আসাদ'এর ব্লগ
কৈশরের চান রাত
Chan rat e "chan glass" kina
চান রাত। ক্যামেরা হাতে ইফতারের পর বের হওয়া, সোজা নিউ মার্কটে যাওয়া… মানুষের আনন্দ দেখে নিজের আনন্দিত হওয়া…দোকান্দারদের সবচে বেশি আনন্দ…তারা আজকে সারা রাত বেচা বিক্রি করে ভোর রাতে বাড়ি রওনা দিবে।
Wordpress এর জন্য বাংলা সাহায্য চাই
খুব শখ ছিল নিজের একটা বাংলা ব্লগ করার। সেই শখ পুরন করার জন্য ডোমেইন কিনলাম, wordpress install করলাম কিন্তু একি!!! Wordpress বাংলা support করে না!! এটাতো জানতাম না। এখন কি করি? আমার এত সাধের বাংলা ব্লগ! আপনাদের কারো জানা আছে wordpress এ কেমনে বাংলা ব্যাবহার করতে হয়? আমাকে একটু হেল্পান প্লিজ।
ব্লগ আড্ডার আরো ছবি
আরো ছবি এ্যাড করা হল এই লিঙ্কে । আরো ছবি আসিতেছে।
ব্লগ আড্ডা
ব্লগাড্ডা - ১৭ মার্চ ২০১০
আমি আর কনা আপা পৌছাইছি বিকালে, একটু খোজার পরেই বাসা পেলাম। যখন ঢুকলাম, ততক্ষনে অনেকে চলেও গেছে। যাই কোক, আমি আমার কাজ শুরু করলাম, ছবি তুলা। ছবি তুলতে তুলতে কিছু ব্যাপার খেয়াল করলাম। তাই একটু সবার সাথে share করি।
১. এরপর থেকে আড্ডায় সবাই যেন একই রুমে বসতে পারে সেই ব্যাবস্থা করতে হবে, কেও এই রুমে বাকিরা অন্য রুমে এইভাবে বসলে মজা অনেক খানি নষ্ট হয়।
amar first blog in amra bondhu
r e bah amio dekhi blog likhte partesi!!!! ki shanti !