ভালোবাসার অর্থ!! ( একটি বাংলা কবিতা)
চার অক্ষরে লেখা,ছোট্ট একটু ভালোবাসা,
এই শব্দে রয়েছে,কত মধুর মায়া!
ভা-তে,ভালবাসিও বন্ধু মন প্রাণ দিয়ে,
জীবনের তরে কষ্ট দিয়োনা যেন তারে।
ল-তে,ছলনা করোনা কখনো
প্রেমীজনের সাথে!
বা-তে,বিয়ে করে তাকে নিয়ে
সুখের বাসর বান্ধিও,
সারাজীবন তাকে সুখে শান্তিতে রাখিও।
সা-তে,অবহেলা করে তাকে
ভাসিয়েও না সাত সাগরের মাঝে,
তাহলে দুঃখ পাবে সারাজীবন ধরে,
ভালোবাসার অর্থ যদি ভাই থাকে জানা,
হবে না কখনও প্রেমে ব্যর্থহারা
আমার ব্যাক্তিগত ব্লগ:
মন্তব্য করুন