ইউজার লগইন

যেমনে গেলো পহেলা বৈশাখ

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে
উ লা লা....উ লা লা...উ লা লা এ.....

গানের এহেন দশার জন্য আমি কুনু ভাবেই দায়ি না। এখন এমুন অবস্হা হাইছে যে এই গান মনে করলে একাই উ লা লা...উ লা লা মাথার মধ্যে চলে আসে। তবে গানের এই রুপটা খুব একটা খারাপ লাগেনি আমার কাছে। পহেলা বৈশাখ !! আহা! পহেলা বৈশাখের নাম শুনলেই আমার রাতের ঘুম উড়ে যায়। এক মাস আগে থেকেই আমার মাথার মধ্যে শুধু চলতে থাকে বিভীন্ন প্ল্যান। আর যেতো চিন্তা রাতে বিছানাতে গেলে মনে আসে যে কি রং এর শড়ি পরবো, কানের দুল কিনতে হবে শড়ির সাথে মিলায়ে, চুল বাধব কি ভাবে আরো হাবি জাবি। আমার এতো আয়োজন দেখে মনে হবে যে আমি হয়তো কোন বড় শড় মেলাতে যাব আসলে তা না, আমাদের এইখানে ছোট খাটো একটা অনুষ্ঠান হয় বাংলাদেশ এম্বাসিতে। অনুষ্ঠানে টুক টাক নাচ গান হয় আর এসব নাচ গান করে এখানে পড়তে আসা বাংলাদেশিরা যার বেশির ভাগই AIT ( Asian Institute of Technology) এর ছাত্র-ছাত্রী। আরো থাকে ছোটদের ছড়া বলার প্রতিযোগিতা যেটার জন্য আমার ছোট ভাই-বোন চ্রম খেপা থাকে আমার উপর। কারন আমি এক মাস আগে থেকে ওদের পিছে পড়ে থাকি বাংলা ছড়া মুখস্ত করানর জন্য। আমার ছোট ভাইরে পড়াতে বসলে নিজেরই মাথা নষ্ট হওয়ার অবস্হা হয়। তারে পড়াতে গেলে তার প্রথম কথা " এতো বড় ?? এর থেকে ছোট টা পড়তে দাও" তারপর আমি খুজে টুজে একটা ছোট টা পড়তে দিলে সে বলবে " অর্ধেক পড়ি?" আমি বলি যে ঠিক আছে ৬ লাইন পড় তখন সে বলবে " ৪ লাইন পড়ি?" আমি কই না ৬ লাইন সে কই ৪ লাইন, এইভাবে শুরু হয় আমার রাগ মাথায় উঠা। পরে সে বলে " আচ্ছা ঠিক আছে ৬ লাইন কিন্তু আজ লিখব না " আমি কই কেন লিখবি না কেন? Crazy সে বলে " উফ আপু এতো জালাও কেন? আমি না লিখলে তোমার কি সমস্যা? " এই কথার শুনার সাথে সাথে আমার রাগ মাথা থেকে চুলে উইঠা যায় Angry সোজা গিয়া ঠুক্না মারি মাথার উপর মাইর আর তখনই সে শুরু করে ভে ভে আর আমি শুরু করি চিল্লান !! পড়া টরা সব লাঠে উঠে, এহেন অবস্হা দেখে শেষে আম্মু আইসা ভাইরে পড়ায় আর আমি পড়াই বোনরে।

এই হইতেছে আমার গত পহেলা বৈশাখ গুলানের কাহিনী কিন্তু এবারের পহেলা বৈশাখ গেছে পুরাই সাদা ভাত। প্রতিবার সকাল সকাল উইঠা যে তাড়াহুড়া করে রেডি হয় অনুষ্ঠানে যাওয়ার জন্য এবার ঘুম থেকেই উঠছি ১১ টার সময়। ঘুম থেকে উইঠাই আম্মুর ঝাড়ি এতো দেরি করে ঘুম থেকে উঠি কেন আর সারা রাইত জাইগা চুরি করতে যায় নাকি? Stare আম্মুরে কেমনে বুঝায় যে রাইতে আমি দুনিয়া উদ্ধার করছি সপ্নের মধ্যে Big smile । পরে আম্মুকে হেল্পিং টেল্পিং করে পিসি এর সামনে চেয়ারে বসলাম ( পিসিতে বসলমান কইলে আমার এক ফ্রেন্ড কই যে তুমাগো বাসায় কি চেয়ার নাই নাকি যে পিসি তে বসো Stare )। অনলাইনে আইসা দেখি কেউ নাই, দুর দুরান্তে কাউরে চোখে না দেইখা রাগ উঠার শুরু । ভাবলাম এবি তে মনে হয় পোষ্টের ঝড় দেখব আইসা দেখি উল্টা। মেইলের উত্তর না পেয়ে রাগ আরো বাইড়া গেলো। আম্মু খাইতে ডাকলো গিয়া দেখি পান্তা এর সাথে রুই মাছ ভাজা Stare ( আহারে এম্বাসির ফ্রি খাওন মিস গেলো এইবার Sad )। আধা ঘন্টা পরে দেখি মেইলের উত্তর আসছে "৫ মিনটিস ফিলিজ!" Crazy আমি সারাদিন বাসায় বইসা ঝিমতেছি আর সে পহেলা বৈশাখ করে বেড়াইতেছে, দাড়া রে বেটা!! ঝগড়া টগরা কইরা রাগের চটে গিয়া দিলাম ঘুম । ঘুম ভাইঙ্গা দেখি প্রায় ৭ টা বাজে, নিচে আইসা টিভি দেখলাম আর আম্মু সাথে পেংরা পেংরি কইরা গেলাম ঘুমাইতে, মানসের জালায় কি আর ঘুমানর জো আছে?? বেডা বদ সারাদিন পর এখন আইছে রাগ ভাঙ্গাইতে !! দাত মুখ আইটা রাগের ভান বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না শেষে ভেটকি কিয়া দিলাম Big smile আর এই ভেটকি দিতে দিতেই আমার এবারের পহেলা বৈশাখ দোসরা বৈশখ হয়ে গালো...............

আমার গল্প শেষ ....সোনার বাংলাদেশ Big smile

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মাইনুল এইচ সিরাজী's picture


পান্তার সাথে রুইমাছ ভাজা--খারাপ না।
শুভ নববর্ষ।

জোনাকি's picture


কি কতাম এখানে ইলিশ মাছ ঈদের চাদের মত Stare
তবে রুই মাছ খারাপ না Smile
আপনাকেও শুভ নববর্ষ

আরাফাত শান্ত's picture


একটি সফল পহেলা বৈশাখ উদযাপনে জন্য জাতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ!

জোনাকি's picture


জ্বি পোষ্ট না পড়ে শুধু শিরনাম পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ !

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একটি সফল পহেলা বৈশাখ উদযাপনে জন্য জাতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ

আর যাই হোক, রবীন্দ্রসঙ্গীত নিয়া পরীক্ষা নিরীক্ষা করতে দেখলে মেজাজ সিরিয়াস খরাব হইয়া যায়! Angry

জোনাকি's picture


পরীক্ষা নিরীক্ষা যারা করছে তাদের গিয়া মাইর দেন মাইর
Big smile

ফাহমিদা's picture


যাক, শেষ পর্যন্ত যে ভেটকি দিতে পারছেন এইটাই বিরাট সাফল্য .. নৃত্য
"একটি সফল পহেলা বৈশাখ উদযাপনে জন্য জাতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ!"

জোনাকি's picture


আপনেরও কি শান্তর মত ঝগরাইটা মুডে থাকেন নাকি সব সময় ? Wink

ফাহমিদা's picture


ঝগড়ার মুড দেখলেন কই Crazy ,
মানুষজন আজকাল খালি ভুল বোঝে.. বড় দুস্ক পাইলাম মনে Sad(

১০

জোনাকি's picture


শান্ত আজ কাজ ঝগড়ার মুডে থাকে সেটা তার পোষ্ট পড়লে বুঝা যায় যে সে দুনিয়ার সব মানুষের উপর খেপা।
আপনি শান্তর মন্তব্য কপি পেষ্ট করলেন দেইখা জিগায়লাম যে আপনিও শন্তর মত খেপে আছেন নাকি ? Tongue
দুস্ক পায়েন না গো ফাহমিদা বু Big smile

১১

রাসেল আশরাফ's picture


"একটি অসফল পহেলা বৈশাখ উদযাপনে জন্য জাতির পক্ষ থেকে আপনাকে জানানো ধন্যবাদ ফেরত নিলাম!" Crazy

১২

জোনাকি's picture


ছেড়ে দে শয়তান! আমার পোষ্ট পড়তে পারবি কিন্তু ধন্যবাদ ফেরন নিতে পারবি না!! Tongue

১৩

রাসেল আশরাফ's picture


ছেড়ে দে শয়তান শুনে ডরায়ছিলাম, ভাবছি এই মনে হয় নায়ক সাব আইলো। Tongue

১৪

জোনাকি's picture


Big smile

১৫

আনন্দবাবু's picture


রাগের লগে সমানুপাতিক হারে ভেটকানি দেওয়ায় ঝাতির পক্ষ থেকে আমার অভিনন্দন গ্রহন করেন Crazy Crazy

১৬

জোনাকি's picture


ঝাতির পক্ষ থেকে অভিনন্দন গ্রহন করলেম Crazy

১৭

জ্যোতি's picture


ভালাই তো ভেটকি মাছ দিয়া পহেলা বৈশাখ উদযাপন করলা। বেডা তো বদ হইলেও সুইট আছে দেখি! বেডা কেডা?

১৮

জোনাকি's picture


হ ভেটকি দিয়া শেষ করছি পহেলা বৈশাখ Smile
বেডা আবার কেডা
বেডা তুমার বন্ধু লাগে Big smile

১৯

মীর's picture


খ্রাপ না। আমার চেয়ে ভালো কাটসে অন্তত। বিশেষ করে রাগ ভাঙ্গানোর পর্বে।

২০

জোনাকি's picture


Big smile
কেন আপনার দিন কাটছে কেমনে?

২১

মীর's picture


উনি বুঝেনই নাই যে আমি সেন্টু খাইছিলাম।
পরে মনের দুঃখে মনেই চেপে ভেটকি দিতে হইসিলো।

২২

জোনাকি's picture


আহারে....তাইলে মনে হয় আপনি ভালো মত রাগ দেখাইতে পারেন নাই Tongue
সারা বছর তো তাইলে দুঃখ চেপে ভেটকি দিতে হবে আপনার
তবে এইটা খারাপ না দুঃখ কে ভুলে সুখকে আপন করা Big smile

২৩

তানবীরা's picture


সুন্দর দিন কাটাইলা, ঘুমের উপরে কোন ওষুধ নাই

২৪

জোনাকি's picture


হুম ঘুম দিয়ে দিন শেষ করলাম
রাগ নামানর ভালো ওষুধ Smile

২৫

লীনা দিলরুবা's picture


ভালোইতো কাটছে, আমার তো কাটেই নাই Sad

২৬

জোনাকি's picture


কেন? Sad

২৭

রায়েহাত শুভ's picture


পয়লা বৈশাখ চইলা গেলো? কখন গেলো?? কার সাথে গেলো??? Shock

২৮

জোনাকি's picture


কেন আপনারটা যায় নি? Shock

২৯

টুটুল's picture


"একটি সফল পহেলা বৈশাখ উদযাপনে জন্য শান্তর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ!"

Smile

৩০

জোনাকি's picture


আপনাকেও ধন্যবাদ Smile

৩১

আরাফাত শান্ত's picture


পোষ্ট পড়ি নাই এরম কথা তুমি কইতে পারলা!

৩২

জোনাকি's picture


হ পারছি Crazy

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জোনাকি's picture

নিজের সম্পর্কে

"I'm only an egg"