ইউজার লগইন

আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

ঠিক যেখানে দিনের শুরু...ঠিক যেখানে দিনের শুরু অন্ধ  কালো রাত্রি শেষ
মন  যতদূর চাইছে যেতে ঠিক  ততদূর আমার দেশ
ঠিক যেখানে দিনের শুরু অন্ধ  কালো রাত্রি শেষ
মন  যতদূর চাইছে যেতে ঠিক  ততদূর আমার দেশ

এই  কাটাতার জঙ্গী বিমান এই পতাকা রাষ্ট্র নয়
দেশ  মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়
এই  কাটাতার জঙ্গী বিমান এই পতাকা রাষ্ট্র নয়
দেশ   মানে বুক আকাশ জোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়..................

এ  মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ
আমার  কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক
এ  মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ
আমার  কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

ঠিক যেখানে দিনের শুরু...ঠিক যেখানে দিনের শুরু অন্ধ  কালো রাত্রি শেষ
মন যতদূর চাইছে যেতে ঠিক  ততদূর আমার দেশ.............. 

 

 

http://www.kobitaogaan.com/song.php?stype=Adhunik%20And%20Film%20%28By%20Artist%29&singer=Lopamudra%20Mitra
-- সৌজন্যে এপু

পোস্টটি ২৩ জন ব্লগার পছন্দ করেছেন

অপরিচিত_আবির's picture


নীড় সন্ধানী's picture


গত ছমাস যাবত এই গানটা আমার টপ লিষ্টে আছে। Smile

গানটা শুনলে দেশ জাতি ধর্ম নির্বিশেষে অনেক উপরে উঠে পুরো গ্রহটাকে একটা দেশ মনে হয়, আর একমাত্র জাতি মানুষ।

কাঁকন's picture


এলিয়েনরা আক্রমন করলে পুরা পৃথিবী একটা দেশ হইয়া যাইতে পারে

মামুন ম. আজিজ's picture


গানটা কে গেয়েছে

কাঁকন's picture


সম্ভবত লোপামুদ্রা

নীড় সন্ধানী's picture


নিশ্চয়ই লোপামুদ্রা Smile

কাঁকন's picture


ধন্যবাদ শিওর করার জন্য

অদিতি's picture


মনটা খারাপ হয়ে গেল।

কাঁকন's picture


কেন আপু?

১০

নজরুল ইসলাম's picture


গানটা শোনা ছিলো না, লিঙ্ক পেলে শুনতে পারতাম।

১১

কাঁকন's picture


গানটার লিংক আমি খুজে পাইনি; লোপা মুদ্রার কন্ঠে আমারো শোনা হয় নি; আমি শুনেছি সুর দরিয়ায়

১২

মুক্ত বয়ান's picture


শুইনা দেখি।

১৩

মুক্ত বয়ান's picture


চরম গান। Smile

১৪

আহমেদ রাকিব's picture


গানের কথাগুলো দারুন। অনেক ভালো লাগলো। সাথে একটু মন খারাপ ভাব ফ্রী। Sad

১৫

কাঁকন's picture


হ্যা এই গান টা আর সুনীলের "তোমার সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম"কবিতাটা দেশপ্রেমের চিন্তাটা মাটি  ছাড়িয়ে মানুষের কাছেও নিয়ে যায়

১৬

মুক্ত বয়ান's picture


টাইপো।
দেশ  মানে মুখ আকাশ জোরা ইচ্ছে হাজার সূর্যোদয়

দেশ  মানে বুক আকাশ জোরা ইচ্ছে হাজার সূর্যোদয়

১৭

নুশেরা's picture


জোরা যে জোড়া হবে সেটা বললে না?

১৮

কাঁকন's picture


জোরা টা  টাইপো তবে আমি এতদিন মুখ ই শুনছি মুক্ত বলার পর চেষ্টা কইরা বুক শুনলাম; কানটাও গেছে

১৯

মুক্ত বয়ান's picture


Sad

২০

টুটুল's picture


এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

গানটা এমনিতেই অনেক প্রিয় ...
ধন্যবাদ কাঁকনকে আবার মনে করিয়ে দেয়ার জন্য

২১

নুশেরা's picture


কী প্রাসঙ্গিক এখন গানটা!
এক লোকের পাশে অন্য লোকের বিপরীতে হান্নান শাহের কথাটা ভাবো; জমিটুকু চাই, মানুষ না।

২২

কাঁকন's picture


আপু যেখানে বাঙালী মরলেই এক লাশ ছাগল ইকুয়েশন হয়; আল্লাহর মাল আল্লায় নেয়; দু একটা বিচ্ছিন্ন ঘটনায় এক আধটা অর্বাচীন আবু বকর মরে‌ ‌যায়; সেখানে কিছু নাকবোচা উনমানুষ পাহাড়ী মেরে‌ যদি মাটির দখল পাওয়া‌ যায় হান্নান শাহ এর সমস্যা কি বলেন

২৩

ভাঙ্গা পেন্সিল's picture


এক বন্ধুর দেয়া লিঙ্কে ঘুইরা আসছিলাম সামুব্লগ। সেখানে অবশ্য একশ নাইলে হাজার লাশের বিনিময়ে হইলেও স্বাধীনতা ধইরা রাখার প্লান। স্বাধীনতা কি ভাবতে বসছি এখন...

২৪

কাঁকন's picture


জাত্যাভিমান, জাতীয়তাবাদ, যেই চোখ ফিলিস্তানিদের ওপর ইজরাইলের আগ্রাসন দেখে; ইরাক - আফগানিস্থানে আমেরিকান আগ্রাসন দেখে, উলফার স্বাধীনতা সংগ্রামে একাত্মতা বোধ করে জাতীয়তাবাদের চশমায় সেই চোখ ই নিজের দেশের মানুষের ওপর শাষকশ্রেনীর আগ্রাসন দেখেনা.......

২৫

ভাঙ্গা পেন্সিল's picture


এই ঘটনা শুরু হবার পর আমার তথ্য সংগ্রহ শুরু হল। কোথাও কিছু পাই না। আমি নিজে লেখবো, কিছু জানিও না। ছবি নাই, তথ্য নাই। ঘুরলাম ব্লগে ব্লগে। কি যে করুণ অবস্থা! ফেসবুকে পাহাড়িদের কেউ কেউ ছবি শেয়ার করতাছে। আর কোথাও কিছু পেলাম না। নিউজ মিডিয়াতে কালকে থেকে কিছু নাই।

অন্য ব্লগের কাসুন্দি ঘাঁটা ঠিক না ভেবেও ঘাঁটতে হলো। সচলায়তনের লেখা পড়ে খুব ভাল লাগে, শক্তিমান বেশ কয়েকজন লেখক আছে, অথচ তারা এখনো দুনিয়া কাঁপানোর কর্পোরেট ইস্যুতে আছে, আদিবাসী হত্যা নিয়ে সচলদের কোনো লেখা নাই; শুধু হিমুর একটা ব্যানার...এই কারণে হিমুকে স্যালুট! ক্যাডেটকলেজব্লগ দেখে হাসবো না কাঁদবো বুঝলাম না...তারা এখনো আলোচনা করে কোনটা আসলে যৌক্তিক...কি হচ্ছে তার চিন্তা নাই। সামহোয়ারে তাও একেকজন একেক কথা লেখছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি ফুটে উঠছে।

আমরা হানিমুন করতে যাব, ঘুরতে যাব, আর ওদের বিপদের দিনে কীবোর্ড নিয়েও পাশে দাঁড়াতে পারি না... নিজেকে অথর্ব মনে হয় Sad

২৬

কাঁকন's picture


সচল উচ্চবিত্তের এয়ারকন্ডিশন ড্রইং রুম; আমারব্লগ সবসময় একটা ক্যাচালের মধ্যে থাকে, নাগরিক ব্লগ-আমরাবন্ধু এগুলো তো মাত্র যাত্রা শুরু করলো; সামুতে সব মতাদর্শের সব রকম মানুষ ই‌ ‌যথেষ্ট পরিমানে আছে সেই এঙ্গেলে সামুরে একটুকরো বাংলাদেশ বলছি।

 আর আমি কোন ব্লগরেই অন্যব্লগ মনে করিনা (প্রথম আলো ব্লগ ছাড়া); কোন লিখা পছন্দ হইলে সেটা যে ব্লগেরি হোক পড়াই উচিৎ তবে নিক নাই দেইখাই সচলে তেমন যাওয়া হয় না লাস্ট হাসিব ভাইর একটা পোস্ট পড়ছিলাম আশরাফের লিংক ধরে

২৭

ভাস্কর's picture


সেই সময়টার কথা মনে করাইয়া দিলেন যখন রাস্তায় ছাগল চরতে দেখলেই আমরা সসম্মানে চলতাম। হাজার হইলেও প্রধানমন্ত্রীর পেয়ারা বান্দা তারা...

২৮

নজরুল ইসলাম's picture


মন্তব্য পইড়া হাসতে হাসতে শেষ

২৯

কাঁকন's picture


কি জামানা আইলো রে নানী
বাঘের খাঁচায় ছাগল ঢুইকা করে কত মস্তানি

৩০

মুক্ত বয়ান's picture


গানের ইউটিউব লিংক।
http://www.youtube.com/watch?v=7iy9EAI9fxc

সরাসরি ডাউনলোডের জন্য
youtube-এর পর 000 (৩ টা শূণ্য) দিয়ে নেবেন।

http://www.youtube000.com/watch?v=7iy9EAI9fxc

৩১

কাঁকন's picture


ধন্যবাদ মুক্ত

৩২

শাওন৩৫০৪'s picture


...আমি তো ভাবতেছিলাম, এডা তুমি লেখছো...

৩৩

কাঁকন's picture


তোমার মুখে থুক্কু কি বোর্ডে ফুলচন্দন পড়ুক

৩৪

জ্যোতি's picture


বাসায় যেয়ে শুনে দেখব।

৩৫

কাঁকন's picture


Innocent

৩৬

আবদুর রাজ্জাক শিপন's picture


আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

৩৭

কাঁকন's picture


সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক

 

৩৮

শওকত মাসুম's picture


আগে শুনি নাই তো। শুনি তাইলে

৩৯

কাঁকন's picture


Innocent

৪০

সাঈদ's picture


গান কপি পেস্ট করায় মাইনাচ।

৪১

কাঁকন's picture


গান কপিপেস্ট কে অবহেলা করবেন না ; কমেন্টে দেখেন কতজন এইগানটা নতুন শুনলো; তাগোর কত উপকার কর্লাম;
অন্যের উপকার বাদদেন নিজের উপকারের কথা ই কই আমি লোপামুদ্রার কন্ঠে মানে মূল শিল্পির এইগান আগে শুনিনাই ; এই পোস্ট দেয়ায় এপু লিংক খুজে দিলো; আমি এত দিন শুনছি দেশমানে মুখ আকাশ জোড়া মুক্ত কইলো মুখ না বুক এখন দেখি আসলেই বুক - এই ঘটনা থিকা বুঝলাম আমার কর্নে সমস্যা আছে ........

৪২

একলব্যের পুনর্জন্ম's picture


Innocent

৪৩

নুশেরা's picture


এটা কোন এপু? এই পোস্টের লিংক-সৌজন্যের এপু? মানে আমাদের এপু?
মনে করছো স্বাগতম দিমু? কক্ষণো না। দেরীতে আসার জন্য মাইনাস Laughing out loud

৪৪

একলব্যের পুনর্জন্ম's picture


Smile নাহ আমি হ্যাকার

৪৫

কাঁকন's picture


ও আপনি হকার; কি ফেরি করেন? বাদেম বাদেম

৪৬

একলব্যের পুনর্জন্ম's picture


গানের লিংক কাকন্দি

ঊফফ আমারে ছাড়া এরা একটা লিংক ও পায় না । কি যে করি ! ঃ)ঃ)

৪৭

কাঁকন's picture


গুড; আপনাকেই খুজছে এবি মানে আমি

৪৮

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

৪৯

রোবোট's picture


আমার নজরুলগীতির পোস্টে ভাবসিলাম এপু এসে লিংক দিবে। হ তারপর আমার ব্লগে তার আর আসার নাম নাই।

৫০

সাঁঝবাতির রুপকথা's picture


লিজের লেখা কোবতে ছাড়া অন্য কোবতে বর্জন করসি ...

৫১

কাঁকন's picture


এইটা গান; লিংকে ক্লিকায় শুনেন; নাকি গান ও বর্জন করছেন

৫২

তানবীরা's picture


প্রিয়তে

৫৩

কাঁকন's picture


Innocent

৫৪

মন's picture


সবাইকে ধন্যবাদ

৫৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


খুব প্রিয় অসাধারণ একটা গান।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.