ইউজার লগইন

কিওয়ার্ডের কেচ্ছা

অন্তর্জালে নামে স্বনামে - বেনামে লেখালেখি করার চেস্টা করি। নিজের নামে একটা সাইটও (www.mahbub-sumon.com) আছে। যেখানেই যা কিছু লিখি তার একটা ব্যাকআপ রেখে দেই। একান্তই ব্যক্তিগত ও সংবেদশীল তথ্য ছাড়া এ সাইটে মুলত সব কিছুই লিখি। নিয়মিত Google Analytics থেকে সার্চ ট্রেন্ড লক্ষ্য করে মজা লাগে, বেশ অবাকও হই। অন্তর্জালে যারা ঘোরাঘুরি করে তারাকি শুধু সেক্সেই আসক্ত !!! কত কিছুইতো নিয়ে লিখি কিন্তু "সেক্স, সেক্সুয়াল,চটি, কিস, চুম্বন,বাসর রাত, ভাবীর সাথে, যৌন, যৌন গল্প, সহবাস, সেক্সি মেয়ে,গাড়ির ভেতর" ইত্যাদি শব্দ গুলোই কেনো এতো হিট বারায় আমার সাইটের ? অনেক দিন ধরেই এটা লক্ষ্য করছি। আজ অলৌকিক হাসানের (http://aloukik.amarblog.com/posts/93852) পোস্ট পড়ে মনে হলো, আমি একা নই। এজন্যই মনে হয় বাংলাদেশে দেবোনএয়ারব্লগ এতো জনপ্রিয়। অলৌকিকের মতো আমারও মনে হচ্ছে " একটা হাত কী-বোর্ডের নীচে রেখে এরেই বলে আন্তর্জাল পরিভ্রমণ"

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রন's picture


হমমমমম!

মাহবুব সুমন's picture


Yell

সোহেল কাজী's picture


ব্যাপারটা আসলেই বিব্রতকর
গুগুল বিডিতো সাজেশনে আরো একধাপ এগিয়ে

মাহবুব সুমন's picture


গুগল বিডিতে সার্চ করতে গেলে এমন সব সাজেইশন চলে আসে যে গুগল বিডিতে সার্চ করাই বন্ধ করে দিয়েছি। 'চ' , 'ম', 'স' ইত্যাদি অক্ষর টাইপ করতেই ভয় লাগে  Sealed

তানবীরা's picture


বিখ্যাত হওয়ার তাহলে এই উপায় Tongue out

মাহবুব সুমন's picture


আপনিই সেই বিখ্যাত সচুর " একুশে পদক " খ্যাত তানবীরা !! আপনাকে নিয়ে বেশ মজা করেছি এক সময় Cool সেদিন আপনার নাচও দেখলাম।

তানবীরা's picture


এইটা শুইন্যা কি আমার দুঃখ পাওয়া উচিত না সুখী হওয়া উচিত? কেউ যদি বইল্যা দিতেন।

নুশেরা's picture


আমার সাইটে অটিজম সার্চ দিয়ে কেউ কেউ আসেন, নিজেদের অভিজ্ঞতা জানান। এর বাইরে অচেনা লোকজন এক বিব্রতকর সাইটের সূত্র ধরে আসেন (কে বা কাহারা সেখানে তখলিফ করে আমার সাইটের লিংক দিয়ে রেখেছে; দুনিয়া বড়ই আজব জায়গা)। এসে দুএকজন গালি দিয়ে গেছেন, একজন আবার হতাশার কথা জানিয়ে গেছেন, "কিছুই তো পাইলাম না!"

মাহবুব সুমন's picture


গালী এখনো খাইনি তবে অনেককেই হতাশ করেছি। এ ব্যপারটা আমার কাছে অনেক বিব্রতকর। যা নিয়ে লিখি না সেটা নিয়েই সবার এতো আগ্রহ Frown

১০

বিষাক্ত মানুষ's picture


উদাহারন : আমগো কাল্লু

১১

মাহবুব সুমন's picture


কাল্লুরে নিয়া পারা যায় না

১২

লোকেন বোস's picture


মজা লাগলো

১৩

মাহবুব সুমন's picture


Tongue out

১৪

সাঈদ's picture


সেই জন্যই বাংলাদেশে যৌন রোগের এত ডাক্তার এর ছড়াছড়ি।

১৫

মাহবুব সুমন's picture


হাহাহাহহাআহ

১৬

টুটুল's picture


শুধু যৌন?
লিফলেট/সাইনবোর্ডে তো লেখা থাকে
"যৌন ও সেক্স"

১৭

মলিকিউল's picture


গুগল বিডির কাহিনী সেদিন দেখলাম, বাংলা ব্যঞ্জনবর্নের মধ্যে ২-৩টার ইজ্জত আছে। ম্যাক্সিমাম অক্ষর টাইপ করলে যা সাজেশন আছে..... শালার পাবলিকের মনে হয় আর কাম নাই.......

১৮

রোবোট's picture


পাবলিকের আসলেই কাজ নাই। ব্লগেও দেখি সুড়সুড়ি মার্কা পোস্টে (কারো নাম বৈলা বিপদে পড়তে চাইনা)কমেন্ট বেশী।

বছর তিনেক আগে, বাংলাদেশে ডিভিডি কিনছি। সব পোলাপাইনের এ্যানিমেশন ফিল্ম। দোকানদার পোলা (বয়স বিশও হয়নাই)আস্কায় যে এক্স রেটেড কিছু নিবো নাকি?

১৯

মীর's picture


সুমন ভাই, কোনো একদিন আপনের একটা টাটকা লেখা আমি এই ব্লগে পড়বো। আমার দীর্ঘদিনের সুপ্ত একটা ইচ্ছা।

২০

রাসেল আশরাফ's picture


সুমন ভাই
আপনার লেখা আমি মাঝে মাঝে আপনার ব্লগে গিয়ে পড়ে আসি।সেইগুলো এবিতে দেন না কেন? দিলে আমরা সবাই মিলে পড়তে পারি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.