ফটোব্লগ টিউটোরিয়াল
পোষ্টে ইমেজ/ ছবি যুক্ত করা।
পোষ্ট লেখার সময় পাতার নিচের দিকে খেয়াল করুন Image uploads লিংকটি দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করলে নিন্মরূপ ভিউ এক্সপান্ড হবে।
এখন আপনি Brows বোতামে চেপে আপনার পছন্দ মত ইমেজটি সিলেক্ট করে আপলোড বোতাম চাপুন। ছবিটি আপলোড হয়ে যেগে নিচের ভিউ আসবে।
আরো ছবি আপলোড করতে চাইলে আগের মত ব্রাউস বোতাম চেপে আপলোড বোতামে চাপুন। ছবিটি মুছে ফেলতে চাইলে A অংশে
দেখানো যায়গায় ক্লিক করে সিলেক্ট করে মুছে ফেলুন বোতাম চাপুন। সব ছবি আপলোডের পর সেগুলো পোষ্টে দেয়ার জন্য ছবিটির থাম্বনাইলে ক্লিক করুন (B চিহ্নিত)। এখন নিচের প্রিভিউ আসবে
এখন ছবিটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে Copy Image Location করুন। মুল পোষ্টের রিচ টেক্সট গিয়ে লিখার ঠিক যেখানে ইমেজটি যুক্ত করতে চান সেখানে কার্সর রেখে টেক্সট বক্সের ইন্সার্ট ইমেজ বোতামে চেপে Image URL এর ঘরে রাইট ক্লিক করে পেষ্ট করুন (CTRL + V) ।
আগে যে Copy Image Location করেছিলেন সেজন্য ছবির লিঙ্কটি এখানে পেষ্ট হয়ে যাবে।Image descriptionএর ঘরে পছন্দ
মত নাম দিন। এবার Insart বোতাম চাপুন। লক্ষ করুন যেখানে ইমেজটি দিতে চেয়েছিলেন সেখানে ইমেজ কোডটি যোগ হয়ে গেছে। পোষ্ট করার পর
আপনার ইমেজটি দেখতে পাবেন।
হ্যাপি ব্লগিং
পপি ব্লগিং
কামের পোস্ট। প্রিয়তে নিলাম।
বহুত ঝামেলা করতে হয় ফটুক পোস্ট করতে। একটা আপলোড করতে গিয়া ব্যর্থ হওয়ায় আর ট্রাই করি নাই।
এখন আবার ট্রাই নিতে হবে।
আস্তে কইরা ট্রাই নিয়েন। শুনছি ২ মেগাবাইট লিমিট আছে।
তাও ভালো!! ৫০০ কিলো তো আর না!!!

কামেল পোস্ট
আশা করছি অনেকে উপকৃত হবে।
শাতিলের ৪টা পোস্ট আছে টিউটোরিয়ালের সব গুলো একত্র করে একটা টিউটোরিয়াল নামে উপরে ঝুলিয়ে দেয়া যায়
গুড গুড ... টুটুল চাচা শিঘ্রই কাম্টা কইরা ফালান
এতো ঝামেলা ক্যান করবো? ফ্লিকারে আপলোড করে লিঙ্ক পেষ্ট করলেওতো হয়।
অন্য যে কোন মাধ্যমে ছবি আপলোড করে লিংকু দিয়া করা যায়.. আবার সরাসরিও করা যায়
এর বাইরেও অন্য সাইটে আপলোড করে সেখানের লিংক দিয়ে পোস্টে ছবি আপলোড করা যায়
ফেসবুকসহ অন্য কোন মাধ্যম থেকে ছবি যোগ করার ক্ষেত্রে

মন্তব্য করুন