আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
ঠিক যেখানে দিনের শুরু...ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কালো রাত্রি শেষ
মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ
ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কালো রাত্রি শেষ
মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ
এই কাটাতার জঙ্গী বিমান এই পতাকা রাষ্ট্র নয়
দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়
এই কাটাতার জঙ্গী বিমান এই পতাকা রাষ্ট্র নয়
দেশ মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়..................
এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........
ঠিক যেখানে দিনের শুরু...ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কালো রাত্রি শেষ
মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ..............
http://www.kobitaogaan.com/song.php?stype=Adhunik%20And%20Film%20%28By%20Artist%29&singer=Lopamudra%20Mitra
-- সৌজন্যে এপু
গত ছমাস যাবত এই গানটা আমার টপ লিষ্টে আছে।
গানটা শুনলে দেশ জাতি ধর্ম নির্বিশেষে অনেক উপরে উঠে পুরো গ্রহটাকে একটা দেশ মনে হয়, আর একমাত্র জাতি মানুষ।
এলিয়েনরা আক্রমন করলে পুরা পৃথিবী একটা দেশ হইয়া যাইতে পারে
গানটা কে গেয়েছে
সম্ভবত লোপামুদ্রা
নিশ্চয়ই লোপামুদ্রা
ধন্যবাদ শিওর করার জন্য
মনটা খারাপ হয়ে গেল।
কেন আপু?
গানটা শোনা ছিলো না, লিঙ্ক পেলে শুনতে পারতাম।
গানটার লিংক আমি খুজে পাইনি; লোপা মুদ্রার কন্ঠে আমারো শোনা হয় নি; আমি শুনেছি সুর দরিয়ায়
শুইনা দেখি।
চরম গান।
গানের কথাগুলো দারুন। অনেক ভালো লাগলো। সাথে একটু মন খারাপ ভাব ফ্রী।
হ্যা এই গান টা আর সুনীলের "তোমার সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম"কবিতাটা দেশপ্রেমের চিন্তাটা মাটি ছাড়িয়ে মানুষের কাছেও নিয়ে যায়
টাইপো।
দেশ মানে মুখ আকাশ জোরা ইচ্ছে হাজার সূর্যোদয়
দেশ মানে বুক আকাশ জোরা ইচ্ছে হাজার সূর্যোদয়
জোরা যে জোড়া হবে সেটা বললে না?
জোরা টা টাইপো তবে আমি এতদিন মুখ ই শুনছি মুক্ত বলার পর চেষ্টা কইরা বুক শুনলাম; কানটাও গেছে
এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
গানটা এমনিতেই অনেক প্রিয় ...
ধন্যবাদ কাঁকনকে আবার মনে করিয়ে দেয়ার জন্য
কী প্রাসঙ্গিক এখন গানটা!
এক লোকের পাশে অন্য লোকের বিপরীতে হান্নান শাহের কথাটা ভাবো; জমিটুকু চাই, মানুষ না।
আপু যেখানে বাঙালী মরলেই এক লাশ ছাগল ইকুয়েশন হয়; আল্লাহর মাল আল্লায় নেয়; দু একটা বিচ্ছিন্ন ঘটনায় এক আধটা অর্বাচীন আবু বকর মরে যায়; সেখানে কিছু নাকবোচা উনমানুষ পাহাড়ী মেরে যদি মাটির দখল পাওয়া যায় হান্নান শাহ এর সমস্যা কি বলেন
এক বন্ধুর দেয়া লিঙ্কে ঘুইরা আসছিলাম সামুব্লগ। সেখানে অবশ্য একশ নাইলে হাজার লাশের বিনিময়ে হইলেও স্বাধীনতা ধইরা রাখার প্লান। স্বাধীনতা কি ভাবতে বসছি এখন...
জাত্যাভিমান, জাতীয়তাবাদ, যেই চোখ ফিলিস্তানিদের ওপর ইজরাইলের আগ্রাসন দেখে; ইরাক - আফগানিস্থানে আমেরিকান আগ্রাসন দেখে, উলফার স্বাধীনতা সংগ্রামে একাত্মতা বোধ করে জাতীয়তাবাদের চশমায় সেই চোখ ই নিজের দেশের মানুষের ওপর শাষকশ্রেনীর আগ্রাসন দেখেনা.......
এই ঘটনা শুরু হবার পর আমার তথ্য সংগ্রহ শুরু হল। কোথাও কিছু পাই না। আমি নিজে লেখবো, কিছু জানিও না। ছবি নাই, তথ্য নাই। ঘুরলাম ব্লগে ব্লগে। কি যে করুণ অবস্থা! ফেসবুকে পাহাড়িদের কেউ কেউ ছবি শেয়ার করতাছে। আর কোথাও কিছু পেলাম না। নিউজ মিডিয়াতে কালকে থেকে কিছু নাই।
অন্য ব্লগের কাসুন্দি ঘাঁটা ঠিক না ভেবেও ঘাঁটতে হলো। সচলায়তনের লেখা পড়ে খুব ভাল লাগে, শক্তিমান বেশ কয়েকজন লেখক আছে, অথচ তারা এখনো দুনিয়া কাঁপানোর কর্পোরেট ইস্যুতে আছে, আদিবাসী হত্যা নিয়ে সচলদের কোনো লেখা নাই; শুধু হিমুর একটা ব্যানার...এই কারণে হিমুকে স্যালুট! ক্যাডেটকলেজব্লগ দেখে হাসবো না কাঁদবো বুঝলাম না...তারা এখনো আলোচনা করে কোনটা আসলে যৌক্তিক...কি হচ্ছে তার চিন্তা নাই। সামহোয়ারে তাও একেকজন একেক কথা লেখছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি ফুটে উঠছে।
আমরা হানিমুন করতে যাব, ঘুরতে যাব, আর ওদের বিপদের দিনে কীবোর্ড নিয়েও পাশে দাঁড়াতে পারি না... নিজেকে অথর্ব মনে হয়
সচল উচ্চবিত্তের এয়ারকন্ডিশন ড্রইং রুম; আমারব্লগ সবসময় একটা ক্যাচালের মধ্যে থাকে, নাগরিক ব্লগ-আমরাবন্ধু এগুলো তো মাত্র যাত্রা শুরু করলো; সামুতে সব মতাদর্শের সব রকম মানুষ ই যথেষ্ট পরিমানে আছে সেই এঙ্গেলে সামুরে একটুকরো বাংলাদেশ বলছি।
আর আমি কোন ব্লগরেই অন্যব্লগ মনে করিনা (প্রথম আলো ব্লগ ছাড়া); কোন লিখা পছন্দ হইলে সেটা যে ব্লগেরি হোক পড়াই উচিৎ তবে নিক নাই দেইখাই সচলে তেমন যাওয়া হয় না লাস্ট হাসিব ভাইর একটা পোস্ট পড়ছিলাম আশরাফের লিংক ধরে
সেই সময়টার কথা মনে করাইয়া দিলেন যখন রাস্তায় ছাগল চরতে দেখলেই আমরা সসম্মানে চলতাম। হাজার হইলেও প্রধানমন্ত্রীর পেয়ারা বান্দা তারা...
মন্তব্য পইড়া হাসতে হাসতে শেষ
কি জামানা আইলো রে নানী
বাঘের খাঁচায় ছাগল ঢুইকা করে কত মস্তানি
গানের ইউটিউব লিংক।
http://www.youtube.com/watch?v=7iy9EAI9fxc
সরাসরি ডাউনলোডের জন্য
youtube-এর পর 000 (৩ টা শূণ্য) দিয়ে নেবেন।
http://www.youtube000.com/watch?v=7iy9EAI9fxc
ধন্যবাদ মুক্ত
...আমি তো ভাবতেছিলাম, এডা তুমি লেখছো...
তোমার মুখে থুক্কু কি বোর্ডে ফুলচন্দন পড়ুক
বাসায় যেয়ে শুনে দেখব।
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
আগে শুনি নাই তো। শুনি তাইলে
গান কপি পেস্ট করায় মাইনাচ।
গান কপিপেস্ট কে অবহেলা করবেন না
; কমেন্টে দেখেন কতজন এইগানটা নতুন শুনলো; তাগোর কত উপকার কর্লাম;
অন্যের উপকার বাদদেন নিজের উপকারের কথা ই কই আমি লোপামুদ্রার কন্ঠে মানে মূল শিল্পির এইগান আগে শুনিনাই ; এই পোস্ট দেয়ায় এপু লিংক খুজে দিলো; আমি এত দিন শুনছি দেশমানে মুখ আকাশ জোড়া মুক্ত কইলো মুখ না বুক এখন দেখি আসলেই বুক - এই ঘটনা থিকা বুঝলাম আমার কর্নে সমস্যা আছে ........
এটা কোন এপু? এই পোস্টের লিংক-সৌজন্যের এপু? মানে আমাদের এপু?
মনে করছো স্বাগতম দিমু? কক্ষণো না। দেরীতে আসার জন্য মাইনাস
ও আপনি হকার; কি ফেরি করেন? বাদেম বাদেম
গানের লিংক কাকন্দি
ঊফফ আমারে ছাড়া এরা একটা লিংক ও পায় না । কি যে করি ! ঃ)ঃ)
গুড; আপনাকেই খুজছে এবি মানে আমি
আমার নজরুলগীতির পোস্টে ভাবসিলাম এপু এসে লিংক দিবে। হ তারপর আমার ব্লগে তার আর আসার নাম নাই।
লিজের লেখা কোবতে ছাড়া অন্য কোবতে বর্জন করসি ...
এইটা গান; লিংকে ক্লিকায় শুনেন; নাকি গান ও বর্জন করছেন
সবাইকে ধন্যবাদ
খুব প্রিয় অসাধারণ একটা গান।
মন্তব্য করুন