বেশরম মেয়ের........
....ধরি তার নাম জিনিয়া। আসল নাম নাহয় নাই বল্লাম, আমি জানি, আসল নাম বল্লে আপনাদের কেউ কেউ কাহিনী পড়ার পরে বৈলা বসতে পারেন, ওরে আমরা দেখছি....সেইটা আমার পছন্দ নাও হৈতে পারে.....
আমি শুধু বলি, জিনিয়া খুবই খারাপ একটা মেয়ে । বেশরম টাইপ । নটী বৈলা গালি দিলে পারলে শান্তি পাইতাম, সেইটা দেই ও, কিন্তু আপনাদের সাম্নে দেয়া যাবেনা, সমস্য আছে...
সে যে নির্লজ্ব একটা মেয়ে, তার প্রমান হৈলো, কুমারী মেয়ে হৈয়াও সে প্রেগনেন্ট হৈছে। তারপর, সেইটা নিয়া তার মুখে কোনো লজ্জাও দেখা যায় নাই । বড়লোকের মেয়ে, তাই বৈলা ধরারে সরা গিয়ান করবে? কুমারী পোয়াতি, কিন্তু কোনো অপরাধবোধও নাই তার ভিতরে। আবার এমন যদি হৈতো, যার সন্তান তার পেটে, তার প্রতি অগাধ ভালোবাসা, তাও নাহয় মাইনা নেয়া যাইতো। কিন্তু সেই রকম কিছুও মনে হয়নাই। এখন আপনারাই চিন্তা কৈরা দেখেন, কিরকম নির্লজ্ব সে?
আরে, যদি পাপের কারনে পেটে বাচ্চা আইসাই থাকে, তাইলে খালাস কৈরা দে..না, সে নাকি সেইটাও করবেনা ।
আমার বসের মেয়ে জিনিয়া । সে নিজেও আমার বস...একই অফিসে। দুই বছর আগের থেইকাই চিনি ওনারে । এইরকম নষ্টা মেয়ে লোক দেখিনাই জীবনেওরে ভাই, কি আর কমু....কাজের সময় এমন ভাবে ঝুঁকতো..থাক-------নাকি তার কাজের জন্য সুবিধাজনক পোষাক পড়তে হৈতো, আমরা তো কিছু বুঝিনা আরকি !!!
তখনই মাথায় আসছিলো, চামে চুমে মজা নিতে হবে। ছেলে মানুষ, আপনারা তো বুঝেনই, না?
তা, সেইটা করতে বেশিদিন লাগেনাই আপনাদের বলি। জানেনই তো জিনিয়া নিলাজ। সিমপ্যাথেটিক ভালোবাসা আদায় করা কোনো বিষয়ই না , আপনাদের দোয়ায় এইটা ভালোই পারি আরকি। আপনারা যারা অনেক এম.এম.এস ক্লিপ দেখেন, তারা হয়তো জানেন না, ঐগুলার মাঝে এই অধমেরও অবদান আছে কয়টা..
জিনিয়ার সাথেও সুন্দর কৈরা সেটাপ দেয়া হৈছিলো আমার। আমি কিন্তু প্রথম বারেই ভিড্যু করিনাই, খেয়াল কৈরা। একবার দুইবার টোপ না ফেল্লে, খেলানো যায়না ভালো..বুঝেন না? হা হা..
ভালোই চলতাছিলো খেলা, তারপর একদিন সময় সুযোগ মত ভিড্যু কিন্তু বানাইয়া ফেল্লাম..
এইবার ইন্টারনেটে আপলোডের অপেক্ষা...
......................................................................................................................................................................................................
হঠাৎ মনে হৈলো, আপলোডের আগে, বড়লোকের মাইয়ার কাছ থেইকা কিছু খসাইয়া নেই না কেন? ভিড্যুটার একটা কপি কৈরা আস্তে কৈরা জিনিয়া ম্যাঠামরে দিয়া আসলাম একদিন..খিক খিক....খুশি যে লাগে এইসব করতে, আপনারা জানেনই তো, পুরুষ মানুষ!!!
....কিন্তু তারপরের কাহিনী তো একটু পরিকল্পনার বাইরে চৈলা গেলো!!! সে তো কৈলো টাকা দিবোনা, আমি পারলে ইন্টারনেটে দিয়া দিতে পারি। টাকার বদলে হাতে ধরাইয়া দিলো একটা মেডিকেল রিপোর্ট। আমি রিপোর্ট হাতে নিয়া টাকাটা না পাওয়ার দু:খে গজগজ করতাছি, কারন নেটে তো দিতামই, মাঝের টাকাটা পাইলাম্না খালি ।
তা জিনিয়া কৈলো,
"হাতের রিপোর্ট দেইখা তো কিছু বুঝবেনা, ঐটা হলো, প্রেগনেন্সি পজিটিভ রিপোর্ট, ডাক্তারী।
আমি নিজে আগেই টের পেয়েছি, কিন্তু এইটা অফিসিয়াল রিপোর্ট। আর এই সন্তানের বাবা তুমিই। দরকার হলে, আমি সন্তান হবার পর,ডি.এন.এ টেস্ট করাবো, প্রমান নিয়া কোর্ট থেকে তোমার জীবন ফানাফানা বানানের ব্যাবস্থা করবো ।
এর এইটা যদি না চাও, তবে আমাকে বিয়ে করো"
আপনাদের আগেই বলছি, জিনিয়া বড়লোকের মেয়ে। ক্ষমতাও কম না। শুধু ঐ ধমকিতে আমারে ভয় পাওয়ানের কিছু ছিলোনা, কিন্তু সে আরো নানা কায়দায় ভয়ভীতি দেখাই্যা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হৈয়া গেলো।
এখন তার পেটে নাকি আমার সন্তান বড় হয়। কুমারী অবস্থায় পোয়াতি হৈছে যেই নির্লজ্ব মেয়েটা।
লাইফের একটাই আফসোস রে ভাই। কতবার করলাম, এই কাজ, শুধু সেইবারই প্রটেকশনটা নেয়ার কথা ভুইলা গেছিলাম। এইটাও মনে হয় সেই যাদুকরীর মায়া মণ্ত্রে, বড়লোকের মেয়েরা পারেনা এমন কিছু নাই।
এখন আপনারাই বলেন, নিজের স্ত্রী'র ভিড্যু কি নেটে দিতে পারি?
কিন্তু সে কত নির্লজ্ব দেখেন, এখন আমারে মাঝে মাঝে ভয় দেখায়, ভিড্যুটার যেই কপি আছে তার কাছে, সে নাকি সেইটা আপলোড কৈরা দিবে নেটে।....কত বড় বেশরম, চিন্তা কৈরা দেখছেন? এই কারনে ভয়ে তার আসল নামটাও দিতে পার্লাম্না, কুনসময় সে নেটে দিয়া দিবে, নাম সহ, আর আপানারা কেউ আইসা একদিন বলবেন, "দেখলাম কালকে, ভাবীর ভিডিউ টা"...
আমার তো এখন হাউমাউ কৈরা কানতে মন চায় মাঝে মাঝে, সে বলে, তার কাছে নাকি এই রকম আরো দুয়েকটা ভিডিউ আছে, যেইগুলাতে আমি ছিলাম না, সে ছিলো...বলেন দেখি???
আপনারা সমাজ আছে, আপনারা বুঝবেন, মেয়েদের কি এমন করা চলে?
মেয়ারাও যদি এইসব ভিড্যু নিয়া নিয়া ,ছেলেদের যত গোপন সমস্যা, এইসব প্রকাশ করতে থাকে, সমাজ টিকবে, বলেন?
আর সে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেরে ভাই। অফিসের বস হিসেবে, সে তারে আমারে বাসায়ও তুমি ডাকতে দেয়না। আপনে ডাকতে হয়। মাঝে মাঝে জিদ মিদ খারাপ হৈয়া গেলে তুইও ডাকি, কিন্তু তুমি'র টাইম নাই..
বেশরম মেয়ে নিয়া ভাইরে..
সমাপ্তি...
...............
...............
উৎসর্গ : আমার এক বড় ভাইরে ভালোই পছন্দ ছিলো। কিন্তু একদিন উনি, বিয়ের সময় ভিড়ের ভেতর কিভাবে সুজোগ সন্ধানী খেলোয়াড় হৈয়া উঠেন, সেই বর্ণনা দিতেছিলেন রসাইয়া রসাইয়া।তারপর আর....তারে খুব বেশি পছন্দ করা যাইতেছিলোনা.......
তো, এই লেখাটা, সেই বড় ভাইরে উৎসর্গ কৈরা হৈলো
নাউজুবিল্লা মিন জালেক...
বেশরম পুলার লেখা বহুত উমদা হইছে
.....খৈয়কৈয়েন্না আপু, দেশের অবস্থা খুবই খারাপ, এইদিকে.....স্কুলের পোলাপাইনের মোবাইলেও ধরেন এখন এইসব ক্লিপ, নেটে, সবার কম্পুতে, সবার মোবাইলে.....বিশেষ কৈরা স্কিল কলেজের পোলাপাইনের কাছে হরহামেশা......এখন এই টা ফ্যাশন না প্রফেশন, সেইটাই বুঝা যাইতাছেনা....এই অবস্থা দূর হবে ক্যাম্নে, সেইটাও জানিনা.....
এই হিপোক্রেট মিষ্টারগো কথা আর কি কমু... বন্ধু মহলে আছিলো দুই একটা... ছুডু বেলার দুস্ত লাত্থি মাইরা খেদাইলেও যায় না... তয় পারতপক্ষে যুগাযুগ করি না আর... তারপরেও আমাগো টাইমে (মাত্র ক বছর আগেরই তো কথা) অবশ্য এইসব আছিলো না... খারাপ মানুষগুলোও হয়তো আজকালকার মতো জঘন্য হইতে পারতো না... আর দেখো না আইজকাল শুনি গ্রামের কাশবন ঘাসবনের ফটুকও ঢাকার ইসকুল কলেজের পোলাপাইনের হাতে চইলা আসে...
গল্পের মিষ্ঠার ঝিনিয়া ধরা খাইলেও আদতে বাস্তবের মিষ্টার গুলান কেমনে কেমনে জানি ভালা থাকে... আমার হেই দুই দুস্তর কথা মনে পইড়া গেলো... ভালৈ তো আছে... এক্টা বাপ মা এর সুবোধ ছেলে হইয়া নির্বোধ সুন্দরী বউ, ঘর ভরা যৌতুক আর শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান নিয়া খুশ... আরেক্টাও সেইম টাইপের লাইনে ওয়েটিং... আমাগো চাইরপাশের সময়গুলান দিন দিন তলাইতাছে...
....এই রকমই কাহিনী দাড়াইছে রোহান, জিনিষটা খুব বিশ্রী লাগে...এই কারনেই অপটিমিস্টিক কিছু লিখতে চাইছি, নাইলে অবস্থাতো খুব খারাপই...
অসাধারণ
অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন....
পুলাডা দ্যাশে আইসা বেফক বেশরম হইয়া যাইতাছে.... শ্যাষ মেষ ঝিনিয়া ভাবীর গফ নেটে ছাইড়া দিলো...
জটিল লিখছো .... দ্যাশে আইসা হাত পাও খুলতাছে...
গফ টা কিন্তু ঝিনিয়া ভাবীর না মিস্টার ঝিনিয়ার ; খিয়াল কইরা
.....হুমম, যারা করবো, তারা বেশরম না, আমরা কৈলেই হুযুরের মুখ খারাপ?
কাঁকনের কথা খেয়াল কৈরা, এইটা আসলে মিস্ঠার জিনিয়ার হিপক্রেসির কথা কৈতে চাইছি....
হেইডা বুঝছি... এমনি এট্টু মসকরা কর্লাম আরকি..
আম্মোমস্কারার্পরেমস্কারক্কর্লামার্কি.....
বেসরম লেখা পইড়া মুগ্ধ হইলাম।
আমি তো ভাবছি দিদি, মেজাজ খারাপ হৈবে, কনফ্যুতে ছিলাম.....ধন্যবাদ....
ভয় পাইছি!!!!
.....হা হা হা, কুন জিনিষটা ভয় পাইলেন ভাই? পোষ্টের কন্টেন্ট, নাকি লেখার সাইয?
তোমারে দেইখ্যা কৈলাম ইরাম মনে হয় না। ইরাম এট্টা কাম তুমি কেমতে করতে পারলা ? মাইয়া বইলা কী হেগো কোনো মান সম্মান নাই, ইচ্ছা অনিচ্ছা নাই ? খালী তোমরা পোলা বইলা যা-তা করবা, নেটে ফডু দিবা, ক্যান- হেরা করলে দোষ কী ? এইবার ঠ্যালা সামলাও... সোনার চাঁন পাকিস্তান !!!


.....আমি না ভাই, আমি না.....আমি এইরকম না, সত্য....
যে করছে, সেতো ধরা খাইছে, আমি এখনো অবিবাহিত....
আমিও তাই কৈ, মেয়েরা ঠেকাইতে না পারলে, কাউন্টার মেজার হৈলেও নেয়া উচিৎ, ভালো মানুষী দিয়া কি আর বদমাইসির মুকাবেলা করা যায়?
জটিল বিলাই;হ্যাটস অফ
ধন্যবাদ কাঁকন....তোমরা সাহস দেও বৈলাই, লিখি....
যা লেখছেন! এই সংক্রান্ত একটা লেখা পড়ে অনেক আগে মন খুব খারাপ হইছিল। হাল্ক(আখসানুল ভাই) লেখছিল লেখাটা, দেখি খুঁজে পাই কিনা!
....আসলেই করুন অবস্থা। এইসব নিউজ ইদানীং ব্লগেও আসতাছে, আর কেউ কেউ গিয়া কৈতাছে, "লিংক দ্যান".....বোঝেন অবস্থা.....
http://www.somewhereinblog.net/blog/hulk/28902686
http://www.somewhereinblog.net/blog/hulk/28903620
এই মানুষটার সরল অথচ সাহসী লেখাগুলো খুব ভাল লাগে।
...লিংকগুলার জন্য অসংখ্য ধন্যবাদ....লেখাগুলো অবশ্যই পড়বো....
ছি: ছি: ছি:
শাওন এরম এক্টা কাম কর্তার্লো?
আস্তাগফিরুল্লাহ মিন জালেক..
.
.
.
লেখা উমদা হৈছে কৈলাম
হ মুখে ওয়াস্তাগফিরুল্লাহ, মনে মনে "পামু কৈ" ভাবনা, না? মানুষ যে কি খারাপ....
পড়ার জন্য ধন্যবাদ হে ভাই....ভালো থাকবেন...
দারুন লেকছ। ভাল্লাগছে।
...ওরে রাকু, পরের লেখায় আর কতদিন? এইবার নিজের লেখা দেও একটা....কত আর?
বিয়াফক হৈসে ।
...বিয়াফক ধৈন্যা আপনারে...মুয়া মুয়া মুয়া
আস্তাগ ফিরুল্লাহ ...মিন জালেক...ছিঃ ছিঃ ছিঃ শাওন তুমি এত্ত খারাপ।। আমি আগে জানতাম না ...... আর বলতে পারো... আমি জিবনে এত বড় বড় বদমাশ দেখেছি কিন্তু তোমার মত এক পিস ও দেখিনি...তুমি ধরা খাওয়াইতে গিয়া শেষে তুমি নিজে এমন করে ধরা খাইলা...ঠিক আছে ভাবিকে বলবা যে যত তারাতারি পারে যেন ভিডিও তা আপলোড করে...আর ওয়েব এ্যাড্রেস টা আমরা বন্ধু ব্লগ এ পাব্লিশ মারে...ঠেলার নাম বাবাজি...অহন ঠেলা সামলাও...চান্সে আছিলা ।।?দেখ অহন কে চান্স নিতাছে...মাগার মজা পাইলাম...ভাবিরে সালাম দিও...আমার...
...ঐ কাহিনী তো জানেন, না ভাই? ঐযে, এক বদমাইশ পুলায় হুযুর রে কয়, হুযুর চলেন, মেয়েদের কাছ থেইকা "ইয়ে" কৈরা আসি....হুযুরে কয়, "ওয়াস্তাগফিরুল্লাহ(এইটা জোরে কয়), "পামু কৈ?"(এইটা আস্তে কৈরা)...সবাই যেই হারে ওয়াস্তাগফিরুল্লাহ কৈতাছে, মনে হয়...
আর ওয়েব এ্যাড্রেস টা আমরা বন্ধু ব্লগ এ পাব্লিশ মারে
চিচি, আমরা বন্ধুর নিয়ম পরিপন্থী অশ্লীস আহ্বান, আমারে ভ্যান খাওয়াইতে চান নাকি?
বক্তার বউ আছে, আপনাদের এখনো ভাবী হয়নাই...
আপনারে আইজ দেইখা তো এরম কিছু মনে হইল না। এই কাম করতে পারলেন আপনে??
ইয়ে মানে ভিডুরার কোয়ালিটি কেমন? আমি আবার প্রিন্ট খারাপ হইলে দেখি না।
ভাবিরে ফোন দিমুনি??
আপনারে আইজ দেইখা তো এরম কিছু মনে হইল না।
না বস, আপনে অভিজ্ঞ লোক, আপনে কি আর ভুল করবেন? ঠিকই ধরছেন, ঐডা আমি না...
আপনে পরিবার পরিজন নিয়া আছেন, এইসব ভিডিউ দেখাটা ঠিক হবেনা...
আচছা, যেসব ছেলেরা এরকম ভিডিও করে তাদের ফ্যামিলি/অফিসে জানাইলে কেমন হয়?
...তাতা কি যে ফল হবে, কৈতারিনা ....এইসব কুলাঙ্গারগুলার ব্যাকগ্রাউন্ড নৈতিকতাও মনে হয় এইরামই হবে, না?
কে দেখাবে? মেয়েটা? যেই দেখাক, পোলার বাপ মায়ে, কৈবো, মেয়েটারই দোষ, আমার তাই ধারনা...
আমি শাওনের গল্প পড়ি আর আক্ষেপ করি, আগে কিয়ের লেইগা এই লেখকের কোন গল্প আমার পড়া হয় নাই। সত্যি কইরা কই আমারা বন্ধুতে তার প্রথম দিককার কবিতা টাইপ পোস্ট আমার ভালো লাগে নাই। তার কবিতা আহামরি কিছু না। বহুত পোলাপাইন আছে শহরে এর চাইতে ম্যাচিওর্ড লেখে। কিন্তু তার হাফিজার ক্রিয়েটিভিটি পইড়া আমি মুগ্ধ হইলাম। ঐ গল্প আমার সমসাময়িক কালে পড়া সেরা গল্প বইলাই এজিদ হইছে। তার গল্প লেখার ধরণে আমার মনে হইছে বিদ্যমান এনজিও ঘরানার বাইরেও একজন লেখক গল্প লিখতাছে, যেইখানে গল্পটা আছে পাকা। তার গল্পে রাজনৈতিক আহ্বান নাই কিন্তু স্যাটায়ার আছে...তার গল্পে মানুষের হাতাব্যঞ্জক জীবন যাপনের কথা নাই, কিন্তু হতাশার মূল ধইরা টান দেওনের সম্ভাবনা আছে।
আমি আজকে সারাদিন অনলাইনে উপস্থিত না থাকনে এই গল্প পড়লাম মাত্র। কিন্তু মনে হইলো যতোটা ক্লান্তি নিয়া বাসায় ফিরছিলাম সব উধাও। যদিও হাফিজার ক্রিয়েটিভিটি আমার বেশী ভালো লাগে...তবু এই গল্পরেও অবজ্ঞা করনের স্পর্ধা আমার হয় না। বানানরীতি বিষয়ে কিছু কেয়ারলেস মিস্টেক আর টাইপো বাদে এই গল্পের কোথাও আটকাইনাই আমি।
গল্পে সামাজিক অনুসঙ্গের স্যাটায়ার আছে, কিন্তু কোথাও আবেগ পুঁজি কইরা পাঠক ভুলানের উদ্দেশ্যটা নাই। গল্প তার নিজের শক্তি নিয়াই পাঠকের কাছে পৌছাইয়া যাইবো এই ব্যাপারে আমি নিশ্চিত। শাওন যদি এই হারে লিখতে থাকে তাইলে আমি কথা দিলাম...আগামী বইমেলায় আমি তার বই ১০কপি কিন্যা ৯জন পাঠকের বাড়িতে দিয়া আসুম। আরেকটা রাখুম নিজের কাছে।
...ভাই, এত প্রশংসার যোগ্য না আমি, অনেক পাইয়া ফেল্লাম....
আমি মূলত পাঠক, পড়তে ভালো পাই...একটা জিনিষ করি, সেইটা হৈলো, সব কিছুরই নিজের মত একটা ব্যাখ্যা করার ট্রাই করি....
আমার গল্প আগে কখনো পড়েন নাই, কারন এইটা মনে হয় আমর ৩য় গল্প, ২য়টা এই এবিতেই , আগে আর একটাই ছিলো, বাকী গুলা গদ্য বলা যায়, গল্প না:)....আমার লেখালেখি মূলত ব্লগেই....সুতরাং তেমন কিছুইনা।
নিজে নিজে যা লিখতাম, সবই কবিতা ছিলো, এই ব্লগে যা দিছি , সবই অনেক আগে লেখা, তাই নিজের কাছেই পরিপক্কতার অভাব লাগছে, ঐগুলা শুধু এবিতে ব্লগীং শুরু করার জন্য ছিলো...আশীর্বাদ কৈরেন, নিজের পছন্দের দিক কবিতায় যেনো ভালো কিছু লিখতে পারি...
আপনের এই কমেন্ট টা, আমার লেখালেখির জন্য অন্যতম অনুপ্রেরনাদায়ক কন্টেন্ট হৈয়া থাকবে...কখনো নিজের লেখা বেশি খারাপ লাগলে, এই কমেন্ট টা পৈড়া নিমু...
টাইপো হয় অনেক, সেইটার দিকে নজর দেয়ার চেষ্টা থাকবে...
আর এই গল্পেও, বক্তাকে যতটা নির্লজ্ব আর হিপোক্রেট দেখাইতে চাইছি, সেইটা পারিনাই, কিন্তু চেষ্টা বজায় থাকবে...
পরিশেষে অনেক ধন্যবাদ।
আগামী বই মেলার জন্য তৈরী হও...
এবি থেকে বই বের করব ইনশাল্লাহ
...উইথ ঢাল-তলোয়ার...মুয়া মুয়া মুয়া...
লেখা উমদা হৈছে
...অনেক ধন্যবাদ অদিতি, আপনার নতুন লেখার অপেক্ষায়...
দারুণ বিলাই দা! দারুণ! Thums up!
...থ্যাঙকুস ভ্যাব্লা
আমার পাতায় সবসময় স্বাগতম রৈলো...
দারুন!...
আপ্নের আসলেই লেখার মারাত্তক কিটিভিটি আছে...
....কিটিভিটি তাও ভালো, কহিটিমিটি তো হয়নাই? অনেক ধন্যবাদ পড়ার জন্য জেবীন...ভালো থাকবেন....
উরে এগুলা কি কয়.।।
...কেডা কি কৈলো আবার?...
আপনি মনে হয় অনেক পুরানো মানুষ? তবুও স্বাগতম আপনাকে..
এটি একটা অতি বাস্তবতার অবাস্তব চিত্র। এই কাহিনীর কোন চরিত্র এর সাথে বাস্তবের কোন চরিত্রের কোন মিল টিল নাই....মিল পাইলে তা অনিশ্চুক।........
প্রথমে লিখা দিন।
....অনেকের সাথেই মিল পাওয়া যাইতে পারে, অনিস্চিৎ কিছুন ভাই, রোহানের কমেন্টর পৈড়া দেখলেই বুঝবেন....
প্রথমে লিখা দিন।
এইটার মানে অবশ্য বুঝিনাই...
তুমি এইকাজ করলা কেমনে?
যাইহুক আমার মেইলে ভিডুটা পাঠায় দিও
...বাংলাদেশের নেটের স্পীডে পুষাইতো না...
ওরে বিল্লি লেখা বড়ই সুখাদ্য হইছে । দেশটা আসলেই এইরাম হিপোক্রেটে ভইরা গেছে।
ইয়ে মানে ভিডিওটা মেইল করিও
আছো কেমন?
...তুমি এত ইরেগুলার কেনো? দেশে নাকি?
অনেক কাল দেখা নাই, তাড়াতাড়ি এবিতে আসিও....(ভিড্যু নাই
)
জাঁঝাখায়েরুন্নাবাণ।
খায়রুন লো, তোর লম্বা মাথার কেশ...চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি বেশ, খাইরুন লো...
মেইলাইডী দিমু?
কেন, তোমার কাছে আবার ....? ছিহ...আমি বয়সে তোমার বড় ইত্যাদি ইত্যাদির দোহাই দিয়া...
দ্যাশ্টা রসতলে গ্যালো। এক্কেরে রসের অতলে ডুইব্যা যাইতাছে। কি করা যায় ভাইব্যা কুল্পাইতেসিনা।
...কি আর করবা? এর চাইতে রস আস্বাদনে যুগ দেও...
এরকম ঘটনা যে কখন সত্যি সত্যি ঘটবে কে জানে। শাওনকে ধন্যবাদ।
প্রায় কাছাকাছি ঘটনা আপু হরহামেশা.....পরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ..
উড়াধূড়া!! নাকি উড়া ধরা???!!!!
পুরা ধরা....
অসাধারণ একটা লেখা পড়লাম !
ঠ্যাঙ্কু ঠ্যাঙ্কু------;)
আপনি লেখা ছেড়ে দিলে আমার মনে হবে একজন অসামান্য লেখক হারিয়ে গেছেন। আর আপনি লেখা চালিয়ে গেলে একদিন বিশ্বখ্যাত লেখক হবেন।
একটা কথা মনে হইলো, কয়ালাইলাম আর্কি।
আরে ধুর, এত প্রশংসা করলে তো শরমে কডা হৈয়া যাওয়া লাগে আমার
:\ :
মন্তব্য করুন