প্রিয় কিছু গানের ঝাপ্পি
একটা সময় ছিল গান শুনতাম না বুঝে। আর যখন থেকে গান বুঝে শুনতে শুরু করেছি মনের দিক থেকে কৃপন হতে চলেছি, এখন আর খুব সহজে কোন গান প্রিয় গানের তালিকাতে যুক্ত হয় না। প্রিয়তে যুক্ত হওয়ার আগে কারন খুজা শুরু করে দেয় মন, গানের কথা গুলা ভালো নাকি গানের মিউসিক। মাঝে মাঝে গানের মিউসিক ভিডিও এর কারনেও গান প্রিয়তে চলে যায়। এই জন্যই বুঝি বাচ্চারা নিস্পাপ কারন তারা সব কিছুতে কারন খোজে না বড়দের মত। তবে মাঝে মাঝে কোন কোন গান এমনি এমনি পছন্দের তালিকাতে চলে যায় কারন ছাড়া, মন এখনও অতো কৃপন হতে পারেনি বলে কিছুটা ফাকা জায়গা বাকি রাখছে হয়তো। বড় হওয়ার সাথে সাথে গান শোনার রুচিবোধটা মনে হয় বদলে যেতে থাকে তা না হলে ছোটকালে রবি চৌধুরি সাহেব এর গানে নাচতাম কেনো এখোনও বুঝে আসে না। মামা চাচাদের দেখতাম সকাল বিকাল মনির খান, রবি চৌধুরি, এস ডি রুবেল, তপন চৌধুরি, পলাশ আর নচিকেতার গানের ক্যাসেট পেচাতে। এখোনও মনে আছে আমার কোন এক জন্মদিনে সকাল থেকে বাজতে ছিল আদনানের সেই গান "মৌচাক মার্কেটে হল দেখা "। এই গান শুনে আমার মনে প্রশ্ন জাগত যে মৌচাকে তো মৌমাছি থাকে তাহলে কি ঐ মার্কেটে মৌমাছি বিক্রি করে? এমন বিভিন্ন ধরনের উদভট চিন্তা তখন আমার মাথায় ঘুরত। যেমন আমার তখন ধারনা ছিল টিভি এর মধ্যে সত্যি সত্যি মানুষ আছে যেটা টিভি এর কাচের জন্য ধরা যায় না। বিশেষ করে চকলেট টকলেটের বিজ্ঞাপন দেখলে ইচ্ছা হত টিভির কাচ ভেঙ্গে সব নিয়ে আসি। একদিন সহ্য করতে না পেরে লাঠি নিয়ে হাজির হয়েছিলাম টিভির সামনে, ঠিক যখন বাড়ি মেরে আমার চকলেট গুলা উদ্ধার করব তখনই আম্মুও এসে হাজির। ভাগ্য ভালো ঐ লাঠির মাইর আমার পিঠে পড়েনি পরে।
টিভি যে কি রকম বিনোদনের জিনিস সেটা বুঝতে পারলাম যখন বাংলাদেশে গেলাম। শু্ক্রবারে দুপুর ১:৫ এ বাংলা ছায়াছবি আর সন্ধার ৬:৩৫ এ আলিফ লেইলা অথবা থিফ অফ বাগদাদ । পড়া-লেখার চাপ বাড়া শুরু করল আর তখন থেকে বুঝি টিভি দেখার আগ্রহটা আরো বেড়ে গেলো। প্রতি মাসের শেষ সপ্তাহে ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" যে কি পরিমান পছন্দের অনুষ্ঠান ছিলো এখন চিন্তা করলেই অবাক লাগে। খুব মেজাজ খারাপ হত যখন ইত্যাদির বাকি অংশ রাত ১০ টার সংবাদের পর দেখাবে লেখা টা টিভি স্ক্রিনে আসত। ইত্যাদিতে একটা গান শুনেছিলাম যে গানের মডেল ছিল তানিয়া। একটা সাদা জামা পরে ইজি চেয়ারে দুলতে দুলতে সপ্ন দেখে। গানটার অর্থ তখন না বুঝলেও দৃশ্য দেখে যেটা বুঝেছিলাম তানিয়ার প্রেমিক প্লেন দুর্ঘটনাতে মারা গেছে। ক্লাস ফোরে পড়া বাচ্চা মনে গানটা যে এতো দাগ কাটতে পারে সেটা এখনও চিন্তা করি। গানের মধ্যে এক জায়গাতে তানিয়া লাল ড্রেস পরে হেটে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে ঐ দৃশ্যটা আমার এখনও ভালো লাগে। তানিয়ার হাটাটার মধ্যে কেমন জানি একটা ভালো লাগা ছুয়ে যায়। ওহ এতো পেচাল পাড়ছি গানটার নামই না বলে, গানটার নাম হচ্ছে .....
"আমি আগের ঠিকানায় আছি"
গানের শেষে এই কথা গুলা মাথা নষ্ট করার মত।
তোমাকে দেবার মত আর কিছুই নেই আমার
শুধু জেনো আমি হারিয়ে গেলেও যা হারিয়ে যায়নি, যেতে পারেনি
আমার শেষ বিশ্বাস...
সেই প্রাথম ভালোবাসার মত তোমাতেই রেখেছি....তোমারি অজান্তে..
কিছু কিছু গান আছে যে গুলা শুনলে যুদ্ধে যেতে ইচ্ছা হয়। ইচ্ছা হয় দেশের জন্য যদি মিছিলে গিয়েও জীবন দিতে পারতাম তাও আমার প্রানটা বৃথা কাজে যেত না। আম্মুকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যদি আমার জন্ম ৭১ বা ৫২ এর আগে হত তাহলে আম্মু আমাকে যুদ্ধে যেতে দিত কিনা। আম্মুর যদিও কোন জবাব পায়নি তবে গানযে মনে শক্তি যোগাতে পারে তা এ গান শুনে আশ্চর্য্য বোধ করি । গানের নাম হচ্ছে.....
"সাদা কালো"
স্বাধীন আমরা
বেড়িয়ে পথে
নিয়ম ভাঙ্গি
দ্বীপ নেভার আগে
চল এবার হারিয়ে যাই...
গত বছরে ইউটিউবে ঘুরা ঘুরি করতে করতে একটা গান পেয়ে যায়। গানের কথা গুলা যে এতো ম্যাজিকাল একবার শুনলে বার বার শুনতে ইচ্ছা হয়। আমি তখন সারদিন গানটা শুনতাম। গানটা যদিও সেকালের একটা ব্যন্ডে "পেপার রাইম" এর কিন্তু আমার কাছে আসলটার থেকে তোহা নামের এক ছেলের গাওয়া একস্টিক ভার্সনটা বেশী পছন্দের। কারন এই ভার্সন টা শুনলে মনে হয় আমি বৃ্ষ্টি পড়া দিনে কোন বন্ধুর আড্ডাতে লাইভ গান শুনছি আর গা দুলাচ্ছি। গানের নাম হচ্ছে....
"অন্ধকার ঘরে "
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজো পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে....
কয়েক বছর আগে যখন আমি ছোট ছিলাম মানে টিন এজের ছিলাম সে সময় আমার মাথার মধ্যে মেঘ বালিকার সপ্ন ছিল। নিজেকে মেঘ বালিকা ভাবতাম আর মেঘ বালকের অপেক্ষাতে থাকতাম। কত রকমের সপ্ন দেখতাম যার বেশীর ভাগই কল্পনালোকের। আমার তখন বাসা ছিলো মেঘে মেঘে এজন্য মনে মনে ভেবে নিয়েছিলাম যে ছেলের সাথে পরিচয়ের পরে বৃষ্টি হবে সেই আমার মেঘ বালক। বাস্তবে এমন কিছু হয় না জানতাম তারপরও একা একা ভেবে নিতে ভালো লাগত। তবে কল্পনা যে এভাবে এতো বছর পরে বাস্তবে চলে আসবে জানা ছিলো না। সত্যি সত্যি বৃষ্টি হয়েছিল আমাদের প্রথম দেখার দিন। তো সেই কালের পছন্দের একটা গান হচ্ছে এইটা...
"তুমি আমার ঘুম "
ভালোবাসা জলের মত দু হাত যেনো ভরে না
প্রিয় মুখ তারার মত দু চোখে গোনা যায় না
তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না.....
ডিজুস ডি রক স্টার নামে একটা অনুষ্ঠান শুরু হয়েছিল ২০০৭ এর দিকে মনে হয়। দেশের কোনা কোনা থেকে আসা ব্যান্ডদের প্রতিযোগিতা দেখতে চরম আগ্রহি ছিলাম আমি। তাদের মধ্যে বেদুয়িন, বর্তবান এবং রেডিও একটিভ আমার পছন্দরে তালিকাতে ছিল। রেডিও একটিভের একটা গান যেটা সেকালে মথা নষ্ট করে দিয়েছিল আমার। গানের কথার সাথে মিউসিক আর গানের মধ্যে আচমকা বাশির সুর যে কারোরই গায়ের লোম খারা করে দিবে, যেটা আমি সহ ঐ সময় টিভি অথবা উপস্হিত সকল দর্শক শ্রোতারও হয়েছিল বলে আমার ধারনা। আর এই গানটার জন্য রেডিও একটিভরে এখোনও মনে রেখেছে সবাই। যদিও সবটুকু ছিল পলাশ নামের গায়কের কন্ঠ আর তার বাশির কারনে। কিন্তু ফেসবুকে দেখলাম ব্যান্ডের ভোকালিস্ট বদলে গেছে, দেখে একটু খারাপ লাগল। আমার মনে হয় না এটা কোন বুদ্ধিমানের কাজ করছে রেডিও একটিভ তবুও দেখা যাক ওয়াসিম নামের নতুন ভোকালিস্ট কেমন করে। গানের নাম হচ্ছে....
"সপ্ন কথা"
যদি কখনো রোদ হাসে তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায় তোমার চুল…
রাতের তারাগুলো যদি জ্বলে থাকে
ভুলে যেওনা আমার স্মৃতি
ছেড়ে যেওনা আমায় একা ফেলে...
কিছু কিছু গান থাকে যে গুলা একসাথে গায়তে ভালো লাগে, সেটা সামনা সামনি হোক আর ফোনে। এই গানটা আমার কাছে খুবই ইস্পেসাল করন এইটা আমার আর তার প্রিয় গান। প্রায়ই মাঝ রাতে একসাথে গানটা গায় বিশেষ করে " লা লা লা..লা লা লা..লা লা " অংশ টুকু, কোখনো সুরে কোখনো বেসুরে । জীবনটা আসলেই অনেক সুন্দর যা এই গানটা শুনলে ফিল হয়....
"অপেক্ষা"
স্নিগ্ধ ভোরের অসহায় আলো যেনো ডাকে আজ তোমায়
কষ্টের কুয়াসা কেটে গেছে দেখো নতুন সকাল জানালায়
প্রতি ভোরে তোমার স্পর্শ আমায় জাগায়
তুমি এসেছো সপ্ন হয়ে নই সপ্ন দেখাতে আমায়....
লা লা লা..লা লা লা..লা লা...লা লা লা..
এবার একটু বৈদেশী গানের দিকে যায়। মাসখানেক আগে ইউটিউবে ঘুরতে ঘুরতে একটা গান শুনলাম। প্রথবার শুনেই চরম ভালো লেগেছে আমার তবে অনেকের ভালো নাও লাগতে পারে, যারা সফ্ট গান শুনতে পছন্দ করে আর যারা আমার মত গান শুনে মাথা আর পা ঝাকাতে ভালোবাসে তাদের এই গানটা ভালো লাগতেই হবে। গানের মিউসিক সাথে লম্বা সোনালি চুল আর চিকন ঠোটের ভোকালিস্টের প্রেমে পরে গেছি আমি। সাথে আছে নাকে নথ পরা বেস গিটারিস্টের বাকা হয়ে গিটার বাজানো। মিউসিক ভিডিও এর শুরুতে থেকে গানের এমন কোন অংশ নায় যে আমার পছন্দ না। ভিডিও এর ৪:২৬ এ ভোকালিস্টের একটা ভ্রু নাচানো দেখে আরো প্রেমে পড়ে গেছি। ফেসবুকে গিয়ে ফ্যান পেজ খুজে বের করেছি ভোকালিস্ট " Sebastian Bach " এর, যদিও এখোন বুড়া হয়ে গেছে কিন্তু ব্যাপার্জ না!! ব্যান্ডের নাম "Skid Row", এ গানটা ছাড়াও তাদের আরো গান অনেক পছন্দ হয়েছে কিন্তু বাকিগুলা আরেক পোষ্টে দিবনে। ভালো জিনিস অল্প অল্প করে শুনতে হয়।গানের নাম...
" I Remember You "
We spent the summer with the top rolled down
Wished ever after would be like this
You said I love you babe, without a sound
I said I'd give my life for just one kiss
I'd live for your smile and die for your kiss
Remember yesterday, walking hand in hand
Love letters in the sand, I remember you
Through the sleepless nights and every endless day
I'd want to hear you say, I remember you
২০০৫ এর দিকে আব্বু একটা সিডি কিনে আনে যেটা ছিলো পর্তুগালে করা কনসর্টের । তখন অত বৈদেশী গানের উপর ঝোক ছিল না এখনকার মত। শুনতে শুনতে কেমন জানি ভালো লাগতে শুরু হয়ে গেলো। ভোকালিষ্টের কন্ঠ শুনে আমার মনে হয় তার গান গলা দিয়ে না সরাসরি হার্ট থেকে আসে আর সাথে লিড গিটারে থাকা "Matthias Jabs" এর প্রেমে পড়ে যায় তখন। ব্যান্ডের নাম "Scorpions", আমি জানি অনেকেরই পছন্দের ব্যান্ড এটি। Scorpions এর সব গানই আমার পছন্দ তবে সে কালে যে গানটা বেশি ভালো লাগছিলো সেটা ছিল একস্টিক ভার্সন তাও আবার কন্সার্টের। গানের শেষের দিকে ড্রামসের শব্দের সাথে সামনে থাকা মানুষের উচ্ছাস দেখে এমনিতেই একটা ভালো লাগা চলে আসে সাথে মাথা ঝাকানো। গানের অরজিনালটার থেকে একস্টিক ভার্সনই আমার পছন্দের তাই একস্টিক ভের্সনটাই দিলাম । গানের নাম হচ্ছে...
"Rhythm Of Love"
Let's reach the top together
One night will never do
An exploding shot of pleasure
Is what I've got for you
Why don't you close your eyes
And let your feeling grow
I make you feel the taste of life
Until your love will flow
Let us find together
The beat we're longing for
The rhythm of love
Keeps me dancing on the road
The rhythm of love
Got the groove that hits the bone
The rhythm of love
Is the game I'm looking for
The rhythm of love
Is the heartbeat of my soul.....
দেশ-বৈদেশ মিলায়ে আরো প্রচুর প্রচুর পছন্দের গান আছে যা একটা পোষ্টে লিখে শেষ করা যাবে না পরে অন্য কোন পোষ্টে লিখব মন টানলে। এমনিতে মেল্লা পেচাল পাড়ছি আর পড়তে পারছি না। এতো বড় পোষ্ট আমি আমার জীবনে কখনো লিখছি বইলা মনে পড়ছে না। গানের ক্ষেত্রে এক এক জনের টেস্ট এক এক রাকম সো গান গুলা ভালোও লাগতে পারে আবার নাও পারে...এনজয়....
লেখাটা মনে হয় দুইবার আসছে, যাই হোক পইড়া স্মৃতিকাতর হৈয়া পড়লাম।
তাইতো বলি লেখা ডাবল বড় হয়ে গেলো কেমনে। ধন্যবাদ আপনাকে
প্রতিটা গানের মধ্যে কত কত স্মতি থাকে
"পেপার রাইম" এর অন্ধকার ঘরে গানটার পেছনে একটা ট্রাজিক স্টোরি আছে। তাই গানটা শুনলে আনমনে চোখ ঝাপসা হয়ে আসে।
===============
হার্ড রক ব্যান্ডগুলার এর মধ্যে স্কিড রো-রে অনেক ভালা পাই।
================
"স্বপ্ন কথা" আজ-ই শুনলাম। "অপেক্ষা" আগেই শুনেছি।
================
স্করপিয়ন্স-রে আর কি কমু! স্করপিয়ন্স = wind of change! আরেকটা গান ব্যাপক ভালো লাগে। তোমারে দিলাম---
you and i
================
পোস্ট ঝাক্কাস পছন্দ হয়ছে বু।
পেপার রাইমের গানটার ইতিহাস নিয়া একটা পুষ্টাইয়া দেন জাতি উপকৃত হয়
"পেপার রাইম" এর পিছনের ঘটমা কি তোমার নাকি "পেপার রাইম" এরই?
গানটা আমারও অনেক ভালো লাগে রে বু...কেমন জানি মাতাল মাতাল লাগে আমার কাছে নিজেরে গানটা শুনার সময়
না রে বু! ঘটনা অনেক মর্মান্তিক। এইখানে আছে দেখো!
http://www.facebook.com/permalink.php?story_fbid=254674751256070&id=252777204779158
১৯৯৯ এ মোবাইলে মেমোরি কার্ড তাও বাংলাদেশে একটু কেমুন কেমুন লাগতেছে জানি
গবেষণা করো তাইলে!
এতো সখ নাই....হবে হইতো কোন করুন কাহিনি যা জেনে মন খারাপ বাড়ায়ে কি লাভ ...গান ভালো লাগছে এই যথেষ্ট...
পোস্ট ভাল লাগছে।
ধন্যবাদ
পোস্ট ভালো লাগছে। আমিও গান নিয়ে পোস্ট দিবো বলে ভাবতেসি।
দিয়ে ফেলেন
নাহ। আপনার মতো সুন্দর করে লিখতে পারবো না। তাই লিখবো না বলে ঠিক করসি।
আপনে ইরাম লেখা আরো দেন।
অপমান করলেন নাকি বুঝতে পারলাম না
নাকি নিজের গুনো গান আরো শুনার জন্য বলেন ??
দেন একটা গানের পোষ্ট জাতি শুনতে চাই
ইরাম লেখা দিতে তো চাই কিন্তু ধৈর্যে কুলায় না
প্রশংসা করলাম। কিন্তু ঘোর কলিকাল চলতেসে তো, তাই বুঝতে পারেন্নাই। কোপাল, সবই কোপাল!
যাউক্গা, আপনের হেডিংয়ের ঝাপ্পি মানে কি? এইটা কি মুন্নাভাই এমবিবিএস'র 'জাদু কি ঝাপ্পি'? এই কথাটা সকাল বেলাই মনে হইসিলো। কিন্তু জিজ্ঞেস করতে ভুইলা গেছিলাম।
না আমি ঐ ঝাপ্পি বুঝায় নি আমি বুঝায়ছি গানের ঝুড়ি বা ডালা টাইপ কিছু। আপনি লেখা দেন!!!!
গানের পোস্ট ভালো লাগছে
ধন্যবাদ
মনির খান, রবি চৌধুরি, এস ডি রুবেল, তপন চৌধুরি, পলাশ এনারা মফস্বলে যে কি জনপ্রিয় ছিল!! এখন কই ডুবছে কে জানে!!
গান নিয়ে পোস্ট ভালো হইছে
এখন সব গায়েব হয়ে গেছে
ধন্যবাদ দোয়ার আম্মাজান
গানের বদলা গান দিয়ে
গান শুনে তো আগুনের চারপাশে ছাম্বা নাচতে ইচ্ছা হচ্ছে
ধন্যবাদ
দুরদান্তিস পোস্ট। বেশি বেশি ভাল্লাগছে!
স্করপিয়নের প্রায় সব গান আমার ভাল্লাগে।
বেশী ভাল্লাগে,
'উইন্ড অফ চেঞ্জ', 'অলওয়েস সামহয়ার', 'স্টিল লাভিং ইয়ু' আর 'মোমেন্ট অফ গ্লোরি'।
আসলেই গান গুলা জট্টিল
মন্তব্য করুন