জেনে নিন কিভাবে আপনার ক্যামেরার Firmware Update করবেন
আমি Nikon ইউজ করি তাই যারা নাইকন ইউজার আছেন তাদের বলি। আপনি জানেন কি আপনার ক্যামেরার বডির Firmware আপডেট করা যায়? এইটি খুব সহজে আপনি করে নিতে পারেন। এইটা অনেক টা iphone'র iOS এর মতো আপডেট করে নিলে লেন্স জনিত অনেক সুবিধা বা অনেক বিষয়ে ক্যামেরা বডি কে আপডেট রাখতে পারেন।
আপনি নিজেও নেটের লিঙ্কের বর্ণিত কাজ গুলি স্টেপ বাই স্টেপ করে কাজ টি করে নিতে পারেন।
Nikon'র লেটেস্ট আপডেট ভার্সন গুলা এখানে পাবেন। মিলিয়ে নিন আপনার ক্যামেরা মডেলের লেটেস্ট Firmware টি।
http://support.nikonusa.com/app/answers/detail/a_id/13783
আর Windows user রা কিভাবে আপডেট করবেন সেইটা এখানে পাবেন... ভালো করে পড়ুন কয়েক বার। আশা করছি বুঝতে পারবেন ছবি দেখেই।
http://nikonimglib.com/dcdata/manual/En/lensprofile_win_en_ABF.html
কিন্তু যদি না বুঝতে পারেন বা সাহসে না কুলায় তাহলে এক্সপার্ট কারো হেল্প নিন। কারন ক্যামেরাটি আপনার খুবই প্রিয়। এইটি যেমন আপডেট রাখা দরকার, তেমনি ভালোও। হ্যাপি ক্লিকিং
এই ধরনের লেখালেখি চালু রাইখেন ভাইজান। আর আপনের তোলা ছবি নিয়া ফটু-পুস্ট দিয়েন একটা। খুশি হবো।
আইচ্ছা
লেখা ভাল পাইলাম।
শুধু ক্যামেরা নিয়া লেখা দিলেই হবে ! ছবি চাই, ছবি !!
জানার আছে অনেক কিছু, জানিয়ে জান! আর আমারো একই রিকোয়েস্ট, ছবি পোস্ট দিয়েন!
স্যার
আরেকটু বিস্তারিত কইলে বেশী উপকৃত হইতাম
স্যার
আরেকটু বিস্তারিত কইলে বেশী উপকৃত হইতাম
মন্তব্য করুন