ইউজার লগইন

শিরোনামহীন ৫

অনেক দিন পর একটা ডে অফ পাইছিলাম আজকে কিন্তু সকাল বেলায় দৌড়াইতে হইছে ক্লাসে Sad তারউপর সকালবেলার পিক আউয়ারে ট্রেনের সিগন্যাল ফেইল হইয়া লাইনের উপর ঝুইলা ছিলাম ( বান্দরের মতো না Tongue ) । দেশে থাকতে দূপুর বেলায় গরমগরম পরোটা পাইতাম নাস্তা হিসেবে আর লন্ডন আসার পর সকালের নাস্তা কি ভুইলা গেছি Sad সকালে এখন আমার সংগি একটা স্নিকার বার আর রেডবুল নামক পানীয় যেইডা ঘুম থেকে আমার বিচ্ছেদ ঘটায় Sad তারপর ক্লাসের বিরতিতে ডাবল এসপ্রেসো ( তিতা )।

ক্লাসের পর হোয়াইটচ্যাপেল স্টেশন......কাচ্চি বিরয়ানি.......বাংলা চা.......মার্লবরো .......খারাপ না । এই জায়গাডা সবসময় সরগরম থাকে আশেপাশের কলেজের পোলাপাইনগো ভীড়ে। দূপুরে গরম সিংগারা , জিলাপী আর চা আড্ডা ননস্টপ। আর আছে সিলেটি মাত , কিতা খবর বাইসাব বালা নি ?? , বাইসাব চা খাউগগা ??? ফুরিডা তো দেখতে বালা ! ........................আপটন পার্ক নামক জায়গায় দেশী বেনসন খুচরা বিক্রি করে ( ! ) ৫০ পেনি করে।

রান্নাবিষয়ক আমার বিড়াল (!) প্রতিভার কিছুটা নমুনা দিছিলাম আগের দিনলিপিগুলাতে। সেইগুলা মনে হয় আবার রাসেল আশরাফ ভাই ট্রাই মারছেন ( আল্লাহই জানে কিরম হইছিলো ! )

রাত বাজে ১১.৩০ কিন্তু কিচেনে রান্নার বিয়াপোক আয়োজন চলতাছে কারন কাল সকালে কারো কাজ বা ক্লাস নাই। রেসিপি সিম্পল ( ! ) গরুর মাংস আর বুটের ডালের মিকচার সাথে বাসমতি চালের ভাত । শুরু করি ..................
বুটের ডাল ধুয়ে সিদ্ধ দিয়া ফেলতা হবে ...............অন্যদিকে পেয়াজ কুচি কইরা তেলে ছাড়তে হবে যতক্ষন না নরম হয়। তারপর মাংস ছেড়ে দিয়া মরিচ গুড়া , জিরা , হলুদ , গরম মসলা গুড়া দিতে হইবো ( পরিমান নিজের উপর ) । তারপর ভালোভাবে মিশাইয়া আগুনের তাপ কমাইয়া দিয়া অল্প আচে রাইখা দিতে হবে । ওহ সরি লবন দিতে ভুইলেন না আমার মতো Shock মাংসে পানি দেয়া যাবে না তাইলে টেস্ট হইবো না। বুটের ডালের খবর নিয়েন পুরাপুরি না শুকাইয়া একটু পানি রাখতে হবে এবং মাংস হয়ে গেলে ডাইল মিশাইয়া দিতে হবে এবং কিছুক্ষন রাইখা দিতে হবে। তারপর কোনো কথা না শুধু খাওয়া ।

মেঘের দেশে ।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


ক্লাসের পর হোয়াইটচ্যাপেল স্টেশন......কাচ্চি বিরয়ানি.......বাংলা চা.......মার্লবরো .......খারাপ না । এই জায়গাডা সবসময় সরগরম থাকে আশেপাশের কলেজের পোলাপাইনগো ভীড়ে। দূপুরে গরম সিংগারা , জিলাপী আর চা আড্ডা ননস্টপ। আর আছে সিলেটি মাত , কিতা খবর বাইসাব বালা নি ?? , বাইসাব চা খাউগগা ??? ফুরিডা তো দেখতে বালা ! ........................আপটন পার্ক নামক জায়গায় দেশী বেনসন খুচরা বিক্রি করে ( ! ) ৫০ পেনি করে।

ভাইজানতো দেখি এক্কেবারে বেহশতে আছেন।

ভাইজান দেখি ডাইলের উপরেই আছেন Tongue Tongue

মেঘের দেশে's picture


ভাইজান দেখি ডাইলের উপরেই আছেন

মেঘের দেশে's picture


Tongue Tongue
রেসিপি দিলাম কেমন হইলো জানাইয়েন

টুটুল's picture


দ্যাশে আসলে আমাগো রাইন্ধা খাওয়াইয়েন Smile

মেঘের দেশে's picture


আইচ্ছা Smile

লীনা ফেরদৌস's picture


ভাইরে, মাংসটা আগে কসায়ে নিয়ে সিদ্ধ বুটের ডাইল দিতে হবে, আপ্নেতো দেখি বুটের ডাইলরে মুসুরীর ডাল বানায়ে ফেলতেছেন।

মেঘের দেশে's picture


আমিতো তাই কইছি মাংসের লগে ডাইল মিশাইতে হইবো।

রাফি's picture


ব্যাচেলর রান্না যেমনে রাধেন সেমনেই মজা। কারন প্রডিউসার আর কনজ্যুমার এক হৈলে ঝামেলা কম।

রান্নায় শুভ কামনা।

মেঘের দেশে's picture


হাছা কথা Tongue ডাইলে চাইলে মিশলেই হইলো Wink

১০

একজন মায়াবতী's picture


জে ডি' রে খাওয়াইসেন?

১১

মেঘের দেশে's picture


জেডি !!!!!!!!!!!!!!!!!!! কস কি !!!!!!!!!!১

১২

একজন মায়াবতী's picture


কি বলতে হপে তবে? জ্যাঠি?? Tongue

১৩

মেঘের দেশে's picture


কইতে পারস Tongue

১৪

কামরুল হাসান রাজন's picture


আপটন পার্কের কথা শুনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কথা মনে পড়ে গেল। বেচারাদের এইবার চ্যাম্পিয়নশিপে খেলতে হবে Sad

১৫

মেঘের দেশে's picture


হ একটু দৌড়ের উপর থাকতে হইবো নেক্সট ইয়ার

১৬

তানবীরা's picture


আদা - রসুন ছাড়া মাংস রান্না হয়ে গেছে???? দারুনতো।

এতো কষ্ট না কইরা বেক্কল, ডাল ধুইয়া মাংসের সাথে দিলেইতো হয়। একসাথে দুইটা কষাইয়া অল্প ঝোল দিয়ে, স্লো গ্যাসে। মাংস সিদ্ধ হলে কি ডাল কাঁচা থাকবে?

আর তোলার আগে দুটো কাঁচামরিচ ফেড়ে, নেড়ে তুলবে। সুন্দর গন্ধও হবে। সাথে লেবু চিপে খাবে Laughing out loud

১৭

মেঘের দেশে's picture


Shock Shock Sad Sad Sad

এউডা কি হইলো আগেতো লবন মিস হইতো এহনতো দেহি আদা - রসুন - মরিচের কথাও ভুইলা যাই .................................যাই হোক কেউ খাইলে নিজ দায়িত্বে খাইবো................খারাপ হইলে কর্ত্বপক্ষ দায়ি নয়

১৮

রাসেল আশরাফ's picture


আদা রসুন বাদে আমি মাঝে মাঝেই রান্না করি।খাইতে তো খারাপ হয়না। Big smile

১৯

মেঘের দেশে's picture


সহমত Big smile Big smile Big smile Big smile

২০

রাসেল আশরাফ's picture


মাঝে মাঝে থাকে না।আর অনেক সময় খাওয়ার পর মনে হয় আদা রসুন দেই নাই।তয় লবনটা মাশাল্লাহ ভালোই দিতে পারি। Sad Sad

২১

মেঘের দেশে's picture


হা হা হা আমার বাসায় একজন আছে লবনে এক্সপার্ট ।

২২

রাসেল আশরাফ's picture


উনারেও নিয়ে আসেন এখানে।লবন বিষয়ক একটা গোলটেবিল বসাই। Smile Smile

২৩

মাহবুব সুমন's picture


আপনে বুটের ডাল দিয়া গরুর মাংস রান্না করার সিক্রেট টা জানেন Tongue

২৪

মেঘের দেশে's picture


Tongue Tongue Tongue সিক্রেটটা কি ???? Shock

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘের দেশে's picture

নিজের সম্পর্কে

উদ্দেশ্যহীন পথচলা , যেন পানিতে ভেসে থাকা খড়কুটো ..................।