সবুজ দেশ!!
স্বপ্নের ঝিঁকিমিকি তাঁরা ভরা দেশ,
চারিদিকে সবুজ,সবুজের আবেশ!
নদী তীরে ফিরে ফিরে মাঝি ও মাঝি,
কোথায় যাও,বারেক চাও খানিক আজি!
সবুজ ফসলের মাঠে,কে যেন হাটে;
নূপুরের ধ্বনি,কানে শুনি,বসে তটে!
গাছের শাখে শাখে পাখি ডাকে আর ডাকে,
হারিয়ে গেছে সঙ্গী,তাই খুঁজে ফেরে বাঁকে বাঁকে!
রাখাল খাল ধারে বসে,বাঁজায় বাঁশি সুরে,
যেন কৃষ্ণর বাঁশি;
মায়াবী সুর বাতাসে আসে ভেসে!
এতো রূপ,এতো সুধা,সবি হেথায় বাংলাদেশে৷৷
খারাপ হয় নাই। যদিও সুফিয়া কামালের প্রভাবটা একটু বেশিই মনে হয়েছে। চালিয়ে যান ব্রাদার।
মন্তব্য করুন