আমরা বন্ধু ব্লগ টিউটোরিয়াল - পর্ব ৪
পোস্টে মন্ত্যব্য বা মন্ত্যব্যের জবাব দিবেন কিভাবে?
আপনি কোন পোস্ট পড়তে গেলে মন্ত্যব্যের জন্য পোস্টের নীচে পূর্ব নির্ধারিত ভাবে একটি রাইটিং প্যানেল দেখতে পাবেন। এতে আপনি নতুন পোস্ট যেভাবে লিখে ঠিক সেভাবে মন্ত্যব্য লিখে প্রকাশ করতে পারবেন। আর মন্ত্যব্যের জবাব দিতে চাইলে যে মন্ত্যব্যের জবাব দিতে চান তার নীচে "জবাব" লেখা একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে সেই মন্ত্যব্যের জবাবের জন্য একটি রাইটিং প্যানেল আসবে। সেখানে আপনি মন্ত্যব্য লিখে প্রকাশ করতে পারবেন।
অন্য ব্লগারদের সব লেখা দেখবেন কিভাবে?
আপনি যে ব্লগারের ব্লগ দেখতে চান সেই নামে ক্লিক করে তার ব্লগে যান। সেই ব্লগে গেলে নীচের দিকে আপনি "সাম্প্রতিক ব্লগ দেখুন" নামে একটি লিংক পাবেন। এতে ক্লিক করলে আপনি সেই ব্লগারের সবগুলো লেখা দেখতে পাবেন।
আমরা বন্ধু থেকে লগ আউট করবেন কিভাবে?
এর জন্য আপনাকে নীড় পাতায় যেতে হবে সবার আগে। আপনার কন্ট্রোল প্যানেলে নীচের দিকে লগ আউট লেখা একটি অপশন দেখতে পাবেন। এতে ক্লিক করলে আপনি সাইট থেকে লগ আউট হয়ে যাবেন।
প্রথম পেজে এই বিষয়ে টানা ৪ টি পোস্ট হয়ে গেছে। অন্য পোস্টগুলো সরে যাচ্ছে। এখন মনে হয় সাময়িক বিরতি নেয়া যায়!
মুকুল ভাই আমি এখন অবসরে
শাতিলরে আমরা বন্ধুর পক্ষ থেকে একটা নোবেল প্রাইস দেওয়া হউক
নজরুল ইসলাম ভাইরে সভাপতি কইরা নোবেল কমিটি গঠন করা হৌক
বুঝছি, নাজু বাই কমিটিতে না থাকলে আপ্নের নোবেল পাওয়া হবেনা!
আমার কাজে লাগলো। ধইন্যা
ami apnader amrabondhu te lekha pathate chei ki bhabe shombhob jnaben www.youtube.com/ashin1962
ami apnader kuno jobab paini
আমার বন্ধু ব্লগ খুব সুন্দর
স্বাগ্োম
মন্তব্য করুন