ছোটদের নতুন পৃথিবী
ধরে নাও আজ পালটে গেল
এই পৃথিবীর নিয়ম,
ছোটদের আর মারছে না কেউ
বকছে না কেউ তেমন।
শিখছে ওরা হাতের শিল্প
প্রযুক্তি আর কাজ,
করছে যে আয় নিজের মত
হচ্ছে না আর ভার।
পড়ছে এখন নিজের টাকায়
দিচ্ছে না কেউ চাপ,
গবেষণায় শিক্ষা জ্ঞানে
পেরোচ্ছে তার ধাপ।
খুলছে অনেক বাচ্চা চালিত
সাহায্য কমিটি,
বাচ্চা সবাই ভাবনা করে
বানাচ্ছে সমিতি।
শিখছে নিতে দায়িত্ব ভার
বাড়ছে বুদ্ধিবৃত্তি,
দক্ষতা আর কর্মজ্ঞানে
হচ্ছে নতুন সৃষ্টি।
ছোটদের এই মজার জগৎ
কল্পনার এক মূর্তি,
তবুও যদি বাস্তবে আজ
ঘটতো এসব সত্যি?!!
বেশ লিখেছেন ।
অনেক ধণ্যবাদ আপনাকে।
দারুন। ভাগ্যিস বাচ্চারা ব্লগ পড়ে না তাহলেতো আমাদের অবস্থা কাহিল হয়ে যেতো
সেকি! কেনো??? এতে আমাদের সভ্যতা অনেক এগিয়ে যেতো। ভাবতেই মজা লাগে।
জটিল কবিতা.........!!!!!!!!!!!!!!!!!
ভাল হৈত এমন হলে!
এত কম লেখেন/আসেন কেন?!
মন্তব্য করুন