ইউজার লগইন

ইচ্ছাকৃত, অজ্ঞতা নাকি অসাধুতা

আজকের পত্রিকায় ছাপা হওয়া সংবাদটা এরকম।

জাতিসংঘ পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি), বিশেষ করে শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় সাফল্যের জন্য বাংলাদেশ জাতিসংঘ পদক (অ্যাওয়ার্ড) পেয়েছে। নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ম্যানহাটনের একটি হোটেলে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক গ্রহণ করেন। এর আগে রোববার দুপুরে প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে পৌঁছান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের পাশাপাশি উচ্চপর্যায়ের এমডিজি সম্মেলনের এক দিন আগে বাংলাদেশসহ ছয়টি দেশকে এ পদক দেওয়া হয়। পদক প্রদান কমিটি এমডিজির লক্ষ্য অর্জন প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। পদক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘এ পুরস্কার আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। সাম্প্রতিক বিশ্বমন্দা, বিশ্ব-উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সত্ত্বেও ২০১৫ সাল নাগাদ এমডিজির লক্ষ্য অর্জন প্রচেষ্টায় আমরা কোনো রকম ছাড় দিইনি।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আজমিনা সিদ্দিকীসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার সঙ্গের ছবিটা দেখি.....
2010-09-20-18-26-17-004274500-3.jpg

ছবিটায় যার হাত থেকে আমাদের প্রধানমন্ত্রী পুরস্কার নিচ্ছেন তিনি কে? জাতিসংঘের কেউ? তাহলে জাতিসংঘ পুরস্কার কার কাছ থেকে নিলেন তিনি?

ইন্টারনেটেই খোঁজ নিলাম। গুগলে সার্চ দিলাম।
যা পেলাম......

এটা আসলে জাতিসংঘের কোনো পুরস্কার না। এটা দিয়েছে এমডিজি অ্যাওয়ার্ড কমিটি
এটাকে একধরণের এনজিও বলা যায়। জাতিসংঘের সঙ্গে এর সম্পর্ক সামান্যই। ইউনাইটেড ন্যাশনস অফিস ফর পার্টনারশীপ (ইউএনওপি) এই প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেয়।
আরও কয়েকটি দেশ এই পুরস্কার পেয়েছে। তবে সবাই খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে, এই পুরস্কার দিয়েছে এমডিজি অ্যাওয়ার্ড কমিটি। কেবল আমরাই এটাইকে জাতিসংঘ পুরস্কার বা ইউএন অ্যাওয়ার্ড বললাম। সরকার থেকে এমনটাই বলা হল।

তবে সবচেয়ে হাস্যকর কাজটি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। শুনতে পাই তারা নাকি প্রতিটি নিউজ একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে তারপরেই তা প্রকাশ করে।

তারা গতকাল এই নিউজটি ছেড়েছে.....
UN to award Bangladesh for reducing child mortality
DHAKA | Mon Sep 20, 2010 1:36pm EDT

(Reuters Life!) - Bangladesh is set to achieve a United Nations award this week for reducing child mortality rate nearly by two-thirds well ahead of the stipulated time-frame, UN officials said on Sunday.

UN Secretary-General Ban Ki-moon will hand over the award to Bangladesh Prime Minister Sheikh Hasina during the UN summit on Millennium Development Goals (MDGs) in New York.

Ban convened the summit of the MDGs on the sidelines of the United Nations 65th General Assembly.

The UN set a target of reducing the mortality under-five by two-thirds between 1990-2015. The current child mortality rate in Bangladesh is around 2 percent, health officials said without giving details.

Hasina left Dhaka on Saturday enroute New York to attend the general assembly and the summit on MDGs.

Impoverished Bangladesh has also made good progress in reducing the number of chronically food insecure citizens - from 40 million to 27 million over the last decade, British charity Actionaid said.

"However, partly due to its large population, it still has the third highest number of hungry people in the world, after India and China," Actionaid said in a statement that made available to Reuters on Sunday.

Bangladesh, the world's fourth-biggest rice producer, harvested a record high rice crop of more than 34.45 million metric tones in the year to June, compared with 34.21 million tones a year ago.

Despite progress in several fields Bangladesh is still struggling for achieving some of the seven other MDGs.

The country has been producing sufficient food to feed its some nearly 160 million people, but it often faces food crunch due to natural calamities, food officials said.

Bangladesh officials said the country, which has no viable threat of HIV/AIDS, had also made progress in imparting education, eliminating gender disparity, reducing poverty, hunger, maternal mortality ratio.

But as a result of high food prices in recent years, the number of Bangladeshis facing food insecurity has risen. Cyclone Aila that killed nearly 1,500 people and damaged huge crops in 2009, has further added to the pressure, Actionaid said.

While the country has improved the nutrition of children under the age of five in the last two decades, it still has a long way to go to combat malnutrition, it said.

এভাবে প্রচার কি ইচ্ছাকৃত, অজ্ঞতা নাকি অসাধুতা????

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


অট্টহাসি পাচ্ছে। বিশেষত মূর্খ বঙ্গবাসী ভুল করেছে তাতে বলার কিছু নেই। কিন্তু রয়টার্সেরও শেষতক এই অবস্থা? খাকজ্।

তানবীরা's picture


ইব্রাহীমের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী কোন শব্দ করে না, পদকের বাহাদুরী। কাউরে তারা ছাড় দিবেন না। নিজের দলের লোক বাদ দিয়া

শিশুমৃত্যু কমাইয়া যুবক মৃত্যুর হার বাড়াইয়া দিবেন

রয়টার্সরে কতো দিছে কে জানে? গতোবার পি।এইচ।ডি কালেক্ট করছে এবার করবে পদক

ধন্য মাতা

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হুমম, খবরটা পড়ার সময় "...ম্যানহাটনের একটি হোটেলে বাংলাদেশ সরকারের পক্ষে ..." দেখে খটকা লাগছিলো Puzzled

~

ভাঙ্গা পেন্সিল's picture


রয়টার্সের কথা আর কি কমু...কয়দিন আগে আম্রিকার শিয়ালের্খবর পেপারে যা পড়লাম, হাসতে হাসতে পইড়া গেছি। Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

মেসবাহ য়াযাদ's picture


এইসব দেখে দেখে মরমে মরি। আজকে আরেকটা খবর দেখলাম- প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা গোপালগঞ্জের এক সভায় বলেছেন, কী একটা নিয়োগ জানি হবে... তার সব লোকজন হবে সরকারদলীয়... পাশাপাশি তিসন মিডিয়া কর্মীদের বলেছেন, এই খবরটা ছাপিয়ে দিতে...
আজব দেশের ধন্য রাজা দেশ জোড়া তার নাম....

অ.ট : অনেক ধইন্যবাদ আপনেরে

বাতিঘর's picture


উপজেলা স্বাস্হ্যকেন্দ্রে মনে হয় খুব সম্ভবতঃ।বলা হয়েছে, 'দলীয়কর্মী যতোই অযোগ্য হোক তাকেই নিয়োগ দিতে হবে'...এইটা কী আসলেই সত্যি নাকি মজা করা হয়েছে? তাইলে তো মজাই...বগলবাজাও জনগণ Party Party Party

জ্যোতি's picture


ছবিটা তো সকালেই দেখলাম পত্রিকায়।এমনও ভুল হয়!আজব!
লাল শাড়ীর সাথে সাদা কার্ডিগান?আজব!

নীল ঘূর্ণি's picture


ডেইলি স্টারের এই নিউজ-টা দেখেছেন!! [comedy at JFK airport]

অতিথি's picture


আজব!!!!!!!!!!!!!!!!!!!

১০

বাতিঘর's picture


ঘটনা যেটাই হোক( ইচ্ছাকৃত, অজ্ঞতা কিংবা অসাধুতা) এব্যাপারে দেশের মিডিয়াগুলো কেনো সেভাবে সোচ্চার হয়না! মামার গন্ধে মামী, তাহার গন্ধে আমি বনে যায় সবাই Crazy মাঝখান থেকে বোকা জনগণ নতুন করে বোকা বনে। দেশে ফিরে নিশ্চয়ই প্রচার করা হবে জাতিসংঘ মারফৎ পুরস্কারটি প্রাপ্ত হইয়াছে Angry Angry Angry .....আজব লাগতে, লাগতে এই বোধটাই ভোঁতা হয়ে যাবে খুব শিঘ্রই Sad .....পোষ্টের জন্য ভাইটিকে ধইন্যা।

১১

জ্বিনের বাদশা's picture


মিডিয়াকে যে ব্লগের কষ্টিপাথরে যাচাই করার দিন চলে এসেছে মাসুম ভাইর এই অনুসন্ধিৎসু পোস্টটিই তার প্রমাণ
রয়টারের ভুল দেখে টাশকি Sad

তবে শিশুমৃত্যুর হার কমানোতে বাংলাদেশের ভূমিকা আসলেই খুব ভালো...সরকারের পাশাপাশি সারাদেশে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীদেরকে অভিনন্দন

১২

নীড় সন্ধানী's picture


মানুষের উপর বিশ্বাস হারানো নাকি পাপ। কিন্তু সরকারে অধিষ্ঠিত কাউকে এই জাতীয় পুরষ্কার নিতে দেখলে কেন যেন অবিশ্বাসের হাসি আসে আজকাল। পাপের কাদায়ই ডুবে যাচ্ছি যেন দিন দিন।

১৩

বিষাক্ত মানুষ's picture


কিচ্ছু কওয়ার নাই

১৪

মাহবুব সুমন's picture


ইচ্ছাকৃত অসাধুতা

১৫

মুকুল's picture


আজকে যায়যায়দিন এইটারে সত্য ধইরা নিয়া সম্পাদকীয় লিখছে। Puzzled

১৬

নুশেরা's picture


জ্বিনজীর মন্তব্যের প্রথম লাইনের সূত্র ধরে বলি, এসব খবরের গোমর শুধু ব্লগে কেন, প্রিন্ট-ভিজুয়াল সব মিডিয়ায় ফাঁক করা দরকার।

১৭

জ্বিনের বাদশা's picture


প্রিন্ট মিডিয়ার সেই দিন আর নাই দেশী... ব্লগার সচল জাহিদের ড্যাপ নিয়ে লেখা আর্টিকেলটা কেউ ছাপেনি, এমনকি প্রথম আলোর অনলাইন কমেন্টেও না! ... আরো কিছু কাহিনী শুনি এখানে ওখানে ... হাত-পা যে কিছুটা হলেও বাঁধা বোঝা যায়

১৮

রায়হান রশিদ's picture


ধন্যবাদ মাসুম ভাই। প্রচলিত মিডিয়া যে ব্লগের চেয়ে দিন দিন পিছিয়ে পড়ছে, সেটাই আবার প্রমাণিত হল। আইন করে পত্রিকার সম্পাদকদের বাধ্যতামূলকভাবে প্রতিদিন ২ ঘন্টা করে ব্লগ পড়া নিশ্চিত করা দরকার Smile তাহলে যদি এই ব্লান্ডারগুলো কিছুটা কমে!

১৯

সাঈদ's picture


দেশে আসলে এই পুরস্কারের জন্য বিশাল সংবর্ধনার আয়োজন হবে। বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত দলীয় চেলা চামুন্ডারা গিজ গিজ করবে , রাস্তা বন্ধ করে নেত্রী স্তুতি গাইবে আর আম জনতার - এইটুক সইতেই হবে , নেত্রী বলে কথা।

২০

শাপলা's picture


আমার কি আর বলা লাগবে?!!!!

আচ্ছা বাকরোহিতের কোন ইমো নাই????

তবে জ্বিনজীর শেষের দুই লাইনের জন্য একমত।
অভিনন্দন সে সব নিরলস কর্মীদের জন্য যারা বোধ হয় কোন পুরস্কারের আশা না করেই নিজ নিজ দায়িত্ব পালন করেছেন।

২১

শওকত মাসুম's picture


আসলে সমস্যাটা করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিজস্ব কর্মকর্তা ও সরকারি প্রেস টিম। সাথে ইউএনবিও আছে। তারাই এটাকে ইউএন পুরস্কার বলে চালিয়েছে। রযটার্স বাকি সর্বনাশটুকু করছে।
যে পুরস্কার বাংলাদেশ পেয়েছে সেটিও কম গুরুত্বপূর্ণ না। তবে এটাকে আরও বেশি গুরুত্ব দিতে গিয়েই এই সমস্যা।

একটা কাজে ব্যস্ততার জন্য সবার বক্তব্য আলাদা করে জবাব দিতে পারলাম না। সবাই অবশ্যই আমারে মাফ করবেন। মনে থাকে যেন Wink

২২

তানবীরা's picture


ইচ্ছাকৃত, আইলসামি নাকি ব্যস্ততা Wink

২৩

শওকত মাসুম's picture


ব্যস্ততা ১০০%

২৪

অতিথি's picture


এটা হোয়াইট হাউজের প্রেস নোট
http://www.whitehouse.gov/the-press-office/2010/09/22/remarks-president-millennium-development-goals-summit-new-york-new-ইর্ক

bideshi puroshkar paile deshi luke khushi hoy, eta notun kichu na, younus vai nobel paisilo poreo ekta goljog hoisilo, vuila gesilam amra nobel prize lobby award. ar hasinar eita purana ovyas. [amar bangla keyboard nai, font o nai, amar os e avro install hoy na bole roman horofe likhte hoilo :(]

২৫

নাহিয়ান's picture


হাসতে হাসতে শেষ।। হায়রে বাঙালী।। কথায় বলে "ভূগোল বোঝাও নাকি??" এই লেখাতা পড়ার পর বুঝলাম, এই ব্যাপারটা নিয়ে প্রথম দিকে ভূগোলই বুঝছি

২৬

নাহিয়ান's picture


হাসতে হাসতে শেষ।। হায়রে বাঙালী।। কথায় বলে "ভূগোল বোঝাও নাকি??" এই লেখাতা পড়ার পর বুঝলাম, এই ব্যাপারটা নিয়ে প্রথম দিকে ভূগোলই বুঝছি

২৭

তায়েফ আহমাদ's picture


এ ব্যাপারে বেশী মন্তব্য না করাই সমীচীন.....।

২৮

anik's picture


protho alo...shomokal....amar kontho.....edar cham chami emon porjai gache je nijeka bangladeshi bolte grina hoi.....age to montri..minister cham chami korto...akhon tar shathe jukto hoise newspaper r media.....edar dharona.....bangladeshi manush khub ahammok......

shaikh hasina er age khomotai thakar shomoi PHd degree te shatar katsilo......sheta niya akhono hashi pai.....akhon korlo ei kirti......hashbo na kadbo shetai buzte partesi na......moner khob ek word ei prokash kori...."shame"......

২৯

অতিথি's picture


হা হা হা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, Crazy Party Tongue Sad Puzzled Sad( Big smile Laughing out loud Steve Cool

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।