ইউজার লগইন

আশিক মাসুদ'এর ব্লগ

জেনে নিন কিভাবে আপনার ক্যামেরার Firmware Update করবেন

25446_D90_34l.png

আমি Nikon ইউজ করি তাই যারা নাইকন ইউজার আছেন তাদের বলি। আপনি জানেন কি আপনার ক্যামেরার বডির Firmware আপডেট করা যায়? এইটি খুব সহজে আপনি করে নিতে পারেন। এইটা অনেক টা iphone'র iOS এর মতো আপডেট করে নিলে লেন্স জনিত অনেক সুবিধা বা অনেক বিষয়ে ক্যামেরা বডি কে আপডেট রাখতে পারেন। Smile

আপনি নিজেও নেটের লিঙ্কের বর্ণিত কাজ গুলি স্টেপ বাই স্টেপ করে কাজ টি করে নিতে পারেন।

Nikon'র লেটেস্ট আপডেট ভার্সন গুলা এখানে পাবেন। মিলিয়ে নিন আপনার ক্যামেরা মডেলের লেটেস্ট Firmware টি।
http://support.nikonusa.com/app/answers/detail/a_id/13783

আর Windows user রা কিভাবে আপডেট করবেন সেইটা এখানে পাবেন... ভালো করে পড়ুন কয়েক বার। আশা করছি বুঝতে পারবেন ছবি দেখেই।

http://nikonimglib.com/dcdata/manual/En/lensprofile_win_en_ABF.html

যাচাই করে নিন ক্যামেরা টি নতুন কিনছেন কিনা

ফটোগ্রাফির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটে ক্যামেরার চাহিদাও বেড়েছে সমান ভাবে। কারন ফটোগ্রাফি করতে প্রথমেই যেটি দরকার হয় তা হল একটি ক্যামেরা। ক্যামেরা কেনার সময় আমরা অনেকে দ্বিধাদব্ধে ভুগি, ক্যামেরা টা নতুন কিনা তা নিয়ে। বাংলাদেশে অসাধু ভাবে সব কিছু হয় বলে সন্দেহ টা মাথায় এসে যায়। পুরান ক্যামেরা Refurbished করে আবার সেল করছে নাতো? অথবা Refurbished ক্যামেরা বাইরে থেকে কিনে গচাই দিচ্ছে নাতো? এই রকম অসংখ্য চিন্তা মাথায় এসে যায়। আসুন আজ জেনে নেই, কিভাবে সবচেয়ে সহজে আপনি প্রিয় ক্যামেরাটা ব্রান্ড নতুন কিনা জেনে নেই...

আমরা গাড়িতে একধরনের মিটার দেখতে পায়। একে Odometer বলে। গাড়িটি কত কিলোমিটার পথ চালানো হয়েছে তার হিসাব দেখতে পাই। গাড়ির এই মিটার দেখেই অভিজ্ঞরা সহজেই গাড়ির ব্যাবহার জনিত তথ্যাদি সম্পর্কে ধারনা পেয়ে যান। কত কিলোমিটার পথ চলেছে সহজেই দেখা যায়। নিচেই Odometer এর একটি ছবি দিলাম...

Odometer

শর্টকাট!! না শর্ট ফাঁদ?

প্রতারকদের কথা সব সময়ই মিষ্টি হয়। স্বভাব হয় মাখনের মত। তারা যখন রাতারাতি বড়লোক হবার সহজ পথ বাতলায়, শিক্ষিত অশিক্ষিত আমজনতা হা করে গিলে। বিনা পরিশ্রমে বড়লোক হবার স্বপ্ন কম-বেশী সবারই থাকে। সবার মধ্যে রাতারাতি কিছু একটা হয়ে যাবার প্রবণতা স্বভাবজাত। ছোটবেলার সেই আলাদীনের ভূত মাথায় কোথায় যে সযত্নে সেভ করে রেখেছি আমরা, তা নিজেরাও জানি না।

হতে চাওয়া ইচ্ছে গুলো...

shisir-cartoon.gif

১.
মানুষ বড় হতে হতে তার জীবনের হতে চাওয়া ইচ্ছা গুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। ছোটবেলায় যখন খুব ছোট তখন আমাকে "বড় হলে কি হবে?" কেউ জিজ্ঞাসা করলে বলতাম পাইলট হবো (বোধহয় খুব ছোট্ট বেলায় শিখিয়ে দেওয়া )। যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি তখন ডাক্তার হবো মানুষের সেবা করবো টাইপ কথা বলতাম। ক্লাস সিক্সের পর ইঞ্জিনিয়ার হবার বাসনা দেখতাম (তখন ইঞ্জিনিয়ারদের খুব স্মার্ট লাগতো)। একসময় হাতের লিখা খারাপ বলে উদ্ধারের পথ খুজতে থাকলাম। কি এমন করলে আমাকে লিখতে হবে না? পেয়েও গেলাম উত্তর। কম্পিউটার নিয়ে পড়তে হবে। এই জবে হাতে লিখার কোন কাজকারবারই নাই। ইউরেকা!! মনস্থির করে ফেললাম। আগ্রহ যে একদমই ছিল না তাও বলবো না। যায় হোক নিজের জীবনটাকে সাদা বাক্সটার সামনে সপে দিলাম। ভুলটা বোধহয় তখনই প্রথম করলাম।

২.