ইউজার লগইন

বন্ধুদের জন্য ভালোবাসা

আমার নতুন বন্ধুরা,
সবাই কেমন আছো?( প্রথম লেখাতে তুমি বলে ফেললাম বলে কেউ যেন আমাকে মারতে না আসে ) অবশ্য বন্ধুত্যে মারামারি খুবই জায়েজ। যা বলছিলাম। বৃষ্টির আদ্র মমতায় আজকের বাতাসের সাথে আমার বেশ সখ্যতা হয়ে গিয়েছে। তাই তো ঠান্ডা লাগিয়ে বসে আছি। তবে সেটা নিয়ে আমি বেশি চিন্তিত না। নতুন বন্ধুদের কিছু লিখছি ভেবে লাগছে। কারো হয়তো আজ মন খারাপ। কারো হয়তো আজ প্রিয়জনের সাথে ঝগড়া হয়েছে। কারো হয়তো খুব সংগ্রামের সময় যাচ্ছে। আবার কেউ হয়তো আনন্দে আকাশটা ছুঁয়ে দিতে চাইছে, স্বপ্ন বুনছে অন্য কোনো বাস্তবতার। প্রিয় বন্ধু, তোমাকেই বলছি, জীবনের এই চলন্ত অভিযানে তোমার এই বন্ধুর শুভকামনা অবশ্যই থাকলো। সমস্ত মনখারাপ যেনো বৃষ্টির পানিতে ধুয়ে অনেক দূরে চলে যায়। আর আনন্দময়/ময়ী বন্ধুর আনন্দ যেন চুইংগাম হয়ে লেগে থাকে সবসময়। ঠান্ডা শিশিরের শুদ্ধতা, গোলাপের পাপড়ি আর ভোরের হাওয়ার ভালোবাসা রইল আমার বন্ধুগুলির জন্য। সবাই অনেক ভালো থেকো।

তোমাদের বন্ধু শাহরিন

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


এবিতে স্বাগতম...

আপনিও ভাল থাইকেন Smile

শাহরিন রহমান's picture


Smile Smile শুকরিয়া শুকরিয়া Smile Smile

সাঈদ's picture


এ বি তে স্বাগতম ।

শাহরিন রহমান's picture


Smile Smile Smile Smile ধণ্যবাদ Smile Smile Smile Smile

মীর's picture


ওই যে আপনের এক নম্বর বন্ধু এক নম্বরে কমেন্ট করে গেছে। Big smile
আমি কি যে লিখি। প্রচুর কাজ পড়ে আছে। কিন্তু বিস্না থেকে উঠতেই পারতেসি না। আইলসামীর চোটে।

টুটুল's picture


বেশী আইলসামী ভালু না Smile ...
এইবার উইঠা ইফতার বানান Smile

মীর's picture


ইফতারীর টাইমও হয়ে গেল নাকি? আজব! এখন উঠতেই হচ্ছে।
আইলসামী কিছুটা কাল্কের জন্য জমায় রাখি। কারণ কালকে আমার ছুটি, লক্ষ আনন্দ.. Smile

টুটুল's picture


কালকে কিসের ছুটি?

আপ্নারাতো দেশটারে ডুবাইবেন... এত্ত ছুটি ছুটি করলে কি চলপে?

মীর's picture


ইহ্ নিজেরা কাটায় দুইদিন করে করে, আর আমি পাই একদিন মাত্র।
আমার জিরাফটারে খুঁইজা পাইতেসি না। কালকে একটু তারে নিয়া বাইর হৈতে চাইসিলাম।

১০

টুটুল's picture


আহারে.. এত সুখ কি আর আমাগের কপালে আছে? Sad
আমাগো দেড়দিন ছুটি... বিষ্যুদবার হাফ.. শুক্কুরবার ফুল অফ Smile

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


জিরাফ!!

দারুন বলছেন,মীর ভাই।

১২

মীর's picture


টুটুল ভাই তাইলে এখনো পুরান আমলের সিস্টেমে আছেন। বাহ্,এই সিস্টেমটা আমাদের বাসায় অনেকদিন চালু আছিলো। ছোটবেলায় আব্বুজান বৃহস্পতিবার দুপুরে বাসায় চলে আসতেন। Smile
@ বাউন্ডুলে, হ জিরাফ। ওর নাম মেলমিন।

১৩

শাহরিন রহমান's picture


Smile Smile কমেন্ট করার জন্য ধণ্যবাদ Smile Smile

১৪

মীর's picture


u r Welcome

১৫

শাহরিন রহমান's picture


Smile Smile Smile Party Party Party Party

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমরা বন্ধুতে স্বাগতম,শাহরিন।

Welcome

তোমার আগমনী লেখাখানা বেশ লাগলো।
নিয়মিত লিখবে জেনো!

ভাল থেকো,অনেক ভাল..সবসময়।।

১৭

শাহরিন রহমান's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud কমেন্টটা আনন্দ দিল। এই বন্ধুটাঅ যেন অনেক ভালো থাকে। শুভকামনা শুভকামনা। Party Party

১৮

রাসেল আশরাফ's picture


Welcome

১৯

শাহরিন রহমান's picture


090811-0804.jpg

২০

শাহরিন রহমান's picture


090811-0804_0.jpg

২১

একজন মায়াবতী's picture


Welcome
চুইংগামের মত আনন্দ চাই Smile

২২

শাহরিন রহমান's picture


090811-0810.jpg

২৩

তানবীরা's picture


তুমিও অনেক ভালো থেকো। বন্ধু শাহরিন

২৪

শাহরিন রহমান's picture


Smile Smile Smile Smile Smile তুমিও বন্ধু তানবীরা। শুভকামনা তোমার জন্য।

২৫

একলব্যের পুনর্জন্ম's picture


এখোনো কেউ অপটিমিসটিক দেখতেই ভালো লাগে !

অনেক শুভকামনা আপনাকে, খুব ভালো থাকুন ।

২৬

শাহরিন রহমান's picture


Smile Smile Smile Smile আপনার জন্যও শুভকামনা। আপনিও অনেক ভালো থাকুন Smile Smile Smile Smile

২৭

মাহবুব সুমন's picture


ভালো লাগলো ও শুভ কামনা Party

২৮

শাহরিন রহমান's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Party Party Party Party

২৯

রশীদা আফরোজ's picture


Welcome

৩০

শাহরিন রহমান's picture


smily.jpeg

৩১

প্রিয়'s picture


Welcome টু এবি।

৩২

শাহরিন রহমান's picture


sssmmmii.jpeg অনেক ভালো থাকুন।

৩৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক দিনের পর! Laughing out loud

ওয়েলকাম ব্যাক টু এবি! Tongue

৩৪

শাহরিন রহমান's picture


Smile জ্বী। অনেকদিন পর। কেমন আছেন?

৩৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সামনে এক্সাম, এটা না ধরলে ভালই! Tongue

তোমার কি অবস্থা? এতদিন ছিলা কই? আর যাইবা না তো?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাহরিন রহমান's picture

নিজের সম্পর্কে

আমার লেখার জগতটাকে খিচুড়ি বলা যেতে পারে। কবিতা, গান আর নিজস্ব কিছু চিন্তাভাবনা + ভালোবাসার মেশেলে একটা অনুভুতিময় জগৎ। প্রিয় পাঠক, আমার খিচুড়ি Type লেখার জগতে আপনাকে সুস্বাগতম।