অল্প বিদ্যা ভয়ংকরী -৩
অনেকদিন ধরে কিছু লেখছিলাম না। লেখার কথা মাথাতেও আনছিলাম না। ছবি আঁকাতে বেশ আগ্রহ পাচ্ছিলাম, তবে শেষ পর্যন্ত এই দুদিনের শখের যে কিছু হবে না, সেটা নিশ্চিত। এখন পর্যন্ত আঁকা মাত্র একটা ছবি কল্পনা থেকে আঁকা, বাকি সবই অন্য কারো ছবি দেখে আঁকা। তারপরেও কিছুক্ষণ পেন্সিল-রাবারে ঘষাঘষি করাতে কিছু একটা দাঁড়িয়ে যাচ্ছে - ভাবতে ভাল লাগছে।
ইদানিং আঁকার ধরণেও কিছু পরিবর্তন এনেছি। আগে পেন্সিল স্কেচের উপর জেল কলমের আউটলাইন দিতাম, তারপরে সেটার ছবি তুলতাম আমার বোগাস ক্যামেরাটা দিয়ে, সেই নয়েজ-ভরা ছবি ফটোশপে প্রসেস করে রং-টং করে কিছু একটা দাঁড়া করাতাম। এখন পেন্সিল স্কেচের ছবি তুলে সেটার উপর ইলাস্ট্রেটরে আউটলাইন দিচ্ছি, সুতরাং আউটলাইন আঁকার পরে নয়েজ-ভরা ছবির প্রয়োজন থাকছে না। দেখতেও আগের চাইতে একটু ভাল লাগছে। সত্যি বলতে,- স্ট্রোকগুলো নিখুঁত মনে হচ্ছে, হাতে আঁকলে যে হতো না এমন সেটা নিশ্চিত। উপরের "সেদিন দুজনে " ছবিটা প্রথম পদ্ধতিতে আঁকা, কিন্তু নিচের বাকি ছবিগুলো নতুন পদ্ধতিতে আঁকা। "怒って Okotte" ছবিটা আসলে ইলাস্ট্রেটরে আঁকা প্রথম।
such a silly game we play...
অবশ্যই বয়সজনিত দোষের কারণে শুধু রোমান্টিক ছবি আঁকারই আগ্রহ পাচ্ছি।
ফাঁকে একটা ন্যুডও ট্রাই করেছিলাম, ফিগারের দিকে বেশি নজর দিতে গিয়ে ন্যুড মহিলার মাথাটা বিগড়ায় গেছে, শেষে কি আর করা! কন্ধ-কাটা ভূতের ছবিই সই। বেশি যত্ন নিয়ে কিছু করতে গেলে কিছু না কিছু বিগড়াবেই ।
দেখি, আর কতোদিন টিকে এই শখ!
পয়লা ছবির চান্দের চেয়ে তারা বেশি সুন্দর। পুলাটা চানমামা দেখায় না শাসায় বুঝা গেলো না
দু্ই নাম্বারটার শিরোনাম বুঝিনাই। ঐ ছবিটা সুন্দর লাগছে।
ভাঙ্গা মনে হয় প্রেমে পড়ছে। অচিরেই রোমান্টিক গল্প আসপে
গল্প আসতে দেরি আছে আপু, ছবির ভূত নামুক মাথা থেকে আগে...কিছুক্ষণ রেস্ট নিক
দ্বিতীয় ছবিটায় বোধ হয় okotteru শব্দটা বোঝানো হচ্ছে। okotteru মানে বোধ হয় angry.
ছবি হাতে এঁকে এত রং ঢং করা যায়, এটা এই প্রথম হাতে কলমে দেখলাম।
কত কিছু যে জানার বাকী-----------------আমি হইলাম গিয়া অকাট মূর্খ।
রংঢং ভালোই হইছে..। ছেলে বয়স দিয়া ইঙ্গিতে কি বুঝাইতে চায়................?!!!!!!
পাত্রী দেখব নাকি?
ভাংগার বয়স কম।ওর জন্য পাত্রী দেখে লাভ নাই।আগে ওর বড় এই যেমন সাঈদ ভাইয়ের জন্য পাত্রী দেখেন।

তারপরে রাসেল ভাই
হুম।
তার পরে আমাদের অতি আদরের বাচ্চু।
হুমম। হের পাতে দৈ দেও অবস্থা সবার
দেন দেন...সবার পাতে দই দেন
মজাক পাইলাম। সকালবেলা মজাক পাইতে ইচ্ছা করে। এই কারণে ধইন্যা। শাপলা'পু যা কৈসে আমিও কৈতে চাই, পাত্রী দেখন লাগবো না কি?
নাহ...জীবনে কতো কি করার আছে বাকি...এখনি শহীদ হইলে কেম্নে হবে?
অঙ্কন ভালোই হয়েছে তয় ন্যুড ছবি টা কেমন আঁকলেন , দেখলাম নাতো
ইয়ে, ওইটা ফ্লিকারে গিয়া দেখতে হবে, এইখানে দিয়া মান-ইজ্জত খোয়াইতে চাই না
ভাঙ্গার কাছে ইলাষ্ট্রেটর শিক্তে চাই...
ফটুকশপ ওপেন/ক্লোজ করতে পারি
... হের লাইগ্গা ভাঙ্গারে কৃতজ্ঞতা কৈয়া গেলাম 
ইলাস্ট্রেটর আসলে আমিও খুব ভাল পারি না, কিন্তু স্কেচগুলার ব্যাকআপ রাখার জন্যই ইলাস্ট্রেটর ব্যবহার করি। ফটোশপের সাথে পার্থক্য হলো ফটোশপ বিটম্যাপ ব্যবহার করে আর ইলাস্ট্রেটর ভেক্টর। সোজা বাংলায় বললে, ফটোশপের ছবির যেই সাইজ, তার চাইতে বড় করলে ফেটে যাবে। ভেক্টর ফরম্যাটে এই সমস্যা নাই। তাই আউটলাইন ইলাস্ট্রেটরে দেই। কিছু ছবি রংও করা ইলাস্ট্রেটরে, যেমন শেষেরটা। এই প্রক্রিয়াটাও একটু ভেজাইল্যা। নিজেই আগে ঠিকমতো বুঝে উঠি, পরে একটা টিউটোরিয়াল আশা করি দিব।
ছবি সুন্দর হয়ছে।
চার নাম্বার ছবি দেখে মনে হলো আমার এই ক্যাম্পাসের কোন পোলা মাইয়া।
আর এরা কত কিছু পারে রে.।।।খালি কিছু পারি না আমি।
আমি আমারবন্ধুর ব্যানার বানাতে চাই।একটা টিউটোরিয়াল দিতেন যদি।
http://www.amrabondhu.com/vangapencil/1113 দিছিলাম কিন্তু
ইশ, কিরাম সোন্দোর ফডু আঁকছে এ---টুটুল ভাই দেখি আবার শিখতে চায়---
আমি চাইনা, শিখলেও এমন জিনিষ পারুমনা----
দারুন দারুন ভাঙ্গা----
নুশেরাপু যা কৈলো, ঠিক কিনা?
ঘোড়া ডিঙ্গায় ঘাস খাইলেও খাওয়া যাইতে পারে, কিন্তু বিলাইরে ডিঙ্গায়া কেমনে মাছ খাই?
প্রথম যেদিন ফটোশপ দেখি সেদিন ছবি একে ডিজিটাল ছবিয়াল হবার স্বপ্ন দেখেছিলাম, বহুবছর আগে সেই স্বপ্ন ট্রাকের তলায় চাপা খাইছে, আপনার মনোহর ছবি দেখে আমার খচখচ করতেছে স্বপ্নটা
এইখানেই কিন্তু ডিফারেন্স। আমার ছবি দেইখা আবার ফটোশপার হইতে মন চাইতাছে, বড় বড় আর্টিশের ছবি দেখলে পরে কইবেন, থাউক...এইটা আমার কাম না। এই জন্য আমি অন্যদের ফটুকশপের কাজ দেখতে চাই না
বাহ। ভাঙ্গা কাছ থেকে শিখতে হবে।
আগে কৈছি, আবারও কৈ। বড় হৈলে আটিশ হৈবেন...
বাহ।

এখন তো ফ্রি। কি কি দেখবো তোমার কাছে??
মন ভালো না ভাই। পূজার ছুটিতে সেন্টমার্টিন্স যাওয়ার কথা, টাকা জমাইতাছিলাম। কালকের ঘটনার পরে এখন টানাটানি অবস্থা। আর নতুন খরচ তো আছেই
২নংটা বেশি পরিষ্কার টাইপ হইলেও "চান-তারা" ছবিটা পছন্দ হইছে বেশি...
এই ছবি আপনে আঁকছেন!!!! চাপা ছাড়ার আর জায়গা নাই
এতো গুনী জ্ঞানী মানুষ সবসময়ই তাজ্য
মন্তব্য করুন