল, ইমেজ ইমপোর্ট টুল, কিবোর্ড সিলেকশন টুল, ভার্চুয়্যাল কিবোর্ড টুল ও ইমোটিকন টুল)
এখন নতুন পোস্ট লেখার জন্য আপনার কিবোর্ড সিলেক্ট করুন। শিরোনাম বক্সে পোস্টের শিরোনাম লিখুন। এর পর পোস্টের মূল অংশ লিখুন বিষয়বস্তু অংশে। পোস্টের কোন লেখাকে বোল্ড / ইটালিক / আন্ডারলাইন করতে চাইলে সেই অংশটুকু সিলেক্ট করে বোল্ড / ইটালিক / আন্ডারলাইন চাপুন। লেখা আপনার দরকার অনুসারে পরিবর্তন হয়ে যাবে। রেফারেন্স হিসাবে বা অন্য কোন কাজে লেখার কোন অংশে বাইরের কোন ওয়েব পেজের লিংক যুক্ত করতে চাইলে সেই অংশটুকু সিলেক্ট করে লিংক টুলে ক্লিক করুন। একটি লিংক উইন্ডো আসবে। সেখানে Link URL নামে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনি যেই পেইজ টি লিংক করতে চান তা লিখুন এবং ইনসার্ট বাটনে ক্লিক করুন। সেই সিলেক্টেড লেখাটি লিংকড হয়ে যাবে।
অনেক সময় লেখায় ছবির দরকার হয়। এর জন্য আপনি চাইলে ইমেজ টুল ব্যবহার করে লেখায় ছবি যুক্ত করতে পারবেন। তবে আমরাবন্ধু যেহেতু এখন ও বিটা পর্যায়ে আছে তাই এখানে কোনো ডিরেক্ট ইমেজ আপলোড সিস্টেম নেই। আপনাকে এর জন্য কোন থার্ড পার্টি ইমেজ হোস্টিং সাইট ব্যবহার করতে হবে। কাজটি খুবই সহজ। হোস্টিং সাইটের জন্য আমরা http://imageshack.us এই সাইট টি ব্যবহার করব। আসুন এখন আমরা কিভাবে ইমেজ আপলোড করব তা দেখি। প্রথমে অন্য একটি ব্রাউজারে সাইট টি খুলুন। images / videos রেডিও বাটন টি চেক করুন, এর পর নীচের এড্রেস বক্সে ক্লিক করে আপনার পিসি ঠেকে ছবি সিলেক্ট করে দিন। Upload Options / Resizing >> এ ক্লিক করে ইমেজ সাইজ ৬৪০*৪৮০ করে দিন। এরপর আপলোডে ক্লিক করুন।
ছবি আপলোড হয়ে গেলে আপনাকে সেখানে একটি Image URL দেওয়া হবে। Image URL টি কপি করে আবার আমরাবন্ঢু রাইটিং প্যানেলে আসুন। এবার যেখানে ইমেজ টি দিতে চান সেখানে কার্সর রাখুন এরপর ইমেজ টুলে ক্লিক করুন।Insert / Edit image নামের একটি উইন্ডো সামনে আসবে। আপনি সেখানে দেখবেন Image URL নামে একটি বক্স আছে। সেই বক্সে ঐ ছবির URL টি কপি করে দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করুন। ছবিটি সেখানে এমবেড হয়ে যাবে, পোস্ট টি যখন প্রকাশ করা হবে তখন ছবিটি সেখানে দেখা যাবে।
এই সংক্রান্ত আমাদের একটি ভিডিও আছে এখানে http://www.youtube.com/watch?v=u_gGIgQyLg। আপনি চাইলে ভিডিও দেখে বিষয়টি আরও পরিষ্কার করে নিতে পারেন।
লেখায় ইমোটিকন দিতে চাইলে যেখানে ইমোটিকন দিবেন সেখানে কার্সর রেখে ইমোটিকন টুলে ক্লিক করুন। ইমোটিকন উইন্ডো আসবে। পছন্দসই ইমোটিকন সিলেক্ট করুন। ইমোটিকন সেই কার্সরের স্থানে চলে যাবে। আপনি সেই ইমোটিকনটি তখনি দেখতে পাবেন।
আপনার লেখা শেষ হয়ে গেলে প্রিভিউ বা "প্রাকদৃশ্য" বাটনে ক্লিক করে আসল পোস্ট কেমন হবে তা দেখতে পারবেন। কোন ভুল হলে তা আবার সম্পাদনা করতে পারবেন। সব কাজ শেষ হয়ে গেলে "পাবলিশ" বাটনে ক্লিক করে পোস্ট পাবলিশ করুন। এখন আপনার পোস্ট টি অন্য সবাই দেখতে ও মন্ত্যব্য করতে পারবে।
এই পর্বটা য়্যাদ ভাইয়ের জন্য। উনি গতকাল ছবি দিতে পারেন নাই। য়্যাদ ভাই আশাকরি এখন ইচ্ছামত ছবি দিতার্বেন
চমৎকার পোস্ট, আপ্নে তো দেখি অনেক কামের ছেলে শাতিল বাই
এত দিন পরে বুঝলিরে বেটা । তোরে তো পিটানী দরকার
কমেন্টে আসলে কিছু বাগ আছে। ছবি বা ইমো দেয়ার পর যদি রিচ টেক্সট মোড ডিজেবল না করি, তাইলে কমেন্ট খালি বইলা লাল কালি মাইরা দেয়। একই ভাবে পোস্ট লেখাতেও সেইম মামলা। নতুন লাইনের সমস্যা। একটা ব্লাংক লাইন দেয়াটাই বাগি, দুই তিনটা দেয়ার সিস্টেম এখনো আবিষ্কার করতে পারি নাইক্কা।
ডেভুর জন্য কুশ্চেন, দ্রুপালে কি এইচটিএমএল এনাবল বা ডিজেবল করে লেখার মধ্যে কোনো হিডেন গিয়ানজাম আছে? জিনিসগুলা বাগি কেন বুঝতাছি না।
ইমো রিচ টেক্সট মোডে স্ক্রিপ্টের মাধ্যমে যেগুলা ইন্সার্ট করা যাচ্ছে, সেগুলা নরমালি বিহেভ করতাছে না
এই ব্যাপারটা টাইনি এম.সি.ই 'র সমস্যা। বাংলা ক্সে প্লাগইন টা ব্যবহার করা হয়েছে ঐ টা বেশ পুরানো আর কিছু বাগ আছে, যা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। দ্রুপালে হিডেন গিয়ানজাম নাই। গিয়ানজাম টা অনলি টাইনি'র।
আমি বাংলাকে ভালো বাসি,আমি বাংলাকে ভালো বাসি,আমি বাংলাকে ভালো বাসি,আমি বাংলাকে ভালো বাসি,আমি বাংলাকে ভালো বাসি,আমি বাংলাকে ভালো বাসি,আমি বাংলাকে ভালো বাসি,
আমি আমার মাকে সবচেয়ে ভাল বাসি
আমি আমার মাকে সবচেয়ে ভাল বাসি
আমি আমার মাকে সবচেয়ে ভাল বাসি
আমি আমার মাকে সবচেয়ে ভাল বাসি০
কামে লাগল। এতদিন লিংক দিতে পারতাম না, এহন থেইকা পারমু। আপনেরে
log in করার সুযোগ করে দিন ,
মন্তব্য করুন