প্রেমিকের কাছে প্রেমিকার চিঠি
প্রিয়তম কুদ্দুস,
তোমার পরিবার হইতে আমাদের বাড়ি বিবাহের প্রস্তাব আসিয়াছিল। আমার আনন্দরাশি বিকাশিত হইবার পূর্বেই তাহারা জানিতে চাহিলো আমার সুখের জন্য খুশী হইয়া আমার পিতা তোমাদের কি দিবার চান। আমার পিতা জানাইলো “দু’আ”। তাহারা আমোদ পাইলো বলিয়া বোধ হয়। তাহারা আরো জানাইলো যে বাড়ীর বউয়ের বাহিরে চাকরী করা তাহাদের রীতিতে নাই। ভালো মেয়েরা চাকরী করে না। আমার গায়ের রঙ কালো বলিয়া তাহাদের চোখে বেদনার আভাস দেখিতে পাইলাম।
প্রিয় কুদ্দুস, তোমার পিতা মাতাকে এত বেদনা পাইতে মানা করিয়া দিও। বলিয়া দিও আমাকে তুমি বিবাহ করিতেছ না। ইহাতে তুমি ও তাহারা উভয়ই সুখী হইবে।
কুচকুচে কালো বউকে বিবাহ করিয়া আলাদাভাবে সংসার শুরু করিলে তাহাদের দুঃখের সীমা থাকিবে না। দুঃখের মাত্রা বাড়িয়ে যাইবে, যখন শুনিবে ঘরের বউ বিবাহের পূর্বে চাকরী ধরিয়াছে, নিজের খরচে জীবন চালাইতেছে ও নিজের পিতা মাতার দেখভাল করিতেছে। ব্যাথার সাগরে তাহারা সাঁতার কাটিবে যখন শুনিবে আমি তোমাকে দিয়া সপ্তাহে ৩ দিন রান্না ও ঘরের কাজ করাইতেছি; এবং সবচেয়ে বড় বিষয় আমার পিতা শুধু এবং শুধুমাত্র দু’আ ছাড়া আর কিছু দেন নাই বিয়েতে। পুত্র হিসেবে তোমার তাহাদের এরূপ ব্যাথা দেওয়া কি উচিৎ হইবে বলো?
তোমার এবং তোমাদের মঙ্গল কামনা করিতেছি। ভালো থাকিও। পিতা মাতার যত্ন নিও। দু’আ করি সুখী হও।
ইতি কুলসুম
(পরিশেষ: বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট)
অসাধারণ
বেচারা কুদ্দুস
এমন পাষাণীরে ভালু পাইছিলু 
কুদ্দুইস্সার জন্য এরমই ঠিকাছে। কুলসুম সেইরম
কুদ্দুসরা যুগে যুগে এরকম ধরা খায়
আর কুলসুমরে সুখের সংসার করে দিন কাটায়!
যুগে যুগে ধরা খায়নি। এখন ধরা খাচ্ছে। এবং খেতেই থাকবে। যতদিন না তাদের মন এবং পরিবারে আলোর ছোয়া লাগবে।
চমৎকার।
এত অনিয়মিত কেন?
নতুন লেখা কই কুলসুমের খালাম্মা?
আহারে! কুদ্দুইচ্ছা, শেষে খাইলো এম্নে ছ্যাচাঁ!!
awesome, fantastic,mindblowing-babu
েচারা কুদ্দুস।
এই ডা চিঠি নাকি এটোম বোম

মন্তব্য করুন