একটি সংক্ষিপ্ত কবিতা!
জীবনের জন্য হারিয়ে গেছে অনেক কিছু,
পায় না কূল,হয়ে দিশেহারা ছুটছি পিছু!
মরীচিকা ছাড়া জীবনে নেই তো আর গতি,
তাই তো হয়ে যায় তুচ্ছ অতি!
আবেগ দিয়ে জড়ানো যায় না মায়া,
চারিদিকে যেন দেখি শুধু অবিরাম দুঃখ ছায়া৷
জীবন যুদ্ধ জয়ী হতে যেয়ে পড়েছি বিপদে,
কেউ পাশে নেই,কেউ সাথে নেই হয়ে গেছি একাকী,
স্বপ্ন হলেও জীবন তোমার হতে পারবো কি সাথী!
মন্তব্য করুন