বইমেলা ২০১৪ ---- একদিন অহনার অভিবাসন (মোড়ক উন্মোচন)
খুব সাধারণ একটা মেয়ের গল্প “দ্যা গার্ল নেক্সট ডোর”। এই গল্পে গল্প সুলভ কোন গল্প নেই, টুইষ্ট নেই, ক্ল্যাইমেক্স নেই, নেই কোন পরিনতি। সিনেমার নায়িকার মত কোন নায়িকাও নেই যার কোন অচেনা যুবকের সাথে দেখা হয়ে যাবে আর সব সমস্যা, দুঃখ একটা গানে অন্যদিকে পালটে বা ঘুচে যায়। তাহলে কী আছে? আছে রোজ দিনের যুদ্ধ, টানা-পোড়েন, কষ্ট, কান্না, অভিমান যেমন সাধারণ মানুষের জীবনে থাকে। বইটা যারা সংগ্রহ করবেন, আমার অগ্রীম ধন্যবাদ জানবেন, পড়ার পর মতামত জানালে কৃতজ্ঞ থাকবো।
বইমেলা ২০১৪তে আমার প্রথম উপন্যাস “একদিন অহনার অভিবাসন” প্রকাশিত হচ্ছে “শুদ্ধস্বর” থেকে। বইটির মূল্যঃ প্রচ্ছদ করেছেনঃ সব্যসাচী হাজরা। এই উপন্যাসটির জন্ম “আমরা বন্ধু” ব্লগে। স্রেফ ব্লগিং করার উদ্দেশ্যে লেখা একটি এলোমেলো ব্লগকে বন্ধুদের উৎসাহ, মন্তব্য, ভালবাসা আজ একটি উপন্যাসে রুপান্তরিত করেছে। যদিও ব্লগকে উপন্যাসে রুপ দিতে গিয়ে অনেক পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হয়েছে কিন্তু ব্লগ হিসেবে লেখার মূল সুরটা একেবারে কেটে যায়নি। বইটির প্রচার, প্রসার, সফলতায় বন্ধুদের সাহায্যের আশা রাখছি। বইটি মেলায় শুদ্ধস্বরের স্টলে পাওয়া যাবে, স্টল নাম্বার ৩৯,৪০,৪১।
২২শে ফেব্রুয়ারী সন্ধ্যে ছয়টায় বইটির মোড়ক উন্মোচন হবে বাংলা একাডেমী মূল প্রাংগনে। আপনাদের উপসহিতি কাম্য।
অনেক অনেক শুভকামনা বইটার জন্য!
ধন্যবাদ
অভিনন্দন ও অনেক শুভকামনা !
ধন্যবাদ
অভিনন্দন ! ১ম বই'র জন্য । ভাল থাকুন । বেশিদিন চুপ দিয়েননা । মিস করি আপনাকে ।
ধন্যবাদ আর ইয়ে এটি দ্বিতীয় বই
অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপুউউউউউউ
অবশ্যই শুভ কামনা থাকবে।
অনেক শুভকামনা ।
তানবীরা আপু বইটা বই মেলা ছাড়া পরে চট্টগ্রামে পাওয়া যাবে?
ধন্যবাদ। রকমারীতে থাকার কথা
অভিনন্দন--
ধন্যবাদ
আপনার প্রথম উপন্যাস “একদিন অহনার অভিবাসন” এর সাফল্য কামনা করছি । মোড়ক উন্মোচনে থাকব আশা করি । থাকি বা না থাকি অনেক অনেক ভালোবাসা প্রিয় লেখিকার জন্য, বই এর জন্য ।
না থাকলে বুইঝো
বইটা সংগ্রহ করা হবে না, মতামতও জানানো যাবে না। দুঃখিত!
তবে অভিনন্দন জানানো সম্ভব হলো।
অভিনন্দন ও অনেক শুভকামনা। বইয়ের সফলতা কামনা করছি।
ধন্যবাদ
সাফল্য কামনা করি।
বইটি সংগ্রহ করবো...
ধন্যবাদ
কংগ্র্যাচুলেশানস তানবীরাপু
ধন্যবাদ
অভিনন্দন ও অনেক শুভকামনা রইলো।
বইটা কেমন করে পেতে পারি দেশের বাইরে?
ধন্যবাদ
আমি জেনে জানাবো
দেড়ি হয়ে গেছে বটে, তবুও অভিনন্দন লেখিকা।
মন্তব্য করুন