বন্ধুদের জন্য ভালোবাসা
আমার নতুন বন্ধুরা,
সবাই কেমন আছো?( প্রথম লেখাতে তুমি বলে ফেললাম বলে কেউ যেন আমাকে মারতে না আসে ) অবশ্য বন্ধুত্যে মারামারি খুবই জায়েজ। যা বলছিলাম। বৃষ্টির আদ্র মমতায় আজকের বাতাসের সাথে আমার বেশ সখ্যতা হয়ে গিয়েছে। তাই তো ঠান্ডা লাগিয়ে বসে আছি। তবে সেটা নিয়ে আমি বেশি চিন্তিত না। নতুন বন্ধুদের কিছু লিখছি ভেবে লাগছে। কারো হয়তো আজ মন খারাপ। কারো হয়তো আজ প্রিয়জনের সাথে ঝগড়া হয়েছে। কারো হয়তো খুব সংগ্রামের সময় যাচ্ছে। আবার কেউ হয়তো আনন্দে আকাশটা ছুঁয়ে দিতে চাইছে, স্বপ্ন বুনছে অন্য কোনো বাস্তবতার। প্রিয় বন্ধু, তোমাকেই বলছি, জীবনের এই চলন্ত অভিযানে তোমার এই বন্ধুর শুভকামনা অবশ্যই থাকলো। সমস্ত মনখারাপ যেনো বৃষ্টির পানিতে ধুয়ে অনেক দূরে চলে যায়। আর আনন্দময়/ময়ী বন্ধুর আনন্দ যেন চুইংগাম হয়ে লেগে থাকে সবসময়। ঠান্ডা শিশিরের শুদ্ধতা, গোলাপের পাপড়ি আর ভোরের হাওয়ার ভালোবাসা রইল আমার বন্ধুগুলির জন্য। সবাই অনেক ভালো থেকো।
তোমাদের বন্ধু শাহরিন
এবিতে স্বাগতম...
আপনিও ভাল থাইকেন
এ বি তে স্বাগতম ।
ওই যে আপনের এক নম্বর বন্ধু এক নম্বরে কমেন্ট করে গেছে।
আমি কি যে লিখি। প্রচুর কাজ পড়ে আছে। কিন্তু বিস্না থেকে উঠতেই পারতেসি না। আইলসামীর চোটে।
বেশী আইলসামী ভালু না
...
এইবার উইঠা ইফতার বানান
ইফতারীর টাইমও হয়ে গেল নাকি? আজব! এখন উঠতেই হচ্ছে।
আইলসামী কিছুটা কাল্কের জন্য জমায় রাখি। কারণ কালকে আমার ছুটি, লক্ষ আনন্দ..
কালকে কিসের ছুটি?
আপ্নারাতো দেশটারে ডুবাইবেন... এত্ত ছুটি ছুটি করলে কি চলপে?
ইহ্ নিজেরা কাটায় দুইদিন করে করে, আর আমি পাই একদিন মাত্র।
আমার জিরাফটারে খুঁইজা পাইতেসি না। কালকে একটু তারে নিয়া বাইর হৈতে চাইসিলাম।
আহারে.. এত সুখ কি আর আমাগের কপালে আছে?

আমাগো দেড়দিন ছুটি... বিষ্যুদবার হাফ.. শুক্কুরবার ফুল অফ
জিরাফ!!
দারুন বলছেন,মীর ভাই।
টুটুল ভাই তাইলে এখনো পুরান আমলের সিস্টেমে আছেন। বাহ্,এই সিস্টেমটা আমাদের বাসায় অনেকদিন চালু আছিলো। ছোটবেলায় আব্বুজান বৃহস্পতিবার দুপুরে বাসায় চলে আসতেন।
@ বাউন্ডুলে, হ জিরাফ। ওর নাম মেলমিন।
u r
আমরা বন্ধুতে স্বাগতম,শাহরিন।
তোমার আগমনী লেখাখানা বেশ লাগলো।
নিয়মিত লিখবে জেনো!
ভাল থেকো,অনেক ভাল..সবসময়।।
চুইংগামের মত আনন্দ চাই
তুমিও অনেক ভালো থেকো। বন্ধু শাহরিন
এখোনো কেউ অপটিমিসটিক দেখতেই ভালো লাগে !
অনেক শুভকামনা আপনাকে, খুব ভালো থাকুন ।
ভালো লাগলো ও শুভ কামনা
অনেক দিনের পর!
ওয়েলকাম ব্যাক টু এবি!
সামনে এক্সাম, এটা না ধরলে ভালই!
তোমার কি অবস্থা? এতদিন ছিলা কই? আর যাইবা না তো?
মন্তব্য করুন