ইউজার লগইন

গ্রামের বাতাস খেয়ে আসলাম

কিছুদিন ধরে আমরাবন্ধুতে আসলে এক রকম সুখ সুখ লাগছে। এই সুখ সুখ লাগার কারন কোন পোষ্ট বা মন্তব্য এর জন্য না। আমরাবন্ধুতে ঝুলানো এই নতুন ব্যনার যা দেখে মনটা কেমন জানি ভালো হয়ে যাচ্ছে। ব্যনারে লেখা লাইনটার দিকে তাকালে গানটার পরের লাইন একাই মনের মধ্যে গেয়ে উঠছে। ব্যনার টা যে দিছে তারে অনেক ধইনা।

ইদানিং এতো গরম পড়ছে যা বলার মত না। মাথা আউলায়া যাওয়ার মত অবস্হা। আম্মু আব্বু গ্রামে যাবে শুনে ভাবলাম যায় গ্রামের ফ্রেস বাতাস খেয়ে আসি। তো বাসা থেকে দৌড়া দৌড়ি করে বের হইলাম। শহরের গেনজাম থেকে বের হইয়ে গ্রামের দিকের রাস্তা আর জানালা খুলে ঠান্ডা ঠান্ডা বাতাস সাথে কৃষ্নকলির গান। কিছুদূর যাওয়ার পর একেবারে মাঠের মধ্যে দিয়া রাস্তা। ডানে মাঠ বামে মাঠ আর ঠান্ডা বাতাস, আহা কি আনন্দ আকাশে বাতাসের মত অবস্হা। তবে এই ঠান্ডা বাতাস বেশিদূর আর খাইতে পারলাম না। গৃষ্মকালে ঠা ঠা গরমের মধ্যে শীতের সকাল দেখা শুরু করলাম। সে এক আজব রকমের ফিলিংস। গৃষ্মের গরম,বর্ষার মেঘ আর শীতের সকালের মত কুয়াশা। দেখতে ভালো লাগলেও নি: শ্বাস নিয়ে তাকিয়ে থাকা কষ্টের হয়ে গেলো। লোকজন ক্ষ্যাত পুড়ানর কামে লাইগা পড়ছে। আর আমি নাক বাইন্ধা চামে কিছু ফটুক তুল্লাম দেখতে চাইলে চোখ নিচের দিকে দেন Big smile

১. শীতের সকাল না কিন্তু... Tongue
310320126451.jpg

২.
310320126452.jpg

৩.
310320126454.jpg

৪. এইটা কি ফুল?
310320126455.jpg

৫.
310320126457.jpg

৬.
310320126458.jpg

৭.
310320126460.jpg

৮. গ্রামে কাঠের বাড়ি
310320126464.jpg

৯.
310320126469.jpg

১০. ধুলার চোটে গাড়ির অবস্হা।
310320126471.jpg

১১. ধোয়া ধোয়া
310320126476.jpg

১২. হলুদিয়া পাখি
310320126463.jpg

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

নিকোলাস's picture


কাঠের বাড়িগুলা তো দারুন…...।
আপনেগো গ্রামের সব বাড়ি কি এই রকম?
গ্রামটা কুনায়?

জোনাকি's picture


আমাগো গ্রাম আপনাগো গ্রামের মতই। ফটুকের গ্রাম আমার গ্রাম না, এইডা থাইল্যান্ডের গ্রাম Big smile

মেসবাহ য়াযাদ's picture


থাইল্যান্ড যাইতে মঞ্চায় Wink
পাতায়া বিচ... Big smile

জ্যোতি's picture


কুন দেশের গ্রাম এটা? গ্রামগুলো কি সবদেশেই সজীব, স্নিগ্ধ হয়!
ছবিগুলা সুন্দর। আম খাইতে মন্চায়।

জোনাকি's picture


জতা আমাগো দেশের গ্রাম আর থাইল্যান্ডের গ্রাম দেখতে একই রকম শুধু মানুষের চেহারা আর বড়ির ধরন আলাদা। আমগো দেশের উপোজাতিগো লাহান বাড়ি ঘর এগো। আর আম গুলান দেইখা আমিও চামে আম ছেড়ার চিন্তা করছিলাম কিন্তু আম্মুর ডরে পারিনি।

মীর's picture


আপনে কুন দেশে থাকেন? সেইটা আগে কন।

জোনাকি's picture


আমি থাইল্যান্ডে থাকি সেইডা আগেই কইলাম Big smile

মীর's picture


তাইতো কই গাড়ির নাম্বার প্লেটগুলা ঐরকম ক্যান!
যাক্ ফটুক আসলে খুব বেশি ভালো হয় নাই। তবে সেইটাতো আর জরুরি কথা না। জরুরি কথা হইসে পোস্ট দিসেন। এই উপলক্ষে আপনের সঙ্গে একটু আলাপ-সালাপ হইসে, এইটা। আপনে হইলেন গিয়া এবি'র আলমারীতে তুলে রাখা ভালো জামাটা। আপনারে আমাগো মাঝে পাইলে তাই বিশেষ ভালো লাগে।
ভালো থাইকেন। আর নিয়মিত দেখা দিয়েন।

জোনাকি's picture


ভাই মোবাইলে তোলা ফটুক এর থেকে আর কত ভালো হইবে।
আর আলমারীতে তুলা জামা তো এই জন্য মাঝে মাঝে গায়েব হয়ে যায়। Big smile
আপনিও ভালো থাইকেন Smile

১০

রাসেল আশরাফ's picture


আপনার কি কপাল।সেই দেশের গ্রামে পেয়ারা আম পাওয়া যায়। Sad Sad

১১

জোনাকি's picture


আহারে....আপনার দেশের গ্রামে তো বাধাকপি পচা পাওয়া যায়..কিমচি খান চিমটি দিয়া Tongue

১২

রাসেল আশরাফ's picture


চিমটি দিয়ে কিমচি খাই তো।আগে ভালো লাগতো না এখন খুব একটা খারাপ লাগে না। কিন্তু বেশী ঝাল আমি আবার খেতে পারি না।
আপনার নয়া পোস্ট কই?

১৩

জোনাকি's picture


টিভিতে কিমচি বানানো দেখছি, খাওয়া হয়নি একুনো।
আমার নয়া পোষ্ট দেওনের আগে কিছু কেরামতি করা লাগবে এই কারনে একটু সময় নিতেছি Big smile

১৪

টুটুল's picture


বড় যাত্রা কি এই গ্রামে হপে? Wink

১৫

জোনাকি's picture


কি জানি...কোন গ্রামে হপে...শহরেও হইতে পারে..... Wink

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ছবি দেইখা আমি ভাবছি বাংলাদেশ! Tongue

১৭

জোনাকি's picture


আমিও গ্রামে গেলে বাংলাদেশ ভাবা শুরু করি Tongue

১৮

নিকোলাস's picture


এর লেইগাই তো কই!!
বাংলাদেশ হইলে তো আরও দুই চাইরটা দোকান থাকনের কথা!
Smile

১৯

জোনাকি's picture


এগোও আছে তবে বাড়ির মধ্যে .. Smile

২০

বিষাক্ত মানুষ's picture


আমগুলান বেশ লোভনীয় Steve

২১

জোনাকি's picture


চ্রোম লোভনীয় Drooling

২২

তানবীরা's picture


সুনদর Smile

২৩

জোনাকি's picture


Smile
থেনকু

২৪

শওকত মাসুম's picture


থাইল্যান্ড যাইতে মন চাইতাছে Smile

২৫

হাসান রায়হান's picture


লন্জাই Laughing out loud

২৬

জোনাকি's picture


চইলা আসেন Smile

২৭

শওকত মাসুম's picture


আইজ কী বৈদেশ সংখ্যা?

২৮

জোনাকি's picture


মনে হয় Big smile

২৯

নীড় সন্ধানী's picture


থাইল্যান্ডের নারকেল পাতাও তো দেখি বাংলাদেশের মতো Cool

৩০

জোনাকি's picture


Big smile
কেন আপনি কি গোল গোল ভাবছিলেন নাকি Tongue

৩১

নীড় সন্ধানী's picture


না, আমি ভাবতাম থাইল্যান্ড মানে বৈদেশ, আর বৈদেশ মানে বাংলাদেশের চাইতে অন্যরকম Cool

৩২

সুবর্ণা's picture


বাড়ির ছবিটা দেখে একটু খটকা লেগেছে। তার আগ পযর্ন্ত বাংলাদেশই মনে হচ্ছিল। ছবি দেখে আমার এখনই গ্রামে যেতে মন চাচ্ছে।

৩৩

জোনাকি's picture


Smile
দৌড় দিয়া চলে যান গ্রামে Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জোনাকি's picture

নিজের সম্পর্কে

"I'm only an egg"