ইউজার লগইন

একটি নিরব ‘খুনের’ কথা

সাংবাদিক সাগর সারোয়ার আর মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে দেশে-বিদেশে তোলপাড় চলছে। নিজের বাসায় এই দম্পতির মর্মান্তিক ঘটনায় সারা দেশের মানুষ ক্ষুব্ধ, শোকাহত, হতবিহ্বল। সবারই জিজ্ঞাসু দৃষ্টিতে যেন একটি প্রশ্ন- কারা খুন করলো সাগর-রুনিকে, কেন করলো? আর এমনতর হতবিহ্বল, শোককাতর সময়েই আরো একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটছে। সেই ‘খুনের’ ঘটনাটি ঘটছে একেবারে প্রকাশ্যে, কিন্তু যারা ‘খুন’ করছেন কিংবা যাদের সামনে ‘হত্যাকাণ্ডটি’ সংঘটিত হচ্ছে তারা নিজেরাও হয়তো বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে । তৃতীয় এই হত্যাকাণ্ডের শিকার সারোয়ার-রুনির একমাত্র সন্তান মেঘ। না, শারীরিকভাবে ‘খুন’ হয়ে যাচ্ছেনা মেঘ। কিন্তু ছোট্ট এই অবুঝ শিশুটিকে নিয়ে বেদম টানা-হ্যাঁচড়ায় তার শিশুতোষ পৃথিবী নৃশংসভাবেই খুন হয়ে যাচ্ছে! তার অনুভূতিকে খুঁচিয়ে খুঁচিয়ে ‘খুন’ করা হচ্ছে, কোনো পেশাদার খুনীচক্র নয়, খুন করছেন তার বাবা-মার অসচেতন সহকর্মীরা
ভয়াবহ, চরম দু:খজনক এক ঝড়ো হাওয়া এখন মেঘের জীবন, তার মানসিক জগতের বুঝ-ব্যবস্থা, ভাঙচুর কতোটাই বা চোখে পড়ে! ঘুম ভেঙেই যখন একটি শিশু ঘরের মেঝেতে বাবা মার রক্তাক্ত লাশ দেখে, তখন সেই শিশুটির মনের অবস্থা কি হয় তা বোঝার মতো অবস্থা আমাদের কারোরই কি আছে? আবার বিবেচনাহীন মানুষওতো আমরা নই। অথচ কি বিবেচনাহীন আচরনই না আমরা করছি এই অবুঝ শিশুটির সঙ্গে! প্রতিমুহূর্তে পত্র-পত্রিকায় চোখ বুলিয়ে দেখতে পাচ্ছি কিভাবে সকলে একযোগে ঝাঁপিয়ে পড়েছে এই শিশুটির উপর। কিভাবে নানা এ্যাঙ্গেলে তার বর্তমান ছবি তোলা এবং ছাপা হচ্ছে! ভাবগতিকে মনে হচ্ছে সকলে হৃদয়হীনের মতো ঝাঁক বেধে হুমড়ি খেয়ে পড়েছে মেঘ এর উপর। যেন মেঘকে উপর্যুপরি রক্তাক্ত না করলে তাদের ‘পারফরমেন্স’ পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাচ্ছে না!
প্রথম আলো লিখেছে “শনিবার ভোর ছোট্ট এই শিশুটির কাছে হাজির হয়েছে চরম বীভৎসতা নিয়ে। শোবার ঘরে মা-বাবার রক্তাক্ত দেহ, অশ্রুসজল নানির ছুটে আসা, মার সহকর্মীদের, বাবার সাংবাদিক বন্ধুদের ভিড়, কান্না, র্যা ব- পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলের নেতা, অসংখ্য ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ- হতবিহ্বল আতংকগ্রস্থ মেঘ।
এক ফাঁকে মেঘকে এ পরিস্থিতি থেকে বলতে গেলে উদ্ধার করেন রুনির মামারা। পশ্চিম রাজাবাজারের বাসা থেকে তাকে নিয়ে আসেন মেহেরুন রুনির নানাবাড়ি বউবাজারের মির্জা হাউসে। এ বাড়িতে লোকের ভিড় কম। আছে শুধু দীর্ঘশ্বাস, মাঝেমধ্যে গোঙানির শব্দ। দোতলায় একটানা বিলাপ করছেন রুনির সত্তরোর্ধ্ব নানি তৈয়েবুন মির্জা। তিনতলায় মেঘ স্বজনদের সঙ্গে সোফায় আধশোয়া।”
কি আশ্চর্য! এতো মানুষের ভীড়ে, এতো স্বজন-শুভাকাংখীদের ভীড়ে ‘একটি অসহায় শিশুর প্রতি সংবেদনশীলতা’ নিয়ে হাত বাড়িয়ে দেওয়ার মতো কোনো মানুষই যেন সেখানে ছিলো না। তার মামারা তাকে উদ্ধার করে তাদের বিবেচনায় ‘নিরাপদ’ একটি জায়গায় নিয়ে গিয়েও তাকে স্বস্তি দিতে পারে নি। সদ্য বাবা-মা হারানো এই শিশুটি কিছু বুঝে উঠার আগে, কোথাও মুখ গুঁজে তার বেদনাটুকু ঝেড়ে ফেলার (আদৌ এই বেদনা কতদিন ঝেড়ে ফেলতে পারবে কে জানে!) সুযোগ পাবার আগেই তাকে ধাওয়া করার মূর্তমান আতংক তার মনের ভেতরে বাসা বেঁধে ফেলছে! কারো বুকে মুখ লুকিয়ে নির্ভরতা খোঁজার সুযোগ পাওয়ার আগেই তাকে মুখোমুখি হতে হচ্ছে নানা মিডিয়ার। পাশাপাশি সে দেখতে পাচ্ছে, তার চারপাশের লোকজন কাঁদছে, বিবৃতি দিচ্ছে, ছবি নেয়া হচ্ছে, বাবা-মায়ের প্রসঙ্গ ঘুরেফিরে আলোচিত হচ্ছে। কি হয়েছে, কি দেখেছে, কিভাবে মেরেছে, কখন দরজা খুলে দিলো –আহা ছোট্ট এই শিশুটিকে কিছুতেই যেন ভুলতে দেয়া চলবে না! ছোট্ট মগজটির উপর চাপ দিয়ে দিয়ে বারবারই তাকে আতংকের স্মৃতির মধ্যে ফেলে দেওয়া! মেঘের মামারা তাকে কয়েক ঘন্টার জন্য রেখে এসেছিলেন একই ফ্লাটের একটি বাসায়। সেখানেও ওই ভদ্র মহিলা তাকে একই প্রশ্ন করেছেন। এবং তারপর পিছু নিয়েছে সাংবাদিকরা।
কালের কণ্ঠ থেকে উদ্ধৃতি দেই।“...এর আগে আমেনা বেগম ও স্বজনদের কাছে অস্পষ্ট বর্ণনা শুনে সংবাদকর্মীরা দিনভর খুঁজে বেড়ান শিশু মেঘকে। সে কোথায় এবং কেমন আছে? একই সঙ্গে মেঘের বর্ণনা কী- এসব জানতে চাইলে স্বজনরা জানায়, 'ও এখন ভালো নেই। ওর সঙ্গে কথা বলা যাবে না।' পরে খোঁজ নিয়ে জানা যায়, মেঘকে রুনির নানার বাসায় রাখা হয়েছে। ইন্দিরা রোডের বৌবাজার গলির ৪৪/এফ মির্জা ভিলায় কথা হয় মেঘের সঙ্গে। সেখানেও মেঘের সঙ্গে সংবাদকর্মীদের কথা বলতে আপত্তি জানায় স্বজনরা। পরে বিশেষ অনুরোধে মেঘের দেখা মেলে। অস্পষ্ট করে হলেও সব প্রশ্নেরই উত্তর দিয়েছে মেঘ।”অর্থ্যাৎ মিডিয়া হন্যে হয়ে খুজেঁ বেড়িয়েছে মেঘকে। আত্মীয় স্বজনের আপত্তি, মেঘের শারীরিক অবস্থা ভালো না, কোনো কিছুই তাদের বিরত রাখতে পারে নি। মেঘকে কথা বলতে দিতে বাধ্য করা হয়েছে। এতে কি চরম নিষ্ঠুরতা প্রদর্শিত হচ্ছে না শিশুটির প্রতি? অথচ সর্বপ্রথম পদক্ষেপ হিসেবেই সব লোকচক্ষুর আড়ালে, সকল বেদনা-বিহ্বলতার আড়ালে সরিয়ে নেয়া দরকার ছিলো শিশুটিকে। সকলে মিলে মেঘের ভুবনটিকে, মেঘের ভবিষ্যতকে নিরাপদ করার দায়িত্ব ছিলো সবার আগে।
আর এইখানেই মিডিয়ার সংবেদনশীলতা নিয়ে, মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে। সাগর- রুনির হত্যাকাণ্ডের খবরের ক্ষেত্রে অবোধ শিশুটির বক্তব্য কতোটা জরুরী? তদন্তের স্বার্থে যদি জরুরি হয়েও থাকে, সে দায়িত্বটুকু যথাযথ তদন্তকারী সংস্থা মেঘের অভিভাবকের উপস্থিতিতে, শিশুটিকে যথোপযুক্ত পরিবেশ দিয়ে গ্রহণ করতে পারতো না? মেঘ কি দেখেছে-না দেখেছে তার চেয়েও মিডিয়ার উদ্বিগ্ন হওয়ার কথা ছিলো শিশুটির নিরাপত্তা, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে । সাংবাদিকতা একটি সংবেদনশীল পেশা। মিডিয়াকর্মীদের অনেক বিষয়েই সংবেদনশীল হতে হয়। কিন্তু দু:খজনক হলেও সত্য, বাংলাদেশের সাংবাদিকদের সিংহভাগই ‘সংবেদনশীলতা’ শব্দটির সঙ্গেই পরিচিত নন। এ হত্যাকাণ্ডটি তা আবারো প্রমাণ করলো।
উন্নত বিশ্বে কোনো পরিবারে খুন তো অনেক পরের কথা, স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রথমে ওই বাসার বাচ্চাদের সরিয়ে নেয় পিতামাতার মুখোমুখি হবার আগে । কোনো ধরনের সংহিস পরিস্থিতি যেন বাচ্চার মনে কোনো ধরনের বিরুপ প্রতিক্রিয়া তৈরি করতে না পারে, সে জন্যেই এই পদক্ষেপ নেওয়া । আর খুনোখুনির ঘটনা ঘটলে তো কথা নেই! শিশুটিকে রাষ্ট্র তার দায়িত্বে নিরাপদ আশ্রয়ে রেখে প্রথমে তার মানসিক চিকিৎসা নিশ্চিত করে । এই ঘটনাটা ঢাকার না হয়ে পশ্চিমা কোনো দেশে ঘটলে স্বাভাবিক ভাবেই মেঘের প্রথম যাবার কথা ডাক্তারের কাছে। তার মনের উপর দিয়ে যে ঝড় বইয়ে গেছে তা থেকে পরিত্রান দিতে, তাকে স্বাভাবিক করে তুলতে মানসিক চিকিৎসকের তত্ত্বাবধানেই তাকে থাকতে হতো। মিডিয়া কেন, পুলিশও অন্তত সপ্তাহখানেক তার কাছেই ভীড়তো না। পুলিশের উপস্থিতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুবিষয়ক সমাজকর্মীরা হয়তো জানার চেষ্টা করতো ঘটনা। সেটাও অনেক পরে।
কিন্তু দুর্ভাগ্য মেঘ-এর, তার চারপাশের মানুষের কাছ থেকে তার প্রাপ্য সহমর্মী আচরণ সে পায়নি। তার শিশুমনে হয়তো হত্যাকারীদের প্রতি বিতৃষ্ণার পরিমান আর তাকে ইন্টারভিউ করতে আসা সহমর্মীরা একই অবয়বে ধরা পরছে, কে বলতে পারে!

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

স্বপ্নের ফেরীওয়ালা's picture


দুর্ভাগ্য মেঘ-এর, সে জন্মেছে বসবাসের অযোগ্য এক দেশে...

শওগাত আলী সাগর's picture


তার চেয়েও দূর্ভাগ্য আমাদের মিডিয়ার বন্ধুরা সংবেদনশীলতা শিখে ওঠার সময় পায় নি।

মেসবাহ য়াযাদ's picture


সাগর ভাই, আপনার লেখার প্রতিটা শব্দের সাথে একমত পোষন করছি। এই মাত্রই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এই নিয়ে একটি লাইভ অনুষ্ঠান দেখলাম। খালেদ মুহিউদ্দিন ছাড়াও এতে উপস্থিত ছিলেন- নাইমুল ইসলাম খান, অসিফ নজরুল এবং মনোরোগ বিশেষজ্ঞ ডা.মুহিত কামাল। ঘুরে ফিরে সবার আলোচনার বিষয়ই ছিল মেঘ। ঠিক আপনার কথাগুলোই বলেছেন সবাই।
আপনাকে ধন্যবাদ এরকম সময় উপযোগী একটি লেখার জন্য। আশা করছি- এ লিখাটি পড়ে গণমাধ্যমকর্মী বন্দুদের ক্ষাণিকটা হুঁশ হবে। আর সে কারণেই আপনার অনুমতি ছাড়া লেখাটি ফেসবুকে শেয়ার করে দিলাম...

শওগাত আলী সাগর's picture


েমসবাহ, অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য। আপনি ফেসবুকে শেয়ার করেছেন জেনে ভালই লাগলো। । আমি প্রথমদিনে ফেসবুকে এ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, পরে মনে হলো মনের ভাবনাগুলো লিখেই ফেলি।
বাংলাদেশে মিডিয়ার বিস্তৃতি এতো দ্রুত ঘটেছে যে তার সঙ্গে পাল্লাদিয়ে কোয়ালিটি এগুতে পারে নি। আমার বন্ধুদের অনেকেই রেগে যাবে, তবু বলি কোয়ালিটি আর মিডিয়ার বিস্তৃতি একসাথে হাটছে না বাংলাদেশে। আর সংবেদনশীলতা ?
যাক! তবু কোনো কোনো ঘটনা সুযোগ করে দেয় এইসব নিয়ে প্রশ্ন তোলার। সাগর রুনির দু:খজনক মৃত্যু মিডিয়ার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। এখন যদি আমাদের মিডিয়ার বন্ধুরা খানিকটা সজাগ হন। অাবারো ধন্যবাদ মেসবাহ আপনাকে।

তানবীরা's picture


উন্নত বিশ্বের কথা বলে আর লাভ কি? সেসব কি তাদের কানে পৌঁছুবে?

একটা বাচ্চার কতো দূর্ভাগ্যে হলে এমন ঘটনা ঘটে। সিনেমাকেও হার মানায়। আমি ভাবি একদিন যখন আত্মীয় স্বজনরা শোক সামলে যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়বেন, এ বাচ্চাটা কতো লোনলী বড় হবে। কোনদিন আর তার জীবন স্বাভাবিক হবে না, কিছুতেই না। কি অপরাধের শাস্তি সে পেলো?

শওগাত আলী সাগর's picture


অনেক ধন্যবাদ তানবীরা । মেঘ হয়তো হতভাগা! তার বাবা মা'র সহকর্মীদের কাছ থেকে সহমর্মী আচরন পায়নি। তবু এ নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে ভবিষ্যতে আর কোনো মেঘ (যদিও সেটা আমরা দু:স্বপ্নেও চাই না) হয়তো বা এই পরিস্থিতির সম্মুখীন হবে না।

লীনা দিলরুবা's picture


সাগর ভাই, আপনার ভাবনা জাগানিয়া লেখাটি পড়ে অনেক কথা বলতে ইচ্ছে করছে।

মিডিয়ার লোকজনের আরো প্রশিক্ষন দরকার। তাদের খবর খোঁজার বলি হচ্ছে ছোট্ট শিশুটি-যার জীবনটা একবারতো তছনছ হয়েছেই এখন প্রতিদিন হবে, পুরো জীবন তাকে দু:স্বপ্নের মতো স্মৃতিগুলো তাড়া করে যাবে। হলুদ সাংবাদিকতার কথা নাহয় নাইবা বললাম।

শওগাত আলী সাগর's picture


অনেক কথা বলতে' শুরু করেন। কথা না বললে হবে না। আমরা যতো বেশি বলবো ততই সেগুলো গ্রহনযোগ্যতা পেতে থাকবে।
অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।

জেবীন's picture


একটা ছবি দেখলাম বাচ্চাটা কার কাধঁএ যেন মুখ গুজে আছে, পেছন থেকে গিয়ে ওর লালচে হয়ে যাওয়া মুখের ছবিটা তোলা হয়েছে, আর বলা হলো, "বিমর্ষ নির্বাক মেঘ" এই জাতীয় ডায়ালগ! দেখে মুখের গালি থামাতে পারিনি। Stare

সবাই দেশের দোষ দিচ্ছেন, দেশের কি দোষ। কাটতির জন্যে পত্রিকা বেচাঁর জন্যে নিজের বিবেকের নূন্যতম ব্যবহার না করা মানুষগুলার কথা কেউ আনছেন না।

১০

শওগাত আলী সাগর's picture


দোষটা দেশের নয়, আমাদের মিডিয়া অনেক কিছুই এখনো শিখে উঠতে পারে নি, অথচা সাংবাদিকতার জন্য এগুলো জরুরী। আর সেনসিটিভিটি হচ্ছে একজন সাংবাদিকের প্রাণ। আমাদের সাংবাদিক বন্ধুদের অনেকেরই সেটির বড্ড অভাব।
অনেক ধন্যবাদ আপনাকে।

১১

বিষাক্ত মানুষ's picture


খুবই জরুরী একটা বিষয় নিয়ে লিখেছেন।

১২

শওগাত আলী সাগর's picture


অনেক ধন্যবাদ আপনাকে লেখাটা পড়ার জন্য।

১৩

শাপলা's picture


আমি সাগর-রুনির ঘটনার পরের দিনই ঠিক একই বিষয়ে আমার রিএকশন জানিয়েছিলাম।

অনেকেই আপনারা এ বিষয়ে কথা বলছেন জেনে আমার কহুব ভালও লাগছে। আশা করি, এটার একটা বিহিত হবে। মানে মেঘকে নিয়ে আর কেউ বাড়াবাড়ি করার সাহস দেখাবে না।

১৪

শওগাত আলী সাগর's picture


অন্তত একটা জনমত তৈরি হয়েছে এবং হচ্ছে। সেটাই সুখের বিষয়। মিডিয়ার লোকজনও এ নিয়ে কথা বলতে শুরু করেছে। আশা করি ভবিষ্যতে মিডিয়া আরো অনেক বিষয়েই সংবেদনশীলতা দেখাতে পারবে।
অনেক ধন্যবাদ আপনাকে।

১৫

বিশ্বজুড়ে's picture


This is true. I accept with you. http://www.aviabiz.com/

১৬

মীর's picture


সঙ্গের লিংকটা কিসের? @ বিশ্বজুড়ে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওগাত আলী সাগর's picture

নিজের সম্পর্কে

আমি কি তারই সন্ধান করে ফিরি